গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম

হ্যালো! এপার ওপার বাংলার আমার সকল সহযাত্রী ভাই-বোনেরা কেমন আছেন সবাই? আমি আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাই ভালো থাকেন আমি সবার জন্য এই দোয়াই করি। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রতিদিন আপনাদের মাঝে নতুন করে নতুন নতুন পোস্ট শেয়ার করতে হয়। আর তাই কি পোস্ট দেয়া যায় তাই নিয়ে চিন্তা করি। আপনারা জানেন অনেকদিন যাবৎ আমি কেক নিয়ে কাজ করছি।তাই প্রতিদিন কিছু না কিছু কেক এর আমি অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ্ । আর আমার ওখানেও অনেকটা সময় দিতে হয়। তাই আমি ডিসকোডে বেশী একটা সময় দিতে পারছি না। তবে আমি আশা করি এদিকটা একটু সামলে উঠতে পারলে আপনাদের আবার সময় দিতে পারবো।

image.png

image.png

image.png

image.png

আসলে আমি মনে করি প্রতিটি জিনিস এক একটা শিল্প বা আর্ট । যেমন ধরেন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি পেইন্টিং ডাই এমনকি রান্নাবান্নাও একটি আর্ট । আর এই সকল শিল্প গুলোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় এই সকল কাজগুলো যদি আমি করতে পারতাম। আসলে সব কাজতো মানুষ চাইলেও করতে পারে না একমাত্র দক্ষ মানুষ ছাড়া।তার মধ্যে আমি হলাম একজন অদক্ষ মানুষ। তারপরও এই কমিউনিটিতে আসার পর আমার অনেক ভালো লাগা পুরন হয়েছে। যেমন ধরেন আমি কোন কাজেই পারফেক্ট না তারপরও মাঝে মাঝে বিভিন্ন পেইন্টিং বা ডাই বা ভিডিওগ্রাফি করতে পারছি। আবার আমার মনের সকল কথা দিয়ে ও পছন্দের কাজগুলো দিয়ে বিভিন্নভাবে এখানে আমার ব্লগগুলো শেয়ার করতে পারছি।হ্যাঁ আমার কাছের ও দূরের সকল ভাই-বোনেরা প্রতিদিনের মত আজও আপনাদের মাঝে আমার একটি প্রিয় কাজ নিয়ে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।হঠাৎ একটি পেইন্টিং করতে ইচ্ছে হলো তাই বসে গেলাম রং আর কাগজ নিয়ে।হ্যাঁ আজও নিয়ে এলাম আমার প্রিয় একটি পেইন্টিং নিয়ে। এত ব্যস্ততার মাঝেও একটি পেইন্টিং করার চেষ্টা করলাম। আর আস্তে আস্তে পেইন্টিংটি শেষ করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 সাদা কাগজ
 টেন বি পেন্সিল
 কালার মোম রং
 মাস্কিং টেপ

প্রস্তুত প্রণালী

ধাপ-১


image.png

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারকিনারে টেপ লাগিয়ে নিলাম। এবার ব্লু কালার রং নিয়ে পেইজে রং করতে থাকলাম হঠাৎ মাথায় এলো একটি সূর্য দেব তাই মাস্কিং টেপ গোল করে কেটে সূর্যের জন্য পেইজটির এক সাইটে লাগিয়ে নিলাম।

ধাপ-২

image.png

এবার এক এক করে পেইজের উপরের দিকে ব্লু লাল,হলুদ,কমল.ও বেগুনী কালার মোম রংপেন্সিল দিয়ে পেইজে ঘষে সন্ধার আকাশের গোধূলী প্রকৃতির অংশ এঁকে নিলাম।

ধাপ-৩

image.png

এবার কালারগুলো সব সুন্দর করে ফিনিশিং দিয়ে সবুজ কালার দিয়ে পেইজের নিচে মাঝ বরাবর একটি রাস্তা একেঁ নিলাম। আসলে আমার গ্রামের রাস্তা সম্পর্কে এতটা ধারনা নেই তারপরও যতটুকু পেরেছি এঁকেছি।

ধাপ-৪

image.png

image.png

এবার রাস্তার দুসাইটেও সবুজ কালার করে নিলাম এবং কালারগুলো ফিনিশিং দিয়ে নিলাম।

ধাপ-৫

image.png

image.png

image.png

এবার রাস্তার মাঝে রাস্তার একটি সুন্দর রুপ দেয়ার জন্য কফি কালার ও ব্রাউন কালার রং দিয়ে এঁকে নিলাম ও কালারগুলো মিক্স করে ফিনিশিং দিয়ে নিলাম।

ধাপ-৬

image.png

এবার ভাবলাম যে রাস্তাটা খালি খালি লাগছে তাই ১০বি পেন্সিল দিয়ে রাস্তার দুসাইটে মনের মত ডিজাইন করে নিলাম আরকি দুসাইটে বেড়া এঁকে নিলাম।

ধাপ-৭

image.png

এবার মনে আসলো যে দূরে একটু ছোট্র করে পাহার বা মাটের কিছু চাকা এঁকে দিলে ভালো লাগবে তাই ১০বি পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

ধাপ-৮


image.png

এবার পেন্সিল দিয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে একটি লতাপাতা গাছ এঁকে নিলাম ও আকাশে গধুলী সন্ধার পাখি উড়ে ঘরে ফিরছে তাও কিছুটা এঁকে নিলাম।

শেষ-ধাপ

image.png

এবার মাঝে সূর্যের মাস্কিং টেপ তুলে আরও একটু ফিনিশিং দিয়ে একটি সিগনেচার দিয়ে শেষ করে নিলামআমার গধুলী সন্ধার প্রকৃতির দৃশ্যের পেইন্টিংটি।

উপস্থাপন

image.png

image.png

এবার টেপ তুলে আমার আজকের পেইন্টিং এর উপস্থাপনা সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের পেইন্টিং। আজ পেইন্টিংটি কেমন হলো আপনাদের জানার অপেক্ষায় থেকে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গোধূলি বেলার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর গোধূলির সৌন্দর্য পেইন্টিং করতেও খুবই ভালো লাগে। আপু আপনার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। চমৎকার ভাবে আপনি পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে।

image.png

বাহ্ আপু দারুন চমৎকার তো। আপনি তো অসাধারণ একটি পোস্ট করেছেন। খুব সুন্দর করে গ্রামের গোধূলী বেলার একটি সুন্দর দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন একটি দৃশ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বর্তমান যে আবহাওয়া ভালো থাকা মুশকিল। আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো। গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে তো আকাশের রং চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

কি চমৎকার সুন্দর এঁকেছো গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য।দারুণ হয়েছে তোমার গোধুলী সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছো।ধন্যবাদ তোমাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছো জন্য।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে হাতের কাজ সম্পূর্ণ করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

গোধূলি লগ্নের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

কেকের কাজ শুরু করেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। নতুন করে কেকের অর্ডার পাচ্ছেন। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক আপনার গোধূলি বেলার আর্ট ভীষণ সুন্দর হয়েছে আপু। পুরো দৃশ্যটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। নতুন করে কিছু কেকের অর্ডার পাচ্ছেন শুনে ভালো লেগেছে। গোধূলি বেলার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটা দৃশ্য অঙ্কন করেছেন। আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। দৃশ্য টি একদম বাস্তবের মতো লাগছে।আর প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

Screenshot_4.png

Screenshot_5.png

Screenshot_6.png

আজ আপনি গোধূলি বেলার প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের সাথে শেয়ার করেছেন।গোধূলি বেলায় এরকম পরিবেশ উপভোগ করতে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে ছবির মধ্যে প্রাকৃতিক সুখ তুলে ধরেছেন। আপনার অংকন করা দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দৃশ্যটি অংকন করার প্রত্যেকটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

শুনে অনেক ভালো লাগলো কেকের আপনি নতুন নতুন অর্ডার পাচ্ছেন।গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য আসলে অনেক সুন্দর হয়েছে। না জানি এত প্রফেশনাল ভাবে কি করে আপনারা এত সুন্দর প্রকৃতির দৃশ্য তৈরি করতে পারেন।

গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্যের অনেক সুন্দর চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর চিত্র দেখলেই যেন মনটা ভরে যায়।

আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা পেইন্টিংটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।

কেকটা আমার ভীষণ পছন্দ আপু আপনি কেক নিয়ে কাজ করছেন এটা আগে শুনেছি তবে কাজটা ভালোই চলছে এটা জেনে খুবই ভালো লাগলো। আজকে আপনি চমৎকার একটি আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। পড়ন্ত বিকেল বেলা বা গোধূলি সন্ধ্যা রাতে খালি এই সমস্ত দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। এরকম সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। গোধূলী সন্ধ্যার প্রকৃতির সৌন্দর্যের পেইন্টিং করেছেন আপনি। সুন্দর ভাবে আমাদের ধাপে ধাপে মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ পেইন্টিং শেয়ার করার জন্য ।

আপনার কেকের বিজনেস ভালো চলছে, জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক দারুণ একটি পেইন্টিং করেছেন আপু। গোধূলি বেলার সৌন্দর্য দেখতে আসলে সবাই খুব পছন্দ করে। বেশ ভালো লাগলো পেইন্টিংটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

গোধূলী সন্ধ্যার প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দরভাবে দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লেগেছে। অসাধারণ ছিল।

আশা করি ব্যস্ততা শেষ করে আবারও আপনি আগের মতো এক্টিভ হবেন। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং খুব সুন্দর হয়েছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।