হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু কথা:
আমি অফলাইনে যদিও বা বেশ কয়েক জায়গায় কবিতা আবৃত্তি করেছি কিন্তু অনলাইনে বা আমাদের কমিউনিটিতে কখনো আবৃত্তি করা হয়ে ওঠেনি। আজকেই প্রথম আবৃত্তি শুরু করলাম। হয়তো বা আপনাদের মনের মত করে আবৃত্তি করতে পারবো না বা সবকিছু ঠিকঠাক মতো করতে পারব না তাই আশা করছি ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ এটাও সত্য যে চেষ্টা করতে করতেই একদিন ভালোভাবে আবৃতি করতে পারবো। এই প্রত্যাশায় জীবনের পথ এগিয়ে চলা। আবৃতি প্রকৃতপক্ষে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। কেননা আবৃত্তি থেকে কবিতার ভাব গুলো চরমভাবে বোঝা যায়। আমার মন খারাপ থাকলে আমি বেশ কয়েকটি কাজ করে থাকি তার মধ্যে কবিতা আবৃত্তি অন্যতম। অনেক কথাই বলে ফেললাম, চলুন এবার আবৃত্তিতে ফিরে যাওয়া যাক। আমি আমার সর্বস্ব দিয়ে ভালোভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
•কবিতার নাম: আসবে কি এগিয়ে তুমি?
•লেখক : শ্রদ্ধেয়@hafizullah ভাইয়া
•আবৃতি : মোঃ শাহিদ ইসলাম
❀আসবে কি এগিয়ে তুমি?❀
আলোর মিছিলে আলোর সন্ধানে
আমি নতুন পথযাত্রী,
সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে খুঁজি
আমি নতুন অভিযাত্রী।
আলোর ছিটা-হৃদয়ের মমতা নিয়ে
আসবে কি এগিয়ে তুমি?
ভালোবাসার পরশে-হৃদয়ের শীতলতায়
আলোর সন্ধান দিবে কি তুমি?
অন্ধকারাচ্ছন্ন নির্জন পথে একাকী
আমি নতুন মুসাফির,
সীমানাহীন নিশ্চল মহাশূন্যে
আমি শঙ্কিত পথিক।
পথের দিশা-হৃদয়ের স্নেহতা নিয়ে
আসবে কি এগিয়ে তুমি?
ভালোবাসার উষ্ণতা- হৃদয়ের কোমলতায়
মানবতার সন্ধান দিবে কি তুমি?
অস্থির হৃদয়ে আমি সন্ত্রস্ত
কলঙ্কিত চারপাশের দৃশ্যাবলী,
নিরাশায় ভগ্নহৃদয়ে আমি বিষন্ন
বিকৃত মানবতায় বিব্রত প্রকৃতি।
তোমার মমতা-তোমার ভালোবাসা
পারবে কি জাগাতে দ্রোহিতা?
উষ্ণতার আলিঙ্গনে হৃদয়ের স্ফুলিঙ্গ
পারবে কি জ্বালাতে সকল কালিমা?
শ্রদ্ধেয় হাফেজ উল্লাহ ভাইয়া বেশিরভাগই কিন্তু আবেগের কবিতা লিখে থাকেন। তবে প্রত্যেকটা কবিতার মাঝে যেন রূপকথার বীজ বপন করেন। প্রত্যেকটা লাইন যেন মনের গভীর মাধুর্যতা দিয়ে লিখে থাকেন। ঠিক সেরকমই একটি কবিতা লিখেছেন আসবে কি এগিয়ে তুমিএই কবিতার মাঝে কিছুটা আকাঙ্ক্ষা, কিছুটা আবেগ, আর কিছুটা ভালোবাসার ছোঁয়া দিয়ে লিখেছেন এই কবিতাটি। আসলে আমার মুখের বলা কথা নয় আপনারা কবিতাটি পড়লেই বুঝতে পারবেন কতটা সৌন্দর্যতা পূর্ণ। আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র যেখানে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলেছি। এই রণক্ষেত্রের প্রত্যেকেই আমরা এক একজন মুসাফির। যে পথে একা চলতে চলতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। ঠিক এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনে হয় যদি কেউ সহযোগিতা করতো অনেক বেশি উপকৃত হইতাম। সেই উপকারটুকু করার জন্যই আমাদের জীবনে থাকে প্রিয়তমা নামের একজন। যার শীতল স্পর্শে আমরা বহু দূরে এগিয়ে যাই। যাইহোক বন্ধুরা আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
ভাইয়া আপনি তো দেখছি ভালো কবিতা আবৃতি করেন। আপনার কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি। উপস্থাপন দারুন হয়েছে। আশা করছি আবারো নতুন কোন কবিতা আবৃত্তি শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের থেকে এমন পজিটিভ রেসপন্স পেলে কাজের প্রতি আরো চাহিদা বেড়ে যায়। যাই হোক চেষ্টা করব পুনরায় নতুন আরো কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন খারাপ থাকলে যেহেতু কবিতা আবৃত্তি করতে ভালো লাগে, তাহলে কি এই আবৃত্তি মন খারাপের সময় করেছেন। তবে এটা কিন্তু আপনার খুব ভালো একটি দিক বলা যায়। কবিতা আবৃত্তি শুনতে আমার খুব ভালো লাগে। আপনি আজ হাফিজুল্লাহ ভাইয়ার লেখা খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনার আবৃত্তিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন অতিরিক্ত একঘেয়েমি লাগে তখন আবৃত্তি আর্ট গান এগুলো করে থাকি। চেষ্টা করেছি আপু সুন্দরভাবে আবৃতি করে উপস্থাপন করার জন্য। আপনার উৎস মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit