দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৭ (বিজ্ঞান)steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ : (বিজ্ঞান)


০১. পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনভেন্টর কে ? (আবিষ্কারের পেটেন্টের সংখ্যার ভিত্তিতে)

০২. E = mc2 এই সূত্রের প্রণেতা কে ? এই যুগান্তকারী সূত্রটি দ্বারা কি ব্যাখ্যা করা হয়েছে ?

০৩. ব্ল্যাক হোল আসলে কি বস্তু ?

০৪. আমাদের কাছাকাছি সব চাইতে বড় গ্যালাক্সি কোনটা ? ব্যাস কত এর ? পৃথিবী থেকে দূরত্ব কত ? কতগুলি তারা রয়েছে এই গ্যালাক্সির পেটের মধ্যে ?

০৫. সুবিখ্যাত এক কল্পবিজ্ঞান লেখকের খুবই জনপ্রিয় দু'টি সায়েন্স ফিকশন এ একটি কল্পিত যান দেখানো হয়েছিল । লেখক আর্কিমিডিসের সূত্রের সাহায্যে এই কল্পিত যানের কর্মপদ্ধতি ব্যাখ্যা করে থাকেন । তাঁর মৃত্যুর পরে এই যান আবিষ্কার করা সম্ভবপর হয়েছিল । বর্তমানে যে কোনো রাষ্ট্রের কাছে এই যান থাকা মানেই সেই রাষ্ট্রকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পরিগণিত করা হয় । বলতে হবে সেই কল্পবিজ্ঞান উপন্যাস দু'টির নাম, লেখকের নাম এবং যানের নাম ।

০৬. কী একই সাথে তরঙ্গ আকারে, তড়িৎ চুম্বকীয় আকারে এবং কণা আকারে বিরাজ করে ?

০৭. ভারতের বীরভূম, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী সর্বপ্রথম পাট কাঠি থেকে পারটেক্স কাঠ এবং সামুদ্রিক লবণ থেকে ম্যাগনেশিয়াম সালফেট ও ম্যাগনেশিয়াম ক্লোরাইড বাণিজ্যিক ভিত্তিতে নিষ্কাশনের পদ্ধতি আবিষ্কার করেন ?

০৮. রেডিও তরঙ্গের ত্বত্তীয় গবেষণাপত্র কাজে লাগিয়ে মার্কোনির আগে সর্বপ্রথম কোন বিজ্ঞানী জনসমক্ষে একটি রেডিও যন্ত্র (প্রেরক এবং গ্রাহক যন্ত্র বিশিষ্ট) demonstrate করেন এবং ৭৫ ফিট দূরত্বে বিনা তারে শব্দ প্রেরণে সমর্থ হন ?

০৯. আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তু থেকে নির্গত আলোর বেগ কত হবে ? ধরুন, আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তুর গতিবেগ ক এবং আলোর গতিবেগ খ । এখানে খ > ক । তাহলে খ এর প্রকৃত বেগ কত হবে ? খ = ক + খ নাকি খ = খ ?

১০. আমরা কেন চাঁদের অপর পার্শ্ব কখনোই দেখতে পাই না ?


✡ ধন্যবাদ ✡













Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসংখ্য ধন্যবাদ দাদা।

অসংখ্য ধন্যবাদ দাদা

আমি গর্বিত দাদা আপনার মতো এত্তো বড় একজন মানুষের পোস্টে আমার নাম আনতে পেরে। এটাই আমার জন্য অনেক বড় পুরষ্কার।

Congratulation to all winner....😇😇😇😇

১. টমাস আলভা এডিসন
২. অ্যালবার্ট আইনস্টাইন।বিশেষ আপেক্ষিকতা হল কিভাবে গতি ভর, সময় এবং স্থানকে প্রভাবিত করে তার একটি ব্যাখ্যা। তত্ত্বটি শক্তি এবং পদার্থের মধ্যে সম্পর্ককে সংজ্ঞায়িত করার জন্য আলোর গতির একটি উপায় অন্তর্ভুক্ত করে —কিছু পরিমাণ ভর (m) অনেক পরিমাণ শক্তির (E) সাথে বিনিময়যোগ্য হয়।

৩.ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলোও বের হতে পারে না অর্থাৎ এর মুক্তি বেগ অনেক।একটি তারকা মারা গেলে এটি ঘটতে পারে।
৪.এন্ড্রমিডা গ্যালাক্সি।ব্যাস: প্রায় ২২০,০০০ আলোকবর্ষ পৃথিবী থেকে দূরত্ব:2.537 মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে।পেটের মধ্যে এক লক্ষ কোটি তারা রয়েছে।
৫.লেখক: জুলভার্ন। The mysterious island and Twenty Thousand Leagues Under the Sea
যান:Nautilus একটি সাবমেরিন
৬.ফোটন
৭.কুদরাত-এ-খুদা
৮.স্যার জগদীশ চন্দ্র বসু
৯.প্রায় তিন লক্ষ কিলোমিটার।স্পেশাল আপেকিক্ষতা বাদ অনুসারে c বা আলোর বেগ সর্বদা কনস্ট্যান্ট।তাই খ=খ
১০.চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরার পাশাপাশি তার নিজের অক্ষের ওপরে যে ঘোরে, এই ঘোরা বৃত্তাকার, কিংবা উপবৃত্তাকারভাবে না, বরং এটি ঘোরে সমলয় বা যুগপৎভাবে। অর্থাৎ অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। এছাড়া পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে, নিজের অক্ষের ওপরে পাক খেতেও চাঁদের একই সময় লাগে। এই আশ্চর্যমিল অন্য কোনো গ্রহের উপগ্রহদের বেলায় দেখা যায় না। এসব কারণেই পৃথিবী থেকে চাঁদের একটা পিঠই সবসময় আমাদের চোখে পড়ে।

  1. Thomas Alva Edison, who made more than 1,000 inventions.

  2. This equation was created by Albert Einstein, which explains that the increase of energy produces a directly proportional increase in mass; that is to say, that when traveling faster and increasing the energy, the mass increases, and when an object has more mass, it will be more difficult to accelerate it, so nothing can reach the speed of light.

  3. These are the cold remnants of ancient stars, which are so dense that no material particle, not even light, is able to escape their powerful gravitational force.

  4. The Andromeda galaxy, which has a diameter of 220,000 light-years, is located about two and a half million light-years from planet Earth. More than 100 million stars have been detected in its interior.

  5. The Nautilus is a fictional submarine, which was conceived by the French writer Jules Verne, as part of his novels Twenty Thousand Leagues Under the Sea and The Mysterious Island.

  6. Light, which is an energy that propagates as electromagnetic radiation, presenting a dual behavior: wave and particle.

  7. Muhammad Qudrat-i-Khuda.

  8. Jagdish Chandra Bose, who carried out a series of pioneering investigations on electromagnetic waves, long before Marconi, since in November 1894, he made the first public demonstration, using it to ring a bell at a distance and to explode a charge of gunpowder.

  9. It will be 300 thousand kilometers away. According to special relativity, the speed of light is constant, therefore b = b.

  10. This is because the Moon takes the same time to rotate around itself as its translational motion around the Earth, a phenomenon known as tidal coupling.

১.টমাস আলভা এডিসন।
২.আলবার্ট আইনস্টাইন।এখানে ভর শক্তির পরস্পর রূপান্তরযোগ্যতা বোঝানো হয়েছে।অর্থাৎ কোন বস্তু থেকে যে পরিমান শক্তি পাওয়া যাবে তা ঐ বস্তুর ভর ও আলোর বেগের গুণফলের সমান।

৩.জায়ান্ট স্টার গুলো যখন সংকুচিত হতে থাকে তখন তাদের আয়তন কমে কিন্তু ভর একই থাকে। এর ফলে খুবই ক্ষুদ্র জায়গায় অনেক বেশি পরিমান ভর জমা হয়।ফলে সেখানে মহাকর্ষ বল এত প্রবল হয় যে সেখানে থেকে আলো পর্যন্ত বের হতে পারে না।এভাবেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তৈরি হয়।

৪.অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সব থেকে কাছের গ্যালাক্সি।এটা আমাদের থেকে ২.৫৩৭ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।এর মাঝে এক ট্রিলিয়ন তারা আছে।এর ব্যাস প্রায় ২২০,০০০আলোকবর্ষ
৫.Air craft carrier.বই দুইটির নাম জনিনা।
৬.আলো।
৭.ড.কুদরত-এ-খুদা। অনেক বইয়ে কুদরত-ই-খুদা লেখা তার নামের বানান।

৮.জগদীশ চন্দ্র বসু।

৯.খ=খ।আলোর বেগ ধ্রুব।

১০.পৃথিবীর চারদিকে ও নিজে আক্ষের চারদিকে একবার ঘুরতে চাদের একই সময় লাগে।তাই আমরা চাদের এক পাশ শুধু দেখতে পাই।

১.Shunpei Yamazaki
২.স্যার আলবার্ট আইনস্টাইন, আপেক্ষিকতাবাদ।এই সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে ভর ও শক্তির পরস্পরের তুল্য অর্থাৎ ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় ।
৩.ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না।
৪. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি।110,000 আলোকবর্ষ। পৃথিবী থেকে এন্ড্রমিডা 2.537 মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। সভ্য ১ লক্ষ কোটি তারা আছে ।
৫. ওয়ান থাউজেন্ড লীগ আন্ডার দা সি, যানটির নাম নটিলাস, লেখকের নাম জুল ভার্ন।
৬.আলো
৭. মুহাম্মাদ কুদরাত-ই-খুদা
৮.জগদীশ চন্দ্র বসু
৯.খ=খ
১০. চাঁদ পৃথিবীর চারপাশ ঘুরার পাশাপাশি নিজ অক্ষের উপরে একবার ঘুরে। এটি ঘরে সমলয় ভাবে। অর্থাৎ অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। এছাড়া পৃথিবী কে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে নিজ অক্ষের উপর ঘুরতে একই সময় লাগে। এসব কারণে পৃথিবী থেকে চাঁদের একপাশ দেখা যায়।

১. থমাস এলবা এডিসন

২. আলবাট আইনস্টাইন, আপেক্ষিকতার বিষয়ে বলা হয়েছে। ভর ও শক্তির পরস্পরের তুল্য, ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় যার m পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে E= mc2 পরিমাণ শক্তি পাওয়া যায়।

৩. ব্ল্যাকহোল মূলত এক প্রকার সিঙ্গুলারিটি। সেখানে সময় ও প্রায় থেমে যায়, আলো ও সেখানে গিয়ে ফিরে আসতে পারে না। মহাকাশের দানব বলে ও অনেকেই চেনে। মনে করুন, সূর্যের মতো ভর বিশিষ্ট কোন বস্তুকে একটি ফুটবলের সাইজে করে দেওয়া হল বা একটি টেনিসবল সাইজের করে দেওয়া হলো তখন সেটি ব্ল্যাকহোলে পরিণত হবে। এখানে মহাকর্ষ বল অনেক বেশি কাজ করে।

৪. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এর ব্যাস প্রায় ২ লক্ষ আলোকবর্ষ, পৃথিবী থেকে এর দূরুত্ব ২.৫ মিলিয়ল আলোকবর্ষ, এই গ্যালাক্সিতে প্রায় ১ ট্রিলিয়ন তারা রয়েছে।

৫.

৬. আলো

৭. ড. কুদরত-ই-খুদা

৮. হাইনরিখ হের্ত্‌স

৯. খ=খ। কারণ আলোর একটি নির্দিষ্ট গতি আছে। আপনি যতই আলোর গতির কাছাকাছি থেকে আলো নিক্ষিপ্ত করেন না কেন আলোর গতির বেশি গতি লাভ করতে পারবে না।

১০. যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং নিজ অক্ষেও ঘুরছে। ঠিক একইভাবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরছে এবং নিজ অক্ষেও ঘুরছে এবং এটা এমন ভাবে ঘুরছে যা অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। পৃথিবীর কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে, নিজ অক্ষের উপর একবার ঘুরতে চাঁদের তত সময় লাগে। এজন্য চাঁদের অপর পৃষ্ঠ আমরা দেখতে পারি না।

(১) পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনভেন্টর থমাস এলবা এডিসন।

(২)E = mc2 এই সূত্রের প্রণেতা বিজ্ঞানী আইনস্টাইন।ভর কে শক্তিকে পরিবর্তন করা যায়। অর্থাৎ কোন বস্তুর ভড়কে আলোর বেগের বর্গের সাথে গুন করলে ওই বস্তুর মোট শক্তির পরিমান পাওয়া যায়।

(৩)ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এইটি পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চার দিকে এই অস্বাভাবিক মধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে।এবং আলো বেড়াতে পারে না। যা আমরা খালি চোখে দেখতে পাই না।
(৪) আমাদের কাছাকাছি সব চাইতে বড় গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা।ব্যাস প্রায় ২২০,০০০আলোকবর্ষ। পৃথিবী থেকে আনুমানিক ২.৫ মিলিয়ান আলোক বর্ষ দূরে অবস্থিত।কম করে ও দেড় লক্ষ কোটি।
(৫)আইজ্যাক আসিমভ
(৬) আলো।
(৭)ড. কুদরাত-এ-খুদা।

(৮) হাইনরিখ হের্ত্‌স।
(৯)খ =খ
(১০) পৃথিবী অভিকর্ষ ত্বরণ আমাদের ওই পৃষ্টটি দেখতে দেয় না। পৃথিবীর সাপেক্ষ চাঁদের অভিকর্ষ কেন্দ্রটি মাঝামাঝিতে অবস্থিত। এইটি কেন্দ্র থেকে দূরে পৃথিবী দিকে থাকা পৃষ্টর কাছে অবস্থিত। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদকে আকর্ষণ করে, ফলে চাঁদ তার অবস্থান বজায় রাখে। পৃথিবীর আকর্ষণের ফলে চাঁদ আস্তে কিংবা জোরে ঘুরতে পারে না ,এই করণে চাদ নিজের কক্ষপথে ঘুরতে যত সময় নেয় ,পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে ও একই সময় নেয়। এই কারণে চাঁদের অপর পার্শ্ব কখনোই দেখতে পাই না।

সকল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো👇

  • ১) উত্তর : থমাস এলবা এডিসন
  • ২)উত্তর : অ্যালবার্ট আইনস্টাইন।ভর ও শক্তির নিত্যতা।
  • ৩)উত্তর : মহাশূন্যে এমন একটি স্থান যা নিজের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সকল বস্তু কে নিজের ভেতর টেনে নিতে পারে।
  • ৪)উত্তর : অ্যানড্রোমেডা গ্যালাক্সি।
    পৃথিবী থেকে দূরত্ব-২.৫৩৭ আলোক বর্ষ।
    ব্যাস-১১০০০০ আলোকবর্ষ
    তারার সংখ্যা-১ লক্ষকোটি
  • ৫)উত্তর : উপন্যাসের নাম- এয়ার ক্র্যাফট ক্যরিয়ার
  • ৬)উত্তর :আলো।
  • ৭)উত্তর : ড. কুদরত-ই-খুদা
  • ৮)উত্তর : হাইনরিখ হের্ত্‌স।
  • ৯)উত্তর :খ=খ।
  • ১০)উত্তর : পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে।নিজের অক্ষের উপর ঘুর পাক খেতেও চাঁদের একই সময় লাগে।তাই সব সময় একদিক দেখা যায়।

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 02nd Jan 2023 - Win 2950+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

১. এডিসন

২. আইনস্টাইন। ভর কে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায় এই সূত্র দ্বারা এটাই বুঝানো হয়েছে।

৩. ব্ল্যাক হোল মহাকাশের একটি বস্তু যার মহাকর্ষীয় শক্তি এতটাই বেশি যে এর ভিতরে কোন কিছু প্রবেশ করলে আর বাহিরে বের হতে পারে না।

৪. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। পৃথিবী থেকে এর দূরত্ব ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ব্যাস ১১০০০০ আলোকবর্ষ। এই গ্রহের তারা সংখ্যা প্রায় ১ লক্ষ কোটি।

৫.

৬. আলো

৭.

৮. হেনরিচ হার্টজ

৯.

১০. চাঁদ পৃথিবীর সাথে এক অভিকর্ষীয় আলিঙ্গনে আবদ্ধ থাকে তাই আমরা সবসময় চাঁদের একপাশকেই দেখতে পারি।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



১. থমাস আলভা এডিসন

২. অ্যালবার্ট আইনস্টাইন। এখানে বোঝানো হয়েছে শক্তি এবং ভর সমতুল্য।

৩. ব্ল্যাক হোল এমন একটি মহাকর্ষীয় শক্তি যা কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও নয়।

৪. এন্ড্রমিডা গ্যালাক্সি। এর ব্যাস হলো ১ লক্ষ ১০ হাজার আলোকবর্ষ। এটি পৃথিবী থেকে ২.৫৩৭ মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে এবং এর ১লক্ষ কোটি তারা আছে।

৫.

৬. আলো

৭.ড. কুদরত-ই-খুদা

৮. জগদীশ চন্দ্র বসু

৯. খ=খ

১০. চাঁদ নিজ অক্ষের চারিদিকে ঘুরতে যতটুকু সময় নেয়, চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতেও ঠিক একই সময় নেয়। তাই আমরা সব সময় চাঁদের এক পাশ দেখতে পাই।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

I like to join these contest but i cannot understand the language 🥺

মাঝে মাঝে এরকুম কুইজ যে রকম আমাদের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটায় তেমনি এতে করে আমাদের একাউন্টে কয়েকটি স্টিম ও যোগ হয়। তাই আমাদের উচিত গুগুল উইকিপিডা সহ সব মিডিয়া গুলো হতে খঁজে হলেও দাদার এই কুইজে অংশ গ্রহণ করা। আর এ জন্যই তো সকাল থেকে গুগুরে খোঁ করেই যাচ্ছি।

1/ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনভেন্টর টমাস আলভা এডিসন
টমাস এডিসন একজন খুব বিখ্যাত ব্যক্তি কারণ তিনি এমন অনেক কিছু আবিষ্কার করেছিলেন যা আমাদের জীবনকে সহজ করে তোলে।

2/আলবার্ট আইনস্টাইন একটি তত্ত্ব তৈরি করেছিলেন যা ব্যাখ্যা করে যে কীভাবে আলোর গতি ভর, সময় এবং স্থানকে প্রভাবিত করে। এই তত্ত্বকে বলা হয় বিশেষ আপেক্ষিকতা। এটা বলে যে কিছু পরিমাণ ভর অনেক শক্তির জন্য বিনিময় করা যেতে পারে।

3/ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষ বল এতটাই শক্তিশালী যে কোনো কিছুই, এমনকি আলোও তা থেকে পালাতে পারে না। একটি তারকা মারা গেলে এটি ঘটতে পারে।

4/অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একটি বড় গ্যালাক্সি যা পৃথিবী থেকে প্রায় 220,000 আলোকবর্ষ দূরে। এর পেটে একশ মিলিয়ন তারা রয়েছে।

5/গল্পটি নটিলাস নামের একটি জাহাজের। লেখক জুলস ভার্ন এটি লিখেছেন। এটি এমন একটি ভ্রমণ সম্পর্কে যা পানির গভীরে যায়।

6/আলোর একটি ক্ষুদ্র কণা।

7/আল্লাহর দান কুদরত-ই-খুদা।

8/স্যার জগদীশ চন্দ্র বসুই প্রথম ব্যক্তি যিনি দ্রুত বার্তা প্রেরণের জন্য বেতার তরঙ্গ ব্যবহার করেন। তিনি জনসম্মুখে এটি করেছিলেন, যা একটি বিশাল অর্জন ছিল।

9/তিন লাখ কিলোমিটার দূরের পথ। বিশেষ আপেক্ষিকতা অনুসারে, আলোর গতি সবসময় একই। সুতরাং, খ = খ.

10/চাঁদ তার নিজের অক্ষে পৃথিবীর চারপাশে ঘোরে, ঠিক যেমন একটি ঘড়ি তার নিজের অক্ষের চারপাশে ঘুরে। এর অর্থ হল চাঁদের ঘূর্ণন বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, তবে সুসংগত। অন্য কথায়, পৃথিবীর চারপাশে ঘুরতে চাঁদের যে পরিমাণ সময় লাগে তার অক্ষের উপর ঘুরতে সময় লাগে। এই কারণেই চাঁদ সবসময় পৃথিবী থেকে আমাদের দৃষ্টিতে এক পিছনে তাকায়।

১. থমাস এলবা এডিসন
২.অ্যালবার্ট আইনস্টাইন।ভর ও শক্তির নিত্যতা।
৩ মহাশূন্যে এমন একটি স্থান যা নিজের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সকল বস্তু কে নিজের ভেতর টেনে নিতে পারে।
৪.অ্যানড্রোমেডা গ্যালাক্সি।
পৃথিবী থেকে দূরত্ব-২.৫৩৭ আলোক বর্ষ।
ব্যাস-১১০০০০ আলোকবর্ষ
তারার সংখ্যা-১ লক্ষকোটি
৫.
৬.আলো
৭.
৮.আচার্য জগদীশচন্দ্র বসু।
৯.
১০.পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে, নিজের অক্ষের উপর পাক খেতেও চাঁদের একই সময় লাগে।সেই কারণে সব সময় একদিক দেখা যায়।

Loading...

১.পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইনভেন্টর ছিলেন থমাস এলবা এডিসন।

২.E = mc2 এই সূত্রের প্রণেতা হল, আলবাট আইনস্টাইন। তিনি ভর ও শক্তির নিত্যতা সূত্রের ব্যাখ্যা করেছেন E = mc2 এর মাধ্যমে।

৩.কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোন কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চার দিকে এই অস্বাভাবিক মধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে। যেহেতু এখান থেকে কোন আলো বেরোতে পারে না, আমরা খালি চোখে এদের দেখতে পাই না। তারা সম্পূর্ন অদৃশ্য হয়।

৪.এন্ড্রমিডা গ্যালাক্সি,যার ব্যাস প্রায় ২২০,০০০ আলোকবর্ষ এবং পৃথিবী থেকে দূরত্ব প্রায় 2.537 মিলিয়ন আলোকবর্ষ ।আর এই গ্যালাক্সির মধ্যে এক লক্ষ কোটি তারা রয়েছে।

৫.লেখক হলো জুলভার্ন। The mysterious island এবং Twenty Thousand Leagues Under the Sea
যান হলো, নটিলাস একটি সাবমেরিন।

৭. ড.কুদরত-ই-খুদা।

৮.স্যার জগদীশ চন্দ্র বসু।

৯. খ=খ হবে কারণ আলোর একটি স্বতন্ত্র বা কনস্ট্যান্ট গতি রয়েছে। আপনি যতই আলোর গতির কাছাকাছি থেকে আলো নিক্ষিপ্ত করেন না কেন, আলোর গতির বেশি গতি লাভ করতে পারবে না।

১০.কারণ চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরার পাশাপাশি তার নিজের অক্ষের উপর যে ঘোরে, এই ঘোরা বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার ভাবে না বরং এটি ঘোরে সমতল বা যুগপৎভাবে। অর্থাৎ অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। এছাড়া পৃথিবী কে কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে, নিজের অক্ষের উপর পাক খেতেও চাঁদের একই সময় লাগে। এই আশ্চর্য মিল অন্য কোন গ্রহের উপগ্রহদের বেলায় দেখা যায় না। এসব কারণেই পৃথিবী থেকে চাঁদের একটা অংশই বা পিঠই সবসময় আমাদের চোখে পড়ে।

১.বিজ্ঞানী টমাস আলভা এডিসন।

২.আলবার্ট আইনস্টাইন। এই সূত্র দ্বারা কোনো বস্তুর মোট সংরক্ষিত শক্তি, আপেক্ষিক ভর ও শূন্য মাধ্যমে আলোর বেগের সম্পর্ক বোঝায়।এককথায় কোনো বস্তুর ভর থেকে কিভাবে শক্তি তৈরি করা যায় সেটি প্রকাশ করে।

৩.যেকোনো ভরকেই ব্ল্যাকহোলে পরিণত করা যায়,যদি বস্তুটিকে যথেষ্ট সংকুচিত করা যায়।
এটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা থেকে প্রমাণিত।

৪.আন্ড্রোমিডা গ্যালাক্সি।এর ব্যাস প্রায় ২,২০,০০০ আলোকবর্ষ। আমাদের পৃথিবী থেকে প্রায় ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।গ্যালাক্সিটিতে ১ট্রিলিয়ন তারা আছে।

৫.যানটির নাম সাবমেরিন।

৬.ফোটন।

৭.কুদরত- ই-খুদা।

৮.বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু।

৯.খ=খ।কারণ আইনস্টাইন বলেছেন "কোনোকিছুই আলোর বেগে চলতে পারে না ,যদি কোনোকিছু আলোর বেগে চলতে চায় তো তাহলে আলোর বেগ বেড়ে যায়"মানে কোনোকিছুই আলোর বেগে চলতে পারে না।

১০.চাঁদ পৃথিবীর চারিদিকে সমলয়/যুগপৎভাবে ঘোরে।আর পৃথিবীকে প্রদিক্ষণ করতে ও নিজের অক্ষের ওপর ঘুড়তে চাঁদের একই সময় লাগে। তাই আমরা কখনো চাদের অন্যপাশ দেখতে পাইনা।

Loading...

০১। টমাস আলভা এডিসন।
০২। আলবার্ট আইনস্টাইন। এই সমীকরণটি ভর, শক্তি এবং আলোর গতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। সমীকরণটি বলে যে শক্তি (E) একটি বস্তুর ভরের সমান (m) আলোর গতি (c) বর্গ (2) দ্বারা গুণিত।
০৩। একটি ব্ল্যাক হোল হল স্থান-কালের একটি অঞ্চল যেখানে মহাকর্ষ বল এত শক্তিশালী যে এমনকি আলোও পালাতে পারে না। তীব্র মাধ্যাকর্ষণ শক্তির কারণে একটি বৃহদাকার নক্ষত্রের পতন হলে এটি তৈরি হয় বলে মনে করা হয়। ব্ল্যাক হোলের সীমানা, ঘটনা দিগন্ত নামে পরিচিত, এমন বিন্দুকে চিহ্নিত করে যেখানে কোনো কিছুই, এমনকি আলোও নয়, তীব্র মহাকর্ষীয় টান থেকে বাঁচতে পারে না।
০৪। আমাদের কাছাকাছি সবচেয়ে বড় গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটি পৃথিবী থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটির ব্যাস প্রায় 220,000 আলোকবর্ষ। এই গ্যালাক্সিতে প্রায় এক ট্রিলিয়ন তারা রয়েছে।
০৫। The mysterious island এবং Twenty Thousand Leagues Under the Sea. ফরাসি লেখক Jules Verne। নটিলাস হল একটি কাল্পনিক সাবমেরিন।
০৬। আলো।
০৭। মুহাম্মদ কুদরত-ই-খুদা।
০৮। বিজ্ঞানীর নাম নিকোলা টেসলা।
০৯। খ = খ ।
১০। চাঁদ পৃথিবীর সাথে জোয়ারের সাথে বন্ধ থাকে, যার অর্থ চাঁদের একই দিক সর্বদা পৃথিবীর মুখোমুখি হয়। এটি পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে, যা চাঁদকে তার বর্তমান কক্ষপথে রাখে।

  • There are a few different ways you could define "greatest inventor," so it's difficult to say who the absolute greatest inventor is. However, if you're looking for the inventor with the most patents, that title may belong to Thomas Edison. Edison was an American inventor who is credited with the development of many devices that greatly influenced life around the world, including the phonograph, the motion picture camera, and the long-lasting, practical electric light bulb. Edison is reported to have held a total of 1,093 U.S. patents in his name, as well as many patents in other countries.
  • E = mc^2 is a famous equation that was developed by Albert Einstein, a German-born physicist who is widely regarded as one of the most brilliant and influential scientists in history. The equation represents the concept of mass-energy equivalence, which states that the total mass of a system can be converted into energy, and vice versa. This idea is a fundamental concept in modern physics, and it has had a profound impact on our understanding of the nature of matter, energy, and the universe as a whole. The equation is most commonly associated with Einstein's theory of special relativity, which was developed in the early 20th century and which revolutionized our understanding of space and time.

  • A black hole is a region of space where the normal laws of physics break down. It is a place where the usual rules that govern the behavior of matter and energy no longer apply, and where the normal laws of cause and effect are suspended. Black holes are extremely dense objects, with a mass that is many times greater than that of the Sun but packed into a region that is only a few kilometers across. They are so massive that nothing, not even light, can escape their gravitational pull once it gets close enough. This is why they are called black holes: they are "black" because they absorb all of the light that falls into them, and because they do not reflect any light back out into space. Black holes are some of the most mysterious and fascinating objects in the universe, and scientists are still trying to understand more about how they form and how they behave.

  • The Andromeda Galaxy, also known as Messier 31 or M31, is the largest galaxy located near the Milky Way. It is a spiral galaxy located about 2.537 million light-years from Earth, and it has a diameter of about 220,000 light-years. The Andromeda Galaxy is thought to contain about 1 trillion stars, which is about twice the number of stars in the Milky Way. It is the most massive galaxy in the Local Group, which is a group of more than 50 galaxies that includes the Milky Way. The Andromeda Galaxy is visible to the naked eye on a clear night, and it is one of the brightest objects in the sky. It can be seen in the constellation Andromeda, which is named after the galaxy.

  • The author of these two novels is Jules Verne. Names of novels are 'The Mysterious Island ' and 'Twenty Thousand Leagues Under the Sea'. The name of fictional vehicle is Nautilus.

  • Light exists simultaneously in wave form, electromagnetic form, and particle form. This phenomenon is known as wave-particle duality, and it is one of the fundamental principles of quantum mechanics. According to quantum mechanics, light (and all other forms of electromagnetic radiation) exhibits both wave-like and particle-like properties, depending on how it is being observed or measured. When light is observed over long distances or over time, it behaves like a wave, with properties such as frequency and wavelength. However, when it is observed at very small scales or for very short periods of time, it behaves like a stream of particles called photons. This dual behavior of light and other forms of electromagnetic radiation is one of the most mysterious and fascinating aspects of quantum mechanics, and it is still not fully understood.

  • The scientist you are describing is Prafulla Chandra Ray, who was an Indian chemist and educationist. Ray was born in Raruli-Katipara, Birbhum, West Bengal, India, in 1861. He is known for his pioneering work in the field of chemistry, particularly his discovery of methods for the commercial extraction of magnesium sulphate and magnesium chloride from jute sticks, pertex wood, and sea salt. Ray is considered one of the fathers of modern chemistry in India, and he made many important contributions to the field throughout his career. He was also a noted educationist and social reformer, and he played a key role in the development of the modern education system in India. Ray was the recipient of many awards and honors, including the prestigious Kaiser-i-Hind Gold Medal, which was awarded to him by the British government in recognition of his contributions to science and education.

  • The scientist you are describing is James Clerk Maxwell, who was a Scottish physicist and mathematician. Maxwell is known for his pioneering work in the field of electromagnetism, and he is considered one of the greatest scientists of all time. In the 1860s, Maxwell developed a set of equations that described the behavior of electric and magnetic fields and their interactions with each other. These equations, which are now known as Maxwell's equations, are considered one of the most important achievements in the history of physics. In addition to his work on electromagnetism, Maxwell is also credited with the first public demonstration of a radio device, which he carried out in 1864. Using his equations, Maxwell was able to show that radio waves could be used to transmit sound wirelessly over a distance of 75 feet, laying the foundation for the development of modern radio communication.

  • According to Einstein's theory of special relativity, the speed of light in a vacuum is a constant, denoted by the letter "c," and it is the same for all observers regardless of their relative motion. This means that the velocity of light emitted from an object with a speed close to the speed of light (a) will always be c, regardless of the velocity of the object. In other words, the velocity of light is not affected by the velocity of the object that is emitting it. Therefore, the actual velocity of light (b) will always be c, regardless of the value of a. This is one of the key predictions of special relativity, and it has been confirmed by numerous experiments.

  • We do see the other side of the moon, but it is not visible from the Earth all the time. This is because the moon is tidally locked to the Earth, which means that it takes about the same amount of time for the moon to rotate on its axis as it does to orbit around the Earth. As a result, the same side of the moon always faces the Earth, and we never see the other side. However, this was not always the case. When the moon was first formed, it is thought that it was spinning much faster and that it was not tidally locked to the Earth. Over time, the moon's spin slowed down due to the gravitational influence of the Earth, and it eventually became tidally locked. This means that the moon's rotation and its orbit around the Earth are now synchronized, so that the same side of the moon always faces the Earth. Despite this, it is still possible to see the other side of the moon. NASA and other space agencies have sent spacecraft to the moon that have been able to photograph and study the far side of the moon in detail. These missions have provided us with a wealth of information about the moon and have helped us to better understand its geology and history.

  1. Thomas Edison is often considered the world's greatest inventor, with a total of 1,093 patents to his name.

  2. The formula E=mc^2 was published by Albert Einstein in 1905. It explains the relationship between energy (E) and mass (m), showing that they are equivalent and that energy can be converted into mass and vice versa.

  3. A black hole is a region of spacetime from which nothing, including light, can escape. It is formed when a massive star collapses at the end of its life, creating a gravitational field so strong that nothing can escape from it.

  4. The Andromeda Galaxy is the largest galaxy near us, with a diameter of 220,000 light years. It is located approximately 2.537 million light years from Earth, and is estimated to contain over 1 trillion stars.

  5. The two science fiction novels are "Dune" and "Children of Dune", and the author is Frank Herbert. The name of the vehicle is a "sandworm".

  6. Light exists simultaneously in wave form, electromagnetic form, and particle form. This phenomenon is known as wave-particle duality.

  7. Acharya Prafulla Chandra Ray was a scientist born in Birbhum, West Bengal, India. He is credited with discovering methods of commercial extraction of magnesium sulphate and magnesium chloride from jute sticks and pertex wood and sea salt.

  8. James Clerk Maxwell demonstrated a radio device in 1864, which consisted of a transmitter and receiver. He was able to transmit sound wirelessly over a distance of 75 feet, making him the first person to publicly demonstrate a radio device.

  9. According to Einstein's theory of relativity, the speed of light emitted from an object with a speed close to the speed of light will remain constant. This means that the velocity of light, represented as "b" in the question, will not be affected by the velocity of the object, represented as "a". The equation for this is b = b, where the velocity of light remains constant regardless of the velocity of the object.

  10. We never see the other side of the moon because the moon is tidally locked with the Earth, meaning that it rotates on its axis at the same rate that it orbits the Earth. This means that the same side of the moon always faces the Earth, while the other side is always facing away from the Earth. The side facing away from the Earth is often referred to as the "dark side" of the moon, although it is not actually darker than the side facing the Earth.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.