আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা স্বাভাবিকভাবেই কোনো মানুষের স্বভাব চরিত্র যখন খারাপ দেখি। তখন সাথে সাথেই তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলি। কারণ স্বাভাবিকভাবেই আমরা আমাদের বেসিক ব্যাপার গুলো কিংবা বেসিক শিক্ষাগুলো আমাদের পরিবার থেকেই পেয়ে থাকি। কারণ আমাদের পরিবার থেকে আমরা যেই সুন্দর শিক্ষাটা পাই কিংবা আমাদের জীবনের শুরুতে আমরা যে শিক্ষাটা পাই। সেই শিক্ষাটাই মূলত আমরা আমাদের সারা জীবনে প্রয়োগ করি।
তাই কোনো।মানুষ যখন কোনো খারাপ কাজ করে। তখন আমরা সাথে সাথেই বলি যে, তার পারিবারিক শিক্ষা অনেক বেশি খারাপ। সে কারণেই সে খারাপ কাজ করছে। কিন্তু সব সময় এটা একেবারেই হয় না। কারণ আমাদের পারিবারিক শিক্ষা আমাদেরকে বেশিরভাগ সময় ভালোটাই শিখায়। হয়তো অনেক পরিবার রয়েছে। যেই পরিবারগুলোতে পারিবারিক শিক্ষাটাতে খুব একটা নজর দেওয়া হয় না। অর্থাৎ পরিবারের একজন শিশু কি শিখছে। সেদিকে নজর দেওয়া হয় না। কিন্তু বেশিরভাগ পরিবারেই কিন্তু সে দিকটায় বিশেষ নজর দেওয়া হয়।
তাহলে এখন প্রশ্ন আসবে যে, তাও কেনো অনেক মানুষের স্বভাব চরিত্র খারাপ হয়। আমার কথাটা এখানেই। আসলে অনেক মানুষের স্বভাব চরিত্র খারাপ হয়, শুধুমাত্র তাদের নিজেদের গুণে। অর্থাৎ তাদের স্বভাব চরিত্র খারাপ এই ক্ষেত্রে তাদের পরিবার মোটেও দায়ী থাকে না। তাদের পরিবার তাদেরকে ঠিক শিক্ষা টাই দেয়। কিন্তু তারা আসলে খুঁজে খুঁজে খারাপ শিক্ষাটাই নিজেদের মধ্যে নেয়, নিজেদের ইচ্ছেতে। তাই সবসময় সবার খারাপ ব্যবহারে কখনোই পারিবারিক শিক্ষাকে দোষ দেওয়া উচিত নয়।
কারণ বেশিরভাগ পরিবারই তাদের সন্তানদের খুব ভালো শিক্ষাটা দিয়েই মানুষ করে। কিন্তু আমরা মানুষ হিসেবে দিন দিন এতোটাই খারাপ পথে চলে যাচ্ছি যে, আমরা শুধুমাত্র বেছে বেছে খারাপ স্বভাবগুলোই নিজেদের মধ্যে নেই এবং সেই খারাপ স্বভাবের প্রতিফলন ঘটে আমাদের খারাপ কাজে। পরবর্তীতে যার কারণে আমাদের পরিবারকে কথা শুনতে হয়।