ভ্রমণ : লালনের মিউজিয়ামে ঘুরতে যাওয়ার মুহূর্ত

in hive-129948 •  6 days ago 

Abb 2 ফেব্রুয়ারি 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241214_161056.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241214_160805.jpg

ইতিমধ্যে আমি শেয়ার করেছিলাম লালনের মাজার ঘুরতে যাওয়ার মুহূর্ত এবং লালনের মিউজিয়াম এর ভিতরের কিছু লালনের ব্যবহার করা আসবাবপত্র। আজকেও চলে আসলাম লালনের আরো কিছু মিউজিয়ামের জিনিসপত্র দেখানোর জন্য। আসলে মিউজিয়ামের জিনিসপত্র আমাদের সবারই বেশ ভালো লাগে। আমি যখন প্রথম গিয়েছিলাম তখন অনেক অবাক হয়েছিলাম।

20241214_160807.jpg

এত বছর যাবত জিনিসপত্রগুলো কিভাবে রেখেছেন। অনেক যত্ন সহকারে রেখেছেন। প্রথমত দেখলাম লালনের কাঠের একটি ভাস্কার্য। যা দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ভালো একজন শিল্পী এটিক তৈরি করেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়। মাঝে মাঝে যখন চমৎকার কোন কিছু দেখে তখন অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে অনেক প্রাচীন জিনিসপত্র দেখতে আমাদের সবারই অনেক ভালো লাগে।

20241214_160809.jpg

আসলে এখানে যে আসবাবপত্রগুলো রয়েছে এগুলোর নাম আমার জানা নেই। এত পুরনো জিনিসপত্র যা এখনকার মানুষ চিনবে না। কিন্তু মনে হচ্ছে অনেক পুরানো পিতলের তৈরি আসবাবপত্র। এ লেখার নিচে একটি জুতা রয়েছে। জুতাটি কাঠের তৈরি। আসলে কাঠের তৈরি জুতা ব্যবহার করত একটা সময়। হয়তো শত বছর আগে। আমি যখন মিউজিয়ামের ভিতরে এই কাঠের তৈরি জুতা দেখেছি, সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করলাম।

20241214_160816.jpg

যে যুগের একটা সময় মানুষ কাঠের তৈরি জুতা ব্যবহার করত। এবং কাঠের তৈরি লাঠি ব্যবহার করত। যা আমাদের সবাইকেই অনেক বেশি আশ্চর্য করে। আমি যখন মিউজিয়ামের ভিতরে ধীরে ধীরে জিনিসপত্রগুলো দেখতেছি তখন সোনিয়াকে অনেক কথাই বললাম। লালনের দেওয়া এতগুলো জিনিসপত্র মানুষ খুব সুন্দর ভাবে যত্ন সহকারে রেখেছে।

20241214_160827.jpg

কিন্তু কৃত্রিমভাবে কিছু জিনিসপত্র রয়েছে। যেমন কিছু আর্ট রয়েছে যেগুলো দেখে যে কেউই মুগ্ধ হবে। লালনের কিছু ছবি এবং বিভিন্ন গুণীজনের কিছু ছবি আর্ট করে রেখেছে। এ বিষয়গুলো আমার খুব চমৎকার লেগেছে। সোনিয়াকে বললাম এ ধরনের আর্টগুলো কয়েকটা করার জন্য। এগুলো দেখতে খুবই সুন্দর। কেউ যদি দেখে এত বড় আর্ট তাহলে সে মুগ্ধ হবে।

20241214_160848.jpg

আমি আরো অনেকগুলো ছবি আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করেছি। আরো অনেক ছবি ব্যবহার করতে পারি নাই। এরপরেও পর্বগুলো আজ কয়েকটা হয়ে গেল। এরপরে আমি আর পর্ব ব্যবহার করব না। এমনিতেই চেষ্টা করেছি যে ছবিগুলো বেশি সুন্দর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার কাছে লালনের মিউজিয়ামের ভিতরের আসবাবপত্র এবং পেইন্টিং গুলো অনেক বেশি ভালো লাগবে।

20241214_160842.jpg

20241214_160836.jpg

উপরের দুইটা পেইন্টিং দেখলে আপনারা বুঝতেছেন কেমন সুন্দর আর্টিস্টের মাধ্যমে কাজগুলো করেছেন। কারণ খুব ভালো আর্টিস্ট না হলে এ ধরনের কাজ এত সুন্দর ভাবে ফুটানো সম্ভব না। মনে হচ্ছে যেন লালন গান গাইতেছে আর তার সাথে বিভিন্ন মানুষ গানগুলো খুব সুন্দরভাবে শুনতে চায়। এবং হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গান শুনাচ্ছে লাল। অনেক সুন্দর সুন্দর আর্ট গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।

20241214_160832.jpg

20241214_160846.jpg

এরপর দেখেন মিউজিয়ামের ভিতরে কিছু অংশ আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি। ভিতরে কাঁচের গ্লাসের ভিতরে বিভিন্ন আসবাবপত্র রয়েছে এবং দেয়ালের মধ্যে বিভিন্ন পেইন্টিং রয়েছে। একদিক থেকে দুই দিকের জিনিসপত্র দেখতে খুব সুন্দর দেখাচ্ছে । খুব ছোট একটি রুমের মধ্যে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। যেন সব মানুষরা এসে এখানে জিনিসপত্রগুলো দেখতে পারে। এবং ভালো সময় কাটাতে পারে।

20241214_160856.jpg

20241214_160916.jpg

20241214_160926.jpg

20241214_160934.jpg

20241214_160939.jpg

20241214_160942.jpg

20241214_160948.jpg

20241214_160954.jpg

20241214_161000.jpg

20241214_161004.jpg

20241214_161013.jpg

20241214_161018.jpg

20241214_161025.jpg

20241214_161041.jpg

20241214_161052.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000233254.jpg

1000233256.jpg

অপূর্ব একটি পোস্ট আজ আপনার থেকে দেখতে পেলাম ভাইয়া।লালনের মিউজিয়ামে দারুন দারুন পেইন্টিং গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ঠিক বলেছেন ভাইয়া। ভালো দক্ষ আর্টিস্ট না হলে এত দক্ষতা ভাবে কাজ করা কোনমতে সম্ভব না। আমার আপনার মত পেন্টিং গুলো দেখে মনে হচ্ছিল লালন গান গাইতেছে আর তার সাথে যেন সব মানুষ গানগুলো হেঁটে হেঁটে লালনও গ্রামের সবাইকে গান শোনাচ্ছে। সত্যিকার এই লালন আর লালনের গান যেন হারিয়ে গেছে

এত সুন্দর একটা পোস্ট শেয়ার করতে পেরে ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর পেইন্টিং ছিল ওখানে।

লালন শাহ মিউজিয়াম ভ্রমণের দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে লালন শাহ মিউজিয়ামের বিভিন্ন ফটোগ্রাফি গুলো দেখে এবং সেগুলোর বর্ণনা পড়ে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দর একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মিউজিয়ামের ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।

  ·  6 days ago 

@tipu curate

লালনের মিউজিয়ামে আমরা আসলেই অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছিলাম। এই জায়গাটা ও অনেক সুন্দর যার কারণে আমরা ভ্রমণ করে অনেক মজা পেয়েছি। আপনারা আসার কারণে আবারও এই জায়গাটা ভ্রমণ করতে পেরে খুবই ভালো লেগেছিল।

হ্যাঁ এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার নিজের কাছেও ভালো লেগেছিল ভ্রমণ করে।

লালন শাহর মাজার ঘুরতে গিয়ে আপনারা অনেক সুন্দরভাবে মিউজিয়ামে থাকার সমস্ত কিছু ফটোগ্রাফি করেছেন। ভালো লাগলো শেখা তো আর সুন্দর্য দেখে। সেখানে থাকা অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন আপনি। আর্টগুলো বেশ চমৎকার টাঙানো রয়েছে। খুব ভালো লাগলো ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি। আমিও কয়েকবার গিয়েছি সেখানে। অনেক ভালো লাগলো আমার।

আর্ট গুলো অনেক সুন্দর ছিল। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল এই মিউজিয়ামে।

ফকির লালন শাহের মিউজিয়ামে ঘুরতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আমার অবশ্য এখনো যাওয়া হয়নি। তবে যাওয়ার ইচ্ছে রয়েছে। ধন্যবাদ।

পারলে অবশ্যই একবার যাবেন।

লালন মিউজিয়ামে আমি গিয়েছিলাম বছর কয়েক আগে। এখন দেখছি জিনিস গুলো ঐভাবেই আছে। লালনের শিষ‍্যদের ব‍্যবহার করা বেশ কিছু জিনিস রয়েছে এখানে। পাশাপাশি আছে দারুণ কিছু চিএকর্ম। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই। ধন্যবাদ আপনাকে।।

আপনি কয়েক বছর আগে লালনের মিউজিয়ামে গিয়েছেন শুনে ভালো লাগলো। আমার পোস্টটা চমৎকার ছিল শুনে ভালো লেগেছে।