হ্যাল্লো বন্ধুরা,,,,,,,,,,,,,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে মানুষেরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। সেটা হয় মানসিক ,শারীরিক বা বুদ্ধিসত্তার দিক থেকে।বর্তমান যুগ আর আগের যুগ দুটোর মধ্যে যেমন বিস্তর ফারাক রয়েছে ঠিক তেমনিভাবে আগেকার মানুষ আর এখনকার মানুষ দুটোর মধ্যেই সমান ফারাক রয়েছে। বিষয়টা হয়তো একটু ঘোলাটে লাগছে। চলুন এই বিষয় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা যাক তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন।
আমি কেন বললাম যে আগেকার যুগ আর এখনকার যুগ এবং আগেকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে সমান সমান পার্থক্য রয়েছে। এর দুটো কারণ এর মধ্যে দু দিকটাই পরিলক্ষিত হয়। যেমন ধরেন যুগ পরিবর্তিত হয়েছে ,আগের যুগ ,বর্তমান যুগের মতই নয় , বর্তমান যুগের নেয় আগেকার যুগ কোচিনকালেও আধুনিকতায় ভরপুর ছিল না। কিন্তু বর্তমান সময়ে আমরা আধুনিক যুগে বসবাস করছি এবং আগামীতে আরো আধুনিকতায় পা বাড়াবো। সেই দিক থেকে প্রাচীন যুগ ছিল অনেকটাই আধুনিকতাহীন। কিন্তু সেসময়ের মানুষদের একটি দারুন গুন ছিল, কি সেই গুণ চলুন দুই নম্বর বিষয়টি জানলেই বুঝতে পারব।
বর্তমান সময়ের মানুষ অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পথ চলা শুরু করে এবং শুরুর দিকে তারা যে কোন কাজের প্রতি যে আগ্রহ দেখায় সেই আগ্রহটা মাঝামাঝি এসেই শেষ হয়ে যায় শেষ পর্যন্ত যাওয়া তো দূরের কথা। তবে হ্যাঁ এর কিছু ব্যতিক্রম মানুষও রয়েছে। কেবলমাত্র তারাই সাকসেস হয় যারা লড়ে যায় শেষ পর্যন্ত। আর প্রাচীন যুগের মানুষরা যেকোনো কাজ একবার শুরু করলে সেটার শেষ পর্যন্ত দেখে ছাড়তো। যতক্ষণ দেহে প্রাণ থাকতো লয়ে যেত।
বিষয়টা কে আরো একটু যদি খোলাসা করি, আমি নিজের চোখে বেশ কিছু মানুষকে দেখেছি যারা বেশ কিছু ব্যবসা নিয়ে তাদের ক্যারিয়ার শুরু করলেও শেষ পর্যায়ে তারা সেটা থেকে অব্যাহতি নিয়ে নেয়। মানে আমি বোঝাতে চাচ্ছি তারা ব্যবসার শুরুটা যে মনের চাহিদা নিয়ে শুরু করে শেষ অবধি তারা সেটাকে ধরে রাখতে পারে নাই। যার ফলে তারা সাকসেস ও হতে পারেনি।
নীতিগত দৃষ্টিকোণ থেকে বলা যায় ,যে কোন বিষয়ের প্রতি সাকসেস অর্জন করতে গেলে অবশ্যই সেটার প্রতি লেগে থাকতে হয়, ধৈর্য ধরতে হয় ,বাধা আসে সেগুলো অতিক্রম করতে হয় তবেই না সাকসেসফুল হওয়া যাবে। যাই হোক জীবন আপনাদের তাই যেটাই করুন না কেন ভবিষ্যৎ এবং নিজের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ভেবেচিন্তে কাজ শুরু করবেন এবং যেটাইহোক শেষ অব্দি লেগে থাকবেন তাহলেই আশা করি সাকসেস হতে পারবেন।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
হ্যাঁ ভাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে অনেক মানুষ ব্যবসা শুরু করেও সেই ব্যবসার সাফল্যতা অর্জন করতে পারে না এবং সেখান থেকে সরে আসেন। তবে একটা বিষয় কি সব সময় যে কোন বিষয়ের উপর লেগে থাকতে হবে অবশ্যই সফলতা আসবে। কোন কিছুকে অবহেলা বা ছোটবেলা মনে করতে নেই। কারণ সাফল্যতা ছোটর মধ্যে নিহিত থাকে বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য বলেছেন যে ছোট জিনিস থেকেই বড় এবং সাফল্য অর্জন করতে শিখতে হয়। ধৈর্য পরিশ্রম দুটোই লাগে সফল হতে। যাই হোক পুরো পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্যটি করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া জীবনে কিছু অর্জন করতে হলে বা কোন কাজে সফলতা পেতে হলে অবশ্যই সেটির পিছনে লেগে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই কাজে সফল হতে না পারি ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে। খুবই সুন্দর কিছু কথা তুলে ধরেছেন। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালো লাগাতেই আমার লেখালেখি সার্থক বলে মনে করি। যাইহোক সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit