ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৩১ (০৭-১২-২৩ থেকে ১৩-১২-২৩)

in hive-129948 •  last year 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৩১ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @kazi-raihan


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@kazi-raihan$25 UPVOTE📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৫৯ প্রকৃতির সৌন্দর্য by@kazi-raihan
02@kazi-raihan$25 UPVOTE"বিজয় বাংলা"(Poem of my writing-Victory Bangla")by @kazi-raihan

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম - কাজী রায়হান। তিনি একজন ছাত্র।জাতীয়তা - বাংলাদেশী।বর্তমানে তিনি কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যয়নরত রয়েছেন। উনার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম ছবি আঁকা,ফটোগ্রাফি করা গল্প লেখা এবং মাঝেমধ্যে গান গাওয়া। সেই সাথে নতুন কোনো বিষয় সম্পর্কে জানার মধ্যেও উনার ভালোলাগা রয়েছে। তিনি স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২১ সালের আগস্ট মাসে। বর্তমানে স্টিমিট প্ল্যাটফর্মের জার্নি প্রায় তিন বছর চলমান।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-12-20-15-21-00-452-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLPCUF2C1cNy6umVsz1KCQ1mVNnPzf6V8LD9rCZTrofvZmiPkJTcFXMkZzPkvQe2FEpdK8arV8Qt16noiKTvGUdrtT6BjD7xWi.png

"তোমাতেই স্বপ্ন"(Poem of my writing"you are the dream")||by @kazi-raihan • 09/12/2023

আসলে অনুভূতি ছাড়া তো আর কবিতা লেখা যায় না তাই সব কবিতার পেছনেই নিজের মনে লুকিয়ে থাকা একটা অনুভূতি সব সময় কাজ করে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু নিজের মনে যে একটা ক্ষোভ জেগে থাকে সেটাও কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়।…

উনার পোস্টের একটি কথার সাথে আমি একেবারেই একমত পোষণ করছি এবং সেটা হলো অনুভূতি ছাড়া সত্যিই কোনো কবিতা লেখা যায় না। আর কবিতা লেখার প্রয়োজন হলে অনুভূতিটাও খুব ভীষণভাবে প্রয়োজন হয়। উনার এই, তোমাতেই স্বপ্ন, কবিতাটির শব্দচয়ন আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে কবিতার লাইন যেনো একেবারেই কোনো প্রফেশনাল কবির লেখা। আসলে যে কোন মানুষই ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে এবং কল্পনা করতে সবচেয়ে বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই। আর এটাও সত্যি কথা যে, মানুষের সব স্বপ্নই কিন্তু থাকে তা ভালোবাসার মানুষকে ঘিরে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLPCUF2C1cNy6umVsz1KCQ1mVNnPzf6V8LD9rCZTrofvZmiPkJTcFXMkZzPkvQe2FEpdK8arV8Qt16noiKTvGUdrtT6BjD7xWi.png

ছবিটি কাজী রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ7TKwgqcHNfJrhn6tZWjiSMquMQDQPevS54goSPaAWrVS4k2MSuTuACG8HsP2xthsNc8ZAAp3xtvqvuexQFtJhPVWse6ht53s7rs3Px8nMyKbnQP2WnDQA.jpeg

আমার মনোনয়ন : The Steemit Awards 2023...... by @kazi-raihan • 10/12/2023

আসলে এটা তো আমাদেরই একটি পরিবার, "আমার বাংলা ব্লগ" পরিবার। আর এই গর্বিত পরিবারের একজন সদস্য হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। বলতে গেলে নিজের আবেগের অনেকটাই বর্তমানে ইস্টিমিট প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে।…

বেশ কয়েকদিন আগে স্টিমিট অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়েছিলো তা আমরা সকলেই জানি। যদিও আমি এতে ইন্টারেস্টেড খুব একটা ছিলাম না। কারণ প্রতিবারই একজনকেই মনোনীত করা হবে তা আমার কাছে পছন্দ নয়। তবে উনার মনোনয়নে আমাকে দেখে ভালোই লেগেছে আমার। উনার কমিউনিটির ক্ষেত্রে বেস্ট কমিউনিটি হিসেবে আমার বাংলা ব্লগ কে সিলেক্ট করাটা আমি একেবারেই সমর্থন করি। কারণ এই প্লাটফর্মে আমার বাংলা ব্লগের মতো অন্য কোনো কমিউনিটিতে নিয়ম মানা হয় না এবং এতো সুন্দর ভাবে কোনো কমিউনিটিও পরিচালনা করা হয় না। সে সাথে উনার বেস্ট অথরের সিলেকশন টাও ছিলো পার্ফেক্ট।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ7TKwgqcHNfJrhn6tZWjiSMquMQDQPevS54goSPaAWrVS4k2MSuTuACG8HsP2xthsNc8ZAAp3xtvqvuexQFtJhPVWse6ht53s7rs3Px8nMyKbnQP2WnDQA.jpeg

ছবিটি কাজী রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMrXN7azgPMyGtkBZ9mEFdpQzVkTuv18rZmdZ96xRWqzfUNssyZdGT9s3kJ7Qb...ToF2KncC1fLTfzAL4gJP3GjGTB5CrGLjdjHnwNpXYrjX8JUFDR2STQtxFGz333o2vssosctcn4wKZZqSsV4QrWiXaRuyfC2tq2sz4GJ4vq7M7L6GNT5Sub4rPp.png

📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৫৮ || প্রকৃতির সৌন্দর্য || ...... by @kazi-raihan • 11/12/2023

আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।…

ফটোগ্রাফী আমরা কে না ভালবাসি?তাই বলবো প্রথমেই যে উনার ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে এবং যে ব্যাপারটা আমার আরো বেশি ভালো লেগেছে। তা হলো, উনি প্রতিটি ফটোতেই লোকেশন ইউজ করেছেন। যেটা আসলে এখন একেবারেই দেখা যায় না। সে সাথে প্রতিটি ছবির একটা করে ছোট ছোট ক্যাপশন ফটোগ্রাফি পোস্ট এর কোয়ালিটি কে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে । উনার সবগুলো ছবির মাঝে আমার কাছে ঘন কুয়াশা দেওয়া ক্যাপশনটির ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে না যেনো এটা অন্য কোনো দেশের ছবি। অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা কোনো ভিন্ন দেশের খুব কুয়াশা পরে এমন কোনো জায়গার ছবি। উনার ফটোগ্রাফীর কোয়ালিটি বেশ ভালো।

6TcUrCfGYJ5GcQX6WMQSCZWGpUyWTEE6Ku6sbGr9WGNBzMrXN7azgPMyGtkBZ9mEFdpQzVkTuv18rZmdZ96xRWqzfUNssyZdGT9s3kJ7Qb...ToF2KncC1fLTfzAL4gJP3GjGTB5CrGLjdjHnwNpXYrjX8JUFDR2STQtxFGz333o2vssosctcn4wKZZqSsV4QrWiXaRuyfC2tq2sz4GJ4vq7M7L6GNT5Sub4rPp.png

ছবিটি কাজী রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vQwGAkr4paqRKRZ1rsew7nBDp2cp1XFWQ61JxaXd2PUZS32MiQ8SWMDMfPcYWGQmrJfKtxTu4prW8zB9uNoikzxLB1fiUN.png

কবির ডাকে কুঠিবাড়ি। || by @kazi-raihan • 12/12/2023

কিছুদিন আগে নীলফামারী থেকে সেলিনা সাথী আপু এসেছিল আর তার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই বিষয় নিয়ে অবশ্য কমিউনিটিতে পোস্ট হয়েছে। নানান পোস্টের ভিড়ে এই পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল।…

এই পোস্টটি দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ আমার বাংলা ব্লগের মেম্বারদের মধ্যে যে এতোটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, এটাই ছিলো।আমার এই কমিউনিটি তৈরি করার মূল কারণ। আমি বরাবরই চেয়েছি যেনো বাঙালিরা নিজেদের কাছাকাছি থাকে এবং নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও বেশি সুন্দর করতে পারে । এই পোস্টটি দেখে মনে হচ্ছে আমার ইচ্ছেটা একেবারে বরাবরের মতোই পূর্ণ হয়েছে। কারন উনারা যেভাবে সাথী ম্যাডামকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা বেশ আনন্দের এবং ভালো লাগার। আশা করছি আমার বাংলা ব্লগের প্রতিটি মেম্বারদের মধ্যে এভাবেই ভালোবাসা গড়ে উঠবে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9vQwGAkr4paqRKRZ1rsew7nBDp2cp1XFWQ61JxaXd2PUZS32MiQ8SWMDMfPcYWGQmrJfKtxTu4prW8zB9uNoikzxLB1fiUN.png

ছবিটি কাজী রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUAkRykTX7fRTQko7o8NiQG7bf48mUcfuYV1QkSjrY3tXqjiuMsTGxCT6fGKXeshd4QHf5LikDKbwwdNK62EyFUtDSmwPFDssPu99Zee5gCPgZgifRiRS6jUPiKeyhnwMmcnnZsR5h4XhAPvXy4GMfWw46bUCHN9yk8GfCmePy5o83GNCg3NbnTG.png

জাল টাকা || ...... by @kazi-raihan • 15/12/2023

জাল টাকা, সাম্প্রতিক একটি চক্র বাজারে জাল টাকা ছেড়েছে যেটা সাধারণ মানুষ দের আরো বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিচ্ছে। আর জাল টাকা গুলো এমন দক্ষতার সাথে ছাপানো হয়েছে যেটা দেখে আসলে খুব সহজে বোঝা যায় না। …

উনার এই পোস্টটি টি পড়ে বেশ অবাক হলাম। কারণ বাংলাদেশে এতো বেশি জাল নোটের ছড়াছড়ি এটা সত্যিই বেশ চিন্তার একটা ব্যাপার! কারণ জাল নোট বেশ ভয়ঙ্কর একটা অপরাধ আমার মতে। কারণ জাল নোটের মাধ্যমে এক প্রকার মানুষ যেমন অনেক বেশি লাভবান হয়। ঠিক তেমনটাই অন্যদিকের মানুষরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয় এবং এটা একটি দেশ এবং জাতির জন্য লজ্জার। ক্যাশ টাকার ক্ষেত্রে সব সময় টাকা চেক করে নেওয়া উচিত এবং উনি এই কাজটা করছে দেখে ভালো লাগলো।

7ynYBCHn3PDVgQ43YaC2yVhHDTXKKaWwdDSStfC4eRrVUAkRykTX7fRTQko7o8NiQG7bf48mUcfuYV1QkSjrY3tXqjiuMsTGxCT6fGKXeshd4QHf5LikDKbwwdNK62EyFUtDSmwPFDssPu99Zee5gCPgZgifRiRS6jUPiKeyhnwMmcnnZsR5h4XhAPvXy4GMfWw46bUCHN9yk8GfCmePy5o83GNCg3NbnTG.png

ছবিটি কাজী রায়হানের ব্লগ থেকে নেওয়া হয়েছে

কাজী রায়হানকে ধন্যবাদ আমার বাংলা ব্লগ এ এতো সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য এবং বিশেষভাবে উনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি উনার এই কাজের ধারা অব্যাহত রাখবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২০ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৪৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 41e320824e3d6e4de018dceea2f3168eea33ffacc0b1e434672e30387fddb5ac

টাস্ক ৪৪৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এর আগের কমেন্টে আমি আমার দু'টি NFT আর্ট শেয়ার করেছি । এখন আরো দু'টি NFT আর্ট শেয়ার করতে চলেছি । এই আর্ট দু'টিও সেই রহস্যময় প্রাণীদের নিয়েই । আর তাই আর্ট দু'টির ঠাঁই হয়েছে "mystic creatures" গ্যালারীতে ।

Screenshot 2023-12-21 001503.png
০১. War Wolf with horns

এটি একটি ওয়ার উলফের NFT আর্ট । এই ওয়ার উলফের মাথায় আবার বাঁকানো একজোড়া ভয়ঙ্কর শিং আছে ।

Screenshot 2023-12-21 001633.png
০২. The mystic warrior

এটি একজন রহস্যময় যোদ্ধার NFT আর্ট । এই রহ্যময় যোদ্ধা কিন্তু আদৌই মানুষ নয়, একজন দুর্ধর্ষ প্রেত যোদ্ধা । এর সঙ্গী ভয়ানক চেহারার এক উলফ ।

এগুলো দেখতে বেশ ভয়ানক দাদা, তবে বেশ আকর্ষণীয় কিন্তু।

ওরে বাপরে!!! 👻
প্রথমটা তো বিশাল ভয়ানক লাগছে দেখতে।

একদম রীতিমতো অবাক হলাম সেই সাথে দাদার লেখাগুলো পড়তে গিয়ে চোখে জল চলে আসছে। আসলে চোখের জলটা এসেছে ভালোবাসাকে কেন্দ্র করে যাই হোক দাদা আমার পোস্টগুলো পড়েছে আর সেটা নিয়ে সুন্দর মন্তব্য করেছে। সত্যিই অনেক খুশি লাগছে এখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন দাদা। সব সময় এই দোয়াই করি।

দাদা আপনার পছন্দ বরাবরই সেরা। কাজী রায়হান ভাই সবসময়ই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে থাকেন। আমাদের দেশে জাল নোটের ছড়াছড়ি,এতে করে সাধারণ মানুষজন বেশ আতঙ্কের মধ্যে থাকে অনেক সময়। এটা অবশ্যই লজ্জাজনক একটি ব্যাপার। আধুনিক যুগে এসব অপরাধ একেবারেই মেনে নেওয়া যায় না। যাইহোক আপনি উনার পোস্ট গুলো চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন দাদা। উনাকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

সিলেকশনটা একেবারে যথার্থ হয়েছে দাদা। ওনার পোষ্টের কোয়ালিটি বেশ ভালো। কমিউনিটির ভালো মানের মেম্বারদের ভেতরে উনি একজন। আপনার এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয়। এটা মেম্বারদেরকে আরো ভালো কাজ করতে আগ্রহী করে তুলবে। ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা গত সপ্তাহে ফাউন্ডার চয়েসের আওতায় এনেছিলেন আমার বাংলা ব্লগের একজন ভালো মানের ব্লগার কাজি রায়হান ভাই। সত্যি বলতে কাজী রায়হান ভাইয়ের পোস্টগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন হয়। সঠিক ব্যক্তিকে আপনি ফাউন্ডার চয়েসের আওতায় এনে পুরস্কার প্রদান করেছেন দেখে বেশ ভালো লাগলো দাদা। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



发布得很好

I don't know what you said, but i agree 💯💯 i believe it 💯💯💯 i steem it 💯💯💯

Posted using SteemPro Mobile

Uploading image #1...

How can you agree if you don't understand what he said?

Because he's the admin, always agree with the admin

Posted using SteemPro Mobile

রায়হান ভাইয়ের পোস্টগুলো অনেক ভালো লাগে তার লেখার মধ্যে ধারাবাহিকতা থাকে। বেশ গোছানো ভাবেই পোস্ট করেন। উনার কাজগুলো আসলেই প্রশংসনীয়। ভাইয়াকে ব্লগার অফ দ্যা উইক ও ফাউন্ডার চয়েজ দেখে বেশ ভালো লাগছে।

দাদার সিদ্ধান্তকে সব সময় সাধুবাদ জানাই। কারন আপনার পছন্দ গুলো সব সময় অসাধারণ হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এমন অনেক ভালো ভালো ইউজার আছেন যারা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ব্লগিং করে যাচ্ছেন। এই সপ্তাহে কাজী রায়হান ভাইকে বেস্ট ব্লগার নির্বাচন করেছিলেন খুবই ভালো লাগছিল। এর মাধ্যমে ইউজারদের মধ্যে কাজ করার আগ্রহ আরো অনেক বেশি বেড়ে যায়।

দাদার সিদ্ধান্ত গুলো সব সময় ব্যতিক্রম হয়। আর দাদার পছন্দগুলোও অসাধারণ। কাজী রায়হান ভাইয়ের পোস্ট গুলো কোয়ালিটি সম্পূর্ণ ছিল। সাধারণ লোকজন জাল টাকার জন্য অনেক আতঙ্কে থাকে।উনার ফটোগ্রাফি ও কবিতা অসাধারণ। আমার বাংলা ব্লগে বেশ ভালো ভালো ইউজার প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগিং করে যাচ্ছেন। কাজী রায়হান ভাইকে ব্লগার অব দ্য উইকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

দাদা আপনার চয়েস মানেই পারফেক্ট। কাজি রাইহান ভাই আমাদের অনেক পুরনো ভেরিফাইড মেম্বার, শুরু থেকে এখন অব্দি ভালো মানের পোস্ট শেয়ার করে যাচ্ছেন, আশাকরি এখন উনার এক্টিভিটির আরও উন্নতি ঘটবে।

好厉害呀

Upvoted! Thank you for supporting witness @jswit.

অভিনন্দন kazi-raihan ভাই, দক্ষতা কিংবা সৃজনশীলতা মূল্যায়ন হবেই এটাই প্রকৃত সত্য এবং আমার বাংলা ব্লগ সেটা বার বার নানাভাবে প্রমান করেছে। আমার বাংলা ব্লগের মুল থিমটাই এটা যোগ্যদের মূল্যায়ন করা। অনেক ধন্যবাদ দাদা আপনার সেরা সাপোর্ট এর জন্য।

উনার পোস্টগুলোর মধ্যে বেশ নতুনত্ব থাকে।বিশেষ করে জাল টাকার টপিকটি ইউনিক মনে হয়েছে আমার কাছে।এ নিয়ে সকলের কথা বলা উচিত ,সে সাথে সাবধান হওয়া উচিত।

দাদার সাথে আমি একমত যে কাজী রায়হান ভাইয়ের ছবি তোলার হাত সত্যিই খুব ভালো।

২০১৬ র আগে ভারত জাল নোট জেরবার ছিলো, এখন আর চিন্তা নেই। তবে বাংলাদেশেও যে একই পরিস্থিতি সেটা জেনে অবাক হয়েছি।

অভিনন্দন কাজী রায়হান ভাই। ধন্যবাদ দাদা, এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

প্রথমেই কাজী রায়হান ভাইকে অভিনন্দন জানাই। তিনি এই কমিউনিটিতে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন তার কাজের প্রশংসা করতেই হয়। সর্বোপরি বেস্ট ব্লগার অব দ্য উইক ফাউন্ডার চয়েসে উনার পোস্টগুলো নমিনেশন করা হয়েছে, এজন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বোপরি। দাদা শেয়ারকৃত দুটি এনএফটিও চমৎকার হয়েছে। আসলে এরকম একটি তৈরি করা কিন্তু খুবই কঠিন একটি বিষয় দাদা, এরকম আরো NFT আপনাদের কাছ থেকে দেখতে চাই দাদা।।

GOOD

আমাদের প্রতিষ্ঠাতা @rme Dada সত্যিই তার মৌল্যবান সময় নেয়ার জন্য সতর্কভাবে এই ব্যবহারকারীদের নির্বাচন করেছেন।

তাদের কাজ খুব ভালো এবং আমি তাদেরকে সম্প্রদায়ে আরও কাজ করার জন্য উৎসাহিত করছি।

এই ব্যবহারকারীদের নির্বাচনের জন্য আপনাকে খুবই ধন্যবাদ @rme Dada

非常棒,厉害

感谢分享

হ্যাঁ, আমি আপনার সাথে একমত, আবেগ ছাড়া কোন কবিতা পূর্ণ হয় না, প্রতিটি কবিতা হৃদয় থেকে অনুভূতি দিয়ে লেখা উচিত।

বেশ ভালো লাগলো দাদা আজকের ফাউন্ডার অব দ্যা উইকে প্রিয় রায়হান ভাইয়াকে দেখে। ভাইয়া কিন্তু দারুন দারুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। তার শেয়ার করা প্রতিটি পোস্ট আমার কাছে বেশ দারুন লাগে। এমন একজন ভালো মানের ইউজার কে ফাউন্ডার চয়েজে ব্লগার অব দ্যা উইক করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।