মুগ্ধ আর সবুজ দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেই স্কুল লাইফ থেকে দুজন একসাথেই পড়ালেখা করে। কলেজে ওঠার পরে সবুজ বাইক কেনায় দুই বন্ধু সবসময় একসাথেই ঘুরে ফিরে বেড়ায়। সেই সাথে কলেজেও একসাথে যাওয়া আসা করে। কলেজে পৌঁছে ক্লাস শেষ করে যখন মুগ্ধ আর সবুজ ওদের আরো কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিলো। তখন ওরা খেয়াল করে দেখে একদল ছেলে মেয়ে সবার কাছ থেকে বন্যার্তদের জন্য চাঁদা তুলছে। মুগ্ধ দেখে তাদের বন্ধু-বান্ধব কয়েকজন রয়েছে সেই দলের ভেতরে।
মুগ্ধ তখন সবুজকে সাথে নিয়ে গিয়ে তাদের সাথে যোগ দেয়। দলটার সাথে ঘুরে ঘুরে ওরাও বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তুলতে থাকে। সেদিনের মতো চাঁদা তোলার কার্যক্রম শেষ হলে সবাই মিলে একটা মিটিং করতে বসে। সেই মিটিংয়ে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সেখানে কিভাবে ত্রাণ পাঠানো হবে। কারা স্বেচ্ছাসেবক হিসেবে যাবে। সেটা নিয়ে আলোচনা হতে থাকে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।