একগুচ্ছ অণুকবিতা "শুধু তোমারই জন্য"

in hive-129948 •  2 years ago 


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা "শুধু তোমারই জন্য"



💘


♡ ♥💕❤

(১)

কোন উদাসী রাজকুমারী
অভিমানী কঙ্কাবতীর ব্যাথা !
বুঝতে হলে তবে
মনের কাছে যেতে হবে,
হাতে হাত রাখতে হবে,
আঁখির পানে চাইতে হবে,
বুঝবে তবে কিসের তরে
রাজকন্যার ব্যাথা।

(২)

এ হৃদয় আজ মৃতপ্রায়
ঝরে পড়া শুকনো পাতার মতো।
এ হৃদয় আজ বড় শূন্য
কারও ফিরে পাওয়ার অপেক্ষায়
রক্ত ঝরে অবিরত ।

(৩)

ব্যাথা দিয়ে আমি করেছি যে ভুল,
জানি নেইতো তার কোনো ক্ষমা।
স্বীকার করছি আমি,
দিয়েছি শত আঘাত;
করেছি ক্ষতবিক্ষত তাকে,
নিজেরই অজান্তে, নিজেরই দু'হাতে ।

(৪)

অধিকার হারায়ে নিঃস্ব যে আমি,
নাইতো সাহস আর বলার আমার
ফিরে তুমি এসো আরো একবার।
দিবানিশি অনুশোচনায় অশ্রু আমার ঝরে ,
অনুতাপের দহনে হৃদয় আমার মরে ।

(৫)

মনের মাঝে অন্তর্লীন আমার যত ভালোবাসা,
বন্ধ বইয়ের ভাঁজে থাকুক সবি তা ।
মনের মাঝেই থাকুক প্রেম থাকুক অব্যক্ত,
খোলা পাতায় প্রকাশিত নিষিদ্ধ সে কাব্য।

(৬)

হৃদয় পোড়ে, হৃদয় ভাঙে,
জন্ম নেয় না নতুন করে।
মৃত হার্টের স্পন্দন কেনো থামে না,
প্রতি স্পন্দনে বেদনা ফুটিয়ে শুধু তোলে ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (375 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ০২ অক্টোবর ২০২২ ২০২২ থেকে ০৮ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ০৬ অক্টোবর ২০২২


টাস্ক ৮২ : ৩৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 0873de301b0d9c9ae079b7211dd5b1d22f83d1409e40b12ca9c5bc8c1f27dd73

টাস্ক ৮২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একগুচ্ছ অনুকবিতা
শুধু তোমার জন্য,,
দিতে পেরে তোমায় আমি
হয়েছি আজ ধন্য।

অভিমানী কঙ্কাবতী
রাজকুমারীর ব্যথা,
অনু কবিতায় জানিয়ে
গেলাম সেই মর্মকথা।

মনের ভিতর জমিয়ে রাখা
যত ভালোবাসা,
খোলা পাতায় প্রকাশিত
অঘোষিত ভাষা।

ভাঙছে হৃদয়,পুড়ছে হৃদয়
হৃদয় এখন শূন্য,,
শূন্য হৃদয় কবে হবে
জানিনা তো পূর্ণ।
♥♥

অধিকার হারায়ে নিঃস্ব যে আমি,
নাইতো সাহস আর বলার আমার
ফিরে তুমি এসো আরো একবার।
দিবানিশি অনুশোচনায় অশ্রু আমার ঝরে ,
অনুতাপের দহনে হৃদয় আমার মরে।


গুচ্ছ কবিতা গুলো আপনার অসাধারণ হয়েছে দাদা। কবিতায় একজন প্রেমিক তার প্রেমিকাকে না পাওয়ার বেদনায় অনুতাপ, অসহায়ত্ব, অনু সোচনাসহ প্রেমিক হৃদয়ে আকাঙ্ক্ষা গুমড়ে গুমড়ে মরার বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Very deep meaning of your poetry. Honestly you shared a poem that made an impression on my heart and it was very touching. If I were a poet, I would reply to your poetry. But I can't compose poetry well @rme.

দাদা কতোদিন পরে যে আপনার কবিতা পড়লাম।সত্যিই ভালো লাগছে পড়ে।
প্রতিটা কবিতার মাঝেই ছোট ছোট লাইনের ফাঁকে অনেক বড় বড় মানে লুকিয়ে আছে।এইযে যেমন মৃত হার্টের স্পন্দন মানেই তো ব্যথায় জর্জরিত হৃদয়।
আপনি এতো ভালো কবিতা লিখেন যে মাঝেমধ্যে শেষ হয়ে গেলেই আফসোস হয়।
দাদা বেশি বেশি কবিতা লিখবেন,আপনার কবিতা পাঠিকার আবদার।

মৃত হার্টের স্পন্দন কেনো থামে না,
প্রতি স্পন্দনে বেদনা ফুটিয়ে শুধু তোলে

দাদাভাই এটা কে যদি 'হার্টের' বদলে 'হৃদয়' লিখতেন আরেকটু স্বচ্ছল হত না? ভুল বললে ক্ষমা করে দেবেন দয়া করে।প্রতিটি কবিতা মন ছুঁয়ে যাওয়ার মত হয়েছে। কিন্তু ওটা ভাবলাম ইংরেজি ওয়ার্ডের বদলে বাংলা হলে পরিপূর্ণতা পেতো আপনার সৃষ্টি। ❤❤

ভালোবাসার অনুভূতিটা কত বড় সেটা একজন প্রকৃত প্রেমিকা জানে। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা আছে সেই ভালোবাসার মধ্যে হাসি কান্না বেদনা সবই থাকে। সেই হৃদয়ের আঘাতপূর্ণ কথাগুলো সত্যিই কবিতার মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটা লাইন ভালোবাসার আবেগপ্রবণ বিষয়টি বুঝিয়ে দেয় সত্যিই অনেক ভালো লাগলো দাদা।

কবিতাটি অসাধারণ ছিল দাদা। কবিতার ছোট ছোট লাইনে অনেক বড় বড় মিনিং লুকিয়ে রয়েছে। বেদনা ভরা ভালবাসা প্রকাশ পেয়েছে তোমার আজকের এই কবিতায়।

ব্যাথা দিয়ে আমি করেছি যে ভুল,
জানি নেইতো তার কোনো ক্ষমা।
স্বীকার করছি আমি,
দিয়েছি শত আঘাত;
করেছি ক্ষতবিক্ষত তাকে,
নিজেরই অজান্তে, নিজেরই দু'হাতে ।

আসলে কাউকে ব্যাথা দিয়ে পরে নিজের ভুল বুঝতে পারার পর যে নিজে নিজে অনুতপ্ত হওয়ার মাঝেও কিন্তু অনেক কষ্ট আছে ৷ হয় তো সে মানুষটা ব্যাথা পেয়ে অভিমান করে বসে থাকে , এদিকে ব্যাথা দিয়ে এই মানুষটি সেই মানুষটিকে ফেরাতে না পেরে নিজে নিজেই পুরতে থাকে ৷ যাই হোক দাদা অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ পড়ে সত্যিই অনেক ভালো ৷ কবিতা পড়ার পর কি কমেন্ট করবো বুঝতে পারছি নাহ ৷ আপনার প্রতিটি কবিতায় অসাধারণ হয় ৷ ধন্যবাদ দাদা

Nice!

একগুচ্ছ অনুকবিতা "শুধু তোমারই জন্য " এই কবিতার মধ্যে ভালবাসা নীরব প্রেমের দুঃখ বেদনা কিছু মনের আবেগ অনুভূতি এখানে প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষকে ব্যথা দিলে কষ্ট পেতে হয় এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এ হৃদয় আজ মৃতপ্রায়
ঝরে পড়া শুকনো পাতার মতো।
এ হৃদয় আজ বড় শূন্য
কারও ফিরে পাওয়ার অপেক্ষায়
রক্ত ঝরে অবিরত ।

এ হৃদয়ে আছে যত অনুভূতি
শৃংখলে আবদ্ধ তার সবই
তার উষ্ণতার জন্য হয়েছিলো বিদ্রোহী
শূণ্যতায় সে হৃদয় এখনো বিরোহী।

বিশাল আকাশের হৃদয়ের আদ্রতা
যেমন আছড়ে পড়ে মেঘের কনা
আমার হৃদয়ে আগ্রাসী ঝড়ো হাওয়া
বয়ে চলে বিরামহীন শ্রাবনের কান্না।

অনেকদিন পর দাদা কবিতা লিখলেন। এখন মনে হয় অনেক সময় পান। তাই আর কবিতা লিখে হয় না। সবগুলো অনু কবিতাই বিরহের। একটা দুইটা কবিতা তো সুখে থাকতে পারতো। যাই হোক দাদা প্রতিটা কবিতায় আজকে খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে প্রথম কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

শেষের লাইন গুলো দাদা😍😍

রিদয় পুরে রিদয় ভাঙ্গে তবুও নেয়না জন্ম নতুন করে আসলেই দাদা।অনেক ভাল লাগলো কবিতা টা।

শেষের অনু কবিতাটা আমার কাছে বিশেষ ভালো লেগেছে।

হৃদয় পোড়ে, হৃদয় ভাঙে,
জন্ম নেয় না নতুন করে।
মৃত হার্টের স্পন্দন কেনো থামে না,
প্রতি স্পন্দনে বেদনা ফুটিয়ে শুধু তোলে ।

দারুণ। ধন্যবাদ

এ হৃদয় আজ মৃতপ্রায়
ঝরে পড়া শুকনো পাতার মতো।
এ হৃদয় আজ বড় শূন্য
কারও ফিরে পাওয়ার অপেক্ষায়
রক্ত ঝরে অবিরত ।

শূন্য হৃদয়ের ব্যাকুলতা
খুঁজে শুধু তারই উষ্ণতা।
হয়তো ফিরবে তুমি
রয়েছি অপেক্ষায় আমি।

দাদা আপনার লেখা অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতা দারুন হয়েছে দাদা।

এ হৃদয় আজ মৃতপ্রায়
ঝরে পড়া শুকনো পাতার মতো।
এ হৃদয় আজ বড় শূন্য
কারও ফিরে পাওয়ার অপেক্ষায়
রক্ত ঝরে অবিরত ।

অব্যক্ত অনুভূতি ,
অনিশ্চিত প্রত্যাশা
তারপরেও ব্যাথিত হৃদয় জুড়ে
লেগে আছে প্রিয়তমার ছোঁয়া
আসুক না আরেক বার ফিরে
হয়তো সংশয় , তারপরেও তো
এমনটাই চাওয়া ।

এক ঝাকঁ বেদনার কথা। কোনটা রেখে কোনটা ভালো বলবো 🙏। সবগুলাই অসাধারণ হয়েছে দাদা। হৃদয় আজ বড্ড বেমানান। কারও অপেক্ষায় রক্ত ঝরে অবিরত। হৃদয় বুঝি তারই শূন্যতা অনুভব করে। 🌼

বেশ লম্বা সময় পর আপনার কবিতা পড়লাম দাদা। আপনার লেখা পড়ে ভেতরে কেমন অনুভূতি হয় এটা আপনি নিজেও জানেন হয়তো। প্রতিটা লাইনে এক একটা স্মৃতির বছর অঙ্কন করে গেছেন। আমি ঠিক বুঝে পাইনা কবিরা কিভাবে এতটা পারে। অসম্ভব ভালো লিখেছেন দাদা।

I have voted for @bangla.witness .
Good job.

দাদা আজ অনেক দিন পর কবিতা শেয়ার করলেন ৷ আপনার প্রতিটি কবিতা অনেক অনেক কিছু বোঝার বলতে গভীর থেকে গভীরে ৷ যা হোক কবিতা নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা খুব বেশি নেই ৷ তবে পড়তে বেশ ভালো লাগে এটা ঠিক ৷

মনের মাঝে অন্তর্লীন আমার যত ভালোবাসা,
বন্ধ বইয়ের ভাঁজে থাকুক সবি তা ।
মনের মাঝেই থাকুক প্রেম থাকুক অব্যক্ত,
খোলা পাতায় প্রকাশিত নিষিদ্ধ সে কাব্য।

মনের মধ্যে হাজার ও ভালোবাসা ৷ সেই ভালোবাসা না হয় বন্ধ বইয়ের মতো ভাজ হয়ে থাকুক ৷ থেকে যাক মনের মধ্যে গভীরে ৷
এমনটাই কিছু প্রকাশ পেয়েছে ৷

হৃদয় পোড়ে, হৃদয় ভাঙে,
জন্ম নেয় না নতুন করে।
মৃত হার্টের স্পন্দন কেনো থামে না,
প্রতি স্পন্দনে বেদনা ফুটিয়ে শুধু তোলে ।

চমৎকার লিখেছেন দাদা । একগুচ্ছ অণুকবিতা চমৎকার ভাবে প্রতিটি লাইন ফুটিয়ে তুলেছেন। সব গুলো লাগন পড়ে ভীষণ ভালো লাগলো। তবে উপরের লাইন গুলো অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।

অধিকার হারায়ে নিঃস্ব যে আমি,
নাইতো সাহস আর বলার আমার
ফিরে তুমি এসো আরো একবার।
দিবানিশি অনুশোচনায় অশ্রু আমার ঝরে ,
অনুতাপের দহনে হৃদয় আমার মরে ।

অধিকার যখন থাকে তখন সেই অধিকারের কোন মূল্য থাকে না।যখন অধিকার হারিয়ে যায় সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য অনুতাপ অনুশোচনায় জ্বলে-পুড়ে মরতে হয়। দাদা,অনু কবিতা গুলো আমার খুব ভালো লেগেছে। তবে দাদা, অনু কবি গুলোর মধ্যে এই কাব্যটা আমার অনেক অনেক ভালো লেগেছে।দাদা,আপনার অনু কবিতা গুলো পড়লে সত্যিই মন ভালো হয়ে যায়।আরো নতুন নতুন অনু কবিতার অপেক্ষায় থাকব।ধন্যবাদ দাদা 💐💐

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

অনেকদিন পর দাদা আপনার কবিতা পড়লাম ।দুই ও চার নম্বর কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে ।অল্প কয়েক লাইনের হলেও মনে হয়েছে যেন অনেক কিছু ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে । আপনার লেখা কবিতা গুলো বিরহে ভরপুর ছিল । ভালো ছিলো ।ভালো থাকবেন । ধন্যবাদ ।

@rme দাদা আমি আপনার তৈরি নতুন দুটি কমিউনিটিতে কাজ করার মত যোগ্য হয়ে এখনো উঠতে পারিনি। আমি বাংলাদেশের একজন নতুন ইউজার। আপনাকে দেখে আমি ইস্টিমেটে কাজ করার জন্য অনেক উৎসাহিত হয়েছে। আমি পার্সোনালি আপনার সাথে কাজ করার সুযোগ পেলে অনেক খুশি হতাম। আমি আপনার STEEM WATCHER কমিউনিটিতে কাজ করতে চাচ্ছি। আপনি তো অনেক ব্যস্ত থাকেন। শত ব্যস্তর মাঝেও যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকিতাম।

দাদা অনেকদিন পর আপনার অণুকবিতা কবিতা পড়লাম। উপর থেকে নিচ পর্যন্ত অর্থের মিল রয়েছে। শব্দ চয়নও ভাল ছিল শুধু দ্বিতীয় লাইনের “কঙ্কাবতীর ব্যাথা” এর মাঝে কঙ্কাবতীর অর্থটা ঠিক ধরতে পারতেছি না। ধন্যবাদ দাদা।

দাদা,অনেক দিন পর আপনার অনুকবিতা পেলাম।অনেকগুলো বিষয় উঠে এসেছে কবিতায়।ভালো লাগলো পড়ে,রাজকন্যার ব্যাথা অনুভব করতে হলে তার মনের কথা জানতে হবে।শুন্য হৃদয়ে রক্ত ঝরে।