নতুন আলু এবংটমেটো দিয়ে মজাদার কাচকি মাছ চচ্চড়ি

in hive-129948 •  12 days ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার রেসিপির পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

1000008328.jpg

1000008326.jpg

1000008325.jpg

1000008327.jpg

হ্যাঁ বন্ধুরা, আজ আবার আমি চলে এলাম সবার প্রিয় একটি অনেক মজাদার মাছের রেসিপি নিয়ে। আমরা কেউ বলতে পারব না ছোট মাছ খেতে আমরা পছন্দ করি না। আর ছোট মাছের মধ্যে কাচকি মাছ কিন্তু সবার অতি প্রিয় একটি মাছ। আমারও ভীষণ পছন্দ। আগে অবশ্য কাচকি মাছ ছাড়া অন্য ছোট মাছগুলো খেতে পারতাম না। কিন্তু এখন বড় মাছ থেকে ছোট মাছগুলোই আমার বেশি ভালো লাগে। আর এই কাচকি মাছটি যদি শীতের নতুন আলু টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা দিয়ে শুকনা শুকনা করে চচ্চড়ি করা যায় তাহলে গরম ভাত দিয়ে খেলে আর কিছুর প্রয়োজন হয় না। আজ আমার এই কাচকি মাছ আর নতুন আলু র🥔 সাথে টমেটো 🍅 দিয়ে কাচকি মাছের মজাদার চচ্চড়ি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

তাহলে চলুন দেখে আসি,এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে। আর আমি পুরো রেসিপি কিভাবে রান্না করলাম। তার পুরো প্রস্তুতি নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

1000008315.jpg

উপকরণপরিমাণ
কাচকি মাছ১ কেজি
আলু২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
টমেটো২৫০ গ্রাম
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81SeNrMYYdEFx3rZn6fNepqQkZeFmynTBz7TiSxWMfGP97xiSEoASntdEun2KGtWnQSiJ7PRPT8vzJDW9VJPd81ZRzXA4v.png

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে একটি পাত্রে কেটে রাখা আলু কুচি গুলো দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম।

1000008316.jpg

ধাপ - ২ :

এরপর আলু ও পেঁয়াজ কুচি গুলোর মধ্যে এক এক করে হলুদ গুঁড়, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবন ও ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিলাম।

InFrame_1736743305343.jpg

ধাপ - ৩ :

এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিলাম।

InFrame_1736743336535.jpg

ধাপ - ৪ :

এবার মেখে নেওয়া আলু পেয়াজ ও সকল উপকরণের গুলো মধ্যে ধুয়ে রাখা কাচকি মাছ ও কেটে রাখা কাঁচা মরিচ ফালি গুলো দিয়ে সবগুলো একসাথে মেখে নিলাম।

1000008320.jpg

ধাপ - ৫ :

এবার আবারো মাছ ও সকল উপকরণ গুলোর মধ্যে কেটে রাখা টমেটো আর ধনেপাতা কুচিগুলো দিয়ে আবার সবগুলো একসাথে মেখে নিলাম।

1000008321.jpg

ধাপ - ৬ :

এবার সামান্য হাফ কাপপরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় প্যানটি বসিয়ে দিলাম এত অল্প পানি দেয়ার কারণ এগুলো ছোট মাছ তাই বেশি পানি দিলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে

1000008322.jpg

ধাপ - ৭ :

এরপর ২০ থেকে ২৫ মিনিট পর ঢাকনা তুলে যখন দেখলাম মাছটি সম্পন্ন হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে আসছে তখন চুলা থেকে মাছের পাত্রটি নামিয়ে গরম গরম পরিবেশনের বাটিতে বেড়ে নিলাম।

1000008323.jpg

1000008324.jpg

ফাইনাল আউটপুট :

এরপর টমেটো গোল করে কেটে ও সাথে কিছু কাঁচামরিচ দিয়ে পরিবেশন এর জন্য গুছিয়ে নিলাম।

1000008330.jpg

1000008329.jpg

বন্ধুরা কেমন হলো আমার আজকের রেসিপিটি? আমি কিন্তু বেশ মজা করে খেয়েছি। আশা করি আপনার আমার মত এমন করে রান্না করে বাসা খেয়ে দেখবেন। আজান নয় সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আপু আপনি আলু এবং টমেটো দিয়ে মজাদার কাচকি মাছের চচ্চড়ির লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি। আপু আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমার কাচকি মাছ রেসিপি নিয়ে এত সুন্দর করে প্রশংসিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

image.png

ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আর সাথে আলু আর টমেটো হলে ও কথায় নেই। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু প্রশংসিত মন্তব্য করে পাশে থাকার জন্য।

ছোট মাছ এভাবে চচ্চড়ি করে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। এভাবে মাছ রান্না করলে নাকি পুষ্টিগুণ আর বেশি হয়। আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। এরকম ছোট মাছ চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে ভীষণ মজা লাগে। এরকম সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার কাছেও ছোট মাছ দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে ধন্যবাদ।

ছোট মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলু আর টমেটো দিয়ে আপনি অনেক মজাদার ভাবে কাচকি মাছের রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। কাচকি মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপিটা দেখতে তো খুব সুস্বাদু লাগছে। বুঝতেই পারছি অনেক মজা করে খেয়েছিলেন।

কাচকি মাছের তরকারি আমারও অনেক প্রিয় আপু। ধন্যবাদ পাশে থাকার জন্য।

বছরের নতুন সবজি ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নতুন আলু এবংটমেটো দিয়ে মজাদার কাচকি মাছ চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

কাচকি মাছের রেসিপিটি অনেক মজা হয়েছে খেতে। ধন্যবাদ ভাইয়া।

নতুন আলু ও টমেটো দিয়ে ছোট মাছ খেতে অনেক সুস্বাদু হয়। আমি মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি। তবে আজকে আপনি খুব সুন্দর করে চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন আপু। দেখে খেতে ইচ্ছে করছে। আশাকরি পরিবার নিয়ে খুব জমিয়ে খেয়েছিলেন আপনি। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

হ্যাঁ ভাইয়া পরিবারে সবার সাথে অনেক মজা করে খেয়েছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

কাচকি মাছের চচ্চড়িটা বেশ সুস্বাদু হয়। বিশেষ করে আলু এবং টমেটো দিয়ে রান্না করলে তো আরো বেশি সুস্বাদু হয়। আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় লাগছে আপু। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। পরিবেশনটাও সুন্দরভাবে করেছেন। ধন্যবাদ আপু।

কাচকি মাছ রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল আপু।

নতুন আলু এবংটমেটো দিয়ে মজাদার কাচকি মাছ চচ্চড়ি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে আমার। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

কাচকি মাছ আমার খুবই পছন্দের। আর কাচকি মাছের চচ্চড়ি রেসিপি দেখলে আমি তো লোভ সামলিয়ে রাখতে পারি না। আপনার তৈরি করা রেসিপিটা আমার তো খুব পছন্দ হয়েছে। বুঝতেই পারছি খেতে খুব দারুণ লেগেছিল। এই শীতের সময় গরম গরম ভাতের সাথে এরকম ছোট মাছের চচ্চড়ি হলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না।

আসলে ভাইয়া কাচকি মাছ রেসিপিটি খেতে দারুন লেগেছিল। ধন্যবাদ আপনাকে।

নতুন আলু আর টমেটো দিয়ে দারুন সুন্দর কাচকি মাছ চচ্চড়ি বানিয়ে ফেললেন। আর দারুণ সুন্দর করে ধাপে ধাপে তা উপস্থাপন করলেন আমাদের সকলের সামনে। আপনার দেওয়া রেসিপি থেকে সম্পূর্ণ রান্নাটি বানাতে কোন অসুবিধা হবেই না

হ্যাঁ ভাইয়া খুব সহজ রেসিপিটি। কিন্তু খেতে অনেক কঠিন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

image-6435de9d-e3ee-4dfe-9d7a-26e4dd46657d.jpg

ছোট মাছগুলো আলু আর টমেটোর সাথে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আমাদের প্রায় মাঝেমধ্যে এভাবে রান্না করা হয়ে থাকে। তাই খেতে পেরে অনেক ভালো লাগে আমার। আশা করি অনেক অনেক সুস্বাদু রেসিপি হয়েছে এটা।

হ্যাঁ ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল গরম ভাতের সাথে।

ঠিক বলেছেন আপু ছোট মাছের মধ্যে কাচকি মাছ সবার খুব পছন্দ। আমি তো কাচকি মাছ খেতে খুবই পছন্দ করি। এই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আমি বেশিরভাগ সময় লেবুপাতা দিয়ে কড়া করে ভেঁজে নেই। গরম ভাতের সাথে কাচকি মাছ ভাজি খেতে খুব ভালো লাগে। তবে আপনি যেভাবে টমেটো দিয়ে রান্না করেছেন তা দেখেই বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আমরাও আপু লেবু পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কাচকি মাছ চচ্চড়ি করি। খেতে ভীষণ ভালো লাগে।

যেকোনো ছোট মাছ মানে খেতে খুব সুন্দর হয়। আর সেই মাছকেই আপনি নতুন আলু এবং টমেটো দিয়ে রান্না করেছেন। কাচকি মাছের এই রেসিপিটার কথাই দোকানদার ও আমাকে বলে দিয়েছিল। এখন আপনার কাছে দেখে মনে হচ্ছে খেতে ভালই। দেখিয়ে পড়বার বাজারে গেলে অবশ্যই কাচকি মাছ কিনে আনব।

হ্যাঁ আপু কাচকি মাছ এনে কিভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

নতুন আলু এবংটমেটো দিয়ে মজাদার কাচকি মাছ চচ্চড়ি রেসিপি শেয়ার করেছেন। কাচকি মাছ চচ্চড়ি খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। ধন্যবাদ আপু এত মজার রেসিপি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু কাচকি মাছ রেসিপিটি সত্যি সুস্বাদু হয়েছিল।

ছোট মাছের চচ্চড়ি খেতে আমি অনেক পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে কাচকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন । আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য।

কাচকি মাছের রেসিপি আপনার ভালো লেগেছে যেন অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

কাচকি মাছ আমারও ভীষণ প্রিয়, যেভাবেই এর রেসিপি করা হোক না কেন খেতে ভীষণ স্বাদের হয়ে থাকে। অনেক ধন্যবাদ

মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

এভাবে কাঁচকি মাছ চচ্চড়ি করলে বেশ সুস্বাদু লাগে। আলু এবং টমেটো দিয়ে কাচকি মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ চমৎকার ছিল আপনার রেসিপি টা আপু। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

কাচকি মাছের রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

টমেটো দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়।আর ছোট মাছ আমার বরাবরই পছন্দের।আপনার তৈরি টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি খুবই লোভনীয় লাগছে আপু। ধন্যবাদ ছোট মাছের মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

কাচকি মাছের চচ্চড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি নতুন আলু এবং টমেটো দিয়ে মজার কাচকি মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। তবে এই ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর শুকনো শুকনো করে এই মাছগুলো রেসিপি করলে খেতে অন্যরকম মজা লাগে। ধন্যবাদ মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমারও কাচকি মাছের তরকারি অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

কবে রান্না করলেন আপনি এমন দারুন রেসিপি? একটু তো দিলেন না। আপনার রেসিপি দেখে কিন্তু আমার বেশ খেতে মন চাইছে। দেখে তো মনে হচ্ছে যে রেসিপিটি বেশ দারুন হয়েছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু সত্যি রান্নাটি অনেক দারুন হয়েছিল। এভাবে করে রান্না করে দিয়ে আসবো একদিন।