এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)।।২৭নভেম্বর ২০২২

in hive-129948 •  2 years ago  (edited)

নমষ্কার বন্ধুরা,



আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি এই মুহূর্তে steemit প্ল্যাটফর্ম এ সবথেকে সক্রিয় কমিউনিটি।যখন এই পোস্টটি লিখছি তখন আমাদের প্রিয় কমিউনিটি ranking এক নম্বরে অবস্থান করছে।ইউজার অ্যাকটিভিটি,নতুন নতুন আইডিয়া ,নতুন ব্লগারদের ধারাবাহিক ভাবে গ্রুমিং করা আমাদের কমিউনিটির বিশেষ বৈশিষ্ট্য, যা steemit এ এই মুহূর্তে অন্য কোনো কমিউনিটির নেই।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটি দক্ষ পরিশ্রমী ও উদ্যোগী এডমিন ও মডারেটর টিম রয়েছে যারা কমিউনিটি তথা পুরো steemit এর বিকাশ,জনপ্রিয়তা ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


banner.png


উপরের ব্যানার ডিজাইনটি @rme কর্তৃক করা হয়েছে । কোনো কপিরাইট নেই ।সবাই ইউজ করতে পারবেন ।


abb-school আমাদের কমিউনিটির সবচেয়ে গুরত্বপূর্ণ একটি project, যার মাধ্যমে নতুন ইউজাররা প্রকৃত জ্ঞান লাভ করে সঠিক ভাবে steemit এ কাজ করতে পারছে।তেমনি ইউজারদের আনন্দ দানের মাধ্যমে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ করে দিয়েছে abb-fun প্রজেক্টটি।আমাদের কমিউনিটি ইউজার সর্বস্ব কমিউনিটি তাই ইউজারদের কথা আমাদের টিম প্রতিনিয়ত ভেবে চলেছে।প্রত্যেক সদস্য যাতে নিজের সেরাটা দিতে পারে তাই জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুন উদ্যোগ,Best blogger of the week


আমাদের কমিউনিটিতে অধিকাংশ ইউজার খুব ভালো মানের পোস্ট লিখে চলেছেন।আর বাকিরা ও দিন দিন নিজেদেরকে দক্ষ করে ভালো ভালো পোস্ট লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এটা প্রমাণ করে যে ইউজারদের মধ্যে নিজের সেরাটা দেওয়ার একটা খুব ভালো মনোভাব আছে।আর তখনই আমাদের ও একটা দায়িত্ব এসে যায় সেই সব ইউজারদেরকে আরো অনুপ্রাণিত,উদ্দীপিত ও পুরষ্কৃত করার।আর সেই ভাবনা থেকে আমদের অভিজ্ঞ টিম প্রতি সপ্তাহে সেরা দশ জন ব্লগার নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন।আর তাঁর থেকে সেরার সেরা তিনজনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বেছে নেয় আমাদের প্রিয় community founder @rme দাদা।


আমি এই সপ্তাহে Best blooger of the week এর ষষ্ঠ রিপোর্টটি প্রকাশ করতে চলেছি।



আমি স্বাগতা সাহা, আমার বাংলা ব্লগের কমিউনিটি এডমিন, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি :


"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা দশ ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :

আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি স্বাগতা ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।

"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট :
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@emranhasan/posts
https://steemit.com/@payelb/posts
https://steemit.com/@monira999/posts
https://steemit.com/@roy.sajib/posts
https://steemit.com/@wahidasuma/posts
https://steemit.com/@anisshamim/posts
https://steemit.com/@rahimakhatun/posts
https://steemit.com/@miratek/posts
https://steemit.com/@tauhida/posts


সাপ্তাহিক সেরা ব্লগার" -এর চূড়ান্ত নির্বাচন

নিম্নলিখিত সমস্ত উপাত্ত আমি @rme র কাছ থেকে পেয়েছি এবং সেরা ব্লগার নির্বাচনে তাঁকে হেল্প করেছি ।

প্রথম ধাপ :

User IDপোস্ট ও কমেন্ট সংখ্যাপোস্ট ভ্যারিয়েশন ও কোয়ালিটিনেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@tasonya৮টি পোস্ট, ২০৪টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন অনেক, কোয়ালিট হাই । আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, জেনারেল রাইটিং, ফোটোগ্রাফিনেই✔granted
@emranhasan৭ টি পোস্ট, ১২৯টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । DIY, মুভি রিভিউ, রেসিপি, আর্ট, কবিতা, ফোটোগ্রাফি,জেনারেল রাইটিং এ কমেন্ট কিছুটা কম, বাকি সব ঠিক আছে।✔granted
@payelb৭ টি পোস্ট, ২৮১ টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । DIY ,জেনারেল রাইটিং, ফোটোগ্রাফি, রেসিপি, গান, আর্টনেই✔granted
@monira999৭ টি পোস্ট, ৩০৯টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । DIY, ক্রিয়েটিভ রাইটিং, ভ্রমণ,রেসিপি , জেনারেল রাইটিংনেই✔granted
@roy.sajib৭ টি পোস্ট, ১৪৭ টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । আর্ট, ফোটোগ্রাফি,গান, আর্ট, ভ্রমণ,ক্রিয়েটিভ রাইটিং,নির্দিষ্টি কয়েকজন ছাড়া আরো কিছুজনের পোস্ট পড়তে হবে।✔granted
@wahidasuma৭ টি পোস্ট, ১৩২ টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । ফোটোগ্রাফি, রেসিপি, ক্রিয়েটিভ রাইটিং,আর্ট , ট্রাভেল, জেনারেল রাইটিংজেনারেল রাইটিং কমেন্টস এর সংখ্যা আরো বাড়াতে হবে✔granted
@anisshamim৮ টি পোস্ট, ১৮৬টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন অনেক, কোয়ালিট হাই । জেনারেল রাইটিং, রেসিপি, অরিগ্যামি আর্ট, ফোটোগ্রাফি, আর্টআছে, ১ টি পাওয়ার আপ পোস্ট,১ টি ডিলিটেড পোস্ট
❌eliminated
@rahimakhatun৬ টি পোস্ট, ১৯১টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । রেসিপি, জেনারেল রাইটিং, আর্ট, ফোটোগ্রাফি, কনটেস্ট পার্টিসিপেন্ট, DIYআছে,পোস্ট সংখ্যা কম
❌eliminated
@miratek৭ টি পোস্ট, ১৪১ টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । ক্রিয়েটিভ রাইটিং, ট্রাভেল, ফোটোগ্রাফি, আর্ট, টিভি সিরিজ রিভিউ , রেসিপিমোটামুটি সব কিছু ঠিক আছে✔granted
@tauhida৮টি পোস্ট, ১২৩ টি কমেন্টপোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, কোয়ালিট হাই । রেসিপি, DIY, জেনারেল রাইটিং, আর্ট, ক্রিয়েটিভ রাইটিং, ফোটোগ্রাফি, ট্রাভেলনেই,মোটামুটি সব ঠিক আছে,জেনারেল রাইটিং এ কমেন্টস একটু বাড়াতে হবে।✔granted<div

দ্বিতীয় ধাপ :

User IDকমেন্ট স্কোরনেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@tasonyaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯নেই, সন্তোষজনক ।✔granted
@emranhasanকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮আছে, সন্তোষজনক নয় ।
❌eliminated
@payelbকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.৫নেই, সন্তোষজনক।✔granted
@monira999কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯নেই, সন্তোষজনক ।✔granted
@roy.sajibকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৭নেই, সন্তোষজনক ।✔granted
@wahidasumaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৫আছে, সন্তোষজনক নয় ।
❌eliminated
@miratekকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৯নেই, সন্তোষজনক ।✔granted
@tauhidaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৪আছে, সন্তোষজনক নয়।
❌eliminated

তৃতীয় ধাপ :

User IDসামগ্রিক বিশ্লেষণনেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@tasonyaপোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন মোটামুটিনেই ।✔granted
@payelbপোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট,বানান ভুল নেই, মার্কডাউন গুডনেই✔granted
@monira999পোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন মোটামুটিনেই✔granted
@roy.sajibপোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন মোটামুটিআছে,কমেন্ট মনিটরিং পয়েন্ট কম
❌eliminated
@miratekপোস্ট কোয়ালিটি বেস্ট, পোস্ট ভ্যারিয়েশন এক্সসেলেন্ট, বানান ভুল নেই, মার্কডাউন নেইআছে,কমেন্ট মনিটরিং পয়েন্ট কম
❌eliminated

সাপ্তাহিক সেরা ব্লগার :

০১. @tasonya

০২. @payelb

০৩. @monira999


প্রাইজ :

নেক্সট সানডে প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।


*****ধন্যবাদ@swagata21*****



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভকামনা রইলো সকল বেস্ট ব্লগারদের জন্যে।এভাবেই চলতে থাকুক আমাদের বেস্ট ব্লগার নির্বাচন ,আর এভাবেই সকলে প্রতিজুগিতা করে এগিয়ে যাবে বহুদূর , কারণ সামনে আমাদের আরো একটি ভবিষ্যত আসতে চলেছে , যেখানে শুধুই বেস্ট ব্লগারদের সুযোগ থাকবে।

যখন হ্যাংআউটের মাধ্যমে এনাউন্সমেন্ট শুনেছিলাম সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে বেস্ট ব্লগার হতে পেরে নিজের কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। আমি মনে করি প্রত্যেকে বেশ ভালো কাজ করছে। সকলের এত ভাল কাজের মধ্যে আসতে পেরেছি এটা বেশ ভালো লাগলো। সব সময় নিজের কাজের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। এ সপ্তাহের বেস্ট ব্লগারদের কে জানাই অনেক অনেক অভিনন্দন।

সেরা ব্লগার নির্বাচন হওয়ার পদ্ধতি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরা সেরা ব্লগার হচ্ছে। সত্যিই এটি খুবই ভাল একটি উদ্যোগ।

এ সপ্তাহে বেস্ট অব ব্লগার দশে ছিলাম। তাই ভালো লেগেছে। পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করিব এবং যে বিষয়গুলোতে সমস্যা হয়েছে তা সমাধানের চেষ্টা করিব।আর যারা বেস্ট অব ব্লগার নির্বাচিত হয়েছেন তাদের সকলকেই অভিনন্দন। আর এত সুন্দর করে রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

সেরা ব্লগার হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সবার কাছেই আমি অনেক অনেক কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের সকলের প্রিয় দাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। দিদি আপনি অনেক সুন্দর ভাবে সেরা ব্লগ আর নির্বাচনের পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ♥️♥️♥️♥️

আপু সাপ্তাহিক “আমার বাংলা ব্লগ” এ সেরা ব্লগার নির্বাচিন করার পদ্ধতিটা দেখে অনেক ভাল লাগে। স্টেপ বাই স্টেপ খুব সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। যারা সেরা ব্লগার নির্বাচিত হয় তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সবাইকে ধন্যবাদ।

অভিনন্দন জানাই সকল বেস্ট ব্লগারকে। তাদের কার্যক্রম দেখে অন্যরা অনুপ্রাণিত হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি।

এ সপ্তাহের জন্য নির্বাচিত সেরা ব্লগারদের জন্য
অনেক অনেক শুভেচ্ছা রইল। অবশ্যই আপনারা
আপনাদের ভাল
একটিভিটি এবং ভাল কাজের মাধ্যমে যোগ্য স্থান অধিকার
করতে পেরেছেন। আশা করছি আপনারা এরকম ধারাবাহিকতাই
ধরে রাখবেন।।

আজকের পোস্ট এর মাধ্যমে বুঝতে পারলাম কিভাবে সেরা ব্লগার নির্বাচন করা হয়। এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

অভিনন্দন জানাই সকল ব্লগারদের কে, যারা নমিনেশন পেয়েছেন। আশা করি তারা আগামীতে আরও ভাল করবে। এছাড়া অভিনন্দন রইল সপ্তাহের বেষ্ট ব্লগারদের সকলের প্রতি।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

এই সপ্তাহে সেরা ব্লগারদের আমার পক্ষথেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে যারা ভালো কাজ করবে তারাই সেরা ব্লগার হতে পারবে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে পোস্টটি সবার মাঝে তুলে ধরার জন্য।

এ সপ্তাহের সেরা ব্লগার দের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ যারা ভালো করছে তারাই সেরা ৷ ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর ভাবে রিপোর্টটি প্রকাশ করার জন্য ৷

সপ্তাহের সেরা ব্লগারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সেরা ব্লগার এর রিপোর্ট টি খুবই সুন্দর করে প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।❤️

অভিনন্দন জানাচ্ছি যারা এই সপ্তাহে বেস্ট ব্লগার অব দ্য উইক হয়েছেন। এসব ব্লগারদের কাজকর্ম দেখে সত্যিই আমরা অনুপ্রাণিত হই।

সবাই অনেক ভালো কাজ করেছিল।
সব দিক বিবেচনা করে, পয়েন্ট দেখে সপ্তাহের সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছেন।মনিরা আপু প্রতি সপ্তাহে অনেক ভালো কাজ করে।

যারা এ সপ্তাহে বিজয়ী হয়েছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা বিজয়ী হয়েছেন তারা এই পজিশন সত্যি ডিজার্ভ করে। চেস্টা করবো একদিন আমিও সপ্তাহের সেরা ব্লগার হওয়ার। দোয়া করবেন সবাই।

চার মাস হয়েছে আমার বাংলা ব্লগে কাজ করছি। চার মাসের মধ্যেই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য যতটাই ধন্যবাদ বলি ততটাই কম পড়বে। আমার বাংলা ব্লক থেকে আমি যা পেয়েছি তা আমি কোনদিনই ভুলতে পারবো না। এদিন হয়তো শোধ করার মত নয় কোনদিনও। তবে সব সময় চেষ্টা করব নিজের মতো করে সকলকে এন্টারটেইন করে যাওয়ার। বিচারক মন্ডলীকে অনেক ধন্যবাদ জানাই।

গত সপ্তাহে যারা ব্লগার অব দ্য উইক হয়েছেন সবাইকে স্বাগতম।
অসংখ্য ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

সেরা ব্লগার হতে গেলে নিজের সেরাটাই দিতে হবে। যারা এই অবস্থান এসেছেন সঠিকভাবেই তাদের কে এই অবস্থানটি দেওয়া হয়েছে আপনাদের থেকে অনেক কিছু শেখার জানার আছে শুভকামনা রইল