ফটোগ্রাফি পোস্ট ||| প্রকৃতির কিছু অপূর্ব ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি পরিবারকে নিয়ে সুন্দর ও সুস্থ ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।


প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক কিছু উপস্থাপন করতে।আমার বাংলা ব্লগ সব সময় সেরাটাকে প্রাধান্য দেয়।তাইতো শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি সবকিছু একটু ব্যতিক্রম করার জন্য।

আমি আজ আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।আসলে কিছু কিছু সৌন্দর্যের তুলনা হয় না। প্রকৃতি এত সুন্দর যার রূপ আমরা দেখে আকৃষ্ট হই। আর সেই অপরূপ রূপের সৌন্দর্য আমরা ক্যামেরা বন্দি করি। ফটোগ্রাফি করতে সেরকম ক্যামেরা বা দামি ফোনের প্রয়োজন হয় না বলে আমি মনে করি। কারণ ফটোগ্রাফিটি আমি কিভাবে করব কোন অ্যাঙ্গেলে করব দেখতে কেমন লাগবে সম্পূর্ণই নিজের মনের ব্যাপার।আর সেই ছবিগুলো হতে হয় মন মুগ্ধকর। যদিও সেরকম ফটোগ্রাফার আমি নই তারপরও আমার চেষ্টা সবসময় থাকে সুন্দর কিছু ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করার।

প্রকৃতির সৌন্দর্যের কোন তুলনা হয়না। সেই সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। প্রকৃতির খুব কাছাকাছি থাকলে মনটাও ভালো থাকে। মন ভালো করার প্রধান উপায় হচ্ছে প্রকৃতি। আমি আজ আপনাদের মাঝে প্রকৃতির অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

Messenger_creation_9C24914E-1C0D-48DC-87F3-F70C534756D1.jpeg

সবুজ ধান খেত ও গাছপালা

সবুজ ধান ক্ষেতের পাশাপাশি সবুজ গাছপালা দেখতে বেশ ভালো লাগে। আর সেটি যদি হয় পড়ন্ত বিকালে তাহলে তো আর কথাই নেই।তাই তার একটি সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।
Messenger_creation_2FF6ABEB-877B-4D28-80C6-5D56A75F95BB.jpeg
সবুজ ধান খেতে ওপরে গ্রাম

গ্রামের চতুর সাইডে যখন সবুজ প্রকৃতি জাগে অর্থাৎ ধান ক্ষেতগুলো যখন সবুজে পরিণত হয়। তখন গ্রামটিকেও দেখতে অনেক ভালো লাগে।তাই সবুজ প্রকৃতির সঙ্গে গ্রামটিকেও আমার মুঠোফোনে ধারণ করে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম।
Messenger_creation_C331BE91-22B6-41E9-AB3A-C10220DFF484.jpeg
সবুজ ধান গাছ

ধান গাছগুলো যখন সবুজে পরিণত হয় তখন পুরো মাঠ যেন সবুজে সমারহে পরিণত হয়। আর এই সময় ধান গাছ গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
Messenger_creation_8211A10C-A411-45CE-82A1-018CFB631270.jpeg
পটল খেত

আমরা বাজার থেকে সুন্দর সুন্দর পটল কেনার সব সময় চেষ্টা করি এবং আমরা অনেকেই হয়তো বা জানিনা এই পটল খেত গুলো দেখতে কেমন। তাই পটল ক্ষেতের একটি ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
Messenger_creation_0CE9D71B-8488-4386-8013-60CE10748DB5.jpeg
গোচারণভূমি

আমরা যারা গ্রামে বসবাস করেছি। তারা এই চিত্রের সঙ্গে সবাই পরিচিত। ছোটবেলায় আমরা দেখেছি আমাদের গরুগুলো আমাদের বাড়ির রাখালেরা কিভাবে বিভিন্ন জায়গায় চড়াইতো এবং বেঁধে রাখতো। ঠিক তারই একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
Messenger_creation_E7681407-8749-43E4-B21A-9810979AB89F.jpeg
খেজুর গাছ

বাড়ির পাশে অর্থাৎ উঠানে যদি এ ধরনের খেজুর গাছ থাকে তাহলে দেখতে কেমন লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaF2Re8fLzUufkQu...g7xPY7zb8EFFCbjNKRYpfLq65zmCzMhW3G12FLMkP8m5hDHu12yaYqU3RmvWzXicMYhonxjsm7v7vkZd5VN6s4jutwDrMUc215gwLFjQ7G1rvQbY6ocmSGcr5.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির সৌন্দর্যের এরকম ফটোগ্রাফি করলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আজকে আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যে ফটোগ্রাফি গুলো একেবারে মনোমুগ্ধকর ছিল। প্রকৃতির সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হলাম। সবুজ ধান খেত দেখতে অনেক সুন্দর লাগছে।

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটাই আমার বড় পাওয়া।

Screenshot_2024-12-04-13-00-01-780_com.android.chrome.jpg

Screenshot_2024-12-04-12-59-20-206_com.coinmarketcap.android.jpg

প্রকৃতির সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। খুব সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। বিশেষ করে পটল ক্ষেতের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো।

ঠিক বলেছেন ফটোগ্রাফি মানেই অন্যরকম আলাদা কিছু। আর এই ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে তো আজকে আপনার এই ফটোগ্রাফি দেখে দারুন লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এবং প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি দারুণ লেগেছে। পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

অবশ্যই আপু পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করব।

সবুজ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবাই উপভোগ করতে পছন্দ করে। আপনি দেখছি দারুন সময় কাটানোর পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। যেটা আমাদের সাথে সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরলেন। অনেক ভালো লেগেছে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

বাহ্! সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে আপু। দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বিশেষ করে সবুজ ধান গাছের ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাই আমার কাছেও ধান গাছের ফটোগ্রাফ অনেক বেশি ভালো লেগেছিল।

প্রাকৃতিক দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। বিশেষ করে গ্রামের পরিবেশের এমন সবুজ প্রকৃতি দেখলেই চোখ জড়িয়ে যায়। আপনি আজকে খুব সুন্দর সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলেন। সেই সাথে আপনার এত সুন্দর বর্ণনা পড়ে অনেক ভালো লেগেছে।

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই ।

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।

আপনার কাছে যেহেতু দুইটি ফটোগ্রাফি ভালো লেগেছে। তার মানে আমার ফটোগ্রাফি করা সার্থক।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।