"তনুজা" মা এর শুভ জন্মদিন 2022 উপলক্ষে আমার বিশেষ উপহার(কবিতা)। 10 Benefit for @shy-fox.

in hive-129948 •  3 years ago  (edited)

Sunday 16 January 2022

"আমার বাংলা ব্লগ" "কমিউনিটির জননী"

'তনুজা মা'এর শুভ জন্মদিন,2022 এ

"আমার সামান্য অংশগ্রহণ"

Picsart_22-01-16_19-48-07-752.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn8fBmJ5fd8PV3aYn.png সোর্স

মায়ের নিজের লেখা
---------JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9Zhu7fxpcuqGcXbyKyfsvcnmZQyy5RQ7vUyX4GddW9zLnGiKSpFFKAwwhm5iJSAUtMdvPqjxWcvZVPaqLADAkm4ay7Qi.jpeg
মায়ের হাতে পূর্ণতা পায় খেজুর পাতার পাটি,
নতুন মুড়ি চিড়ে আর হাতে নলেন গুড়ের বাটি।
জানি সেই সব দিন হারিয়ে গেছে এখন আর নেই।
এসেছে উন্নয়ন যান্ত্রিকতা নিয়ে।
আমি শহরের বুকে দিনভর ছুটে চলেছি একাকী
নিজের লেখা একটি কবিতা " শৈশব স্মৃতি"

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bmueRMrn6QXdpP61mBb5BQcrzLjEBB1Xh9z5EktdKJYo8uQ31EVyUydHNrCrP89rs1ngUfmY5ttUFR1RfxxW2Y1nBH7k.jpeg

সোর্স

"আমার বাংলা ব্লগ" কমিউনিটির জননী,

'তনুজা মা'এর শুভ জন্মদিন ২০২২।

এ জে এম নজরুল ইসলাম।

শুভ জন্মদিন মাগো, শুভ জন্মদিন,
২৭ তমেও শুভ হোক তোমার জন্মদিন।

যুগে যুগে ফিরে আসুক,
১৬ই জানুয়ারি।
মন খুলে আমি অধম এই আশির্বাদ করি।

আমার বাংলা ব্লগ কমিউনিটির, জননী তুমি,
আমাদের মা।
আজকের দিনে ২৭ বছর আগে, জন্মেছিলে নাম হলো "তনুজা"।

বাবা-মা'র সর্গীয় প্রেম পেয়ে, স্বজন, প্রতিবেশীর জয় করেছিলেন মন।
শৈশব তারুণ্যে, কৈশোর পেরিয়ে, সুশিক্ষা নিয়ে হলো "বিবাহ বন্ধন"।

বিয়ের দিনটা ছিল, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ,
ভুল না হলে পেয়ে যাই এতটুকু খবর।

আমার বাংলা ব্লগ "জনক"এর সাথে হলো "শুভ পরিনয়" এদিন,
সেদিন থেকে পেয়ে গেলেন আপনি ,ব্লগে "মা"এর আসন।

জনকের সাথে, আমাদের দিতে, শাসন, স্নেহ আর ভালবাসা।
সাবলীল বাচনভঙ্গি আর আওয়াজটা আপনার সবসময় থাকে সুরেলা।

আমার মত দুস্ট সন্তানেদের, দিলেন ঐকান্তিক ভাল বাসা,
সাথে, কল্যাণকর, সময়োচিত সুস্থ জীবন যাপনের পথপরিক্রমা।

দুর্বল চিত্যের সন্তান মোরা, এগুচ্ছি তোমার ভাল বাসা নিয়ে।
যখন হলেন আপনি "ব্লগ জননী" "শুভ পরিনয়ে"।

তোর সাথে মা থেকেই আমি, লেখনিতে করেছি আত্মদান।
তাইতো আমি পেয়ে থাকি সবার কাছে মানসন্মান।

শুভ জন্মদিন মাগো, শুভ জন্মদিন
২৭তমেও' শুভ হোক তোমার জন্মদিন।


শেষ

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn8fBmJ5fd8PV3aYn.png
[ছবি সোর্স ও লেখার সোর্স](Hi I'm Tanuja ....)

=================

Visit My Another Activists

My Blog Twitter Facebook Youtube

PicsArt_12-14-08.58.45.png

Regard By@mrnazrul, Bangladesh
CategoryFlower, Nature, Animal.Recipe.Photography.
DeviceHandset
w3wLocation

PicsArt_12-14-08.58.45.png
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif
PicsArt_12-14-08.58.45.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Regard

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
জাস্ট ওয়াও অনেক সুন্দর কবিতা লিখেছেন বৌদিকে নিয়ে। যাকে বলে মন ছুঁয়ে যাওয়ার মত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

জি ভাই, ভুলে ভালে লিখলাম।আসবেন আবারও।

সুন্দর লিখেছেন ভাই। আপনার লেখার মধ্য দিয়ে আমিও বলতে চাই।

শুভ জন্মদিন বৌদি

এই দিনটি বার বার ফিরে আসুক। ভালো থাকবেন ধন্যবাদ।

ওয়াও আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন আমাদের প্রিয় বৌদিকে নিয়ে। সত্যি প্রতিটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে। এবং আপনার কবিতার প্রত্যেকটা লাইনে বাস্তব। আপনার এই কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জন্য শুভকামনা রইল।

শুভকামনা রইল অনেক।

জন্মদিনের সেরা উপহার
তোমার কবিতা
আমার বাংলা ব্লগে পেলাম
মাতা আর পিতা
প্রিয় থেকে প্রিয় তুমি
সবার অন্তরে
বৌদি তুমি করলে আপন
পরম আদরে

♥♥

মনে আসল এই ভাবে,
সাজিয়ে দিলাম সেই ভাবে।
সময় পেলে আসবেন।
কিছু কথা বলবেন।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে মুগ্ধ হয়ে গেলাম। এত দারুন কবিতা লিখেছেন। আসলেই প্রশংসার দাবিদার আপনি। অসাধারণ ছিল। আপনি এভাবে এগিয়ে যান। বৌদির জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল


IMG_20220106_113311.png

চেষ্টা করছিলাম ভাই।
যদি কোনদিন পেরে যাই।

আসবেন আবার।

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে বৌদিকে উইশ করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে আসার আমন্ত্রণ জানিয়ে, শুভকামনা রইল।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো৷ আপনি আমাদের বৌদিকে নিয়ে খুব সুন্দর কবিতা রচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কখনো হয়ে যায়।আসবেন আবার।

কাল ডিস্কর্ডে আপনার কবিতাটি শুনে অনেক ভালো লেগেছিল। তনুজা বউদিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমাদের কমিউনিটির জননী চমৎকার ছিল ভাই। ধন্যবাদ