ধরুন আপনি বাড়ির কর্তা। সারা দিন-রাত মোটামুটি নিজের কর্মের জন্য বেশ ভালই ব্যস্ততা পূর্ণ সময় কাটিয়ে ভোরবেলার দিকে ঘুমিয়ে গিয়েছেন । হুট করে যদি বাড়ির লোকজন সকালবেলা উঠেই আবেগপ্রবণ হয়ে চিৎকার-চেঁচামেচি করে তাহলে কেমন লাগবে বলুন তো ।
আসলে আমাদের ছোট সংসারটাকে সব সময় প্রাণবন্ত মুখরিত করে রাখে আমার ১৬ মাসের সন্তান। যাকে আপনারা কমবেশি সকলেই জানেন। আমার এত পরিশ্রম, আমার এত কষ্ট ও ত্যাগ, সবকিছুই মনে হয় ওকে কেন্দ্র করেই। আমি মনেকরি এমনটা যে শুধু আমার একার তা কিন্তু না। প্রতিটি বাবা-মার কাছে তাদের সন্তান একদম অমূল্য সম্পদ।
ওগো শুনছো শায়ান সকালবেলা বমি করেছে আর পাঁচ-ছয় বারের মতো পাতলা পায়খানা করেছে। অনেকটা ও শারীরিক ভাবে দুর্বল হয়ে গিয়েছে । ধরুন আপনি গভীর ঘুমে মগ্ন আছেন, আপনার একদম প্রাণ প্রিয় মানুষটার হুট করে যদি এমন একটা সংবাদ শোনেন, সেটা নিতান্তই মেনে নেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যাবে। যেটা আমার ক্ষেত্রেও হয়েছে।
কোনরকমে ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে, দৌড় দিয়ে বাবুর কাছে চলে গেলাম। ওর শরীরে বেশ ভালই পানি শূন্যতা হয়েছে তা ওর চেহারা দেখেই আমি বুঝতে পারছি । এখন আর অতীত নিয়ে আলাপচারিতা করার সময় নেই। এখন শুধু সমাধানের পথ খুঁজতে হবে।
ছোট ফোনটা বের করে ঘেটে-ঘুঁটে কলিগের নাম্বারে ফোন দিলাম। যাইহোক গত রাত নাইট করেও সে এখনও সকালবেলা ঘুমায় নি। আমি নিজেও বুঝি সারারাত হসপিটালে নাইট করে ভোরবেলা না ঘুমানোর ব্যথাটা। এমন সময় অতীতে আমিও বেশ পার করেছি।
কিরে শুভ, এত সকালবেলা তোর ফোন,কোন সমস্যা নাকি। ভাই, আপনার ভাতিজা বেশ কয়েকবার পাতলা পায়খানা করেছে, অনেকটা পানি শূন্যতা দেখা দিয়েছে । যদিও স্যালাইন খাইয়ে দিয়েছি, তবে তাও আপনাকে দেখাতে চাই। আমি এখনো জরুরী বিভাগেই আছি, তুই দ্রুত হসপিটালে চলে আয়। আজকাল প্রায় বাচ্চাদের এমন হচ্ছে ।
কোন রকমে গায়ে কাপড় জড়িয়ে, বাবুকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেলাম। গিয়ে আমার কলিগকে সাক্ষাতে দেখালাম। আমাকে একগাল হেসে বলল, এত দুশ্চিন্তা করার কিছুই নেই। তোর বাচ্চা এখনও অনেক সুস্থ আছে। তুই আসলে যেমনটা ভেবেছিলি, তেমনটা পরিস্থিতি হয় নি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো ওকে দ্রুত খাওয়ানোর ব্যবস্থা কর আর মুখে খাবার স্যালাইন আপাতত কয়েকদিন চলুক।
কোথায় থেকে কি হয়ে গেল, বুঝতে পারছি না। এত ঘাবড়ানোর কিছু নেই, তোকে যেটা বললাম সেটাই কর। আর তোর বাচ্চা অন্যান্য বাচ্চাদের থেকে অনেক সুস্থ-সবল আছে। ওকে এত কষ্ট দিয়ে, শিরায় স্যালাইন ফুরিয়ে দেওয়ার দরকার হবে না ।
যাইহোক কলিগ কে ধন্যবাদ জানিয়ে হসপিটাল থেকে বের হলাম। ডাক্তারি ছেড়ে দিয়েছি অনেক আগেই। তবুও মোটামুটি এখনো কমবেশি সকল কলিগের সঙ্গেই বেশ ভালোই জানাশোনা আছে, এজন্যই হয়তো একটু বাড়তি সুযোগ সুবিধা পাই । হয়তো এটা আমার প্রাপ্য ।
বাসায় এসে বাবুকে আগে দ্রুত ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করলাম এবং গিন্নির কানে বেশ কড়া করে কিছু কথা ঢুকিয়ে দিলাম। বাবু কখন কি মুখে দিচ্ছে, কখন কি খাচ্ছে এই বিষয়গুলোর দিকে একটু বাড়তি সতর্ক থাকার জন্য। সময়টা এখন ভালো যাচ্ছে না, এখন সব বাচ্চাদের ই কমবেশি পাতলা পায়খানা ও ডায়রিয়া লেগেই আছে।
সত্যি বলতে কি, মনের অবস্থা ভালো নেই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
দাদা, শায়ানের জন্য অনেক অনেক প্রার্থনা রইলো সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে আপনার ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনার ডাক্তার কলিগ খুব সুন্দর ভাবে ব্যাপার গুলো দেখেছেন এবং সমাধানের পথ খুঁজে দিয়েছেন। এরকম কলিগ থাকাটাও আমাদের জীবনে অনেক জরুরী। বাচ্চারা হঠাৎ অল্প কোনো কারণেই অসুস্থ হয়ে যেতে পারে তাই সবসময় তাদের খেয়াল রাখা, কখন কি করছে সব বিষয়ে নজর রাখা খুব জরুরী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাই, আশীর্বাদ করিও তোমার ভাতিজার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় করব দাদা।❣️❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া প্রত্যেকটি বাবা-মায়ের কাছে তাদের সন্তান অমূল্য সম্পদ। যেই সম্পদ কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। শায়ানের অসুস্থতার কথা শুনে সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। তবে এখন একটু ভালো আছে জেনে ভালো লাগলো। শায়ান বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই প্রত্যাশাই করি। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো শায়ানের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু, আপনার সুন্দর সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। এই সময়টাতে বাচ্চাদের ডাইরিয়া এবং বোমি লেগেই আছে। খবরে শুনলাম অনেক বাচ্চা অসুস্থ। যাক পরিচিত ডাক্তার থাকায় সুচিকিৎসা পেয়েছে বাবুটা। দোয়া করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক শায়ান বাবু। দোয়া রইল 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শায়ান অসুস্থ শুনে ভাইয়া খারাপ লাগলো। দোয়া করি খুব দ্রুত আল্লাহ সুস্থ করে দেবেন।ঘাবড়ানোর কিছু নেই ভাইয়া মুখে খাবার স্যালাইন দিন।অনেক সময় বেশি ঠান্ডা থেকেও এমনটা হয়।সন্তানদের কিছু হলে মায়ের ঘুম চলে যায়। খাওয়ার কথাও ভুলে যায়।আপুর খেয়াল রাখবেন। সবাই ভাল থাকবেন এই কামনা করি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit