হ্যালো..........
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
নারী শব্দটি মাত্র দুটি অক্ষরের। কিন্তু এই দুটো অক্ষরের শব্দই অনেক ক্ষেত্রের উপমা নিহিত। হয়তো আপনারা ভাবতেছেন কিভাবে? এই নারী নামক শব্দটি কে কেন্দ্র করে আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরতে চাই। তাহলে বিষয়টি আপনাদের কাছে বোধগম্য হবে। চলুন।
প্রথমে আসি মা নামক উপমা থেকে। আমাদের সকলেরই মা রয়েছেন। হয়তোবা কারোর চির বিদায় হয়েছেন তাদেরও কোন এক সময় ছিলেন এই মা জননী। তবে আপনার ' মা' মা হওয়ার পূর্বে তিনি কিন্তু একজন নারী! এই মা নামক নারী তার সন্তানের জন্য কতটুকু করতে পারেন এটা আমার বা আপনাদের অজানা নয়। মা এবং বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারবে না। একজন মা নিজে না খেয়ে তার সন্তানদের খাওয়ান। নিজের মনের মধ্যে অসংখ্য কষ্ট চেপে রেখে সন্তানদের মুখে হাসি ফোটান। ছোটবেলায় কত আমরা জ্বালিয়েছি তারপরেও তিনি বিরক্ত হননি।
তাছাড়া তিনি হচ্ছেন একজন নিঃস্বার্থ কর্মী! কিভাবে? ভেবে দেখুন যেদিন থেকে তিনি আপনার বাবার সংসারে এসেছেন তারপর থেকে তিনি বিনা পারিশ্রমিকে কলুর বলদের মতো খেটে যাচ্ছেন। পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য। সেই দিক থেকে বাবাও কিন্তু কম নয়। যেহেতু নারীর কথা বলছি তাই বাবার কথাটা স্কিপ করলাম।
এখন যদি বলি মেয়ে; সেও তো একজন নারী। একটা ছোট্ট মেয়েকে তার বাবা-মা তাকে নিজের রাজকন্যার মত করে মানুষ করে থাকেন। নিজেদের রক্ত মাংস পানি করে মেয়ের ভবিষ্যতের জন্য কাজ করে যান। অবশেষে সেই মেয়ে নামক নারী বাবা-মার মনে কষ্ট দিয়ে দুদিনের পরিচয়ে প্রেমিক নামক যুবকের সাথে দূর দেশে পাড়ি জমায়(সব মেয়েরা নয়)। আহঃ কি কষ্টকর বিষয়। নারী নামক এমন মেয়েদের কপালে দুঃখ অবধারিত থাকে। তাই সাবধানতা অবলম্বন করুন।
নেত্রী হিসেবে একজন নারী। অবশ্যই সুদক্ষ এবং বিচক্ষণ হতে হয় নারী নেত্রী হতে গেলে। এই দিক থেকেও নারীরা কিন্তু পিছিয়ে নয়। বিভিন্ন কর্মস্থলে নারীরা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে পুরুষের সাথে তালে তাল মিলিয়ে।
এখন যদি বলি বৃদ্ধ বা যাদেরকে বাসার মুরুব্বী বলা হয়ে থাকে। যারা পরকালের পথে পাড়ি জমানোর শেষ প্রান্তে উপস্থিত। বলছি ঠাকুরমা, দাদীমার কথা। এই সময়টাতে তারাও কিন্তু সন্তান-সন্ততি সবাইকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে থাকে যদিও বা শরীরে বল থাকে না।
সুতরাং এতটুকুই বলবো নারীরাও কিন্তু আমাদের থেকে কম কিছু নয়। তাই পুরুষদের আহ্বান করছি নারীদের নিচু চোখে নয় শ্রদ্ধা এবং সঠিক দৃষ্টিতে তাকান। তাহলেই আমাদের যুগ আরো এগিয়ে যাবে।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে আপনি আপনার মতামত তুলে ধরেছেন। একজন মানুষের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায় সৃষ্টি হয়। তার মধ্য থেকে সে চেষ্টা করে চলে নিজেকে ১০ জনের মাঝে তুলে ধরার। তবে অনেকে ছোট চোখে দেখে তার পিছনে অনেক কারণ থাকে। ভালো কারণ মন্দ কারণ। তবে আমি মনে করি সব চিন্তা দূর করে ছেলে মানুষ মেয়ে মানুষ একসাথে সমাজ উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে যেন সবাই ভালো থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব রকমের বৈষম্য দূর করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তাহলে সমাজ পরিবর্তন হবে। যাইহোক আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বর্তমান সময়ে সবদিক থেকে নারীরা পুরুষের সমান। এমনকি একটা পুরুষের জীবনের সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে নারী। উঠতে, বসতে, চলতে সবকিছুতে নারীর অবদান রয়েছে। নারী এমন একটা জাতি যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু মানুষকে মন থেকে সাহায্য করার জন্যই জন্ম নেয় এমন মনে হয়। তবে আজকে আপনার লেখা কথাগুলো পরে ভীষণ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চরম সত্য কথা হলো নারীহীন পুরুষের জীবন শূন্য মরুভূমির মতো। এই মরুভূমিতে ফুল ফোটাতে অবশ্যই নারী নামক মানুষটির প্রয়োজন। যাই হোক একটি গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! দারুণ লিখেছেন ভাই। আসলে নারীদের অবদানের কথা লিখে বা বলে শেষ করা যাবে না। নারীর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে কাজ করে যাচ্ছে। তাই নারীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কিন্তু তবুও এই আধুনিক যুগে কিছু কিছু মানুষ নারীদেরকে অবহেলা করে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit