সম্ভবত সপ্তাহ দুয়েক আগে, এই কবিতা আমি একবার হাংআউটে আবৃত্তি করেছিলাম । তবে তাও যেন কোনভাবেই আমি নিজের তৃপ্তি মেটাতে পারছিলাম না । আসলে মাথার চুল টেনে টেনে ছিঁড়ে কবিতাটি লিখেছিলাম, তাই হয়তো আবেগের পরিমাণটা একটু বেশি ।
সময় পেলেই মানুষের কবিতা পড়ি , মাঝে মাঝে অন্যের কবিতা আবৃত্তি করি । তবে আজ যেহেতু নিজের লেখা কবিতা আবৃত্তি করছি , তাই একটু আগ্রহের পরিমাণটা খুব বেশিই । গতকাল যখন রেকর্ডিং ও এডিটিং শেষ হলো তখন দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে । ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে গিয়েছি ল্যাপটপের সামনেই তা কিন্তু একদম মনে ছিল না ।
এই কবিতার কথা গুলো যদি কারো বাস্তব জীবনের সঙ্গে মিলে যায় । তাহলে আমার সেক্ষেত্রে কিছুই করার থাকবে না । হয়তো আমার জীবনেও কোন একটা সময়ে এরকম ফেলে আসা অতীত ছিল আর যেহেতু টুকটাক কবিতা লেখার চেষ্টা করি, হয়তো সেই জায়গা থেকেই কবিতাটি লিখেছিলাম। ভালোবাসার প্রকৃত স্বাদ মনেহয় বিরহে আর বিচ্ছেদেই । তারপরেও যদি এলোমেল আবেগ কারো মনে সঞ্চারণ হয় , তাহলে করজোড় করছি ক্ষমা করে দিয়েন ।
হয়তো কেউ একজন কথা দিয়েছিল, তবে সব কথায় যে সব সময় পূর্ণতা পায়, এমনটা তো কথা নেই । হয়তো দুজনার গন্তব্য ঠিক ছিল না , বিধায় দুজনের মাঝে দুরত্ব তৈরি হয়ে গিয়েছে । তার মানে এই না যে , আমি তার অমঙ্গল কামনা করছি । আমি চাই সেও ঠিকঠাক ভালো থাকুক তার নিজ স্থানে । হয়তো সম্পর্কে বোঝাপড়ার ঘাটতি ছিল কিন্তু তারমানে এই না যে সেই ঘাটতি সারাজীবন বয়ে বেড়াতে হবে ।
সম্পর্কে ঝড় বাতাস আসুক , ভূমিকম্প হয়ে সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে যাক , বিরহের অনলে পুড়ে ছাই হয়ে যাক, আমার তো মনে হয় তারপরেও ভালোবাসা কে সম্মান দেখানো দরকার। দোষারোপ না করে, কাউকে অভিমানে কিছু না বলে , ভালোবাসা কে সম্মান ও শ্রদ্ধা করাই শ্রেয় । ভালো থাকুক, ভালোবাসা ।
এ শহরটা আমার একার নয় রে
লেখা : শরীফ শুভ
আবৃত্তি : শরীফ শুভ
ব্যাকগ্রাউন্ড টিউন : কপিরাইট ফ্রি
এ শহরটা কার বলতো
আমার নাকি তোর
কত বিচরণ কত হাঁটাহাঁটি
কত একত্রে ছোটাছুটি
কতো গুলো সময় একত্রে কাটিয়েছি
ভাবতে পারিস, এ শহরটা স্মৃতির শহর।
আজ সময় গুলো কই
নাকি তুই আমি দূরে সরে গিয়েছি,
দুজন দুজনার গন্তব্যে ।
তুই তো বেশ আছিস ,
হুট করে যখন ভীড়ের মাঝে দেখা হয়ে যায়
সেই চাহনি সেই ভাবনা
এখনো কি মনে দোলা দেয়,
কই আমার তো আজকাল কিছুই হয় না ।
আমি তো দিব্যি আছি,
সংসার করছি পরিবারকে সময় দিচ্ছি
আবারো ব্যস্ত হয়ে যাচ্ছি নিজের কর্মে ।
আর তুই, কখন বাড়ির কর্তা অফিসে যাবে
তাকে গুছিয়ে দেওয়া, সংসার সামলানো
তারপর ঐ ব্যস্ত রান্না ঘরের হিসাব মেটানো ।
এমনটা কি কথা ছিল নাকি
নাকি কথা ছিল দুজনে
পাখা মেলে নীল আকাশে ভেসে বেড়ানোর
তাহলে এমন কেন হল
আর আজ যখন বছর কয়েক পরে
হুট করে হাজারো লোকের ভীড়ে
ঘুরে ফিরে দেখা হয়ে গেল,
হঠাৎ করে বুকের ভিতর চিনচিন ব্যথা
আমি বেশ ধাক্কা খেয়েছি
তোর মনে কি চলছে
তা আমার জানা নেই
তবে আমার ভেতরটাতে
তুই যে ঘুরপাক করছিস
তা আমি বুঝতে পারছি ।।
এখনো কি মনেপড়ে
নাকি অন্য জায়গায় মুখ লুকিয়ে রাখিস
আর বলিস ও আমার পিছনে ঘুরত,
আমি কি পিছনে ঘুরতাম,
না তোর মনে জায়গা বেঁধেছিলাম
তা কিন্তু তুই জানিস ।
এ শহরটা আমার একার না রে
এ শহরটা আমাদের
তুই বিচরণ কর তোর মত করে
যেমনটি আমি করছি এখনো
হুটহাট করে যদি দেখা হয়েই যায়
তাহলে অতীতে না ফিরে
বর্তমানকে আঁকড়ে ধরেই
না হয় বেঁচে থাকলাম, নিজেদের মতো করে ।
জীবনের প্রতিটি পাতায়
যে তুই জড়িয়ে ছিলি ,
সেই তুই নামক মানুষটা
মুছে গেছে হয়তো ব্যস্ততায়
নতুবা বাস্তবে মুছে ফেলতে বাধ্য হয়েছি ।
তোকে আলিঙ্গন করে রেখে কোন লাভ নেই ,
এত কষ্টের ভাগীদার আমি হতে পারব না
আমি মুক্তি চাই, যেমনটি আছি বেশ আছি
এখানে আর তোকে জায়গা দিয়ে লাভ নেই ।
তোর মিষ্টি শীতল স্পর্শের গন্ধ
আমার এখনো মনে পড়ে ।
বুক পকেটে রাখা সেই চিঠিটা
মাঝে মাঝে দেখি খুব গোপনে ।
যেখানে তুই লিখেছিলি,
তোকে ছাড়া আমি একা ।
তবে তুই তো বেশ
ভালোই সঙ্গী জুটিয়ে নিয়েছিস ।
আমিও তো কম নই ,
আমিও হাল ছেড়ে দিয়েছি ।
আচ্ছা এই যাত্রায় কে স্বার্থপর ,
কে বেইমান , কে কথা রাখে নি
এসব প্রশ্নের উত্তর আমি কখনো খুঁজতে যাইনি,
হয়তো নিয়তি আমাদেরকে একত্রিত হতে দেয় নি ।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাই সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন, যারা বারবার শুনতে ইচ্ছে করলো। খুবই ভাল হয়েছে ভাইয়া। সত্যিই অসাধারণ আর নিজের লেখা আবৃত্তির মধ্যে রয়েছে অনেক শান্তি। সবমিলিয়ে খুবই ভাল হয়েছে, আপনার সুস্থতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজের মতো করে আবৃত্তি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো দাদা, ছবিতে হাসিটা তো খুব কিউট লাগছে। লেখাটাও ভালো ছিল দাদা। ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোর মতামতে যে কি উত্তর দেব সেটাই আমি বুঝতে পারছি না । তোর প্রতি আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি রে আপু । শুভেচ্ছা নিস ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার কবিতা আবৃত্তিটা শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি খুব মানিয়েছে। খুব সুন্দর করে প্রতিটা লাইন আপনি আবৃত্তি করেছেন। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এবং সেই সাথে আবৃত্তিটা আরো বেশি সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকবার আবৃত্তিটা শুনেছি সত্যি ভাইয়া বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আর আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কবিতা এবং আবৃত্তি আরো চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঠকের সন্তুষ্টি লেখকের আন্ততৃপ্তির বহিঃপ্রকাশ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আসলে কোন ভাষা নেই বলার। নিজের মুখে কবিতার লাইনগুলো এত সুন্দর করে বলেছেন। আমাকে কষ্ট করে পড়তে হয়নি। আপনি বলতেছিলেন আর আমি লাইনগুলোর দিকে তাকিয়ে ছিলাম। জীবনের বাস্তবতা এবং ঘটে যাওয়া অতীত এর সংমিশ্রণ ঘটিয়েছেন আবার বাস্তবতার মাধ্যমে। যখন আপনি, প্রতিটি লাইন আপনার মত করে অনুভূতির সর্বোচ্চ শিখর এ পৌঁছে দিয়ে, বাক্যগুলো উচ্চারণ করছিলেন। তখন আমি ঠিক আপনার শহরের একটা ছবি মনের কল্পনায় অঙ্কিত হচ্ছিল এবং অনুভবে আপনার কবিতার, লাইনগুলোর মাধ্যমে অনুভূতিগুলো বুঝতে পারছিলাম। আপনার বাস্তবময় কবিতা আমাকে এতটাই ভালো লেগেছে যা আমি ভাষাই কল্পনা করতে পারব না। এই প্লাটফর্মে আসলেই আমি আরো অনেক জ্ঞানী মানুষের সাথে পরিচিত হব এবং শিখব হয়তোবা আরো অনেক কিছু। কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভকামনা রইল এত সুন্দর একটি উপস্থাপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ!! ভাইয়া আপনার আবৃত্তির গলা তো অসাধারণ। আপনি খুব সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করেছেন। যেমন সুন্দর কবিতা তেমন তার আবৃত্তি। সত্যিই অসাধারণ ভাইয়া ভালো লাগলো আপনার এত সুন্দর করে কবিতা আবৃতি। অনেক আগে আপনার কবিতা আবৃত্তি শুনেছিলাম। বহুদিন পর আজকে আবার শুনতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরোটাই শুনলাম। খুব সুন্দর হয়েছে আবৃত্তিটা শুভ দা। প্রফেশনালদের মতো ভয়েস। আর লেখাটাও ভারী সুন্দর।🌸🌼🤍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাবলীল মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল। তবে চেষ্টা করেছি নিজের মতো করে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার ভয়েসটা চোখ বুজে অনুভব.... করার মত ছিল। 🙂🙂 আপনার কবিতাটা আমি অনেকক্ষণ ধরে শুনেছি এবং আপনার ইউটিউবে গিয়ে লাইক সাবস্ক্রাইবও কমেন্টও করে এসেছি। দিনশেষে এমন মধুর কন্ঠ শুনতে পেলে আর কি চাই 🥰 এখন থেকে আপনাকে ইউটিউবেও ফলো করছি আশা ☺️
সবশেষে বলতে চাই কবিতাটি পুরোটাই মাখন ছিল।😋 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই নিজের লিখা বলে বেশি উওেযনা বেশি।যাই হোক ভাইয়া আবৃত্তি টা অনেক সুন্দর হয়েছে।কন্ঠের এক্সপ্রেশনটা বেশ ভালো হয়েছে। লাইন গুলো বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা কিন্তু ঠিক কথা বলেছেন আপু, বেশ ভালই উত্তেজনা কাজ করছিল নিজের মধ্যে । কখন যে সকাল হয়ে গিয়েছিল রেকর্ডিং করতে তা বুঝতেই পারি নি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার শেয়ার করা এই কবিতাটি এর আগেও পড়েছিলাম। কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। এই কবিতাটির আবৃতি শুনে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠে এই কবিতাটি যেন আরও বেশি প্রাণ ফিরে পেয়েছে। সত্যি ভাইয়া আপনার আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি যেদিন আপনার পোস্টে পড়েছিলাম আমার এতটাই ভাল লেগেছিল। আমি বারবার অনেকবার পড়েছি এবং কথাগুলো অনুভব করার চেষ্টা করেছি।
এই লাইন কয়েকটা অত্যন্ত ভালো লেগেছিল। আসলে একটি কথা একদম ঠিক বলেছেন আজকে। ভালোবাসার প্রকৃত স্বাদ মনেহয় বিরহ আর বিচ্ছেদেই। মনেহয় কেন বলবো এটা চিরন্তন সত্য। যাই হোক আপনার কবিতা আবৃত্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। কবিতাটি পড়তে যতটুকু ভালো লেগেছিল। আপনার কন্ঠে শুনতে আরো অনেক বেশি ভালো লাগলো। স্বরচিত কবিতাটি আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছেও তো ঠিক তেমনটাই মনে হয় , ভালোবাসার প্রকৃত স্বাদ তো বিচ্ছেদেই বা বিরহেই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটা বেশ বড় ছিল কিন্তু আবৃত্তি টি শুনতে একটুও বোরিং লাগে নি।দারুন এক ব্যাকগ্রাউন্ড মিউজিকে আবেগময় কন্ঠ।একদম সেরা ছিল ভাই।🖤🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি শুনেছো যাক খুশি হলাম । তবে তোমার কবিতা আবৃত্তি কিন্তু অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, অনেক ভাল লাগলো শুনে।🥰 কবিতা পড়লে যেমন ভাল লাগে, শুনতে পেলে আরো বেশি ভাল লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕অনেক শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া আপনি সব দিক থেকেই সেরা। আপনার লেখাগুলো পড়তে যেমন ভাল লাগে তেমনি আপনার মুখে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। এক কথায় অসাধারণ হয়েছে আপনারা আবৃতি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কবিতাটি আপনার মুখে আবৃত্তি শুনে আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ আবৃত্তি করেছেন আপনি কবিতাটি। এরকম আরো বেশ কয়েকটি কবিতা আপনার কন্ঠে আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit