জেনারেল রাইটিং || শিক্ষার আলো দিয়ে নিজেকে যাচাই করুন

in hive-129948 •  3 days ago 


আসসালামু আলাইকুম


হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষার আলো নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করব। আশা করবো আমার এই পোস্ট আপনাদের করতে অনেক ভালো লাগবে এবং এই থেকে অনেক জ্ঞান অর্জন করবেন।


IMG_20241212_155230083_BURST0012.jpg




আলোচনার বিষয়:
শিক্ষার আলো


কিছুদিন আগে হঠাৎ দেখলাম একজন মানুষ বলে বসলো হুজুররা খারাপ। এর আগে একদিন শুনেছিলাম মানুষে বলেছিল যারা ধর্ম নিয়ে বেশি কথা বলে তারাই খারাপ। আসলে এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন। লোকে খারাপ নয় খারাপ নিজের বিবেক। কারণ কে খারাপ কে ভালো সেটা বিশ্লেষণ আগে নয় আগে বিশ্লেষণ করতে হবে আমি নিজে কতটা ভালো বা মন্দ। আমার দ্বারা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। নিজে যতটা ভালো হওয়া যাবে তত নিজের পরিবেশটা ভালো থাকবে। আর নিজে যতটা খারাপ হওয়া যাবে নিজের পরিবেশটা তত খারাপ হবে। তাহলে সিদ্ধান্ত আপনার আমার নিজের। অনেক জ্ঞানী গুণী মানুষ বলে থাকে একজন খারাপ ব্যক্তিকেও খারাপ বলা অন্যায়। কারণ বিশ্লেষকরা এটাই বুঝানোর চেষ্টা করেছে একজন চোর যখন চুরি করে কেন চুরি করে সেই কারণটা উদঘাটন করা সবার প্রয়োজন।

কারণ আপনি আমি তাকে চোর বলে সাব্যস্ত করতে পারি অথবা মারধর করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। এখানে কিন্তু চোরের সাজা শেষ নয় বা সমাধান নয়। খুটিয়ে দেখতে হবে মানুষটা কেন চুরি করলেন, তার কি অভাব রয়েছে? নাকি স্বভাব রয়েছে? নাকি সে খারাপ পরিবেশে জন্ম। যারা খারাপ কাজে লিপ্ত তাদেরকে শুধরাতে হবে। প্রথমত পারিবারিক দিক থেকে, জনগণের মাধ্যমে শুধরানোর চেষ্টা করতে হবে। তারপর সামাজিকভাবে। এরপরেও যদি সম্ভব না হয় তাহলে আইনের মাধ্যমে। কারণ মানুষের বিভিন্ন রকমের মনের কষ্ট থাকতে পারে অভাব অনটন থাকতে পারে অথবা পারিবারিক কুশিক্ষা থাকতে পারে। তাই তাকে শুধরাতে হবে সুশিক্ষা দিয়ে সঠিক জ্ঞান দিয়ে সহায়তা দিয়ে। কারণ দুনিয়ার বুকে কোন মানুষ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। তার পরিবেশ তাকে খারাপ পথে ধাবিত করে। তাই একজন মানুষকে খারাপ পথ থেকে সঠিক পথে আনার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। আর এভাবে শিক্ষার আলো জাগ্রত করতে হবে প্রত্যেকটা মানুষের অন্তরে। যেন কুরুচিপূর্ণ খারাপ কাজ থেকে বিরত থাকে এবং বিবেককে জাগ্রত করে সঠিক পথে ফিরে আসে।

তাহলে আমাদের মাথায় রাখতে হবে অন্যের কথায় কাউকে খারাপ বলে সম্বোধন করব না। একজনের দৃষ্টিতে আরেকজন মানুষ খারাপ হতে পারে তাই বলে সবার দৃষ্টিতে কিন্তু খারাপ হবে সেটা নয়। আজকে আমি আপনার কাছে অনেক ভালো মানুষ হতে পারি, কিন্তু এমন কিছু মানুষের দৃষ্টিতে আমি যে ঘৃণার পাত্র নই সেটা কিন্তু না। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ভালো মন্দ উভয় পরিবেশ সামনে আসবে, উভয় পরিবেশের মাঝে আপনি ভালো-মন্দ হয়ে বেঁচে থাকবেন। কারোর দৃষ্টিতে আপনি সোনার চেয়েও দামি আবার কারও দৃষ্টিতে আপনি ময়লা ডাস্টবিনের মত। তাই বলে নিজেকে অহংকার করা যাবে না আবার একদম ছোট ভাবা যাবে না। সবকিছুর মধ্য দিয়ে নিজেকে মানিয়ে চলতে হবে এবং বিবেককে জাগ্রত করেই চলতে হবে। মনে রাখতে হবে আমার দ্বারা কারো ক্ষতি যেন না হয়। আমি কতটা ভালো হয়ে চলতে পারছি সেটাই বড় বিষয়। কারণ দিনশেষে জবাবদিহিতা মহান সৃষ্টিকর্তার নিকটেই দিতে হবে। পরিবেশের সাথে আপনি মানিয়ে চলবেন এটা আপনার আদব-কায়দা। পরিবেশের সাথে আপনি মানিয়ে চলবেন না এটা আপনার বেয়াদবের পরিচয়। তাই বলে এত ভালো হতে যাওয়া যাবে না যেটা বিপরীতে চলে যাবে। আবার এমন পরিচয় তুলে ধরা যাবে না যেটা পরিবেশকে দূষণ করবে।

তাই সর্বোপরি আমার মন থেকে মেসেজ থাকবে আগে নিজেকে ভালো হতে শিখতে হবে। একজনের কথায় কান দিয়ে আরেকজনকে খারাপ ভাববো এটা মূর্খর পরিচয় ছাড়া কিছুই নয়। আর খারাপ ব্যক্তি কে খারাপ দৃষ্টিতে দেখব এটাও বোকামি হবে। সুযোগ বোঝার চেষ্টা করতে হবে তাকে শুধরিয়ে সঠিক পথে আনার অথবা তাকে পরিহার করে চলার। তাই বলে খারাপ কে গালি মন্দ করব দশজনের চোখে খারাপ ভাবে চিহ্নিত করে দেব এটা বিবেকবান মানুষের কাজ হবে না। কারণ মানুষ মাত্রই ভুল করে আপনিও ভুল করবেন আমিও ভুল করব এভাবেই জীবন চলবে। তবে সেই ভুলটা যেন বারবার না হয়, একটা ভুল থেকে শিক্ষা নিয়ে শুধরে চলতে পারি, এটাই হতে হবে জাগ্রত বিবেকের পরিচয় এবং শিক্ষার আলো।


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgB7TZjdex8Jfeum4QdvWrYyVKf1TVdkBn3Afz5h9WN46gBh4J5bjeVSUjgbCkhDF2MvcDktfM1Q.jpeg


পোস্ট বিবরণ


বিষয়শিক্ষার আলো
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

নিজের মধ্যে দোষ রেখে অন্যকে নানান দোষে দোষী করাটা মূর্খতার কাজ ছাড়া কিছুই নয়। ঠিকই বলেছেন আপনি অন্যকে হেয় কথা বলার আগে নিজের প্রতি আলোকপাত করতে হবে নিজে কতটা ভালো। কারোর কথায় প্ররোচিত হয়ে অন্য কাউকে খারাপ বলা যাবে না। আমাদের নিজেকে আগে ভালো হতে শিখতে হবে। জনসচেতনতা মূলক সুন্দর কিছু কথা আপনার পোস্টে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো ভাই আপনার কথাগুলো।

চেষ্টা করি ভাই, বিবেক দিয়ে কিছু লিখতে

একদম ঠিক বলেছেন আপনি, একটা মানুষ কোন দিক থেকে একজনের কাছে খারাপ হতে পারি কিন্তু হাজার জনের কাছে ভালো। তবে সব থেকে আগে নিজের যোগ্যতা সবার সামনে তুলে ধরতে হবে। কোন মানুষই একবারে কোন কিছু শিখে না সবকিছু চেষ্টা করার পর সফল হয়। খুবই সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ।

হ্যাঁ অনেক সুন্দর মন্তব্য করে বুঝিয়ে বলেছো

আপনার লেখা কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে একটা বিষয় লিখেছেন। যেখানে আগে নিজের বিবেক টাকে জাগ্রত করতে হবে। অন্যের কথায় ভুল পথে নিজেকে পরিচালনা করা সত্যি বোকার পরিচয়। তাই কোন কিছু সঠিক না জেনে কোন কিছু বলা খারাপ আচরণ করা এগুলো বোকামি। অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ভালো লাগলো মন্তব্য দেখে

PUSS Task গুলো কমপ্লিট করা হয় নাই এবং সেগুলোর স্ক্রিনশটও শেয়ার করা হয় নাই, এখন হতে স্ক্রিনশট না পেলে সুপার এ্যাকটিভ তালিকার ক্ষেত্রে পয়েন্টস কম দেয়া হবে।

  ·  yesterday (edited)

আসলে ভাইয়া এই দিনে দুইটা পোস্ট ছিল তো। তাই এটাতে দেওয়া হয়নি আগেরটাতে দেওয়া হয়েছিল। এটাতেও দিয়ে দিলাম ভাইয়া।

29-01-25

Screenshot_20250129-003525.jpg

Screenshot_20250129-003423.jpg