ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপি || 10% beneficiary to @shy-fox.

in hive-129948 •  3 years ago 

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-05-16_21-29-57-694.jpg

বাজারে এখন প্রত্যেকটা দোকানে মৌসুমী সবজিতে ভরপুর। আর এই সময়কার সবজি গুলো খেতে অনেক ভালো লাগে।তেমনি আমি আজকে আমার পছন্দের একটি সবজি দিয়ে রেসিপি নিয়ে এসেছি। হ্যা আমি ঝিঙার কথা বলছি ঝিঙা সকলের মতো আমারও অনেক বেশি প্রিয়। আমি ঝিঙা খেতে অনেক পছন্দ করি। আর শুধু আমি কেন আমার পরিবারের প্রত্যেকটা লোকের এই সবজিটা অনেক প্রিয়। এমনকি আমার ছোট ছেলে যে কেবল খেতে শুরু করেছে সেও অনেক মজা করে খায়। ঝিঙা এমনিতেই ভাজি করে খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ডিম দিয়ে ভাজি করে খেতে। তাই আমি আজকে আপনাদের মাঝে ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপিটি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমার রেসিপির প্রস্তুত প্রণালি দেখে নেয়া যাক।

Picsart_22-05-16_21-26-20-283.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
ঝিঙা১ কেজি
ডিম২ টা
সয়াবিন তেলপরিমাণমতো
লবনস্বাদমতো
পেঁয়াজ২ টা
কাচা মরিচ৩-৪ টা
জিরা গুঁড়া১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া১/২ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া১/২ চা চামচ
হলুদ গুঁড়া১/২ চা চামচ
লবণস্বাদমতো

প্রস্তুত প্রণালী:

ধাপ -১

20220516_211626.jpg

প্রথমেই ঝিঙা গুলোকে পাতলা গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি।

ধাপ -২

20220516_211521.jpg

এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নেয়ার পর সেখানে পূর্বে কেটে নেয়া পেঁয়াজ ও মরিচ গুলো দিয়েছি।

ধাপ -৩

20220516_211429.jpg

এখন কেটে নেওয়া ঝিঙা গুলো কড়াইতে ঢেলে দিয়েছি। তারপর স্বাদমতো লবন দিয়ে ভালো করে মেখে নিয়েছি।

ধাপ -৪

20220516_211345.jpg

এখন কড়াইতে সবজি গুলোর মধ্যে প্রয়োজনীয় হলুদ গুঁড়া দিয়েছি।

ধাপ -৫

20220516_211251.jpg

এখন কড়াইতে জিরা, ধনিয়া ও পাঁচফোড়নের মিক্সড মসলা দিয়েছি।

ধাপ -৬

20220516_211225.jpg

সবজিগুলো মসলার সাথে ভাল করে মেখে নিয়েছি। খেয়াল করতে হবে যেন মসলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায়।

ধাপ -৭

20220516_211154.jpg

তারপর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ভাজি গুলোর মধ্যে আমি কোন পানি ব্যবহার করিনি কিছুক্ষণ ঢেকে রাখার পর এমনিতেই পানি বের হয়ে আসবে।

ধাপ -৮

20220516_211029.jpg

ঢাকনা খুলে দিয়ে ঝোল গুলো একটু কমিয়ে আসা পর্যন্ত রান্না করবো।

ধাপ -৯

20220516_210929.jpg

ঝোল একটু কমে আসলে ভাজি গুলোর মধ্যে দুইটা ডিম ভেঙ্গে দিয়ে দিয়েছি।

ধাপ -১০

20220516_210856.jpg

এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিন গুলো ভেঙ্গে নিয়েছি। ভালো করে নেড়ে না দিলে ডিমগুলো সবজির সাথে মিশে যাবেনা।

ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপি প্রস্তুত:

20220516_210824.jpg

ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপি রান্না প্রস্তুত হয়ে যাওয়ার পর পরিবেশনের জন্য একটি বাটিতে ঢেলে নিয়েছি। বরাবরের মতো আজকেও ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। শুধু তাই নয় আমার বাড়ির প্রত্যেকটি সদস্য সব সময় এই রেসিপিটি মজা করে খায়। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

এই মৌসুমে বাজারে প্রচুর ঝিঙার সরবরাহ থাকে তাই আমরা এই সবজি গুলো হাতের কাছে পাই। ঝিঙা খেতে অনেক সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
পোস্টরেসিপি

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেখে মনে হচ্ছে অনেক মজা লাগবে খেতে। ডিম এভাবে ভেঙ্গে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়। কয়েকদিন আগে মিস্টি কুমড়া দিয়ে এভাবে ডিম খেয়েছি। আপনার রান্নাটিও অনেক ইউনিক ছিল। চালিয়ে যান এভাবেই।

আসলেই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। কিন্তু আমি কখনো মিষ্টি কুমড়া দিয়ে ডিম রেসিপি করে খাইনি।

ডিম এবং ঝিঙ্গে একত্রে ভাজি করে কখনো খাওয়া হয়নি। আজকে আপনার মাধ্যমে রেসিপিটি দেখতে পেলাম। দেখেই তো আমার এই রেসিপিটির স্বাদ কেমন, এইটা জানতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি ইউনিক রেসিপি উপস্থাপন করার জন্য।

রেসিপিটি খেতে আসলেই অনেক সুস্বাদু আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন।

আপনার ঝিঙ্গা ভাজি দেখে কিছুটা ঝোল ঝোল মনে হচ্ছে। এই ধরনের ভেজা-ভেজা ভাজি খেতে মজা লাগে। একদম শুকনো হয়ে গেলে খেতে এতটা মজা হয় না। দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। তবে আমি এই সময়ের থেকে শীতকালীন সবজি বেশি পছন্দ করি। ধন্যবাদ আপনাকে।

শীতকালীন সবজির তো জবাব নেই। তবে এখন এই সবজি গুলো বেশি ভালো লাগে। আর ঝিঙ্গার শুকনা ভাজি খেতে একদমই ভালো লাগে না। আপনার মত আমিও এভাবেই পছন্দ করি।

আমি একটা বিষয় খেয়াল করেছি আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়। ফটোগ্রাফি এমনভাবে উঠান যেন কত মনোযোগ দিয়ে ছবিগুলো উঠিয়েছেন। সত্যি করে বলতে কি আমার মনে হয় আপনি যে কাজটা করেন সে কাজটি ভালোবেসে মন দিয়ে করেন। সত্যি আপনার রেসিপির ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে যা আমার নজর কেড়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

আজকাল বাজারে খুবই সবজি পাওয়া যায় এটা ঠিকই বলছেন।
ঝিঙা আপনার বাসায় সবাই পছন্দ করে ঠিক আমার বাসায় ও সবাই পছন্দ করে, এই সবজি টা খেতে খুবিই স্বাদের, যে কোন বড় মাছের পাশে দিয়ে রান্না করলে ভালোই লাগে।ডিম দিয়ে কখনো খাওয়া হয় নায় রেসিপির ছবি দেখে মনে হচ্ছে অনেক স্বাদের ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য

মাছ দিয়ে আমরা সব সময় খাই আর খেতেও অনেক ভালো লাগে। তাই ভিন্ন কিছু করার জন্য ডিম দিয়ে রেসিপি করেছি। আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

ডিম দিয়ে উপস্থাপন করা ঝিঙ্গা ভাজি রেসিপি টা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এই রেসিপিটা গমের রুটির সঙ্গে খেতে মনে হয় বেশ সুস্বাদু লাগবে। আপনি রেসিপিটা একদম প্রফেশনাল ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেয়েছি, কিন্তু ঝিঙ্গার সঙ্গে ডিম এভাবে ভাজি করে খাইনি । আপনার কাছ থেকে শিখে নিলাম। এরপর থেকে ডিম দিয়ে ঝিঙ্গা রান্না করে দেখবো। খেতে অনেক সুস্বাদু হয়েছিল নিশ্চয়ই। দেখতে তো খুবই লোভনীয় লাগছে।

একবার ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

ডিম দিয়ে ঝিঙ্গা কখনো রান্না করে খাওয়া হয়নি। এই প্রথম আপনার পোস্ট দেখে খেতে খুব ইচ্ছা হচ্ছে। আপনার রান্নার ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডিমের ঝিঙ্গে দেখে আমার জিব্বায় পানি চলে আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি টা খেতে অনেক সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনার ভালো লাগবে।

ঝিগা দিয়ে আপনি খুব সুন্দর ভাবে ডিম রান্না করেছেন।আমি অবশ্য এখনো এভাবে রান্না করে দেখিনি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি টা একবার করতে পারেন আশা করছি আপনার কাছেও অনেক ভালো লাগবে।

ভাইয়া,আপনি ঠিক কথা বলেছেন মৌসুমি সবজি এখন প্রতিটা সবজি বাজারে পাওয়া যাচ্ছে স্বাদে এই সবজি টি। ভাইয়া, চিচিঙ্গা আমারও খুবই পছন্দের। চিচিঙ্গা আমি সচারাচর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। তবে কখনও আপনার মত এত সুস্বাদু ভাবে রান্না করে খাওয়া হয় নি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খুবই লোভনীয় হয়েছে আর রেসিপির কালার দেখে বুঝা যাচ্ছে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে।ভাইয়া চিচিঙ্গা সবজি টি এই গরমে খুবই উপকারী একটি সবজি। ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনার একটু বুঝতে ভুল হয়েছে। এটা চিচিঙ্গা নয় আমি ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি করেছি। আর হ্যাঁ খেতে অনেক সুস্বাদুই হয়েছিল।

ডিম দিয়ে কখনও ঝিঙ্গা ভাজি খাওয়ায় নাই। তবে আমার মনে হয় এটা খেতে বেশ ভালোই লাগবে। নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। যা দেখে ভালো লাগলো। শেষ আছে মাশাল্লাহ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম একটি নতুন ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমার কাছে খেতে খুব ভাল লেগেছিল আপনিও একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভাল লাগবে।

ডিম দিয়ে আমি কখনো ঝিঙা ভাজি রেসিপি খাইনি। যেটা দেখেই খেতে ইচ্ছে করছে ।খুব সুন্দর করে ডিম ঝিঙ্গা ভাজি রেসিপি তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লাগলো ভাই।

ইচ্ছাকে দমিয়ে রাখার দরকার নেই।
খুব দ্রুত রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে।

image.png

আপনি সঠিক বলেছেন, ঝিঙা খুব পুষ্টিকর একটি সবজি। আমরাও এভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে থাকি 😋
খুব ভালো লাগে এভাবে খেতে।
আপনি চমৎকার উপস্থাপনা করেছেন।
দারুন রেসিপি ছিল।

ধন্যবাদ ভাই আপনাকে।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

এই রেসিপিটি আগেও খেয়েছি। অনেক মজার একটি রেসিপি। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর রেসিপি দেখে খুব ভালো লাগলো ভাই।

ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট টি ভিজিট করার জন্য।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি খুব সুন্দর হয়েছে ভাইয়া। ডিম দিয়ে এভাবে ঝিঙ্গা ভাজি করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই এভাবে ডিম ভেঙ্গে দিয়ে কোন সবজি করলে খেতে বেশ ভালোই লাগে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

সকালের নাস্তায় ঝিঙে ভাজি আর রুটি মাঝে মাঝে খাওয়া হয়। তবে ঝিঙের সাথে ডিম দিয়ে ভাজি করে খাওয়া হয়নি। পরবর্তীতে ট্রাই করে দেখবো আসলে খেতে কতটা মজা লাগে।

ডিম দিয়ে খেয়ে দেখবেন আশা করছি এই রেসিপিটিও আপনার কাছে অনেক ভালো লাগবে।

আপনি খুবই চমৎকার ভাবে ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।ধন্যবাদ আপনাকে।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপিটি খেতে আসলেই অনেক সুস্বাদু হয়েছিল।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঝিঙ্গা খেতে আসলে বেশ ভালো লাগে। এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেটাও খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আপনি ডিম দিয়ে ভাজি করেছেন সেটাও দেখতে বেশ লোভনীয় লাগছে।

চিংড়ি মাছ দিয়ে আমি সবসময় খাই খেতে খুব ভালো লাগে। তাই আজকে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করেছি।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি রেসিপি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ ধরনের রেসিপি গুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনা ছিল অসাধারণ। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।

ডিম দিয়ে ঝিঙ্গা ভাবে আমারও খুব ফেভারেট আজকে দুপুরেও খেয়েছি খুবই ভালো লাগে আমার কাছে দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল

আপনার সঙ্গে যেমন আমার নামের মিল রয়েছে ঠিক তেমনি আজকে রেসিপিটাও মিলে গেল।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক অনেকবার খেয়েছি। তবে ঝিঙ্গা ভাজি কখনোই খাওয়া হয়নি। আমাদের বাসায় ঝিঙ্গা বেশিরভাগ রান্না করে খেয়েছি। কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি খেতে খুব ভালোই লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মজাদার রেসিপি টা শেয়ার করার জন্য।

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি একটু ঝরঝরে হয় খেতে আমার কাছেও ভালো লাগে। কিন্তু ডিম দিয়ে ঝিঙ্গা ভাজি করলে এর কিছুটা রসালো ভাবের জন্য খেতে অসাধারণ হয়

আপনি ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপিটা চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ডিম দিয়ে ঝিঙা ভাজি রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম। ধন্যবাদ আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য।

ঝিঙ্গা ভাজি খেতে এমনিতেই আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।আর যদি ডিম দেওয়া হয় তাহলে এর টেস্ট বেড়ে যায় । রেসিপির ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঝিঙ্গা আর ডিম একসাথে ভাজি করে কখনো খাইনি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেয়েছি। এই রেসিপিটি আমার কাছে একটু ইউনিক লাগলো। তবে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে।