আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
ন্যায় বিচার, না সমান অধিকার,কোনটা বড়? আর কোনটা বেশি প্রয়োজন। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাইছি। তো ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে আসি মূলত সমান অধিকার এবং ন্যায়বিচার দুটো জিনিসই পজেটিভ। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দুটো পজিটিভ হলেও একটার চাইতে আরেকটা বেশি যুক্তিগত এবং যথাযথ। প্রথমে বলে রাখি হয়তো আপনাদের লজিক বা আপনাদের চিন্তাভাবনা ব্যতিক্রম হতে পারে। তবে আমি আমার অ্যাঙ্গেল থেকে বা আমার চিন্তা ভাবনা থেকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি।
অনেক সময় দেখা যায় সমান অধিকার যেটি, সেটি খুব পজিটিভ বিষয়। তবে সমান অধিকারের ক্ষেত্রে অসংখ্য মানুষ বা একটা জনগোষ্ঠী বা বিভিন্ন পর্যায়ে ঠকতে হয়। উদাহরণস্বরূপ নরমাল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেমন আপনাদের এলাকায় একটা সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আর সেক্ষেত্রে পুরো সমাজ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এক্ষেত্রে যারা চাঁদা দেওয়ার যোগ্য, সবার জন্য চাঁদা নির্ধারণ করা হলো সমান অধিকারে।
আরেকটু ক্লিয়ার করে বলতে গেলে ধরুন একজনের রুজি বা ইনকামের সোর্স অনেক স্ট্রং। সে লোকের জন্য সমান অধিকার বাবদ তার চাঁদা ধরা হলো এক হাজার টাকা। অন্য দিক থেকে আরেকজনের ইনকাম মোটামুটি খুব বেশি নয়। তবে চাঁদা দেওয়ার যোগ্য আর তার জন্যও সমান অধিকার বাবদ নির্ধারিত হলো এক হাজার টাকা। এবার আসুন একদম নিম্নবিত্ত, যার ইনকাম সোর্সের কোন গ্যারান্টি নেই। হয়তো ইনকাম আছে নয়তো না। কিন্তু তার জন্য সমান অধিকার বাবদ চাঁদা নির্ধারিত হলো ১০০০ টাকা।
তাহলে এই সমান অধিকারটা কি আসলেই যথাযথ?আর এই সমান অধিকারটা কি সবার কল্যাণ হলো?আমার মতে এখানে সমান অধিকার টা মোটেই করা উচিত নয়।কারণ সমান অধিকারের দোহাইয়ে দেখা যাবে কিছু শ্রেণির নাগরিক সুবিধা বঞ্চিত, বা কিছু শ্রেণীর নাগরিকের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হবে, আবার কিছু শ্রেণীর নাগরিক ঠকতে হবে।এইজন্যই আমার মতে সমান অধিকার ঠিক নয়।
এবার এ বিষয়টাকে আমরা ন্যায় বিচারে বিবেচনা করলে কি হবে। ধরুন সেই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চাঁদা যে ১ হাজার টাকা নির্ধারণ করা হলো। সেটা কিছু ক্যাটাগরিতে নির্ধারণ করা যেতে পারে। যেমন যে অর্থবিত্ত তার জন্য যদি ১০০০ হয়। তার থেকে কিছুটা কম যার অর্থ রয়েছে তার জন্য চাঁদার পরিমাণও কিছুটা কম এবং যার একদমই নেই তার জন্য ওইটা হিসেব করেই চাঁদার ব্যবস্থা করাটাই হচ্ছে ন্যায় বিচার।এতে করে কাউকে ঠকতে হবে না এবং যার যার সমর্থ্য অনুযায়ী সে পার্টিসিপেট করতে পারবে।আর এটাই মূলত ন্যায় বিচার। এতে করে কেউ ঠকবে না। এতে করে কারো উপর বোঝা চাপিয়ে দেওয়া হবে না।আর ন্যায় বিচারের মাঝেই সমান অধিকারটা পাওয়া যাবে।
এবার দুটো চিত্রের মাধ্যমে একদম খুব সহজেই বিষয়টাকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
প্রথম যে চিত্রটি দেখতে পারছেন, এটার নাম ধরুন সমান অধিকার।আর এখানে বোঝা যাচ্ছে যে দুটো প্রাপ্তবয়স্ক লোক বাউন্ডারির বাইরে থেকে খেলা দেখছে। তবে তারা যেখান থেকে দাঁড়িয়ে খেলা দেখছে সে প্লাটফর্মটি সমান থাকাতে প্রাপ্তবয়স্ক দুজন ব্যক্তি ঠিকই খেলাটা দেখতে পাচ্ছে। তবে তার চাইতে একটু ছোট যে ব্যক্তিটি রয়েছে সে বরাবর খেলাটি দেখতে পাচ্ছে না। তাহলে এই যে ধরুন সমান বা সমান অধিকারের কারণে কেউ না কেউ তো একটা সুবিধা থেকে বঞ্চিত হলো।
এবার দ্বিতীয় চিত্রতে আসুন। এটার নাম দিলাম ন্যায্য অধিকার বা ন্যায় বিচার। এক্ষেত্রে দেখা গেল যে খেলা দেখার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য যেই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে তার চাইতে একটু উঁচু করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে শুধুমাত্র যারা ওই সমান লোকদের চাইতে কিছুটা ছোট বা বয়সে কিছুটা কম তাদের জন্য। এখন সুবিধাটা কি হল? এক্ষেত্রে তিনজন সমভাবে খেলা দেখতে পারবে। কিন্তু এর আগে আমি যে চিত্রটি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে শুধু বড়রাই খেলাটা দেখতে পারবে। কিন্তু ছোটরা খেলাটা দেখতে পারবেনা।
তাহলে বন্ধুরা কি বুঝা গেল কিছু কিছু ক্ষেত্রে সমান অধিকারও কিন্তু অন্যের উপরে বোঝা হয়ে যায়। তাই আমি মনে করি সমান অধিকার নয় বরং ন্যায় বিচার করাটাই যুক্তিগত এবং যথাযথ।তো আজকে আর বেশি কথা বাড়াবো না এখানে সমাপ্ত ঘোষণা করব। তবে আপনাদের অ্যাঙ্গেল থেকে যদি কিছু জানানোর থাকে বা মতামত থাকে তা অবশ্যই মন্তব্যে জানাতে পারবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | মানবতা।জেনারেল রাইটিং। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1747166355668025747?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ন্যায় বিচার এবং সমান অধিকার দুটি সমান্তরাল।
আমার কাছে মনে হয় একটা ছারা অন্যটা অকল্পনীয়।
আপনার এই তাত্বিক আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে আমার কাছে মনে হচ্ছে ন্যায় বিচার করলে অটোমেটিক সমান অধিকার পাওয়া যায়। আর শুধু সমান অধিকারের ভিত্তিতে ন্যায়বিচারটা হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজ চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। সমান অধিকার আর ন্যায় বিচার।এই দুটো বিষয়কে আপনি সুন্দর উদাহরন দিয়ে বুঝিয়েছেন,যা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়।সুন্দর ভাবে বিষয়টি ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।আমার কাছে বিষয়টি খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লেগেছে এটাই অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলে সবাই সবসময় ন্যায় বিচার কামনা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বেশিরভাগ মানুষ। আসলে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, আর সবার ইনকাম একরকম নয়। তাই ইনকাম অনুযায়ী সামাজিক চাঁদা নির্ধারণ করা উচিত। যাতে করে সমাজের সব শ্রেণীর মানুষেরা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। আপনি চমৎকারভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সবমিলিয়ে পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ঠিক ভাই বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বেশিরভাগ মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit