আসসালামু আলাইকুম,,
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবার ও শনিবার অর্থাৎ ০২ ও ০৩ জুন ২০২৩ সালে আমার বাংলা ব্লগের ডিসকর্ডে লেভেল ওয়ানের দুইটি ক্লাস করেছি।সেই ক্লাস দুটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। সর্বমোট ১২ টি বিষয়ের উপর আমার সহপাঠীদের ক্লাস নেওয়া হয়েছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে যিনি খুব সুন্দর ভাবে আমাদেরকে লেকচার দিয়েছেন এবং বুঝায় দিয়েছেন।
প্রশ্ন: স্টিমিটে পোস্ট কি ভাবে করবো?
উত্তর:মোবাইল অথবা কম্পিউটারে পোস্ট করার সময় নিচে তিনটি অংশ দেখা যায়। প্রথম অংশটি টাইটেল লেখতে হবে।আর মাঝ খানের বডি অংশটিতে ছবি আর পুরো লেখা লেখতে হবে।শেষের অংশটিতে ট্যাগ ব্যবহার করতে হবে।
প্রশ্ন:টাইটেল ও বডিতে কত ক্যারেক্টার লেখতে পারবো এবং ট্যাগ কয়টি হবে?
উত্তর:আমরা টাইটেলে ২৫৫ ক্যারেক্টারের লেখা লেখতে পারবো।আর বডিতে আমরা ৬৫৫৩৬ ক্যারেক্টারের লেখা লেখতে পারবো।নিচের অংশটিতে আমরা ট্যাগ ব্যবহার করবো আর ট্যাগ হবে ৮ টি।
প্রশ্ন:পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর:ট্যাগ হচ্ছে আমি কোন বিষয়ের উপর লেখা লেখছি সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস।খুঁজে পাওয়ার সহজ উপায় অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো যেমন ধরেন আমরা কোথাও ঘুরতে গেছি সেই বিষয়ের উপর পোস্ট করলে travel,travelling,tour, visit,bangladesh এই ধরনের ট্যাগ ব্যবহার করতে হয়।যখন আপনি ট্রাভেল শব্দটি ব্যবহার করবেন সেই শব্দটি ট্রোন্ডিং হিসাবে থাকবে এবং এইটাতে ক্লিক করলে যারাই ট্রাভেল সংক্রান্ত পোস্ট করছে তাদের পোস্ট গুলো এক জায়গায় পেয়ে যাবেন।আর এই কারনে ট্যাগ ব্যবহার করা।
প্রশ্ন:ফটো কপিরাইট সম্পর্কে আপনার কি ধারণা অর্জন করছেন?
উত্তর:কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি আইন।সারা বিশ্বের মানুষ তারা তাদের বুদ্ধি দিয়ে কিছু আবিষ্কার করে থাকে সেগুলো নিয়ে কেউ ব্যবসা করতে না পারে এই কপিরাইট আইন চালু করা হয়।
প্রশ্ন:আমরা কোথায় থেকে ফ্রি কপিরাইট ফটো নিতে পারবো এবং কয়টি ওয়েবসাইটের নাম বলুন?
উত্তর:আমরা কোথায় থেকে ফ্রি কপিরাইট ফটো নিতে পারবো তিনটি সাইটের নাম নিচে দিলাম।
১.https://www.freeimages.com/
২.https://pixabay.com/
৩.https://www.peels.com/
প্রশ্ন:স্প্যামিং কাকে বলে কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং গণ্য হবে?
উত্তর: স্প্যামিং হলো অপ্রাসঙ্গিক বিষয়কে বোঝায় যা বারবার ঘুরিয়ে পেচিয়ে করা হয়। ধরেন আপনি কোথাও ঘুরতে বা বাজারে গেছেন সেখানকার ছবি গুলো বারবার বিভিন্ন সময়ে ঘুরিয়ে পেচিয়ে পোস্ট করা।আবার কোন বিষয়বস্তুর উপর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কথা লেখা। কমেন্টে কাউকে মেনশন করা।এগুলো হচ্ছে স্প্যামিং।
প্রশ্ন:আমার বাংলা ব্লগে একজন ব্লগার ২৪ ঘন্টায় কয়টি পোস্ট করতে পারবে?
উত্তর:একজন ব্লগার ২৪ ঘন্টায় ৩ টি পোস্ট করতে পারবে।
প্রশ্ন:একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য হবে ?
উত্তর: যদি কোনো পোস্ট ১০০ শব্দের লেখা হয় বা একটি ছবি দিয়ে পোস্ট করা হয় এগুলোকে মাইক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়।
প্রশ্ন:রি-রাইট আর্টিকেল কাকে বলে?
উত্তর:রি-রাইট আর্টিকেল হলো যদি কারো পোস্ট বা লেখা ভালো লাগে সেই পোস্টি সুন্দর ভাবে পড়ে সাজিয়ে গুছিয়ে লেখা নাম হলো রি-রাইট আর্টিকেল বলে।
প্রশ্ন:পোস্ট লেখার সময় রি-রাইট আর্টিকেল কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর:রি-রাইট আর্টিকেল লেখার ক্ষেত্রে বিষয় গুলো খেয়াল রাখতে হবে তা হলো রি-রাইট আর্টিকেল লেখার সময় অবশ্যই ৭৫% তার নিজের লেখা লেখতে হবে।যে সকল ওয়েবসাইট থেকে তথ্য নিবেন তার রেফারেন্স দিতে হবে। সংগ্রহ করা তথ্য গুলো ইনভার্টেট কমার মাঝে সোর্স লেখতে হবে।আর ছবি গুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।
প্রশ্ন:প্লাগিয়ারিজম সম্পর্কে কি জানেন?
উত্তর: অন্যের কারো লেখা আপনি আপনার বলে চালিয়ে দিলেন বা সেখান থেকে কিছু পরিবর্তন করলেন এটা প্লাগিয়ারিজমের মধ্যে পরে।
প্রশ্ন: আমার বাংলা ব্লগে কি কি বিষয় পোস্ট করা নিষিদ্ধ?
উত্তর:১.ধর্ম নিয়ে কূটনৈতিক কথা।
২.নারীদের সম্মানক্ষুন্ন যৌন হয়রানি পোস্ট।
৩.কবুতরের মাংসের রেসিপি।
৪. গরুর মাংসের রেসিপি।
৫.মিথ্যা গুজব কুসংস্কার,কোন গান বিকৃত ভাবে গাওয়া যাবে না।
৬.পশু পাখি নির্যাতন মূলক পোস্ট করা যাবে না।
৭.সেক্সচুয়াল কন্টেন্ট পোস্ট।
৮.নগ্ন ছবি ব্যবহার করা।
৯.কোন দূর্ঘটনার মূমুর্ষ অবস্থায় পোস্ট করা।
১০.শকুরের মাংসের রেসিপি।
১১.ইচ্ছাকৃত ভাবে কারো বিরুদ্ধে সম্মানহানিমূলক পোস্ট করা যাবে না।
১২.যেকোন ধরনের অপরাধ মূলক পোস্ট করা যাবে না।
১৩.শিশু শ্রম সমর্থন পোস্ট করা যাবে না।১৪.আর যদি পোস্ট করেন অবশ্যই nsfw ট্যাগ ব্যবহার করতে হবে।
ডিভাইস | Redmi 9A |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | যশাই হাট,পার্বতীপুর |
You can also vote for @bangla.witness witnesses
ভালো লিখেছেন ,আমার বাংলা ব্লগ এ কি কি বিষয়ের উপর পোস্ট করা নিষেদ তার ১২ টি বিষয় উল্লেখ করতে হবে , এখনই এডিট করুন বাকি সব ওকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে আপু ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরও দুইটি বিষয় বাদ পড়ে গেছে এই link ফলো করুন আর সঠিক করুন
https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@ayrinbd আপু আমার পোস্ট চেক করতে পারেন।যদি কোথাও ভুল থাকে একটু কষ্ট করে বলবেন ধন্যবাদ আপু❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit