বন্ধুদের সাথে ইউটিউব রিসোর্ট এ কাটানো সময় 👨‍👨‍👦‍👦 ২য়পর্ব

in hive-129948 •  2 years ago 

০৬ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ

২১ আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
২২ মহররম , ১৪৪৩ হিজরী
রবিবার।
শরৎকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦

IMG_20220821_085453.jpg

আমার বাংলা ব্লকবাসি আশা করছি আপনারা সবাই ভাল আছেন❤️ আমিও আপনাদের প্রার্থনায় অনেক ভাল আছি ❤️আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি ইউটিউব রিসোর্ট এ ভ্রমণ করার দ্বিতীয় পর্ব। আসলে বন্ধুদের সাথে সবসময়ই ঘুরতে আড্ডা দিতে মজার মজার খাবার খেতে ছোটবেলা থেকে অনেক পটু। আর আমার বন্ধুগুলো কলিজার যে যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি সবসময় সবার খোঁজ খবর নিয়ে সবাই একসাথে ভালো থাকার চেষ্টা করি। তাহলে চলুন এবার শুরু করি


IMG_20220821_085520.jpg

বন্ধু ছোট্ট একটা শব্দ কিন্তু এর গভীরতা কখনো পরিমাপ করা যায় না ❤️এখন পর্যন্ত অনেক ঘটনায় ঘটেছে বন্ধুত্ব নিয়ে যার মধ্যে পজিটিভ ঘটনাগুলোই বেশি❤️ অনেক সময় পত্রিকা বা খবরে দেখতে পেয়েছি বন্ধুর জন্য বন্ধু জীবন দিতেও দ্বিধাবোধ করে না❤️ বন্ধুত্বের সম্পর্কটা এমনই হওয়া উচিত❤️ যেখানে রক্তের সম্পর্ক হার মানায়।।

IMG_20220821_090006.jpg

মাঝে মাঝে ছুটিতে বাড়ি গেলে আরও সবাইকে ছুটি নিয়ে বাড়িতে আসতে বলা হয় ❤️যে সবাই মিলে কিছু সময় ঘুরে আড্ডা দিয়ে সুন্দর সময় অতিবাহিত করবো বলে❤️ তেমনি এবার ঈদুল আযহাতে সবাই ছুটিতে বাড়ি এসে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি তার মধ্যে স্মরণীয় সময় অতিবাহিত করেছি আমাদের পাশের গ্রামের ইউটিউব রিসোর্ট।।

IMG_20220821_085930.jpg

বিশেষ করে সন্ধ্যাকালীন সময় টা 👌এতটাই ভালো লাগে এই রিসোর্টে ভ্রমণ করতে যে কেউ গেলে মুগ্ধ হয়ে যাবে 🤔জমকানো লাল নীল আলোকসজ্জা ফুল বাগানের চারিপাশ দিয়ে লাইটিং টন ঘর লাইটিং❤️ এক কথায় মনে হবে আপনি যেন আছেন আপনার স্বপ্নের রাজ্যে🌺

IMG_20220821_085910.jpg

সম্প্রতি লক্ষ্য করে দেখতে পেলাম যে নতুন করে ইউটিউব রিসোর্ট এর মধ্যে ইউটিউব এর ইংরেজি অক্ষর গুলা বড় বড় করে লেখা হচ্ছে❤️ যার কাজ এখনো চলমান তো সেখানে দাঁড়িয়েই একটা ছবি তুলে নিলাম।

IMG_20220821_085822.jpg

বন্ধুদের সাথে ঘুরলে যেমন খাওয়া-দাওয়া তেমন সেলফি যার যেভাবে খুশি সেভাবে ক্যামেরা ধরে সেলফি তুলতে শুরু করে❤️ সবাই মিলে টং ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় একটা সেলফি।।

IMG_20220821_085603.jpg

আসলে ছবি ওঠার প্রধান উদ্দেশ্য হল স্মৃতিগুলো মধুর করে রাখার জন্য যেন ভবিষ্যতে এই স্মৃতিগুলো দেখে একজন একজনকে মনে করতে পারি। যেমন সুন্দর পরিবেশ তেমন আমরা আর তেমন পড়ে গেল ছবি তোলার হির ক। যা আপনারা পোস্টে লক্ষ্য করলে দেখতে পাবেন।

IMG_20220821_090047.jpg

বন্ধুদের সাথে ঘোরাঘুরি হবে আর খাওয়া দাওয়া না। কেমন হয় তাই তো বেশিরভাগ সময়ই আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি বেশি করে খেয়ে থাকি। গত দিন আপনাদেরকে দেখিয়েছিলাম চমচমের ফটোগ্রাফি এখন শেয়ার করলাম ইলিশ পেটি এবং ছানার বরফি। যেমন মজাদার তেমন সুস্বাদু। প্রতিজন একটা করে ইলিশ পেটি এবং একটা করে ছানার বরফি।

IMG_20220821_085652.jpg

ফটো ওঠার এবং স্টাইল এর কোন শেষ নেই। যে পাশ দিয়েই গেছি ভালো কোন দৃশ্য বা ভালো কোন বসার জায়গা পেলে সেখানেই বসে সবাই মিলে গ্রুপ ফটো নিয়েছে। এই ফটোতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা সবাই মিলে একসাথে থেকে।। বন্ধুদের সাথে ঘুরে ইউটিউব রিসোর্টে খুবই আনন্দ উপভোগ করেছি। খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি গ্রাম্য পরিবেশের মধ্যে এমন একটি রিসোর্ট সত্যিই অবাক করার মত। একটা ব্যাপার অনেক জায়গা থেকেই এখন লোকজন এখানে ভিড় জমায়এই ইউটিউব দেখতে। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্টে। সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে সবার সাথে খুব ভালো সময় পার করেছেন। অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

জি আপু আপনি ঠিকই বলেছেন বন্ধুরা মিলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি রিসোর্টে তেমনি সুন্দর সুন্দর মজার মজার খাবারও খেয়েছি

image.png

মাশাআল্লাহ ভাইয়া চমৎকার কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।ইউটিউব রিসোর্ট ফেসবুকে ইউটিউব অনেক দেখেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। খুবই ইচ্ছা আছে ঘুরতে যাওয়া। বন্ধুর সম্পর্ক হওয়া উচিত এমন একজনের কষ্টে আরেকজন এগিয়ে আসবে।এই ধরনের বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। আপনি বন্ধুদের সাথে খুবই চমৎকার সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

সময় করে একদিন চলে আসিয়েন ভাই আমাদের এলাকায় অবশ্যই আপনাকে দেখানো হবে ইউটিউব রিসোর্ট আড্ডা হবে খাওয়া-দাওয়া হবে খুব মজা হবে

জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। ইউটিউব রিসোর্টে বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। তা দেখতে পেরে সত্যি অনেক ভালো লাগলো। খাবার গুলো দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জায়গা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আপনি youtube রিসোর্টে বন্ধুদের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি আসলে বন্ধুদের সাথে সময় পার করা বরাবরই অনেক আনন্দের হয়ে থাকে

এর আগে প্রথম পর্বটি আমি দেখেছিলাম খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছিলেন দেখে খুব ভালো লেগেছিল। প্রথম পর্বের দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সুন্দর মত পর্যবেক্ষণ করে খুব সুন্দর এবং উৎসাহমূলক একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

সত্যি বলেছেন ভাই বন্ধুদের সাথে কাটানো সময়ের কোনো তুলনা হয় না। বন্ধুদের সাথে ঘুরতে গেলে তাতে আলাদা মাএা যোগ হয়। ইউটিউব ভিলেজ সংস্করণের পর আর যাওয়া হয়নি। রাতের ইউটিউব ভিলেজের শোভাটাও বেশ চমৎকার। অনেক সুন্দর পোস্ট ছিল ভাই।।

ইউটিউব ভিলেজ সংস্করণের পরে যেহেতু দেখা হয়নি বলব শীঘ্রই দেখে আসিয়েন অনেক ভালো লাগবে এখন অনেক আপডেট হয়েছে

বন্ধুদের সাথে ইউটিউব ভিলেজে খুবই সুন্দর সময় পার করেছেন দেখছি আপনি। আমিও কয়েকবার গিয়েছি খুবই সুন্দর জায়গা। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে জায়গাটি অনেক সুন্দর তাই গিয়ে সুন্দর সময় অতিবাহিত করা সম্ভব মাঝে মাঝেই সময় পেলে ঘুরতে যাই এমন সুন্দর জায়গা

ইউটিউব ভিলেজ এর সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না ।।খুবই সুন্দর একটি জায়গা ।।আমি অনেকবার গিয়েছি খুবই ভালো লাগে আমার কাছে।।

ধন্যবাদ আপনাকে পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে

রাতের বেলায় ইউটিউব ভিলেজের সৌন্দর্যতা দেখে মুগ্ধ হলাম। সত্যিই বন্ধুদের সাথে দারুন সময় অতিবাহিত করেছিলেন। অনেকদিন পর আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো।

ঠিকই বলেছেন আপনি রাতের বেলা সৌন্দর্যটি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমরা ঠিক তেমনি হয়েছিলাম আর সেই সাথে সুন্দর সময় অতিবাহিত করেছি খুবই ভালো লেগেছিল

অনেকবার গিয়েছি দিনের বেলায় কিন্তু রাতের বেলা সৌন্দর্যটা উপভোগ করা হয় নি

বেশ মজা করেছেন ভাই বন্ধুদের সাথে ইউটিউব রিসোর্টে। সাথে আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত সুন্দর হয়েছে। আপনার প্রথম পর্বটিও দেখেছি আমি। আপনি দেখি ফটোগ্রাফিতে ও অনেক এডভান্স। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

প্রথম এবং দ্বিতীয় পর্ব দুটি দেখে সুন্দর একটি গোছানো মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে

জায়গাটায় আমিও গিয়েছি তবে রাতের সৌন্দর্য বেশ ভালো লাগলো আমি শুধু দিনের সৌন্দর্যটাই দেখেছিলাম। আপনার পোস্ট দেখে বেশ ভালো লাগলো এবারে রাতের সৌন্দর্যটা দেখতে যাওয়া উচিত।

রাতের বেলার সৌন্দর্য টা একবার উপভোগ করে দেখিয়েন অনেক ভালো লাগবে আমরাও অনেক সুন্দর সময় পার করেছিলাম।।