ফটোগ্রাফি 📸📹কাশফুল 🌼

in hive-129948 •  2 years ago 

১০আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ

২৫সেপ্টেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
২৮সফর , ১৪৪৩ হিজরী
রবিবার।
শরৎকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1664076837715.jpg

আমার বাংলা ব্লগ বাসি আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আর সব সময় এই কামনাই করে যাই মহান সৃষ্টি কর্তার কাছে। ভালো থাকা এখন শুধু আমাদের সময়ের ব্যাপার।। ভালো না থেকে অনেক সময় অভিনয় করতে হয় আমি ভালো আছি।। হাসি না আসলেও মুখ ফুটে হাসি দিতে হয় আর বুকে ঝরে কান্না। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে ভালো থাকা খুবই কষ্টকর।। গত দুদিন আগে আমি গাজীপুর থেকে কুষ্টিয়াতে আসছিলাম সেই সময় ট্রেনের মধ্যে একজন মুরুব্বী চাচার সাথে দেখা হল উনি পানি বিক্রি করতেছিল।। রাত বাজে তখন একটা আমি এক বোতল পানি নিলাম পানি নিয়ে তাকে টাকা দিলাম। উনার পানি বিক্রিও শেষের দিকে উনি বলতেছে আজ আর বিক্রি করব না এখন এখানে বসে একটু ঘুমাবো। উনার এমন কথা শুনে আমি বললাম আঙ্কেল আপনি কি এরকম সারা রাতই পানি বিক্রি করেন।। আপনার পরিবারে কে কে আছে।। বলল আমার দুটি মেয়ে দুটি ছেলে সবাই লেখাপড়া করে আমার এই পানি বেচা টাকা দিয়ে আমার সংসারের ভরণপোষণটা চলে।। আমি বললাম শুধু এটুকুনি রোজগার দিয়ে কিভাবে চলে সংসার।। দুই এক কথা দুই এক কথা এরকম বলতে বলতে মুরব্বি চাচা কেঁদে দিল আমার কাছে। বলল আগে যে ইনকাম করতাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম ছিল সংসারটা ভালোমতো চলছিল লেখাপড়ার খরচ সহ ছেলেমেয়েদের। এখন এমন অবস্থা হয়েছে মাঝে মাঝে না খেয়েও দিন পার করতে হয়। আসলে শরতের আকাশের নতুন আবহাওয়া কাশফুল ফোঁটা সুন্দর পরিবেশ সবার জন্যই সবসময় সুন্দর হয় না।। আমার কাছে আপনার কাছে হয়তো শরৎকাল টা খুবই সুন্দর লাগছে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো কাশফুল ফোটা।। খোঁজখবর নিয়ে দেখলে দেখা যাবে অনেকের ঘরেই এমন একটা মুহূর্তে নেই খাবার দাবার মানুষ কতটা কষ্টে আছে বাইরের মানুষের সাথে চলাফেরা করলে একটু কথাবার্তা বললে তাদের কষ্টটা বোঝা যায়।। থাকছি সব কথা এবার আসি কাশফুলের ব্যাপারে।।

IMG_20220925_092012.jpg

IMG_20220925_091955.jpg

IMG_20220925_091935.jpg

IMG_20220925_091914.jpg

সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় ঘেরা পাখি রাখা আমাদের এই সোনার বাংলা। 12 টি মাসের ছয়টি ঋতু যার দুটি মাস অন্তর দেখতে পাই আলাদা রূপে সেজে থাকা। তেমনি বর্ষা পেরিয়ে শরত শেষের দিকে। বর্ষাতে দেখেছি এক গ্রুপ শরতে দেখি আরেক রূপ। খালে বিলের পানিগুলা শুকাতে শুরু করেছে কমতে শুরু করেছে নদীর পানি জেগে উঠেছে দুপুরে চড় ফুটেছে কাশের ফুল। নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা বাতাসের দোল খাওয়া কাশফুল গুলো উড়ছে সাদা পাখা মেলে।। এমন দৃশ্যই বা কজনের দেখার সুযোগ মেলে আমি তো মনে করি পদ্মার পাড়ে বাস করাতে আমি একজন ভাগ্যবান মানুষ।। বিভিন্ন সময়ে প্রকৃতির সাথে মিল রেখে দেখেছি পদ্মার বিভিন্ন রূপ বরাবরসায় ভরা যৌবন ভাটা বর্ষায় কাশের ফুলের মেলা।।।

IMG_20220925_091858.jpg

IMG_20220925_091827.jpg

IMG_20220925_091801.jpg

IMG_20220925_091744.jpg

IMG_20220925_091704.jpg

IMG_20220925_091625.jpg

IMG_20220925_091410.jpg

আসলে এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর মোবাইল দিয়ে এমন সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হবে না সেটা তো হয় না।। আমার ভালো লাগার কাজ মনে কাটানো কিছু মুহূর্ত এবং সেই সাথে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে।। ফটোগ্রাফি গুলোতে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন কাশফুল এবং আকাশের ব্যাকগ্রাউন্ড দিয়ে চেষ্টা করেছি ভালোভাবে করার।। নিচে কাশফুল বাতাসে দোলা খাচ্ছে আর উপরে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা নিচ থেকে তাকালে মনে হবে আপনি যেন হারিয়ে গেছেন মেঘের রাজ্যে।।

IMG_20220925_091827.jpg

IMG_20220925_091559.jpg

সুন্দর স্নিগ্ধ সময়ে স্নিগ্ধ পরিবেশে ফটোগ্রাফি গুলা করে মনের কিছু কথা দিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।। আর সব সময়ই আপনাদের কাছে আমার চেয়ে অনুরোধটা থাকে সেটা আজও করে যাই।। আমাদের আশেপাশে থাকা আর সুবিধা বঞ্চিত অসহায় না খেয়ে থাকা দরিদ্র মানুষের পাশে সব সময় যেন থাকা হয় তাদের সুখ-দুঃখের খবর নিয়ে নিজের সাধ্যমত তাদের সাহায্য সহযোগিতা করা হয় এতে যেমন লোককে উপকৃত হবে আমাদের সৃষ্টিকর্তা কোন এক দিক থেকে আমাদের এই উপকারের প্রতিদান টা দিয়ে দেবেন।। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অসহায় দরিদ্র মানুষের খোঁজখবর নিবেন।।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

কাশফুলের ফটোগ্রাফি আমার সব সময়ই ভালো লাগে। শরৎকাল টা খুবই সুন্দর লাগছে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো কাশফুল ফোটা বাহ্ দারুন লিখেছেন। আপনার উপস্থাপনা খুব ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে

ঠিকই বলেছেন আপনি এই শরৎকালের আবহাওয়াটা অন্যরকম ভালোলাগা এবং ভালোবাসা লুকিয়ে থাকে বিশেষ করে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা গোলাপ দেখতে সব থেকে বেশি ভালো লাগে আর যদি কাশফুল থাকে তাহলে তো কোন কথাই নেই

শরৎকালে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য নিয়ে আসে। শরৎকালে আশেপাশে চারিপাশ কাশফুলের ভরে যায় ।তখন দেখতে বেশ চমৎকার দেখা যায়। বছরেঅন্যান্য সময় কাশফুল খুব একটা দেখা যায় না ।কিন্তু এই সময় চারিপাশ কাশফুলে ভরে যায় ।আপনাকে ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

শরৎকাল রা তখনই সৌন্দর্য ফুটে ওঠে যখন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে ফুটতে থাকতে দেখা যায় কাশফুলের ঝোপ এক কথায় যেন স্বপ্নের রাজ্য

কাশফুল পছন্দ করে না এরকম মানুষ আছে বলে মনে হয় না। এটি একদম তুলতুলে সে কারণে আমি একটু বেশি পছন্দ করি। কাশফুল যখন মাঠের চারপাশে ফুটে তখন খুবই ভালো লাগে সেই দৃশ্যটি আমার কাছে। আমাদের মাঝে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন।

ঠিকই বলেছেন আপনি কাশফুল একদম নরম তুলতুলে দেখতে অনেক সুন্দর মোটামুটি ঘান রয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার জন্য

প্রতিটা ছবি ভীষণ সুন্দর এবং ইউনিক হয়েছে। কাশবনে কখনও কাছ থেকে গিয়ে দেখা হয় নি। আর এখন তো যাওয়ার উপায়ও নেই কারণ সব কাশবন ই তো এখন বুক করা। সব দুর্গা অসুর সেজে সেজে কাশ বনে ফটোগ্রাফি করে।

আসলে কাজ বন্ধু মন করা সেখানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করা নদীর পাড়ে বসে সময় কাটানো কিছু ফটোগ্রাফি করা সত্যিই অনেক ভালো লাগে আমার কাছে আমি তো এই সময় মাঝেমাঝে এই সময় পেলে চলে যাই পদ্মা নদীর পারে ভালো সময় পার করার জন্য।।

ভাই কাশফুলের সাথে আকাশের এত সুন্দর মেঘের দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করতে পেরেছেন। আমি কিছুদিন আগে কাশফুলের ফটোগ্রাফি দিয়েছিলাম কিন্তু আকাশে মেঘের সুন্দর দৃশ্য না থাকায় আবারও আশায় রয়েছে কোন একদিন কাশফুলসহ শরতের আকাশের ফটোগ্রাফি করব কিন্তু আজ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুব ভালো লাগলো।

কাশফুলের সাথে আকাশে সুন্দর দৃশ্য আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম চেষ্টা করি সব সময়ই ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে ফটোগ্রাফি গুলা করে আপনাদের মাঝে তুলে ধরার প্রতিনিয়ত আপনি খুব সুন্দর সুন্দর মন্তব্যর মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করে ফেলছেন যে জন্য ফটোগ্রাফির প্রতি আমার একটু বেশি আগ্রহ