☆꧁:স্বরচিত কবিতা :꧂☆
বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা -আজ আমি বর্তমান সময় উপযোগী একটি কবিতা নিয়ে হাজির হলাম।। প্রচন্ড তাপদাহে আমরা প্রায় অস্থির হয়ে পড়েছি। প্রচন্ড রোদের প্রখর তাপে যেন চারিদিক পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জনজীবন হয়ে উঠছে অতিষ্ঠ। এসময় হিট স্টোকের পরিমাণ অনেক বেশি। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।
এমত অবস্থায় আমাদের সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই আমাদেরকে সুস্থ রাখতে পারে।
সুস্থ থাকার জন্য আমাদের বেশি বেশি বিশুদ্ধ পানি পান করা উচিত। ডাবের পানি পান করা উচিত। বেশি বেশি লেবুর শরবত খাওয়া উচিত। শাকসবজি এবং ফলমূল পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত।
সর্বোপরি আমাদের বেশি বেশি গাছ লাগা উচিত। এবং বৃক্ষ নিধন কর্মসূচি বন্ধ করা উচিত। প্রতিবছর আমরা প্রত্যেকেই যদি একটি করে গাছ লাগাই। তাহলে পরিবেশের ভারসাম্যতা আবার রক্ষা হবে। আমাদের দেশ আমাদের শহর আমাদের গ্রাম হবে সবুজে সবুজময়। আসুন পরিবেশ রক্ষার্থে আমরা সকলেই বেশি বেশি গাছ লাগাই। এই আহবান রেখেই আজকে আমার এই স্বরচিত কবিতা আপনাদের সকলের জন্য।
প্রচন্ড এই তাপদাহে
বলে যেতে চাই,
গাছের চেয়ে ভালো বন্ধু
পৃথিবীতে নাই।
শোধ হবেনা কোনদিনও
গাছের কাছে ঋণ,
গাছ লাগাতে হবে মোদের
তাইতো চিরদিন।
ভুলতে কভু পারবো না যে,
গাছের অবদান,
অক্সিজেনে বাঁচিয়ে রাখে
আমাদের এই প্রাণ।।
পরিবেশের ভারসাম্যতা
রক্ষা করে ভাই,
জলবায়ু নিয়ন্ত্রণে
গাছের জুড়ি নাই।
গাছ আমাদের খাবার যোগায়
দেয় যে শীতল ছায়া,
গাছ আমাদের পরম বন্ধু
তাইতো এত মায়া!
গাছের কাছে ফুল সমাহার
সুস্বাদু সব ফল,
ঔষধি সব গুণাগুনে
বাড়ায় দেহে বল।
পশু পাখির জন্য যে গাছ
নিরাপদ আশ্রয়,
এই গাছকে কাটার জন্য
দিও না প্রশ্রয়।
মাটির ক্ষয় রোধ করে যে
সৌন্দর্যকে বাড়ায়-
বায়ু করে পরিষ্কার আর
আবর্জনা তাড়ায়।
নান্দনিকতা দেখা যায়
নানান রকম গাছে,
দুহাত জোরে অনুরোধে
চাইছি সবার কাছে-
জনে জনে গাছ লাগাই আর
বাঁচাই পরিবেশ,
সুন্দর হবে পৃথিখীটা
সবুজ হবে দেশ।
বেশ বেশ বেশ আহা
বেশ বেশ বেশ।
এই অনুনয় করেই আমি
করছি এখন শেষ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৫ এপ্রিল ২০২৪
সময়- সকাল ৯ঃ৪২
কবিতা কুটির -নীলফামারী
আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সব সময়।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: (কবিতা )
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ সচেতন মূলক একটি কবিতা রচনা করেছেন। গাছ আমাদের পরম বন্ধু, আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো। আলহামদুলিল্লাহ আমিও প্রত্যেক বছর কম বেশি গাছ লাগাই এমনকি গাছ থেকে কলম বেঁধেও গাছ তৈরি করে গাছ লাগানোর চেষ্টা করি। কারণ গাছ লাগানো সবজি ফালানো আমার এক প্রকার নেশা। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর কবিতা পড়ে যেখানে মানুষজন যথেষ্ট সজাগ ও সচেতন হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত বছর আমিও আমার একাডেমী থেকে অনেকগুলো গাছ বিতরণ করেছিলাম যেন প্রত্যেকেই তার নিজের নিজের বাড়িতে গাছ লাগায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। সচেতন মূলক একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গাছ আমাদের প্রকৃত বন্ধু।আমাদের সকলের উচিত গাছ লাগানো। সুস্থ থাকার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে।
ধন্যবাদ আপু অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু আমাদের প্রত্যেকের বেশি বেশি গাছ লাগানো উচিত বলে আমি মনে করি।
তাহলে পরিবেশের ভারসাম্যতা আবার রক্ষা পেলে, এই প্রচন্ড তাপদাহ থেকেও আমরা রক্ষা পেতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল হ্যাংআউটেও এই কবিতাটি আবৃত্তি করে ছিলে, বেশ চমৎকার হয়েছে এবং সময়োপযোগী একটি কবিতা লিখেছো, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছ গতকাল হ্যাংআউটে এই কবিতাটি পড়েছিলাম। ভাবনাম কবিতার মাধ্যমেও যদি কিছু মানুষকে সচেতন করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit