কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 10 [শেষ পর্ব]

in hive-129948 •  3 years ago 

দেখতে দেখতে "স্মৃতির পাতা থেকে" সিরিজ ফোটোগ্রাফি পোস্টের একেবারে লাস্ট এপিসোডে চলে এলাম । আজকে আমি আরো কিছু আমার পুরোনো ফটোগ্রাফ শেয়ার করতে আপনাদের কাছে আবারো হাজির হয়েছি । পরশু কিছু দীপাবলির ফোটোগ্রাফও শেয়ার করবো আপনাদের মাঝে । দীপাবলি মানেই আলোর উৎসব । মানুষের মনের সব অন্ধকার দূর করে সত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার উৎসব । এ উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উৎসব । কেননা আলোর তো শুধু একটাই ধর্ম, অন্ধকার দূর করা । সেই উৎসবে শামিল হবো আমরা সব ভারতবাসী এই প্রত্যাশা করেই শুরু করছি আমার আজকের এপিসোড ।


ভারতীয় গন্ডার, গরমে বেচারা জলে নেমে পড়েছে । গন্ডারের বপু বিশাল হলেও চমৎকার সাঁতার কাটতে পারে এরা ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সাদা বাঘ । বাঘটি কিন্তু কোনো সাইবেরিয়ান টাইগার নয় । এটি নিতান্তই রয়েল বেঙ্গল টাইগার, তবে albino ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


চিল । এক সময় প্রচুর পরিমানে ছিলো, বর্তমানে মহা বিপন্ন লিস্টে নাম উঠে গেছে । অদূর ভবিষ্যতে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না এদের । পৃথিবী থেকে একেবারেই হারিয়ে যাবে হয়তো, ঠিক ডোডো পাখির মতো ।
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


স্পটেড স্টর্ক । উঁচু গাছের ডালে পাতার আড়ালে বসে শ্যেন দৃষ্টিতে লেকের মাছেদের উপর নজর রাখছে ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ঘন সবুজে ভরা প্রান্তরে গাভী চরে বেড়াচ্ছে ।
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


তারুণ্য ও বার্ধক্য । তুল্যমূল্য ।
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


তনুজার হাতে কী যেন একটা ফুল, কিন্তু অসাম দেখতে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


দেবেন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অর্কিড । বিউটিফুল ।
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারী, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শেষ পর্ব শুনে অবাক হলাম এবং ফটোগ্রাফিগুলো চেক করতে চলে আসলাম। স্মৃতির পাতার ফটোগ্রাফিগুলো বেশ উপভোগ করেছি দাদা। আজকের শুরুটা সত্যি অসাধারণ ছিলো, প্রথম দৃশ্যটা অনেক সুন্দর ক্যাপচার করেছেন আর গাভীর দৃশ্যটাতো একশতে একশত দশ। ধন্যবাদ

দাদা, আপনার স্মৃতির পাতার সকল পর্বের ফটোগ্রাফি গুলোই দূরদান্ত ছিল।।আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।প্রথম ছবিটা অনেক সুন্দর লাগছিল তবে গরুর এবং বাঘের ছবিটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে।

তাছাড়া সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি মানেই দূরদান্ত।

আপনাকে অনেক ধন্যবাদ দাদা, এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল।

আমি আমার জীবনে কখনও সাদা বাঘ দেখিনি এবং আমি আশা করি এর মুখোমুখি হবে না। কারণ আমি নিশ্চিত যে বাঘ আমাকে খেয়ে ফেলবার আগেই আমার হার্ট অ্যাটাক হবে।

আমার দেশে বেশিরভাগ চিড়িয়াখানা তাদের দরজা বন্ধ করে দিয়েছে, কিছু মহামারীর কারণে এবং অন্যরা কারণ প্রাণীদের কলম্বিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল কারণ ব্যক্তিগত বা সরকারী সহায়তা ছাড়া প্রাণী লালন-পালন করা লাভজনক ছিল না, এখন আমার দেশের পর্যটন সাইটগুলি বন্ধ রয়েছে

দাদা বৌদির হাতের ফুলটার নাম হলো কাঠগোলাপ।আমার ও খুব প্রিয় এই কাঠগোলাপ ফুলটি।

কেননা আলোর তো শুধু একটাই ধর্ম, অন্ধকার দূর করা

এই কথাটা ১০০% ই সঠিক। আলোর কোনো ধর্ম হতেই পারেনা। আমাদের জীবনে আলো আসে শুধুমাত্র অন্ধকারকে দূর করার জন্য। আর আমাদের জীবনের লক্ষ্য ও তাই হওয়া উচিত। জীবন থেকে অন্ধকারকে দূর করে আলোকিত করতে চাই।

"স্পটেড স্টর্ক । উঁচু গাছের ডালে পাতার আড়ালে বসে শ্যেন দৃষ্টিতে লেকের মাছেদের উপর নজর রাখছে ।" এই ছবিটি বেশি সুন্দর লেগেছে। তাছাড়া বাকি ছবি গুলোও সুন্দর। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আমি ভেবেছি গন্ডার পানিতে ডুবে যাচ্ছে কিন্তু পরে দেখলাম যে গন্ডার সাঁতার কাটতে পারে এত মোটা গন্ডার কিভাবে সাঁতার কাটে তাই তো বুঝতে পারলাম না। সাদা টাইগার ঘুমিয়ে আছে তারপরও দেখে ভয় লাগছে মনে হয় এখনই উঠে গর্জন করে উঠবে। প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর হয়েছে দাদা। তারুণ্য বার্ধক্য ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাট গোলাপ ফুলটা আমার খুবই পছন্দের একটি ফুল দেখতে এত ভালো লাগে। ফুলের ছবিটা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।

দাদা আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ দেখে চোখ জুড়িয়ে যায়। আমার কাছে প্রত্যেকটি ছবি খুব ভালো লেগেছে। তবে এর মধ্যে ঘন সবুজে ভরা প্রান্তরে গাভীর ঘুরে বেড়ানোর ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সত্যি দাদা খুব উপভোগ করেছে আপনার তোলা সবগুলো ছবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকেরগুলো চমৎকার হয়েছে। খুব ভালো লাগতো আপনার ফটোগ্রাফিগুলো দেখতে। ঘন সবুজে গভীর চড়ে বেড়ানো ছবিটা অসাধারণ হয়েছে। তাছাড়া পাতার, ফুলের ছবি কি বলবো। সবগুলোই সুন্দর হয়েছে।আর আজকে শেষ পর্ব শুনে একটু মন খারাপ হলো।
শেষ হলেও আশা করি সামনে আরো ছবি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে দাদা।

প্রতিটি ফটোগ্রাফি দক্ষতার পরিচয় দিয়েছে। এত্তো সুন্দর ফটোগ্রাফি করেন দাদা আপনি! অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে দাদা। উপভোগ করলাম তৃপ্তিসহকারে।

খুবই খারাপ লাগছে "স্মৃতির পাতা"আজকে বিদায় নিতে চলছে! পশু পাখির ছবি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বৌদির হাতে কাঠগোলাপ অনেক সুন্দর লাগছে। সত্যি দাদা আপনার স্মৃতির পাতা এই অ্যালবামটি দারুণভাবে উপভোগ করেছি। আসা করছি কোন একদিন আবারো হাজির হবেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে।

আপনার ফটোগ্রাফি গুলোর তুলনা নেই।

তনুজার হাতে কী যেন একটা ফুল, কিন্তু অসাম দেখতে
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

তনুজা ভাবীর হাতে যে ফুলগুলো আছে, এগুলোকে কাঠগোলাপ ফুল বলা হয়।
এর বৈজ্ঞানিক নাম--plumeria Obtusa.
ইংরেজিতে নাম-Frangipani.
ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফির জন্য।

ভালই লাগছিল রেনডম ফটোগ্রাফি গুলোর ধারাবাহিকতা? কিন্তু এত দ্রুত শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। প্রতিটি পর্ব খুব উপভোগ করেছি। উপভোগ করেছি রেনডম ফটোগ্রাফি গুলো
।।
সাদা বাঘ? এটা আবার কেমন হলো। রয়েল বেঙ্গল টাইগার মানেই সাদা বাঘ।

প্রথম পর্ব থেকে শুরু করে দশম পর্ব পর্যন্ত সবগুলো রেনডম ফটোগ্রাফির ধারা গুলো অসাধারণ লেগেছে। তবে আরো কিছুদিন এর ধারাবাহিকতা বজায় রাখলে ভালো হতো। সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো সম্পর্কে ধারণা পেতা আরো বেশি

দাদা বৌদির হাতের ফুলটি হলো কাঠগোলাপ। এই কাঠগোলাপ ফুল আমাদের বাড়ির পাশে রয়েছে। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

"আলোর তো একটাই ধর্ম অন্ধকার দূর করা"। এই কথাটা একদম ঠিক বলেছেন দাদা। দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। গন্ডারের পানিতে নামার ফটোগ্রাফিটি সবথেকে সেরা হয়েছে দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য দাদা।

দাদা আপনার রেনডেম ফোটোগ্রাফি গুলো স্মৃতির পাতা থেকে শেষ পর্বের ফটো্গ্রাফি গুলো অন্যান্যে দিনের মতো বরাবর খুব চমৎকার ও সুনন্দনময় ছিলে ।যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।আপনার ফটোগ্রাফি জবাব হয় না দাদা।সব গুলো ছবি অতুলিনীয় হয়েছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির পেছনে রয়েছে স্মৃতিময় কতগুলো গল্প এবং কাহিনী। অনেক তাৎপর্যময় হয়েছে ছবিগুলোর পরিস্ফুটনের ভিতরে। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটি পোস্ট। আগামীটা যেন আরও মঙ্গলময় হয় আপনার এই কামনায় করি। ❤️

দাদা, দেখতে দেখতে আপনার ফটোগ্রাফির শেষ পর্বে চলে আসলাম। যদিও আমি নতুন সদস্য কিন্তু আপনার ফটোগ্রাফির প্রায় সবগুলো পর্বই আমি দেখেছি। আজকের ৭এবং ৮ নম্বর ছবিটি আমার সবচাইতে প্রিয় ফুল কাঠগোলাপের। সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। আশা করি খুব শীঘ্রই আমরা আপনার নতুন ফটোগ্রাফির পর্ব দেখতে পাবো। সে পর্যন্ত অপেক্ষায় রইলাম।

আজকে সবগুলো ছবি থেকে প্রতিটি ছবি আমার প্রিয়, বিশেষ করে কাঠগোলাপ আমার কাছে খুবই ভালো লাগে, আর সাদা বাঘ দেখবো তো দূরের কথা কোন নামই শুনিনি। আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল, অনেক এনজয় করলাম দাদা অনেক ধন্যবাদ।

ছবিগুলো অসাধারন, প্রফেশনাল মানের হয়েছে

দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে তারুণ্য ও বার্ধক্যকে কেন্দ্র করে আপনি যে চিত্রটি তুলে ধরেছেন তা আমার কাছে বেশি ভালো লেগেছে। তারুণ্য ও বার্ধক্যকে একসূত্রে গেঁথে আপনি যে এত চমৎকার একটি ফটোগ্রাফি করেছেন তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

দাদা, শেষ পর্ব শুনে এবং শেষ পর্বের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি অবাক হয়েছি। দাদা পোস্ট টি পড়ে আমার অনেক ভালো লেগেছে। পোষ্টের ফটোগ্রাফি গুলো সত্যি দাদা অসাধারণ হয়েছে। বিশেষ করে বাঘের ছবিগুলো আমার কাছে খুবই আকর্ষনীয় লেগেছে। অনেক শুভকামনা রইল।

দাদা, আপনার অজানা ফুলটার নাম কাঠ গোলাপ। আমার খুব খুব পছন্দের। এই ফুলের গন্ধ টা এত সুন্দর। দাদা আপনি খুব ভালো ফটোগ্রাফি করেন। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চিল পাখি আজ বিলুপ্ত প্রায়। আমি চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও কখনো দেখি নি। আর দাদা গন্ডারের ছবি দেখে মনে হচ্ছে একদম ওর সামনে গিয়ে তুলেছেন, আসলেই কি তাই নাকি! তবে আমার সব চেয়ে মন কেড়েছে যেই ছবি টা, ওই দুটো পাতা। একটা মৃত প্রায়, অন্যটা নবযৌবনা । এই দুটো পাতা কিন্তু অনেক কিছু শেখায় আমাদের। ভালো থাকবেন দাদা।

পাঁচ বছর আগের ছবি গুলো, অক্ষত রাখতে পারায়, প্রথমেই সাহসী বুদ্ধিমত্তার পরিচায়কের প্রমান প্রকাশ করে।
এতদিন পরও, এমন গচ্ছিত উপহার আমাদের ফিরে দিলেন। এটা আমাদের বড় পাওনা ছিল।
image.png

      তারুণ্য ও বার্ধক্য । তুল্যমূল্য ।

একটি ছবি, কোটি শব্দের পরিপূর্ণ অর্থ আনতে পারে। মাথায় আসছে এমন চিন্তা। যেটা আগে ভাবিনি।
সব মিলিয়ে, বুদ্ধি ও বিবেচনার প্রসংসা করছি।
আশীর্বাদ কামনায় ----

দাদা শুভেচ্ছা নিবেন। সত্যি বলেছেন আলোর ধর্ম অন্ধকার দূর করা ঠিক এমনি করে মানুষ যদি মানব ধর্ম পালন করতো তহলে এত দুখঃ কষ্ট থাকতো না। দাদা আপনার স্মৃতির পাতা থেকে যে ছবি গুলো শেয়ার করেছেন খুবি সুন্দর । এগুলো সংগ্রহ করে রাখাটাও কঠিন । যাই হোক অসংখ্য ধন্যবাদ এত সব সুন্দর ছবি শেয়ার করার জন্য। ভাল থাকবেন। শুভ কামনা রইল।

দাদা অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে আপনার ফটোগ্রাফের কোন তুলনা হয় না খুবই সুন্দর লাগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি

  ·  3 years ago (edited)

স্মৃতির পাতা তাহলে স্মৃতিতেই চলে গেল। যাবার আগে আমাদের কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়ে গেল। আমি শেষ দুটি পর্ব পেয়েছি কিন্তু দুটি পর্বই চমৎকার ছিল। অসাধারণ ফটোগ্রাফির সাথে চমৎকার সব ক্যাপশন। সবকটি প্রাণীর ভিতরে সাদা বাঘ টাকেই আমার বেশি ভালো লেগেছে। ভাইয়ার ছবি তোলার ধরন অনেক ভালো, সাধারণ জিনিসের মাঝ থেকেই কিছু অসাধারণ মুহূর্ত তৈরি করেন আপনি।

এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গাভীর ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। শেষ পর্বে এসে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখে অবাক হয়েছি। আমি ভাবি এটা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতই দেখতে ছিলো তার পিতা। আমার খুবই আশ্চর্য লেগেছে।

অসাধারণ ফটোগ্রাফি দাদা।সবসময়ই সুন্দর ছবি তুলেন আপনি। বৌদির হাতে যে ফুল সেটি হলো কাঠগোলাপ। এই ফুলটি অনেক সুন্দর দেখতে৷ অনেক ধন্যবাদ দাদা, সবসময় সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দাদা বরাবরের মতই আপনার ফটোগ্রাফি নিয়ে বলার মতো আমার কোন ভাষা নেই।
অসম্ভব সুন্দর সব ফটোগ্রাফি তবে গরুর যে ছবি টা তুলেছেন সেটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে

এক কথায় চমৎকার ভাবে উপস্থাপন করেছেন সকল বিষয় বস্ত

সত্যিই অনবদ্য ছিল সবগুলো ছবি। বাঘের ছবিটি খুব ভালো লাগছিল। আমাদের রয়েল বেঙ্গল টাইগার হলুদ ডোরাকাটা কিন্তু এটা সাদা অন্য জাতের। তারুণ্য আর বাধ্যক্যের ছবিটি খুব অর্থবহ ছিল। বোঝা গেলো অনেক কিছু। আমাদের সতেজতা বেশিদিনের নয়। আর বৌদির হাতের ফুলটার নাম আমিও জানিনা কিন্তু খুব সুন্দর দেখতে এবং এর একটা মিষ্টি গন্ধ আছে। অনেক ধন্যবাদ দাদা এতো চমৎকার ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।