SBD recovery case #1 : beneficiary rme [round 42]

in hive-129948 •  9 months ago 

This post is made for recovering lost SBD : 1470

Recovered so far : 1,484.292 SBD


sbd-recovery একাউন্ট থেকে একটা বিশেষ ঘোষণা


আপনারা সবাই @sbd-recovery একাউন্টটি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন । এই একাউন্টটি ওপেন করা এবং এখানে পোস্ট করার উদ্দেশ্য ছিল শুধুমাত্র বাইন্যান্স-এ আমার লস্ট করা ১৪৭০ SBD রিকোভার করা । পড়ুন বিস্তারিত...

আজ অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমার টার্গেট ফুলফিল হয়ে গিয়েছে । বাইনান্সে ১৪৭০ SBD লস্ট করার পর @sbd-recovery একাউন্টে দীর্ঘদিন ধরে নিয়মিত পোস্ট করার মাধ্যমে আমার হৃত SBD এর পুরোটাই রিকোভার করতে পেরেছি । রিকোভারড এসবিডির মোট পরিমাণ ১৪৮৪.২৯২ ।

যেহেতু হারানো এসবিডির পুরোটাই রিকোভার করতে পেরেছি সেহেতু নিয়ম অনুযায়ী আমার @sbd-recovery একাউন্টে পোস্ট কন্টিনিউ করার কথা নয় । কিন্তু, এখানে একটা ব্যাপার আছে । আমি এই একাউন্টে একটা ধারাবাহিক গল্প লেখা শুরু করেছিলাম যেটার ৩৯ তম পর্ব পাবলিশ করা হয়েছে এখনো অব্দি । আরো ১০-১২ টা পর্বের মতো বাকি আছে এই ধারাবাহিকটি সম্পূর্ণ করতে ।

লাস্ট পোস্ট করেছি ১২ দিন পূর্বে । এই ক'দিন বিজনেসের কাজে খুব ব্যস্ত থাকার কারণে সময় পাইনি গল্প লেখার । তাই ধারাবাহিকটি এখনো অসম্পূর্ণই রয়ে গিয়েছে । ভাবছি যতদিন না ধারাবাহিকটি শেষ হচ্ছে ততদিন আমি এই একাউন্টে গল্পটি কন্টিনিউ করবো । গল্প শেষ হওয়া মাত্রই আমি এখানে পোস্ট করা অফ করে দেবো, কারণ এই একাউন্টটি শুধুমাত্র একটা বিশেষ উদ্দেশ্যেই ব্যবহার করা হবে এবং এটি কমিউনিটির সকলের জন্যই উন্মুক্ত ।

ধারাবাহিকটি শেষ হওয়ার পরেও আমি গল্প লিখবো, তবে এই একাউন্টে নয় । @bedtime-stories, এই একাউন্টে লিখবো । @bedtime-stories একাউন্টে এখনো অব্দি মোট ২ টি গল্প পাবলিশড হয়েছে আর একটি গল্প চলমান আছে । আপনাদের সবাইকে আমার এই ব্লগে গল্প পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

ধন্যবাদ সবাইকে :)


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা হারানো এসবিডির পুরোটাই রিকোভার করতে পেরেছেন,এটা জেনে ভীষণ ভালো লাগলো। কমলাদেবী কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছে কিনা,সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি এই একাউন্টে খুব শীঘ্রই এই গল্পের বাকি পর্ব গুলো শেয়ার করবেন। তাছাড়া bedtime-stories একাউন্টে শেয়ার করা মোমোতারোর গল্পটি পড়তে ভীষণ ভালো লাগছে। মোমোতারো ওনি দস্যুদের দ্বীপে গিয়ে তাদেরকে হারাতে পারবে কিনা,সেটা জানার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। তাছাড়া এই একাউন্টে শেয়ার করা আগের গল্প দুটি পড়েও ভীষণ ভালো লেগেছিল।

১৪৭০ SBD হারানোর পর সত্যিই অনেক খারাপ লেগেছিল। দাদা আপনার টার্গেট ফুল ফিল হয়েছে জেনে অনেক ভালো লাগলো। কোন কিছু হারানোটা সত্যি অনেক বেশি কষ্টের। আর আপনি আবারো অনেক পরিশ্রম করে নিজের হারানো সম্পদ অন্য মাধ্যমে রিকভার করতে পেরেছেন এটাই সবচেয়ে বেশি আনন্দের।

দাদা আপনি হারানো এসবিডি গুলো রিকভারি করতে পেরেছেন জেনে সত্যি বেশ খুশি হলাম। আপনি এই একাউন্টে মোট ৩৯ পর্ব গল্প পাবলিস্ট করেছেন এখনো কয়েকটি পর্ব বাকি আছে সেগুলো আমাদের মাঝে শেয়ার করা শেষ হলেই পোস্ট লেখা বন্ধ করে দিবেন এই একাউন্টে জানতে পারলাম। তবে আপনি গল্প লেখা কন্টিনিউ করার জন্য নতুন একটা একাউন্ট ক্রিয়েট করেছেন জেনে বেশ ভালো লাগলো। চেষ্টা করব দাদা আপনার লেখা ব্লগের গল্পগুলো প্রতিনিয়ত পড়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যাক, ফাইনালি আপনার এসবিডি রিকভারি হয়েছে জেনে খুবই ভালো লাগলো। বাইন্যান্স এ এতো এসবিডিগুলো ব্যাক দিল না! এটা মাঝে মাঝে ভেবে নিজেরই কেমন লাগে। তবে আপনি এতোদিন এখানে গল্প পাবলিশ করছেন আর আমি জানতামই না 🙂। আরও বারো থেকে তেরোটা পর্ব লিখবেন। আশা করছি বাকি পর্বগুলো কন্টিনিউ করবেন দাদা।

দাদা আপনি হারানোএসবিডি রিকভার করতে পেরেছেনএটা জেনে অনেক ভালো লাগলো
আসলে কোন কিছু হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে। দাদা আপনি এই একাউন্টে ৩৯ পর্ব গল্প ধারাবাহিকভাবে পাবলিস্ট করেছেন আরো কিছু পর্ব বাকি আছে ধারাবাহিকটি সম্পন্ন করতে। bad time- stories একাউন্টে দুটি গল্প পাবলিস্ট হয়েছে আরেকটি চলমান আছে জেনে ভালো লাগলো চেষ্টা করব দাদা আপনার গল্পগুলো পড়ার জন্য কারণ আপনার গল্প ও লেখা থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অবশ্যই দাদা।আপনি যে গল্পটি শেষ করবেন এটাই আমাদের জন্য আনন্দের।কারণ আপনার আবার বেশিরভাগ গল্প ই অসম্পূর্ণ থেকে যায়।অবশ্য তা যে ব্যস্ততার জন্যে তা আমরা বুঝি।কিন্তু পাঠক-পাঠিকার এতুটুকু অভিমান তো আপনার মানতেই হবে।

আজকের পোস্ট দেখে একটু ভয় পেয়েছিলাম। আপনার sbd রিকোভার হয়ে গিয়েছে এখন কোমলদেবীর কি হবে? যাক তাহলে গল্পের পরবর্তী পর্ব পাবো তাহলে। খুব ভালো লাগলো দাদা আপনার sbd রিকোভারি হয়েছে শুনে।