ট্র্যাভেল || কল্যাণী ঠাকুর দেখার উদ্দেশ্যে যাওয়া

in hive-129948 •  last month 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা , আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ঠাকুর দেখতে যাওয়া নিয়ে কিছু কথা আসলে শেয়ার করবো। প্রত্যেক বছর কলকাতার পূজো দেখতে যাওয়া হলেও কল্যাণী আগে কখনো আমি পূজো দেখতে আমি যাইনি।এই প্রথমবার গেছিলাম কল্যাণী।

20241007_161848.jpg

20241007_161844.jpg

20241007_200748.jpg

আসলে রাজস্থান থেকে আমার বোন এবং বোনের বর এসেছে আমাদের এখানে ঘুরতে। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দুর্গাপূজো হয় সেটা দেখার জন্যে। তারা যেহেতু এত দূর থেকে এসেছে তাই ভাবলাম আমাদের এইখানে যে বড় পূজো প্যান্ডেল আছে সেখানে তাদেরকে ঘুরে দেখাবো। ইউটিউব ঘাটাঘাটির মাধ্যমে জানতে পারি যে এইবার সব থেকে বড় পূজোর প্যান্ডেল করেছে কল্যাণীতে। আসলে কল্যাণী আইআইটি মোড়ে এই পূজো প্যান্ডেলটি করেছে।

20241007_200225.jpg

20241007_200222.jpg

যাইহোক ,বিকালের দিকে প্ল্যান করে আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এখানে যাওয়াটা অনেকটা দূরের রাস্তা ছিল। কারণ প্রায় চার ঘণ্টার মতো সময় লেগে গেছে আমাদের সেখানে পৌঁছাতে। আগে থেকে বাড়ি থেকে প্ল্যান করে গেছিলাম এখানে পৌঁছাতে কষ্ট হবে। সেই ভাবে সব প্রস্তুতি ছিল। এখানে যার জন্য প্রথমে দমদমে নামলে হয়ে যায়। তবে আমরা বসে যাওয়ার ইচ্ছায় প্রথমে শিয়ালদা যাই। সেখান থেকে সরাসরি ট্রেনগুলো যায় তাই ভেবেছিলাম সেখান থেকে বসে যেতে পারবো। তবে বিপরীত ঘটনা ঘটে আমাদের সাথে আমরা শিয়ালদা গিয়ে ট্রেন পাই অনেক পরে তবে সিট পাই না। এভাবে আমাদের আসলে অনেকটা লেট হয়েছে সেখানে পৌঁছাতে।

20241007_202134.jpg

20241007_201845.jpg

আর অনেকটা দূরের রাস্তা ছিল সেজন্য বেশি খারাপ লাগছিলো।আর আমাদের সাথে যেহেতু আমাদের রিলেটিভ ছিল অর্থাৎ বোন এবং বোনের বর এবং বোনের মেয়ে তাই জন্য তাদেরও কষ্ট হয়ে গেছিল। যাইহোক,অবশেষে কল্যাণী ঘোষ পাড়া স্টেশনে নামার পর সেখান থেকে কিছুদূর হেঁটে গেলে কল্যাণী সবথেকে বড় পূজা প্যান্ডেলটি দেখার সুযোগ হয়। আমরা প্রথমে চিনতাম না তাই লোকের কাছে শুনে শুনে সেই দিকের উদ্দেশ্যে রওনা করি। তবে এই লাইন কিন্তু স্টেশন থেকে শুরু হয়ে গেছিল। কারণ অনেক দূর-দূরান্ত থেকে লোক এসেছিল এই পূজো প্যান্ডেল দেখার জন্য। আসলে কোন জায়গায় ভালো পূজো প্যান্ডেল হলে সেখানে লোকজনের ভিড় বেশি হয়ে থাকে। এমনটা এখানেই করে দেখা গেছিলো। বেশি ভিড় হলে আবার পূজো দেখতে একটু প্রবলেম হয়। তবে ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হয়। এখানে পৌঁছে যাওয়ার পর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর লাইন দিয়ে অপেক্ষা করতে হয় সে পর্যন্ত পৌঁছানোর জন্য।

20241007_201828.jpg

20241007_202721.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীট্র্যাভেল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনকল্যাণী ঘোষ পাড়া, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

কল্যাণী ঠাকুর দেখার রাস্তা দীর্ঘ হওয়ার কারণে আপনার একটু কষ্ট হয়ে গেছে তবে যাই হোক ওখানে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এ ধরনের অভিজ্ঞতা মূলক পোস্টগুলো আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।