হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
হে মানুষ,
অহংকারে নয় মনুষত্বে হও বলিয়ান
যার তরে করবে তোমায় সবে ভক্তিময় সম্মান।
নিজের ভালো লাগি করনাকো করো ক্ষতি
তব ইহকাল,পরকাল পস্তাবে পাবেনাতো গতি।
সময় থাকতে হও পরোপকারী
যাতে করে দোয়া সবে তোমার লাগি।
আজকালকের নেতারা নামেই সাধুবান
কাজের বেলায় যাদের থাকে ধরাকে ষড়াজ্ঞান।
ওহে মানুষ তুমি যাকে বলো;
অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র!
আদৌ কি তুমি জানো ঐ নেতার জীবন বৈশিষ্ট্য?
ওহে মানব কুল শোনো খানিকক্ষণ!
কদিন বাঁচবে তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ায়?
যা নিয়ে করো তুমি অথই বড়ই
সব রবে পড়ে তুমি থাকবেনা ভবেই।
তুমি মানুষ আমি মানুষ
তবুও ভীষণ ভেদাভেদ,
একই রক্তমাংসে গড়া মোরা
তবুও মোদের মনে ঘেরা,
বৈষম্যের নাইকো শেষ।
দুনিয়া ভরা আছে মানুষ
যারা স্বার্থের জন্য হয় আপন,
তাদের তরেই করি মোরা জীবন শেষ
যাদের মনে আমাদের তরে নেই কোন,
স্বার্থহীন ভালবাসার রেস।
মায়া ভরা এই রঙ্গিন পৃথিবী ছেড়ে
চলে যাব এক অজানা দেশে।
যেথায় রবে নাকো কোনো কোলাহল
থাকবে সেথায় শান্তির রোল।
মৃত্যু আমায় করে নিবে আপন
করবে পর সব আপনজন।
সবাই দিবে বিদায় আমায়
ফেলে আসবে কোনো অজানা নিশানায়।
বর্তমান সময়ের মানুষদের নিয়ে কি বলবো আর। মানুষ আছে ঠিকই কিন্তু মানুষের মধ্যে মনুষত্ব নামক জিনিসটা সম্পূর্ণরূপে অনুপস্থিত। তবে সবাই একরকম নয় এটাও মানতে হবে। তবে অধিকাংশ মানুষ গুলোই দেখবেন যারা কেবলমাত্র আপনার স্বার্থের জন্যই আপনার কাছে আপন হয়ে থাকে। স্বার্থ ফুরালো তো সে আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। তারা একটা বারের জন্যও বিবেচনা করে না যে আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং এত বড়ই করে কি লাভ এত অত্যাচার করে কি লাভ। সকলের প্রতি আমি এটুকুই অনুরোধ জানাবো নিজের ভালোর জন্য কখনো কারো ক্ষতি করতে যাবেন না তা না হলে ইহকাল পরকাল দুই কালই কিন্তু নষ্ট হয়ে যাবে হয়তো বা সাময়িক সময় ভালো থাকতে পারবেন কিন্তু জীবনের কোন একটা সময় যেয়ে ধরা খেয়ে যাবেন।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম কবিতাটা একটু সাধুর ভাষায় রয়েছে। মানে পুরনো দিনের কাব্য গতির সাথে মিল খুঁজে পাই । আবার পরের কবিতা গুলোতে এরকম কোন ব্যাপারই নেই। থেকে লেখাগুলো আরো ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাগুলি একটু আলাদা আলাদা ভাব দিয়ে লেখার চেষ্টা করেছি আপু। যাই হোক আমার অনু কবিতা কে নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা আমি খুবই পছন্দ করি, যার কারণে আপনার লেখা কবিতা গুলো দেখে ভালো লাগলো। তাই পড়লাম আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা আমারও ভীষণ পছন্দের ভাইয়া। যাই হোক সবগুলো কবিতা ভালো ভাবে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো খারাপ মিলিয়েইতো মানুষ। ভালো মানুষ যেমন পৃথিবীতে রয়েছে খারাপ মানুষেরও কমতি নেই। যাইহোক ভাইয়া আপনার আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে। এরকম ছোট ছোট অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভালো এবং খারাপ দুটো নিয়েই আমাদের বাঁচতে হয়। তারপরেও আমাদের নিজেদের জায়গা থেকে আমরা চেষ্টা করলে অনেকটা পরিবর্তন আনতে পারি। কমেন্টের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো বেশ চমৎকার কবিতা লিখতে পারেন ভাই। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা কবিতা খুবই দারুণ ভাবে আপনি লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন উৎসাহ মূলক মন্তব্য পেলে কাজের গতি আরো বেড়ে যায় ভাইয়া। চেষ্টা করি কবিতা গুলি মনোযোগ দিয়ে লেখার জন্য। যাই হোক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে মানুষ সম্বন্ধে ধারণা যায় না। আর ভালো মন্দ মিলেই মানুষ। তবে আজকে আপনি সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই বর্তমান সময়ের মানুষদের চেনা বড়ই দুষ্কর।যাইহোক আমার অনুকবিতাগুলি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো শিক্ষামূলক অনু কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক এছাড়াও এই কবিতাগুলো আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাইয়া কবিতা গুলো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে লেখার জন্য। সবগুলো অনু' কবিতা পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit