আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আসলে অনেকদিন পর আজকে একটি লাইভ স্টাইল পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। আমি যখন চাকুরীরত ছিলাম তখন অধিকাংশ সময় ইউনিফর্ম পড়ে থাকতাম। তখন একটা সিভিল ড্রেস আমার অনেক দিন চলে যেত। এক কথায় ড্রেসের প্রতি আমার রুচি চলে যেত কিন্তুু ড্রেস কখনো নষ্ট হতো না। এবার রিটায়ার্ডমেন্টে যাওয়ার পর একটা ড্রেস চার থেকে পাঁচ মাস পরেই নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই কিছুদিন পরপর নতুন নতুন ড্রেস কিনতে হচ্ছে। তবে কিছুটা টাকা-পয়সা গেলেও নতুন নতুন ড্রেস পড়ার মজাটাই কিন্তুু অন্যরকম।
তাছাড়া ঢাকা শহরেও শীত শুরু হয়ে গিয়েছে। তাই কিছু গরম গেঞ্জি কেনার ইচ্ছে পোষণ করছিলাম। আর সেই ইচ্ছা পোষণ থেকেই আজকের এক তারিখে বেতন পাওয়ার সাথে সাথে আর বিলম্ব না করে চলে গেলাম মিরপুর ১০ এ। তবে আমি যেহেতু লোটো ব্র্যান্ডের কাপড় এবং জুতা পরতে স্বাচ্ছন্দ বোধ করি। তাই সরাসরি চলে গিয়েছিলাম লোটো শোরুমে। তবে সেখানে গিয়ে আমি রীতি মতই হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি যে গরম কাপড়ের গেঞ্জিগুলো চেয়েছিলাম সেই গেঞ্জি গুলো ছিল না । কাজেই আমাকে বাধ্য হয়েই দর্জিবাড়িতে ঢুকতে হলো। আর সেখান থেকেই পেয়ে গেলাম আমার পছন্দনীয় দুটি গরম কাপড়ের গেঞ্জি। এবং গেঞ্জি ক্রয় করা শেষ হলে দর্জিবাড়ি থেকে বের হয়ে চলে গেলাম আবার লোটোতে। আর সেখানে গিয়েই একটি প্যান্ট একটি কেডস্ এবং একটি মোজা কিনে নিলাম। তবে অন্যান্য জায়গার কাপড়ের চাইতে এই কাপড় গুলো পড়ে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক আমার গরম কাপড় ক্রয় করার মুহূর্তের কিছু ফটোগ্রাফি।
লোটোর শোরুমে যাওয়ার সময় প্রথমে একটি চিকন সিঁড়ি বেয়ে শোরুমে ঢুকতে হয়। তবে আমাদের সিরাজগঞ্জের শোরুম থেকে এই শোরুমটা অনেকটাই বড়। ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর নিরব নিস্তব্ধ। যে যার কাজ নিয়ে ব্যস্ত সবাই। আমিও আমার পছন্দনিয় ড্রেস খুঁজতে থাকলাম ।
তো শোরুমে সবকিছুই ছিল সাজানো-গোছানো। আর এই সাজানো গোছানো কেডস্ এবং প্যান্টগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তাইতো হার দেরি না করে সর্বপ্রথম আমি কেডস্ খুঁজতে থাকলাম খুঁজতে খুঁজতে হ্যান্ড ফ্রি একটি কেডস্ পছন্দ হয়ে গেল । আর এই হ্যান্ড ফ্রী কেডস্ এর দাম রেখেছিল ২৫৮০ টাকা। তবে এই কেডস্ ছিল খুবই হালকাএবং সফট। এই হ্যান্ড ফ্রি কেডস্ পরার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। সেই সাথে সাজিয়ে রাখা প্যান্টগুলোর মধ্য থেকে একটি স্কাইব্লু প্যান্ট কিনেছিলাম।
তো লোটোতে যখন আমার পছন্দনীয় গরম কাপড়ের গেঞ্জি পাইলাম না তখন গিয়েছিলাম দর্জিবাড়িতে। তবে দর্জিবাড়ির ভিতরের পরিবেশটা ছিল খুবই শান্ত এবং শীতল। যেহেতু আমি আগে কখনো দর্জিবাড়ির কোন স্টলে ঢুকিনি সেহেতু দর্জিবাড়ির স্টলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। অনেক খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম আমার কাঙ্খিত গরম খবরের গেঞ্জি গুলো। তবে দুইটা গেঞ্জির দাম রেখেছিল ১৭৫০ টাকা। গেঞ্জিগুলো পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল।
অবশেষে কেনাকাটার সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করে বাসায় ফিরে আসলাম। এবং বাসায় ফিরে যখন আমি পুনরায় আবার ট্রায়াল দিয়েছিলাম তখন আমার মনের মধ্যে কেমন জানি একটি ফুরফুরে অনুভব তৈরি হয়েছিল। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলাম। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1863293542736773552?t=W7MNL8NS0H-hnhkwIwhdrw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকাল আসলেই যেন কেনাকাটার ধুম পড়ে যায়। আপনি বেতন পেয়ে শীতের প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটা করলেন। আর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন আজকের আপনার অনুভূতি জানতে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া নতুন ড্রেস কেনার মজাই আলাদা। আর শীতের সময় সবাই কম বেশি নতুন ড্রেস কেনার চেষ্টা করে। আপনি আপনার প্রয়োজনীয় কেনাকাটা করেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পহেলা ডিসেম্বরের দিন টা বেতনের টাকা দিয়ে শীতের পোশাক কিনেছেন এবং সেই ভালোলাগার অনুভূতিটা আমাদের মাঝে ব্যক্ত করেছেন। আর এরই মধ্য দিয়ে আমি আপনার ভালো লাগার মুহূর্তটা জানার সুযোগ পেলাম। এই মুহূর্তে আমাদের সকলেরই কম বেশি গরম কাপড় ম্যানেজ করা প্রয়োজন যেগুলো শিত নিবারনের জন্য উপযুক্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন রকম কেনাকাটা করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে শীতের কেনাকাটা করতে একটু বেশি ভালো লাগে। শীতের কেনাকাটা করার মধ্যে রয়েছে আলাদা আনন্দ। শীতের সময় কম বেশি সবাই চেষ্টা করে বিভিন্ন কেনাকাটা করার জন্য। আপনার আজকের এই পোস্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit