দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৪

in hive-129948 •  2 years ago 


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ :


০১. হাতির পূর্বপুরুষ ম্যামথ (mammoth) এর হারিয়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে ?
০২. চীনে কোন প্রাণীর হত্যার শাস্তি মৃত্যুদন্ড ?
০৩. পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । কী নাম এই বিদ্যার ?
০৪. কোন প্রাণী দেখতে অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো ?
০৫. মহাকাশে কোন সবজি সব চাইতে আগে চাষ করা হয়েছিল ? এখনো অব্দি মহাকাশচারীদের কাছে এটি একটি প্রিয় সবজি ।
০৬. কোন মাছ জল ছাড়া এক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে ?
০৭. কোন কোন উদ্ভিদ নিজে শর্করা খাদ্য প্রস্তুত করার চাইতে প্রাণী শিকার করে পুষ্টি চাহিদা পূরণ করে ? এই সব উদ্ভিদের এমন অদ্ভুত খাদ্যাভাসের পেছনের কারণটা কি ?
০৮. মৃত্যুর পরেও মানুষের কোন অঙ্গ বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ ?
০৯. মহাবীর গ্রেট আলেকজান্ডার সর্বশেষ কোন যুদ্ধের পরে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন ?
১০. পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক কে ? ধারণা করা হয়ে থাকে বিভিন্ন সমর অভিযানে প্রায় ১৫-২০ কোটি সাধারণ জনগণের মৃত্যু হয়েছিল এই শাসকের হাতে ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ০৭ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৩৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : fd08bbb79f26c1e9304e86561a7e7854b7ee7cced5faf8b49d3df1a5816fbefc

টাস্ক ১৩৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

উত্তর

১. মানুষের অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ.
২. পান্ডা
৩. ক্রিপ্টোজুলজি
৪. পুরুষ ক্যাংগারু
৫. লেটুস
৬. Mangrove Killifish নামক এক প্রকার মাছ এক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে.
৭. ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
মাংসাশী উদ্ভিদ বেশিরভাগই স্যাঁতস্যাঁতে জায়গায় জন্ম নেয় এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন নিতে পারে না। তাই তারা বেঁচে থাকার জন্য এই পদ্ধতি ব্যবহার করে।
৮. নখ ও চুল
৯. জাক্সার্তেসের যুদ্ধ
১০. চেঙ্গিস খান

Loading...

১.বরফ যুগ শেষ হলে বিস্তীর্ণ তৃণ ভূমি বনে ঢেকে যায় ফলে খাবারের সংকট দেখা দেয় এছাড়া ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় তারা খাপ খাওয়াতে না পারায় ক্রমাগত বিলুপ্ত হয়।

২.পান্ডা
৩.ক্রিপ্টোজুলজি
৪.ব্লব ফিস
৫.আলু
৬.ম্যানগ্রোভ কিলিফিস
৭.করনিভরাস প্লান্ট যেমনঃ পিচার প্লান্ট,ভেনাস ফ্লাইট্র‍্যাপ।বিবর্তনের ফলে কম পুষ্টিগুণ যুক্ত মাটিতে টিকে থাকার জন্য এরা শিকার করতে পছন্দ করে।

৮.নখ ও চুল
৯.পাঞ্চাব এর রাজা পুরুর সাথে যুদ্ধের পর।
১০.চেংগিস খান

(১)খাবার কিংবা সুপেয় পানির অভাব,বরফে আটকে পড়া ,বরফসেতুতে আটকা পড়ে ম্যামথের সর্বশেষ দলটি এবং ধীরে ধীরে সেই সাথে ক্রমাগত শিকার হয়তো তাদের বিলুপ্ত হওয়ার কারণ। আসলে হারিয়ে যাওয়ার পিছনে কারণটা অন্ধকারাচ্ছন্নই রয়ে গিয়াছে এখনো।

(২) পান্ডা ।

(৩)ক্রিপ্টোজুলজি।

(৪)ব্লবফিশ ।

(৫)চীনা বাঁধাকপি।

(৬)Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম.

(৭) ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
বেঁচে থাকার জন্য মাংসাশী উদ্ভিদরা অন্য একটি পদ্ধতিতে নাইট্রোজেন সংগ্রহ করে থাকে। তারা বিভিন্ন প্রাণীকে ফাঁদে আটকে ফেলে। এসব প্রাণী মারা যাওয়ার পর তাদের মৃতদেহ থেকে খনিজ উপাদান সংগ্রহ করে। মাংসাশী উদ্ভিদের পাতাগুলো এ কাজে বিশেষভাবে সহায়তা করে থাকে।

(৮) চুল ও নখ বড় হয় ম্যাজিক কিংবা অতিপ্রাকৃত কোনো ব্যাপার এতে নেই। চামড়া ঝুলে পড়ার কারণেই দেখে মনে হয় চুল আর নখের বৃদ্ধি অব্যাহত রয়েছে।
(৯) হাইডাস্পেসের যুদ্ধ।
যদিও মরার কারণ নানান জন নানান মতবাদ দিয়েছেন।
(১০) চেঙ্গিস খান ।

(১)জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।

(২)প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।

(৩)ক্রিপ্টোজুলজি।

(৪)পুরুষ ক্যাঙ্গারু।

(৫)বাঁধাকপি।

(৬)Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম..

(৭) কলস পত্রী,সূর্য শিশির।

(৮) নখ এবং চুল

(৯) হিদাসপিসের যুদ্ধ

(১০)প্রাক্তন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি মাও সে তুং।

১. জলবায়ু পরিবর্তনজনিত কারনে। তুন্দ্রা যুগকে দায়ী করা হয়।
২. পান্ডা
৩. ক্রিপ্টোজুলজি
৪. কোহানাগুমো মাকড়সা
৫. আলু
৬. আফ্রিকান লাংফিশ
৭. ভেনাস ফ্ল্যাটট্র্যাপ, পিচ প্ল্যান্ট ও ব্লাডারওয়ার্ট। পুষ্টিহীন মাটিতে জন্মায় তাই পুষ্টির চাহিদা পূরণ করতে।
৮. চুল ও নখ।
৯. ঝিলাম নদীর যুদ্ধ বা হিদাপিসের যুদ্ধ
১০. চেঙ্গিস খান

১.জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।

২.প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।

৩.ক্রিপ্টোজুলজি।

৪.পুরুষ ক্যাঙ্গারু।

৫.এরাবিডোপসিস থালিয়ানা

৬.Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়া মাসের পর মাস বেঁচে থাকতে সক্ষম..

৭.কলস পত্রী,সূর্য শিশির।

৮.নখ এবং চুল

৯ . হিদাসপিসের যুদ্ধ ব্যাটেল অফ হিডাস্পেস
১০. চেঙ্গিস খান

১.জলবায়ু পরিবর্তনের দরুন এবং ফলস্বরূপ বাসস্থান সংকোচন, মানুষের দ্বারা শিকার, অথবা এই দুটি কারণের সংমিশ্রণের প্রভাবে।
২. পান্ডা।
৩.ক্রিপ্টোজুলজি।
৪.পুরুষ ক্যাঙ্গারু।
৫.লাল রংয়ের লেটুস পাতা।
৬.ম্যানগ্রোভ কিলিফিশ জল ছাড়া একমাসও বেঁচে থাকতে পারে।
৭.কলস পত্রী,সূর্য শিশির।
৮.নখ এবং চুল।
৯.হিদাসপিসের যুদ্ধ।
১০.হিটলার।

১. পানির অভাভে ম্যামথ বিলুপ্ত হয়।

২ চিনে পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।

৩। Pass

৪| শিম্পাঞ্জি।

৫| লাল রংয়ের লেটুস পাতা।

৬। ম্যানগ্রোভ কিলিফিশ জল ছাড়া একমাসও বেঁচে থাকতে পারে।

৭. সূর্য শিশির নামে এক উদ্ভিদ স্বীকার করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করে। এরা সূর্যের আলোতে শর্করা তৈরি করতে অক্ষম তাই এরা স্বীকার করে নিজের প্রতি চাহিদা পূরণ করে।

৮। নখ এবং চুল।

৯। গ্রিক যুদ্ধের পর মহাবীর গেট আলেকজান্ডার ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১০। হিটলার

১।অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ.

২. চীনে প্যান্গলিন এবং পান্ডা হত্যা করার শাস্তি মৃত্যুদণ্ড।

৩. ক্রিপ্টোজুলজি নাম এই বিদ্যার।
৪. পুরুষ ক্যাংগারু দেখতে অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো দেখায়।

৫. "লেটুস" মহাকাশচারীদের কাছে এটি একটি প্রিয় সবজি ।

৬. Mangrove Killifish নামক এক প্রকার মাছ জল ছাড়াএক মাসেরও বেশি বেঁচে থাকতে পারে.

৭. ভেনাস ফাইট্র্যাপ, ওয়াটারহুইল, সূর্যশিশির, কলসী উদ্ভিদ
মাংসাশী উদ্ভিদ বেশিরভাগই স্যাঁতস্যাঁতে জায়গায় জন্ম নেয়। এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন নিতে পারে না। তাই তারা বেঁচে থাকার জন্য এই রকম খাদ্য পদ্ধতি ব্যবহার করে।

৮. নখ ও চুল মৃত্যুর পরেও মানুষের বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ।

৯. জাক্সার্তেসের যুদ্ধ মহাবীর গ্রেট আলেকজান্ডার সর্বশেষ এই যুদ্ধের পরে অসুস্থ হয়ে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১০. চেঙ্গিস খান পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক।

প্রশ্ন গুলো উত্তর দেওয়া হলো👇

১)উত্তর : মানুষের অত্যধিক শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে।
২)উত্তর : পান্ডা।
৩)উত্তর : পক্ষীবিজ্ঞান
৪)উত্তর : ক্যাঙ্গারু
৫)উত্তর : লেটুস শাক
৬)উত্তর : ম্যানগ্রোভ কিলিফিস।
৭)উত্তর : সূর্য শিশির, কলস পত্রী। তারা প্যারাসাইটিক নেচারের।
৮)উত্তর : চুল ও নখ
৯)উত্তর : হিদাসপিসের যুদ্ধ
১০)উত্তর : প্রাক্তন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি মাও সে তুং।

৬.Mangrove Killifish
৮. নখ ও চুল
১০. হিটলার

১.তুন্দ্রা অঞ্চলে খাদ্য অভাব।
২.পান্ডা, প্যান্গলিন।
৩.ক্রিপ্টোজুলজি
৪.পুরুষ ক্যাঙ্গারু
৫.মূলো
৬.ম্যানগ্রোভ কিলার ফিশ
৭.সূর্য শিশির, কলস পত্রী। তারা প্যারাসাইটিক নেচারের।
৮.চুল এবং নখ
৯.হিদাসপিসের যুদ্ধ
১০.মাও সে তুং

উত্তর:

০১.মানুষের অত্যধিক শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে।
০২.পান্ডা
০৩.পক্ষীবিজ্ঞান
০৪.ক্যাঙ্গারু
০৫.লেটুস শাক
০৬.ম্যানগ্রোভ কিলিফিস
০৭.সূর্য শিশির, কলস পত্রী। তারা প্যারাসাইটিক নেচারের।
০৮.চুল ও নখ
০৯.হিদাসপিসের যুদ্ধ
১০.মাও সে তুং

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



১. ম্যামথরা ছিল বরফ যুগের প্রানী তাই পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে তারা হারিয়ে যায়।

২. পান্ডাকে চীনের জাতীয় সম্পদ হিসেবে দেখা হয় তাই পান্ডা হত্যা করলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

৩. ক্রিপ্টোজুলজি বলা হয়।

৪. শিম্পান্জি

৫. মূলা চাষ করা হয়

৬. ম্যানগ্রোভ কিলিং ফিস

৭. কলসী উদ্ভিদ। এরা স্যাতস্যাতে জায়গায় জন্মে তাই নাইট্রোজেনের অভাবে এরা প্রানী শিকার করে।

৮. চুল ও নখ

৯. ঝিলাম রাজ পুরুর সাথে যুদ্ধের পর আলেকজান্ডার মারা যান।

১০. হিটলার

1.The Reasons are - Some by the Glacial Retreat and the remainings by the the warming trend (Holocene), which happened 12000 years ago. well, theses two are main reason which later changed the climate and the environment which are not suitable for mammoth, and the climate change also affected their food sources.

2.Panda

3.Cryptozoology - the science which reasearch on all legendary creatures like Cerberus, Pegasus, Lamassu and many more (one of my favourite topic too I love mythical, mysterious adventurous and horror folklore from my childhood So, thanks for adding this question.)

4.Blobfish

5.Seed Potato, as potato yes but they don't use which is grown in space as it is just for a experiment not in a large-scale.

6.mangrove rivulus

7.Venus flytrap, there are also many but this one is most popular and the reason behind this is evolution through years as they didn't get enough nutrition from the soil. And they can survive in a soil which contains very low nutrients, they also do photosynthesis but in a very limited and low manner.

8.Well it is only hair and nails as they are made of same element Keratinocytes.

9.Battle of the Hydaspes with King Porus.

10.Well, It is "Adolf Hitler" who killed more than 19+ million. But if we go with high number then it will be Mao Zedong.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

১-জলবায়ু পরিবর্তনের কারনে
২- পান্ডা
৩- মিথিকাল ক্রিয়েচার রিসার্চ প্রজেক্ট
৫-এরাবিডোপসিস থালিয়ানা
৬- ম্যানগ্রোভ কিলিফিশ
৮-নখ এবং চুল
৯- ব্যাটেল অফ হিডাস্পেস
১০- চেঙ্গিস খান

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

০১. হাতির পূর্বপুরুষ ম্যামথ(mammoth) তাদের বেচেঁ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের যোগান না পাওয়ায় ধীরে ধীরে হারিয়ে গেছে।
০২. চীনে পান্ডা হত্যার শাস্তি মৃত্যুদন্ড।
০৩.পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । এই বিদ্যার নাম ক্রিপ্টোজুলজি ।
০৪. পুরুষ কাঙ্গারু অবিকল একজন বুড়ো মানুষের মুখের মতো ।
০৫. মহাকাশে বাঁধাকপি সব চাইতে আগে চাষ করা হয়েছিল। যেটি এখনও পর্যন্ত মহাকাশচারীদের কাছে একটি প্রিয় সবজি।
০৬.mangrove killifish নামক মাছ জল ছাড়া এক মাসেরও বেশি বেচেঁ থাকতে পারে।
০৭. বিভিন্ন ধরনের কার্নিভোরাস উদ্ভিদ যেমন - ভেনাস ফ্লাইট্র্যাপ উদ্ভিদ নিজে শর্করা খাদ্য প্রস্তুত করার চাইতে প্রাণী শিকার করে পুষ্টি চাহিদা পূরণ করে।
এইসব উদ্ভিদের এমন অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণ হল নাইট্রোজেনসমৃদ্ধ মাটিতে অধিকাংশ উদ্ভিদ সবচেয়ে ভালো জন্মে, কিন্তু মাংসাশী উদ্ভিদ জন্মে ভেজা আর স্যাঁতস্যাঁতে নিচু জলাভূমিতে। এখানকার আর্দ্র মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব অল্প থাকে।তাই তারা প্রাণী শিকার করে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে।
০৮. মৃত্যুর পরেও মানুষের চুল এবং নখ বৃদ্ধি প্রাপ্ত থাকে অন্তত এক সপ্তাহ।
০৯.আলেকজান্ডার ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে ভারত অভিযান শুরু করেন এবং বিতস্তার লড়াইয়ে বর্তমান পাঞ্জাব শাসনকারী ভারতীয় রাজা পুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় লাভ করেন এবং এই যুদ্ধ থেকে বাড়ি ফেরার পথে তিনি ৩২ বছর বয়সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
১০.পৃথিবীর সব চাইতে বেশি সংখ্যক গণহত্যার নায়ক চেঙ্গিস খান। ধারণা করা হয়ে থাকে বিভিন্ন সমর অভিযানে প্রায় ১৫-২০ কোটি সাধারণ জনগণের মৃত্যু হয়েছিল এই শাসকের হাতে ।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Loading...

Hi @rme,

May I know the deadline for this Quiz plz?

11 Dec 2022

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 08th Dec 2022 – Win 700+ STEEM

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

০১/ জলবায়ু পরিবর্তন ও পানির অভাবে বিলুপ্ত হয়।
০২/ পান্ডা ভাল্লুক ।
০৩/ ক্রিপ্টোজুলজি।
০৪/ পুরুষ ক্যাঙ্গারু।
০৫/ রোমান লেটুস।
০৬/ ম্যানগ্রোভ রিভুলাস।
০৭/ ভেনাস ফ্লাইট্র্যাপ বা নাইট্রেট।
০৮/ চুল এবং নখ।
০৯/ রাজা পোরাসের সাথে হাইডাস্পেসের যুদ্ধ।
১০/ মাও সে তুং।

১.বিজ্ঞানীরা অনুমেয় করে বেশ কয়েকটি কারণ বের করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো -ঃ
মানুষের অত্যধিক শিকারের কারণেই হারিয়ে গেছে ম্যামথ! তবে জলবায়ুর পরিবর্তনের কারণেও ম্যামথ বিলুপ্ত হয়েছে।

২.পান্ডা

৩.ক্রিপ্টোজুলজি

৪. কুইয়া বাঘ

৫.লেটুস

৬.mangrove killfish

৭.ভেনাস ফ্ল্যাটট্র্যাপ, ওয়াটার হুইল, বাডারওয়ার্ট এসব প্রাণী মাংসাশী বৈশিষ্টের জন্য এরা পর্যাপ্ত নাইট্রোজেন নিতে পারে না তাই এরা প্রাণী প্রাণী শিকার করে পুষ্টি চাহিদা পূরণ করে।

৮.নখ ও চুল

৯. ভারতীয় রাজা পুরুর বিরুদ্ধে জয় লাভের পর

১০. হিটলার

I will try to write one word answer for all: google helped me to find most of answers.

  1. Because Of Climate Change.
  2. Imprisonment for 10 or more years and maybe with fine.
  3. Cryptozoology.
  4. Dogs, from Shih-Tzu breed. (maybe)
  5. Potato. October 1995.
  6. Killifish.
  7. Carnivorous Plants.
  8. Kidneys, Pancreas and Liver.
  9. After Fierce Battle, maybe he was going back to his city from the areas near from Modern Pakistan.
  10. Paul Rusesabagina (Maybe)

love you ❤️

Loading...