আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৬১তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে হোমমেইড স্ন্যাকস রেসিপি তৈরি করা নিয়ে। যাইহোক ইচ্ছে ছিলো এই প্রতিযোগিতার এনাউন্সমেন্ট এর পরপরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। তবে কয়েকদিন ধরে প্রচন্ড ব্যস্ততার কারণে সেটা আর সম্ভব হয়নি। তাছাড়া এই রেসিপিটাও ৩/৪ দিন আগে তৈরি করেছিলাম। তবে এই পোস্টটি সাজানোর সময় পাইনি। আসলে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই একটু ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করে। তাছাড়া প্রতিযোগিতার জন্য কিছু তৈরি করলেও, তুলনামূলকভাবে ধাপ একটু বেশিই হয়ে থাকে।
আর সেজন্য হাতে সময় নিয়ে পোস্ট সাজাতে হয়। যাইহোক বিকেলের নাস্তায় ভাজাপোড়া খেতে আমার বেশ ভালো লাগে। তাছাড়া শীতকাল কিংবা বৃষ্টিমুখর দিনে তো ভাজাপোড়া খেতে আরও বেশি ভালো লাগে। বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তাই আবহাওয়া অনেকটাই শীতল হয়ে গিয়েছে। আর সেটা মাথায় রেখে আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল ডোনাট রেসিপি তৈরি করেছি। ডোনাট গুলো ঝাল ঝাল করে তৈরি করেছিলাম বলে,খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। আমরা তো সাধারণত মিষ্টি জাতীয় ডোনাট শপ থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু ঝাল ঝাল ডোনাট গুলো খেতে এতটাই দারুণ লেগেছিল যে, আমি ৪/৫ টা ডোনাট একসাথেই খেয়ে ফেলেছিলাম। যাইহোক এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল ডোনাট রেসিপি তৈরি
প্রয়োজনীয় উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
গ্রেট করা কাঁচা গোল আলু | ২ টা |
সুজি | ২ কাপ |
শুকনা মরিচ | ৫ টা |
পেঁয়াজ | ৩ টা |
কাঁচামরিচ | ৬/৭ টা |
সয়া সস | পরিমাণ মতো |
টমেটো সস | পরিমাণ মতো |
ধনিয়া পাতা | পরিমাণ মতো |
হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
ময়দা | পরিমাণ মতো |
চিনি | পরিমাণ মতো |
গরম মসলার গুঁড়া | পরিমাণ মতো |
লবণ | পরিমাণ মতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
প্রস্তুত প্রণালী নিম্নরূপ :
🍲প্রথম ধাপ🍲
প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর, কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,গরম মসলাগুঁড়া,শুকনা মরিচ, সয়া সস এবং লবণ দিয়ে দিলাম। তারপর মসলা গুলো ভালোভাবে কষিয়ে নিবো।
🍲তৃতীয় ধাপ🍲
মসলা গুলো কষিয়ে গ্রেট করা আলু এবং কেটে রাখা ধনিয়াপাতা দিয়ে দিলাম। তারপর আরও একটু কষিয়ে নিবো।
🍲চতুর্থ ধাপ🍲
কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর পানিতে বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
🍲পঞ্চম ধাপ🍲
একটু পরে পানিতে বলক আসার পর সুজি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ২/৩ মিনিটের জন্য ঢেকে দিবো। যাতে করে পানি একেবারেই শুকিয়ে যায়। এমনিতে সুজি দেওয়ার পর পানি শুকাতে বেশি সময় লাগে না।
🍲ষষ্ঠ ধাপ🍲
পানি শুকানোর পর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চিনি মিক্সড করে নিবো।
🍲সপ্তম ধাপ🍲
তারপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে ময়দা গুলো মিক্সড করে নিবো। তারপর চুলা বন্ধ করে দিবো।
🍲অষ্টম ধাপ🍲
ব্যাস এভাবেই ডোনাট তৈরি করার জন্য ডো বানিয়ে নিলাম।
🍲নবম ধাপ🍲
এই পর্যায়ে প্রথমে গোল শেপ দিয়ে, তারপর ডোনাটের আকৃতি দিয়ে দিবো।
🍲দশম ধাপ🍲
আর এভাবেই ডোনাটের আকৃতি দিয়ে দিলাম।
🍲একাদশ ধাপ🍲
তারপর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি।
🍲দ্বাদশ ধাপ🍲
খুব ভালোভাবে ডোনাট গুলো ভেজে নিলাম। একইভাবে সবগুলো ডোনাট ভেজে নিবো।
🍲পরিবেশন🍲
তারপর প্লেটে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করলাম। আর এভাবেই রেসিপিটা তৈরি করে ফেললাম। ডোনাট গুলো খেতে আসলেই দারুণ লেগেছিল।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | রেসিপি(প্রতিযোগিতা) |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ২০.৮.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।আলু এবং সুজি দিয়ে ঝাল ডোনাট রেসিপি দেখে লোভ হচ্ছে ভাইয়া।কিছু যদি পাঠিয়ে দিতেন হাহাহা।যাইহোক শুভকামনা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব তো খেয়ে ফেলেছি আপু। আগে বললে তো পাঠিয়ে দিতাম 😂। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রথমেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল এমন ডোনাট রেসিপি কখনও তৈরি করা হয়নি আর খাওয়াও হয়নি। এখন বৃষ্টির জন্য পরিবেশ খুবই ঠান্ডা রয়েছে আর এই সময় বিকালের নাস্তা হিসেবে এমন মজাদার ভাজাপোড়া খাবার খেতে দারুণ লাগে। আপনার উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপু। কারণ এই রেসিপিটা খেতে ইয়াম্মি লাগে। যাইহোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দারুন তো বেশ লোভনীয় একটি রেসিপি নিয়েই তো দেখছি আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আপনার রেসিপিটি কিন্তু বেশ লোভনীয়। সুজি আর আলু দিয়ে দারুন সুন্দর একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখেই বুঝা যায় বেশ সুস্বাদু হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেসিপিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে আরও বেশি সুস্বাদু লেগেছিল। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইশ ভাই কেনো যে রান্না পারিনা। তাইলে আজ আপনার দেখানো এই রেসিপিটা ট্রাই করতামই মাস্ট। যদিও রান্না পারিনা। কিন্তু আপনার এই ঝাল ঝাল ডোনাট নাম টা শুনেই যেনো জিভে পানি এসে গেলো। এতো গুলা নিজেই সাবার করেছেন তো বুঝাই যাচ্ছে খুব স্বাদের হয়েছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই রেসিপিটা চাইলেই তৈরি করতে পারবেন। কারণ একেবারে সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
!upvote 20
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
the post has been upvoted successfully! Remaining bandwidth: 0%
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি খুবই ইউনিক তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। এত সুস্বাদু মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ইউনিক একটি রেসিপি তৈরি করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো ভাইয়া আপনার তৈরি সুস্বাদু এর রেসিপি। অনেক সুন্দর ভাবে আপনি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে উপস্থাপন করেছেন। যেখানে প্রয়োজনীয় উপাদানগুলো তালিকা বাধ্য করে দেখানোর চেষ্টা করেছেন এবং রান্নার কার্যক্রম খুব সুন্দর করে দেখিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার রেসিপি তৈরি করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ডোনাট রেসিপিটা দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকেলের নাস্তায় এরকম মজাদার খাবারগুলো হলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আলু এবং সুজি দিয়ে ঝাল ঝাল ডোনাট তৈরি করে নিলেন আপনি, দেখেই তো ইচ্ছে করছে এখন নিয়ে খেয়ে ফেলি। এই রেসিপিটা দেখে বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছেন। এত মজাদার এবং ইউনিক রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা এই রেসিপি। এত মজাদার ভাবে তৈরি করেছেন, আমাদের জন্য পাঠিয়ে দিতেন পার্সেল করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবারও তৈরি করে পাঠিয়ে দিবো,তাড়াতাড়ি ঠিকানা দিন আপু হা হা হা। ডোনাট গুলো খেতে আসলেই দারুণ লেগেছিল। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলু এবং সুজি দিয়ে চমৎকার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। প্রতিযোগিতার জন্য এই ধরনের খাবার গুলো তৈরি করতে খুবই ভালো লাগে। আমি খুব একটা রান্না বান্না পারি না। তবে আপনার রেসিপি দেখে অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। আপনি চাইলেও তৈরি করতে পারবেন। তবে খেতে সত্যিই দারুণ লাগে। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ৬১ তম কনটেস্ট এর জন্য শুভকামনা জানাই প্রথমেই ভাইয়া। আপনি লোভনীয় একটি ডোনাট রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন আপু, ডোনাট গুলো খেতে আসলেই দারুণ লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল এবারে প্রতিযোগিতায়ও অংশ গ্রহন করার জন্য।। ডোনাট খেয়েছে ভাইয়া। তবে আজ আপনার ডোনাটটি একেবারেই ইউনিক একটি রেসিপি। আসলে ইউনিক কোন রেসিপি দেখলে দেখতে খেতে যেমন ভালো লাগে তার পাশাপাশি এটি নিয়ে অনেক কৌতুহলও থাকে। আজ যেমন আপনার ডোনাট রেসিপিটি দেখে ভাবলাম আপনি কি ভাবে করলেন কি কি উপকরণ দিলেন। যাক শিখে নিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মিষ্টি টাইপের ডোনাট তো আমিও অনেক খেয়েছি, তবে ঝাল ঝাল ডোনাট এই প্রথম খেলাম। এই রেসিপিটা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপি দেখে অনেক ভালো লাগলো।রিসিভের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি প্রতিটি ধাপ দারুণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাইহোক ইউনিক এই রেসিপিটা দেখে, গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আপনার এই রেসিপিটি আমার কাছে একদমই ইউনিক। ভাবছি এই রেসিপিটি ট্রাই করে দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ ধরনের মুখরোচক রেসিপি আমার অনেক পছন্দের। আর রেসিপিটি দেখে মনে হচ্ছে এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্পাইসি ডোনাট গুলো খেতে সত্যিই দারুণ লেগেছিল। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডোনাট খেতে আমি অনেক পছন্দ করি৷ কিছুদিন আগেই আমি ডোনাট খেয়েছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এরকম একটি ডোনাটের রেসিপি দেখে খুবই ভালো লাগলো৷ এই রেসিপি তৈরি করার মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷ ধন্যবাদ এরকম একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের মাঝে এরকম একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোকান থেকে তো আমরা মিষ্টি টাইপের ডোনাট কিনে খেয়ে থাকি। তবে আমি স্পাইসি ডোনাট তৈরি করে খেয়ে দেখলাম, আসলেই দারুণ লাগে খেতে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit