কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা এই দুইটি শব্দের সাথে পরিচিত হলেও "কৃতঘ্ন" এই শব্দটার সাথে তেমন একটা পরিচিত ছিলাম না।
আমার মনে হয় কাছের মানুষগুলোই আমাদের সব থেকে বেশি ঠকায়। তা না হলে এত উপকার করার পরেও কিভাবে তারা এভাবে প্রতিদান দিতে পারে। এতকিছুর পরেও আপনি এবং আপনার পরিবার মানুষদের জন্য খুব বেশি করেন আর এটাই সব থেকে বড় গুণ।