সফলতার খোঁজ সবাই করে সবাই কি সফলতা পায়??

in hive-129948 •  3 years ago  (edited)

এই জীবনে কেনা সফলতা পেতে চাই সবাই একজন সফল ব্যক্তি হতে চাই কিন্তু সবাই কি সফল হতে পারে তাদের জীবনে সবাই পারেনা কারণ না পারার বিষয়টা হলো তাদের অক্ষমতা তাদের কম পরিশ্রম করা কে বোঝায় যেটার কারনে তারা তাদের জীবনে সফল হতে পারেনা।

step-by-step-g7c0b3c808_1920.jpg

ছবিটি নেওয়া হয়েছে pixabay.com

আমাদের জীবনটা একটি বাইসাইকেল এর মত যদি পড়ে যেতে না চাই তাহলে সামনের দিকে এগোতে হবে যেমনটা মনে করেন আপনি যখন প্রথম বাইসাইকেল চালানোর শিখেছিলেন তখন কিন্তু বেশ কয়েকবার পড়েছেন আবার উঠে সাইকেল চালানোর চেষ্টা করেছেন কারণ আপনার চেষ্টা ছিল ওখানে আপনার ইচ্ছা ছিল যে আপনি সাইকেল চালানো শিখবে যার জন্য আপনি একশোবার পরেও আবার উঠে দাঁড়িয়েছেন আবার নতুন করে চালানোর জন্য সামনের দিকে দিয়েছেন যেটার কারনে অবশেষে আপনি সাইকেল চালানো শিখে গিয়েছেন।

আমাদের জীবনটাও ঠিক তেমনটাই যদি আমরা সফল হতে না পারি কোন কাজে মানুষ হয়ে বসে থেকে আমরা কখনই সফলতা অর্জন করতে পারব না আমাদের এই ব্যর্থতাকে নতুন করে ভেবে যে কিসের কারণে আমি ব্যর্থ হলাম এই চিন্তা ধারা নিয়ে যদি আবার সামনের দিকে এগোনোর চিন্তা করে তাহলে একসময় না একসময় আমরা যে কোন কাজকে সফলভাবে করতে পারব।

business-g6caacf9a4_1920.jpg

ছবিটি নেয়া হয়েছে pixabay.com

আর যখনই আমরা সফল ভাবে আমাদের কাজগুলো করতে পারব তখনই নিজে থেকেই আমরা বলে উঠবে না আমি সফল হতে পেরেছি তাই জীবনে যদি এমন কোনো বাধা আসে আপনার সামনে সেটার সাথে মোকাবেলা করার চেষ্টা করবেন এমনটা কখনোই করবেন না যে আপনি পারবেন না পারব না কথাটি বলা অনেক সহজ কিন্তু যদি এটা সম্পর্কে আপনি বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করেন তাহলে এই কথাটার অর্থ অনেক বড় দাঁড়ায় আপনি কেন পারবেন না আপনার সামনের মানুষ যদি পারে আপনি কেন নয় আপনি কি ভাত খান না অবশ্যই আপনিও ভাত খান আপনিও জীবনে বেঁচে থাকার জন্য যে খাদ্য গ্রহণ করেন আপনার সামনে থাকা ব্যক্তির ঠিক তেমনটাই বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে

তাহলে একটি কাজ সে যদি পারে আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন যদি আপনি চেষ্টা করেন যদি আপনার মনোবল ঠিক থাকে অবশ্যই আপনি যে কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন তাই জীবনে সফলতা পেতে হলে ব্যর্থতাকে আপনার আপন করে নিতে হবে যখনই আপনি ব্যর্থ তাকে আপন করে নিয়ে সামনের দিকে গুগোল তখনই আপনি একজন সফল ব্যক্তি হবেন।

আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট কথাটি আপনাদের ভাল লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আর আমার পোস্টটিতে সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পৃথিবিতে আমরা আসলেই সবাই সফলতা চাই কিন্তু কেউ কি পরাজয় চাই।কখুনোই নাই।কিন্তু এই সফলতার পিছে অনেক ব্যর্থতা লুকিয়ে থাকে যা অদেখা থেকে যায় যারা ব্যর্থ হয়েও লরে যায় তারাই হলো সফল।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আসলেই কথাগুলো বাস্তব

আমরা প্রত্যেকের জীবনে সফলতা চাই সফলতার জন্য অনেক পরিশ্রম করি কিন্তু সমস্যা বেঁধে চাই কেউ সঠিক পথে পরিশ্রম করে, কেউ ভুল পথে, যার ফলে কেউ সহজেই সফলতা পায় আবার কেউ অনেক পরিশ্রম করেও পায় না। আরো অনেকে আছে যারা সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত নয় নিজেকে গড়ে তুলতে পারছেন না তাহলে সফল হতে পারবে না ।কিন্তু তারা চায় সফল হওয়ার জন্য।সফল হওয়ার জন্য লেগে থাকতে হবে,পরিশ্রম করতে হবে । ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথাগুলো ব্যক্ত করার জন্য এবং ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য

এটার কথা আগের দিনই বলছিলাম

আগেরদিন কি বলেছিলেন ভাই ? ওটা বলেছিলেন বলে কি রেপিটেড কনটেন্ট হবেনা আর?

Na