স্টিমিটে আপনার একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২

in hive-129948 •  2 years ago 


কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay


ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ


যেহেতু আমরা স্টিমিটে blogging করি হয় মোবাইল থেকে অথবা পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থেকে সেহেতু এই সকল ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ হলো আমাদের সর্বপ্রথম কাজ । আপনি যদি একটি ক্লিন এবং নিরাপদ পরিবেশে কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনার স্টিমিট একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ।

স্টিমিট একটা ওপেন এবং ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম । এখানে আপনার একাউন্ট হ্যাক হওয়ার অর্থ আপনি আপনার স্টিমিট একাউন্টের এভরিথিং লস্ট করা । যদি কেউ আপনার স্টিমেটের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে তবে সেই হবে তখন থেকে আপনার স্টিমিট এর ওই একাউন্টটির মালিক । ওই একাউন্টের যাবতীয় অর্থও তার করায়ত্ত হবে ।

আর আপনারা সবাই জানেন যে স্টিমিটের কোনো সেন্ট্রাল কন্ট্রোল না থাকার কারণে ফরগেট পাসওয়ার্ড নামে কোনো ফিচারও নেই । এটা বিটকয়েন বা ট্রন এর মতোই একটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন সিস্টেম । ফলে, আপনার হ্যাক হওয়া একাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন । একটা জটিল একাউন্ট রিকোভারি প্রসেস এর মাধ্যমে হয়তোবা আপনার হ্যাক হওয়া একাউন্টটি আপনি ফিরে পেতে পারবেন তবে সেক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই ।

তাই, স্টিমিট একাউন্টটির নিরাপত্তা বজায় রাখাই হলো একমাত্র সঠিক সিদ্ধান্ত । তাই, সর্বপ্রথম আপনার ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরুন । চলুন দেখে নেওয়া যাক তাহলে আমাদের করণীয় কী কী ।


উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ এর নিরাপত্তা নিশ্চিতকরণ


লিনাক্স, উবুন্টু, macOS বাদে পৃথিবীর বাকি সব পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার -এ MS Windows ইনস্টল করা আছে । এটি খুবই জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । যেহেতু, অধিকাংশ স্টিমিট ইউজার উইন্ডোজ ব্যবহারকারী তাই আমি এখানে উইন্ডোজ এর নিরাপত্তা নিয়ে আলোচনা করবো ।

উইন্ডোজ এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে ।

০১. পাইরেটেড সফটওয়্যার পরিহার করুন : পাইরেটেড উইন্ডোজ অবশ্যই পরিহার করুন । সবসময়ই জেনুইন উইন্ডোজ ব্যবহার করবেন । পাইরেটেড উইন্ডোজে নিরাপত্তা বিষয়ক অনেক ফাঁকফোঁকর থেকে যায় । ফলে এই সব ফাঁকফোঁকর দিয়ে খুব সহজেই নানান ধরণের ম্যালওয়্যার/স্পাইওয়্যার আপনার সিস্টেমে ঢুকে আপনার ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে । উইন্ডোজ এর পাশাপাশি আপনার সিস্টেমের যাবতীয় থার্ড পার্টি সফটওয়্যারগুলোও অরিজিনাল ভার্সন ইউজ করবেন । পাইরেটেড বা ক্র্যাকড ভার্সন পরিহার করুন ।

০২. রেগুলার উইন্ডোজসহ যাবতীয় সফটওয়্যার আপডেটেড রাখুন : আপনার উইন্ডোজটির অটো-আপডেট ফিচারটি সার্বক্ষণিক অন রাখুন । সেই সাথে আপনার সিস্টেমের যাবতীয় ইনস্টলড সফটওয়্যারগুলোর সর্বশেষ আপডেটটি ইনস্টল করুন ।

০৩. আপনার উইন্ডোজ -এ এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন : খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আপনার সিস্টেমে একটি শক্তিশালী এন্টিভাইরাস ইনস্টল করা । এন্টিভাইরাস সিলেক্ট করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে কি না সেটি চেক করে নেবেন । যেমন - এডভান্সড ফায়ারওয়াল প্রটেকশন, ব্রাউজার প্রটেকশন, নেটওয়ার্ক প্রটেকশন, ফুল ইন্টারনেট সিকিউরিটি, রিয়েল টাইম সিস্টেম প্রটেকশন, ব্যাঙ্কিং & পেমেন্ট প্রটেকশন, ransomware প্রটেকশন, প্রাইভেসী প্রটেকশন, পাসওয়ার্ড ম্যানেজার, ব্রাউজার এক্সটেনশন প্রটেকশন, ক্লাউড প্রটেকশন এবং ডেটা প্রটেকশন।

নিয়মিত এন্টিভাইরাসটির ভাইরাস ডেটাবেজটি আপডেট করবেন । এবং, নিয়মিতভাবে আপনার সিস্টেমটি স্ক্যান করবেন এন্টিভাইরাস দিয়ে । কয়েকটি ভালো মানের এন্টিভাইরাস এর নাম নিচে দেওয়া হলো :

  • Bitdefender Antivirus Plus
  • ESET Internet Security
  • Kaspersky Total Security
  • Malwarebytes Premium
  • Norton AntiVirus Plus
  • McAfee AntiVirus Plus
  • Avast Premium Security

০৪. ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা পরিহার করুন : কোনো অবস্থাতেই আপনার ব্রাউজারে কোনো ওয়েবসাইটের আপনার লগইন credentials সেভ রাখবেন না । এর পরিবর্তে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন । যেমন ক্যাসপারস্কির পাসওয়ার্ড ম্যানেজার ।


এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক মোবাইল/ট্যাব এবং পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ এর নিরাপত্তা নিশ্চিতকরণ


০১. এন্ড্রোয়েড/ক্রোম অপারেটিং সিস্টেমে আপডেটেড রাখুন : আপনার মোবাইলের এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমটির লেটেস্ট ভার্শনটি অলওয়েজ ইনস্টলড রাখুন । কোনো সিকিউরিটি প্যাচ উপলব্ধ হলে সঙ্গে সঙ্গে সেটি ইনস্টল করে ফেলুন । আর ক্রোমবুকের ক্ষেত্রে অলওয়েজ অটো সিস্টেম আপডেট অন রাখুন ।

০২. আপনার এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এ এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন : মোবাইল হোক বা ট্যাব হোক যেকোনো ডিভাইসে কিন্তু ম্যালওয়্যার এট্যাক হতে পারে । এমনকি ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপেও আঘাত হানতে পারে ম্যালওয়্যার । তথ্য চুরি যেতে পারে । সেজন্য একটাই সমাধান - একটি শক্তিশালী এন্টিভাইরাস ইনস্টল করুন আপনার ডিভাইসে । রিয়েল টাইম সিস্টেম প্রটেকশন, মোবাইল এপ্লিকেশন লক ফিচার, ব্রাউজার প্রটেকশন, সিম প্রটেকশন, কল এবং মেসেজ প্রটেকশন - এই ফিচারগুলো চেক করে নেবেন অবশ্যই এন্টিভাইরাসটি ইনস্টল করার পূর্বে ।

বর্তমানের প্রায় সকল ভালো মানের এন্টিভাইরাস গুলোর মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে । সেগুলো যে কোনো একটা ইনস্টল করলেই হবে ।

০৩. রেগুলার আপনার মোবাইলের যাবতীয় সফটওয়্যার আপ টু ডেট রাখুন : আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে প্রতিদিন নজর রাখুন যে কোনো পেন্ডিং আপডেট আছে কি না । থাকলে সঙ্গে সঙ্গে আপডেট করে ফেলুন ।

০৪. মোবাইল/ল্যাপটপের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা পরিহার করুন : কোনো অবস্থাতেই আপনার মোবাইল/ল্যাপটপের ব্রাউজারে কোনো ওয়েবসাইটের লগইন credentials সেভ রাখবেন না । এর পরিবর্তে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন । যেমন ক্যাসপারস্কির পাসওয়ার্ড ম্যানেজার ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 05)


trx logo.png



সময়সীমা : ০৯ অক্টোবর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ১৩ অক্টোবর ২০২২


টাস্ক ৮৯ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ee462e6f98801fedcfd7eb368a8d23b6aa4083d58eff3506c6066ecbc6e4b5cf

টাস্ক ৮৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এখন থেকে নিরাপত্তার ব্যাপারে সবাই আরো বেশি সচেতন হতে পারবে।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!

| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

স্টিমিট একাউন্টট এর নিরাপত্তা বজায় রাখার জন্য আপনার গুরুত্বপুর্ণ পরামর্শ গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবো দাদা। অনেক কষ্টে অর্জিত স্টিমিট একাউন্টটটির সুরক্ষার জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে। দাদা আপনার শেয়ার করা পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে পারলাম। আশা করছি সকলে নিজের স্টিমিট একাউন্টট সুরক্ষিত রাখার চেষ্টা করবে।

স্টিমিট একাউন্টের নিরাপত্তা খুবই জরুরী। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা একাউন্টে নিরাপত্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো আশা রাখছি। ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা থেকে বিরত থাকতে হবে এটা জানতে পেরে অনেক উপকৃত হলাম। নিজের এত কষ্টের অর্জিত অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে তো দুঃখের আর সীমা থাকে না। তাই আমাদের সবারই উচিত আপনার এই পদক্ষেপগুলো এ টু জেড ফলো করা।

অটো আপডেট সিস্টেমটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে দাদা এটি‌ আমার সিস্টেমে অন করা নাই আমি এখনই এটি অন করে নিচ্ছি। অপারেটিং সিস্টেম উইন্ডোস লিনাক্স এবং অন্যান্য সিস্টেমগুলো সম্পর্কে অনেক ধারণা পেলাম দাদা। আমি মাঝেমধ্যে ক্র্যাক ফাইল ব্যবহার করি তবে আজ থেকে এটি পরিহার করার চেষ্টা করব। এমন তথ্য বহুল একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল বিশেষ শ্রদ্ধা এবং ‌‌ ভালোবাসা 🥰🥰♥️

দাদা কোন ধরণের অ্যান্টিভাইরাস ভালো হবে? একটু বলে দিরে ভালো হয়। আমি ইন্টারনেট সিকিউরিটির জন্যই ব্যাবহার করি। কারণ একাধিক জায়গায় ব্যবহার হয় না ল্যাপটপ।

ESET Internet Security এটাই ভালো হবে । খুবই হালকা, সিস্টেম স্লো করে না, আবার খুবই শক্তিশালী এবং ফাস্ট একটা এন্টিভাইরাস ।

অনেক ধন্যবাদ দাদা। এইবারের টা শেষ হলে, আপনার সাজেস্ট করাটাই ব্যাবহার করব।🙏

অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার করা স্টিমিটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২ পোস্টে অনেক কিছু জানতে পারলাম। আসলে দ্রুত আমাদের সকল ইউজারদের এই নিয়ম গুলো ফলো না করলে যে কোন মুহূর্তে আমরা বিপদে পড়তে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দদা আমাদের সবার জন্য উপকারি ও তথ্যবহুল একটি আলোচনা করেছেন। সর্বপ্রথম একাউন্টের নিরাপত্তা জরুরী। নিরাপত্তার জন্য আমার ল্যাপটপেও ESET Internet Security এন্টিভাইরাস দেওয়া আছে। তবে আমার এন্টিভাইরাসটি কয়েক বছর হয়েগেছে। আবার নতুন একটি নিতে হবে। একাউন্টের নিরাপ্তার ব্যপারে দূর্বল থাকলে একাউন্ট লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ দাদা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছেন।

Complete guide and very useful for us.

Back again to the initial foundation, that there is no device that has a good security guarantee. Whatever it is, stay alert and protect our assets on Steemit.

I advise everyone who is browsing through any web to be careful when you log in to Steemit Wallet.

For everone !

When you have stored your password safely in offline or online mode.

Never click the "save" password notification when you login to Steemit Wallet, just ignore it.

We recommend logging in to Steemit Wallet using an Active Key password and never clicking on the automatic save notification on the web.

Only use Steemit Wallet when you need to and Let you enter your password every time you log in to Steemit Wallet and don't check allow auto save or auto login.

If you click save automatically, it will be encrypted to a web database which at any time can be stolen by irresponsible parties.

Hope this is useful and stay safe.

যেহেতু আমি মোবাইল ইউজ করি তাই সব সময় চেষ্টা করব অ্যাপসগুলো আপডেট রাখার জন্য। তবে এখন থেকে এন্টিভাইরাস প্রোগ্রাম ইন্সটল করে রাখবো। বিষয় গুলো ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আমাদের মোবাইল এবং ল্যাপটপ এগুলোর ভালো নিরাপত্তা দরকার। কারণ এই আইডি হ্যাক হলে খুবই কষ্ট লাগবে। অনেক দারুন ভাবে সব উপস্থপনার মাধ্যমে সিকিউরিটি নিয়ে আলোচনা করেছেন সুন্দর হয়েছে দাদা।আপনি সব সময় আমাদের কথা ভেবে কাজ করেন।ভাল বাসা অবিরাম প্রিয় দাদা🙏🥰

স্টিমিট একাউন্ট এর নিরাপত্তার জন্য আপনার পরামর্শ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার এই পরামর্শ গুলো অনুযায়ী কাজ করার। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। নিজের অ্যাকাউন্ট সেভ রাখার জন্য আমার মনে হয় সকলেরই উচিত আপনার এই পরামর্শ গুলো মেনে চলার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে এ টু জেড বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা।

এস্টিমেট একাউন্ট সিকিউর রাখার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন দাদা এসব বিষয় ফলো করলে আশা করি আমাদের এস্টিমেট একাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে।

প্রিয় দাদা আপনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অপরিহার্য কাজ। প্রিয় দাদা আপনার এই পোষ্টটি পড়ে ডিভাইস সময়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমি অনেক কিছু জানতে পারলাম। অত্যন্ত একটি উপকারী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন দাদা। এভাবে কখনো ভেবেও দেখিনি। এরপর থেকে অবশ্যই যা যা বলেছেন সবকিছু মাথায় রাখবো।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে পাসওয়ার্ড সেভ রাখার বিষয়গুলো আলোচনা করলেন। খুবই ভালো লাগলো ব্রাউজারো পাসওয়ার্ড সেভ করার এই অভ্যাসটি আমার ছিল। আজকে আপনার পোষ্টটি পড়ে তা পরিহার করলাম। খুবই ভালো লাগলো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য।

আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারলাম দাদা। পূর্বে আমিও আমার একাউন্টে সকল পাসওয়ার্ড সেভ রাখতাম এখন থেকে বন্ধ করে দিলাম আর আমার প্লে স্টোরে সকল পেন্ডিং আপডেট গুলো আপডেট করে দিচ্ছি এখনই। আসলে প্রধান কথা হচ্ছে আমাদের একাউন্ট সুরক্ষিত রাখাটা সবথেকে জরুরী বিষয়।

We can save the steemit password both on the cellphone and on the PC. But we still have to be careful in storing it. We'd better add double security @rme.

একাউন্ট নিরাপত্তা সম্পর্কে অধিকাংশ বাংলাদেশী ইউজারদের ধারণা কিন্তু বেশ কম দাদা। আমার নিজেরও এতো কিছু জানা ছিল না। যাইহোক বেশ অনেক টা বিষয় জানা গেল। অনেক উপকারী একটি পোস্ট ছিল। স্টিমিট এবং অন‍্যান‍্য একাউন্টের নিরাপত্তা জোরদার করতে হবে।।

দাদা , আমি একজন এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক মোবাইল ইউজার হিসেবে তোমার শেয়ার করা সিকিউরিটি সংক্রান্ত উপদেশগুলো যথাযথভাবে পালন করব। মোবাইলের সফটওয়্যার গুলো সব সময় আপ টু ডেট রাখি এবং ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা কিছুদিন হল বন্ধ করে দিয়েছি।

আপনার দেওয়া প্রত্যেকটি উপদেশ মেনে চললে আমরা আমাদের স্টিমেট একাউন্টের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আমাদের ডিভাইসেরও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আমাদের সকলেরই উচিত আপনার দেয়া এই উপদেশগুলো সব সময় মেনে চলা, তাহলেই আমরা আমাদের স্টিমেট একাউন্টের নিরাপত্তা পুরোপুরি ভাবে নিশ্চিত করতে পারব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে গুছিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে আমাদের অবগত করার জন্য। পরবর্তী এপিসোড এর অপেক্ষায় থাকলাম।

দাদা,স্টিমিটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২ এর মাধ্যমে স্টিমিটে একাউন্ট নিরাপত্তা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ও অত্যাবর্শকীয় কিছু বিষয় জানতে পারলাম।বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং এন্টিভাইরাস এর মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও কি গুলো কিভাবে সংরক্ষণ করবো, সে বিষয়টি খুব সুন্দর ও সহজভাবে তুলে ধরেছেন। পরবর্তী এপিসোড এ আরো গুরুত্বপূর্ণ বিষয় জানার অপেক্ষায় রহিলাম দাদা।

খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন দাদা। ২ বছর আগে ও আমি ক্রাক সফটওয়্যার ইউজ করতাম কিন্তু যখন থেকে বিষয়গুলো বুঝতে পেরেছি প্রায় দুই বছর আগে তখন থেকে এ ধরনের সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকি। এসব কাজের সফটওয়্যার রয়েছে সেগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করি। বর্তমানে ইসেট ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি তথ্যমূলক পোষ্ট করার জন্য।

দাদা নমস্কার
স্টিম একাউন্টের নিরাপত্তার এপিসোড ০২ বিষয় গুলো বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন ৷ আমি প্রতিটি লাইন মনযোগ দিয়ে পড়েছি ৷ কারন এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷ যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করবো ৷ নিজের একাউন্ট নিরাপদ রাখতে চাই ৷
ধন্যবাদ দাদা এপিসোড ০৩ জন্য অপেক্ষা৷

제 아내를 도와주세요 감사합니다
우리는 곧 결혼하지만 질병이 그녀를 찾았고 그녀가 나를 떠나면 그녀와 함께 갈 것입니다
please help my wife thank you
We're getting married soon, but the disease has found her, and if she leaves me, I'll go with her
Uploading image #1...

অসাধারণ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে গুছিয়ে সবকিছু উপস্থাপন করার জন্য,
স্টিমিট অ্যাকাউন্টের নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, তবে সে ক্ষেত্রে আমরা হালকা-পাতলা সতর্ক হলেও আজকে থেকে তা আরও আপডেট করতে হবে,
আর অবশ্যই ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দাদা মনের মধ্যে ভয় ঢুকে গেল,কখনো এত গভীরভাবে ভাবিনি। লেভেলের ক্লাসগুলোতে যেভাবে শিখেছিলাম সেভাবে নিজের একাউন্টকে সিকিউরট রাখার চেষ্টা করছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। এ তথ্যগুলো অনুসরণ করলে আশা করছি আমরা প্রত্যেকেই আমাদের স্টিমিট একাউন্ট কে নিরাপদে রাখতে পারবো।
অসাধারণ একটি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ৷ আমাদের সবার জন্য উপকারি ও তথ্যবহুল একটি পোস্ট শেয়ার করেছেন। সর্বপ্রথম একাউন্টের নিরাপত্তা জরুরী। আপনার করা স্টিমিটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২ পোস্টে অনেক কিছু জানতে পারলাম। আসলে দ্রুত আমাদের সকল ইউজারদের এই নিয়ম গুলো ফলো প্রয়োজন ৷ আমি চেষ্টা করবো আপনার সব নিয়ম গুলো ফলো করাল ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আশা করি দাদা, ভালো আছেন ? স্টিমিটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২ পোস্টে অনেক কিছু জানতে পারলাম। একাউন্ট নিরাপত্তার জন্য এ বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসলে এ বিষয়গুলো আমরা আগে জানতাম না। এতো গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা, ধন্যবাদ ।

স্টিমিটে একাউন্টের নিরাপত্তা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।দাদা আপনার পোষ্টের মাধ্যমে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।আমি অবশ্যই চেষ্টা করবো উপরোক্ত নিয়মগুলো মেনে চলার।অনেক উপকৃত হলাম আপনার পরামর্শ শুনে,ধন্যবাদ দাদা।

স্টিমিট একাউন্ট নিরাপত্তা নিশ্চিত করুন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার হ্যাক হয়ে গেলে কিছুই করার থাকবে না ল্যাপটপ কম্পিউটার এর উইন্ডোজ ব্যবহারের সঠিক দিকনির্দেশনা এবং মোবাইলের বিভিন্ন ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্যমূলক কথা বলেছেন দাদা যেটা আগে জানা ছিল না।

এই বিষয়গুলো নিয়ে কোন সময়ই খুব একটা সিরিয়াসলি চিন্তা ভাবনা করিনি। কিন্তু এখন দেখছি চিন্তাভাবনা করার সময় এসেছে। তবে একটি কাজ ইতিমধ্যে করে ফেলেছি যেটা বুঝতে পারছি খুবই খারাপ হয়েছে। সেটা হচ্ছে আমার পাসওয়ার্ড গুলো বেশিরভাগই ব্রাউজারে সেভ করে ফেলেছি। এখন দেখছি সেগুলো সব রিমুভ করতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা এমন চমৎকার একটি সময়োপযোগী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। বিষয়গুলো নিয়ে সবারই চিন্তা ভাবনা করা উচিত।

Google is paying $27485 to $29658 consistently for taking a shot at the web from home. I joined this action 2 months back and I have earned $31547 in my first month from this action. I can say my life has improved completely! Take a gander at what I do...
http://career42.tk/

অনেক কিছু আমার কাছে নতুন, সিকিউরিটির এত এত জিনিস আমার আগে জানা ছিল না, তবে মুশকিল হয়ে যাবে জেনুইন সফটওয়্যার গুলা ইউজ করা। কারণ আমাদের ক্ষেত্রে সব অরজিনাল সফটওয়্যার কিনে ইউজ করা একটু কঠিন।

This valuable post has been selected as a
👉 RECOMMENDED READING 👈 in the daily Active Contest List.

Contest Alerts: Active Contest List on 16th Oct 2022 – Win 650+ STEEM

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

Security র সম্পূর্ণ সিরিজটা শেষ করলে আমরা আমাদের দুর্বলতাগুলো খুজে পাব। আমি ব্রাউজারে কিছু সেভ রাখি যা বার বার দিতে হয়। এটাও পরিহার করার চেস্টা করব।
ধন্যবাদ

This post has been featured in the latest edition of Steem News...