হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ গতকাল আমি একটি নাটক দেখলাম , নাটকটির নাম মেঘদল ৷ নাটকটি বেশ কিছু দিন আগে প্রকাশ পেয়েছে ৷ তবে আমি দেখলাম গতকাল ৷ আমার কাছে এই নাটকের গল্পটা বেশ ভালোই লাগলো ৷ তাই আজ ভাবলাম এই নাটকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ৷ আপনাদেরও সবার ভালো লাগবে , এজন্য চলে আসলাম আজ আমি আপনাদের মাঝে ''মেঘদল" এই নাটকের রিভিউ শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক..
নাটক | মেঘদল |
---|---|
পরিচালক | হাসান রেজাউল |
শিল্পী | খাইরুল বাসার , তানজিম সাইয়ারা তটিনী , সমাপ্তি মাসুক , নাফিজ আহম্মেদ এবং আরো অনেকেই |
প্রযোজক | খোরশেদ আলম |
কাহিনী , চিত্রনাট্য ও সংলাপ | রশিদুর রহমান |
চিত্রগ্রহণ | এইচ এম জামান , সুমন হোসেন |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ৪৯ মিনিট |
প্রকাশ | ইউটিউব , ১২ আগষ্ট ২০২৪ ইং |
এই নাটকের গল্পটা শুরু হয় এই গল্পের নায়িকা তটিনীর মাধ্যমে ৷ সে তার হ্যাসবেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে এসেছে ৷ রেস্টুরেন্টে খেতে এসে হঠাৎ করেই তার এখন ভার্সিটির বন্ধুর সাথে দেখা হয়ে যায় ৷ পুরনো বন্ধুকে দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় ৷
একটা সময় তারা পাঁচ-জন মিলে দারুণ কিছু সময় কাটিছে ৷ এই গল্পের নায়ক খাইরুল বাসার এবং তার তিন বন্ধু তারা চার জনই ছিলো বেস্ট ফ্রেন্ড ৷ আর তটিনী ছিলো খাইরুল বাসারের গার্লফ্রেন্ড ৷ বাসার সব সময় বন্ধুদের সাথে সময় কাটাতো , গানের আড্ডা দিতো ৷ সেই সুবাদে তটিনীও ছিলো তাদের সাথে সব সময় ৷ তাছাড়াও তারা একই ভার্সিটির সেদিক দিয়েও তারা ছিলো ভালো বন্ধু ৷ তটিনী আর খাইরুল বাসারের প্রেমের সম্পর্কটা ছিলো খুবই গভীর ৷ তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে ৷
খাইরুল বাসার এবং তার তিন বন্ধু , সাথে তটিনী ৷ তারা পাঁচ জন মিলেই বেশিরভাগ সময় কাটাতো ৷ ভার্সিটি এবং চায়ের দোকানে সব সময় তারা একই সাথে থাকে ৷ খাইরুল বাসার এবং তার তিন বন্ধু'র ইচ্ছে ছিলো তারা একটা গানের ব্যান্ড তৈরি করবে ৷ এবং বিভিন্ন জায়গায় গিয়ে গান করবে ৷ এই গানের ব্যান্ড নিয়ে তাদের ছিলো বড় স্বপ্ন এবং ইচ্ছে ৷ তবে এই ইচ্ছে পুরনের জন্য তাদের কিছু টাকার প্রয়োজন ছিলো ৷ টাকার অভাবে গানের ব্যান্ড তৈরি করতে পারছে না ৷ সে সময় খাইরুল বাসারের গার্লফ্রেন্ড তটিনী তাদের পাশে এসে দারায় ৷ তটিনীর সাপোর্ট এবং খাইরুল বাসার আর তার তিন বন্ধু ইচ্ছেতে মেঘদল নামে একটি গানের ব্যান্ড তৈরি করে ৷
মেঘদল গানের ব্যান্ড ধীরে ধীরে ভালো করতে থাকে এবং জনপ্রিয় হয় ৷ তারা ভালো জায়গায় যাওয়ার সুযোগ পায় ৷ গান রেকর্ডের সুযোগও আসে ৷ সফলতার কাছাকাছি মেঘদল গানের ব্যান্ড ৷ এমন সময় খাইরুল বাসার বদলে যায় ৷ তার বাকি তিন বন্ধুর সাথে খারাপ আচরন করে ৷ তটিনীর সাথেও বাজে ভাবে কথা বলে ৷ তার এমন আচরণে অবাক হয় সবাই ৷ তারা ভাবে সে একটু ভালো জায়গায় গেছে সেজন্যই হয়তো এমন করছে ৷ তাদের ভালো একটা লাইফ প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা , সব কিছু ঠিক থাকলেও বাসার সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে না ৷ তাকে ছাড়া মেঘদল ব্যান্ড চলবেও না , কারণ সে ই ছিলো মেইন ৷ খোঁজ খবর নিয়ে জানতে পারে বাসার অন্য একটা মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে এবং নেশা করছে ৷ এসব যখন তার বাকি তিন বন্ধু এবং তটিনী নিজেক চোখে দেখে , তারা বিষয়টা মেনে নিতে পারে না ৷ খাইরুল বাসার এতো নিচে নামবে তারা মানতে পারে না ৷ সেই থেকে তাদের সম্পর্ক নষ্ট হয় ৷
এরপর সবাই আলাদা হয়ে যায় যে যার মতো ৷ তটিনী আর খাইরুল বাসার এর মাঝেও যোগাযোগ থাকে না ৷ তাদের ভালোবাসা সম্পর্কটা সেদিনই বিচ্ছেদ হয় ৷ এখন সবাই সবার মতো আছে , নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ৷ তটিনারও বিয়ে করে ফেলেছে , কিন্তু খাইরুল বাসারের আর কোনো খোঁজ নেই ৷
তটিনী তার সেই পুরনো বন্ধুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় ৷ এরপর তার হ্যাসবেন্ডের সাথে বাড়ি ফিরে আসে ৷
এরপর তার বাকি তিন বন্ধু মিলে ভাবে একটা পার্টির আয়োজন করবে ৷ কিছু দিন বাদে মেঘদল গানের ব্যান্ড পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাই এক হবে এবং গানের আড্ডায় সময় কাটাবে ৷ এজন্য তটিনীর কাছে যায় এক বন্ধু তাকে এই বিষয়টা জানানোর জন্য ৷ বাকি দুই বন্ধু খাইরুল বাসার কে জানাতে যায় ৷ কিন্তু তার বাবার মায়ের কাছে গিয়ে জানতে পারে খাইরুল বাসার তাদের কাছে থাকে না , তাদের ঠিক মতো খোঁজ ও নেয় না ৷ এটা জানার পর তার তিন বন্ধুর ভীষণ খারাপ লাগে ৷ এবং খাইরুল বাসারকে আরো খারাপ ভাবতে থাকে ৷
শেষমেশ সেই দিনটা আসে ৷ মেঘদল গানের ব্যান্ডের আজ পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাই সেই আগের পরিচিত জায়গাটায় আসে ৷ যেখানে আগে তারা বেশিরভাগ সময় আড্ডা দিতো ৷ কিন্তু খাইরুল বাসার আসে না ৷ তার অপেক্ষা না করেই কেক কাটা হয় ৷ সময়টা উপভোগ করার চেষ্টা করে সবাই ৷ কিন্তু তটিনী মনে মনে খাইরুল বাসার কে খুঁজেই যাচ্ছে ৷ তার ভীষণ মন খারাপ হয় খাইরুল বাসারকে দেখতে না পেয়ে ৷
খাইরুল বাসার অনেক আগেই হারিয়ে গেছে ৷ কিন্তু কেউ জানেনা তার এই হারিয়ে যাওয়ার খবর ৷ কারণ সে নিজেকে লুকিয়ে নিজেকে আড়াল করেছে ৷ এ সব কিছুই জানে তটিনার হ্যাসবেন্ড ৷ কিন্ত তটিনী এবং তার বন্ধু কাউকে জানতে দেয় না ৷ খাইরুল বাসার ক্যান্সার রোগে আক্রান্ত হতে মারা যায় ৷ তার এই অবেলায় চলে যাওয়া মেনে নিতে পারবেনা তার প্রিয় বন্ধুরা এবং ভাসোবাসার মানুষটি ৷ তাই নিজেকে আড়াল করেই হারিয়ে যায় ৷ বুঝতে দেয় না বন্ধুদের , ভালোবাসার মানুষটিকে ৷ অজানাই থেকে যায় সে সবার আড়ালে ৷ এই গল্পটা এখানেই শেষ হয় ৷
রেটিং:-০৮
আমার মতামত:-
মেঘদল এই নাটকের গল্পটা একটু অন্যরকম ৷ শুরুটা হয়তো ভালোই ছিলো ৷ তবে শেষটা দেখে আমার ভীষণ খারাপ লাগে ৷ কিছু মানুষ হারিয়ে যায় আড়ালে , কেউ জানতে পারেনা ৷ কিছু স্মৃতি থাকে যেগুলো আসলে কখনো ভুলা যায় না ৷ সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই বদলে যায় , তবে কিছু পরিবর্তন পরিস্থিতির কারণেও হয়ে থাকে ৷ যাই হোক , এই নাটকের গল্পটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকে সবার অভিনয়ও ছিলো অসাধারণ ৷ সময় থাকলে এই নাটকটি দেখে আসতে পারেন ৷ খাইরুল বাসার এবং তটিনার দারুণ একটি নাটক , আশা করি সবার ভালো লাগবে ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ..
নাটকের লিংক
https://twitter.com/Nirob7000/status/1840449114880069870?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন।নাটকটি আমি গতকালই দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তটিনী আমার খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। এই নাটকটি আমি দেখিনি ভাইয়া। নাটকটি দেখার প্রতি খুবই আগ্রহ হচ্ছে। অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু মানুষ এভাবেই আড়ালে চলে যায়। হয়তো কোন ভাবেই তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। ভাই আপনার শেয়ার করা নাটক রিভিউ চমৎকার হয়েছে। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাইরুল বাসার এবং তটিনির নাটক গুলো আমার অনেক ভালো লাগে। তেমনি আমার কাছে এই নাটকের রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। তবে আমার কাছে এই নাটকের শেষ মুহূর্তটা অসম্ভব খারাপ লেগেছে। নাটকের শেষে এরকম মুহূর্ত আসলে আসলে খারাপ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান তটিনী খুবই সুন্দর অ়ভিনয় করেন,এবং সবার জনপ্রিয় একজন অভিনেত্রী। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় কনে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি নাটকের রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ কিছুদিন আগে আমি এই নাটকটি দেখেছিলাম৷ তবে আজকে দেখছি যে আপনি এই নাটকের রিভিউ শেয়ার করে দিয়েছেন যা পড়ে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit