দক্ষিণেশ্বরের পরিবেশটা এখন অনেক বদলে গিয়েছে। বেশ কিছু বছর আগে যখন যেতাম তখন এত বোঝানো ছিল না। এখন স্কাইওয়াক হয়ে গিয়ে বেশ অন্যরকম হয়ে গেছে। তাই হোক এর উপর দিয়ে হাঁটতে ভালোই লাগে কারণ অনেক দোকান পাতি রয়েছে যেগুলো দেখতে বেশ লাগে। তবে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয় তাই কেনাকাটা করতে একেবারেই মন চায় না। যাই হোক পরবর্তী পর্বে নিশ্চয়ই আপনি লিখবেন দক্ষিণেশ্বর মন্দিরে কিভাবে লাইন দিলেন বা মোবাইল রাখলেন ইত্যাদি গল্প।
RE: ভ্রমণ || দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্য (পর্ব - ০১)
You are viewing a single comment's thread from:
ভ্রমণ || দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্য (পর্ব - ০১)