আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১৩তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম London Madame Tussauds এর ৩য় পর্ব যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি রাখা আছে।আজকে Madame Tussauds এর চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের পর্বে দেখতে পাবেন দেশ বিদেশের ক্রীড়াজগতের জনপ্রিয় কিছু সেলিব্রেটি।
আসলে ক্রিকেট ছাড়া কোন খেলার প্রতি আমার তেমন কোন আকর্ষন নেই।যদিও প্রথম প্রথম মোটেও ভালো লাগতো না, পরে ধীরে ধীরে একে বারে নেশায় পরিনিত হয়ে গিয়েছিল। নাওয়া খাওয়া ফেলে শুধু ক্রিকেট নিয়েই বসে থাকতাম, এমনকি টেস্ট খেলাও দেখতাম ঠিক একইভাবে।যখন থেকে খেলা দেখা শুরু করলাম ঠিক তখন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, আফ্রিদি আরো অনেক নামিদামি খেলোয়াড় খেলতেন।সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায় সেই দিনগুলোত। এখন আর খেলার প্রতি এতটা আকর্ষণ হয় না। বিয়ের পর থেকে ধীরে ধীরে এ আকর্ষণটা চলে যায়। তবে এখন মাঝে মাঝে বাংলাদেশের খেলাটা দেখা হয়। যাই হোক প্রথমেই লিটিল মাস্টার শচীন টেন্ডুলকারকে দিয়েই শুরু করছি আজকের পর্বটি। আজকের পর্বের সেলিব্রেটিরা দেখতে একে বারেই বাস্তব মনে হচ্ছিল। এখানে আমার পরিচিত অপরিচিত অনেক ক্রিড়াবিদ রয়েছে।আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই জানাবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
শচীন টেন্ডুলকার, মনে হচ্ছে সত্যি সত্যি মাঠে দাঁড়িয়ে হাত উঁচু করে আছেন। তবে এখানে তাকে ইংলিশদের মত বেশি সাদা করে ফেলেছে, যদিও তিনি অনেক ফর্সা।
Roger Federer জনপ্রিয় টেনিস তারকা।
এদের চেনা নেই, যদি কেও চিনেন তাহলে অবশ্যই জানাবেন।
ওনাকে মনে হয় প্রায় সকলেই চিনতে পেরেছেন, তিনি জনপ্রিয় ফুটবল তারকা প্লে। কত সুন্দর করে বানিয়েছে দেখুন, ফুটবল তারকা ফুটবলার উপর বসে আছেন।
এদের কাউকেই চিনিনা।
ওনাকে মনে হয় সকলেই চিনতে পেরেছেন, মোহাম্মদ আলী।
ওনাকে চিনি না তবে পাশে লেখা রয়েছে তাঁর নাম, সেটা দেখে বুঝতে পারলাম তিনি Anthony joshua.
উপরের মেয়েটিকে দেখুন, কি ভঙ্গিতে বানিয়ে রেখেছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আমি আপনার শেয়ার করা লন্ডনের ঐতিহ্যবাহী স্থানের প্রতিটি পর্বই দেখি। আমার অনেক ভাল লাগে। আপনার এই পর্বগুলো খুবই সুন্দর হয়। এর আগেও আপনি মাদাম তুসোর কয়েকটি বিখ্যাত ক্যারেক্টার শেয়ার করেছিলেন। আজ আমার খুব পছন্দের কিছু ব্যক্তির ছবি আপনি শেয়ার করেছেন। ক্রিকেট খেলা আমার অনেক ভাল লাগে। শচীন টেন্ডুলকার আমারও খুব পছন্দের একজন খেলোয়ার। সত্যিই তাকে মনে হচ্ছে মাঠেই সে উদযাপন করছে। রজার ফেদেরার এর টেনিস খেলা আমি খুব এঞ্জয় করি। পেলের খেলা লাউভ দেখিনি তবে যেহেতু আমি ব্রাযিলের সাপোর্টার সেহেতু উনাকে খুব ভাল করে চিনি। মোহাম্মদ আলী খুব ভাল বক্সার ছিলেন। এদের ছাড়াও আপনি আরো কিছু ভাল ভাল ছবি এখানে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটি কষ্ট করে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তোলা লন্ডনের সেই ঐতিহ্যবাহী ফটোগ্রাফি গুলো থেকে মুগ্ধ হয়ে গেলাম । ঐতিহ্যবাহী ফটোগ্রাফি গুলো দেখে মনে হইতেছে আসলেই তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আপনার বর্ণনা পড়ে বুঝলাম আসলে সেটা প্রতি ছবি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলো আসলেই মোমের তৈরি মূর্তি যা দেখতে অবিকল মানুষের মত। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি দারুন হয়েছে।আমি শুধু চিন্তা করি সেই শিল্পীদের কথা যারা এগুলো তৈরি করেছেন।শাহজাহান হলে তো তাদের হাত কেটে রেখে দিত।ধন্যবাদ আপু আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথায় হাসি পেল "শাহজাহান হলে তাদের হাত কেটে রাখত" ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লন্ডনে ঐতিহ্যবাহী ফটোগ্রাফি গুলো দেখে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে মূর্তিগুলো বানিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে না এগুলো মূর্তি। বিশেষ করে প্লের মূর্তি আমার অনেক ভালো লেগেছে। ফুটবলের উপরে বসে আছে জনপ্রিয় এ তারকা। এত সুন্দর মূর্তি দেখতে পেয়ে আমি আনন্দিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীরা যখন খেলতো তখনকার খেলা দেখার মজাই ছিল অন্যরকম। এখন আর সেই মজা আসলেই পাই না। তারপর বাংলাদেশের খেলা মাঝেমধ্যে দেখে বেশ ভালই লাগে । চার নাম্বার ছবিতে মহিলাটিও যে মোমের তা বুঝতে কিছুটা সময় লেগেছে। তাকে তো একেবারে বাস্তব মনে হচ্ছে। আর শেষের ছবিটা দেখে মনে হচ্ছে একেবারেই সত্যিকারের মেয়েটি সার্কাস দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এদের অনেককেই আমি চিনি না।তবে কাজ দেখে অবাক হলাম,একেবারে নিখুঁত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক, একেবারেই নিখুঁত, দেখতে অবিকল মানুষের মত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এর আগেও আপনি London Madame যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি ফটোগ্রাফি শেয়ার করেছিলেন ৷
ঠিক বলেছেন আপু আমিও ছোট বেলা থেকেই ক্রিকেট খেলা কে বেশি পছন্দ করি ৷ যে কোনো দেশের খেলা হোক না কেন আমি দেখি ৷ কিন্তু বেশি ভালো লাগে টি টুয়েন্টি ম্যাচ গুলো ৷
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, আফ্রিদি এরা তো সবচেয়ে বড় মাপের খেলোয়াড় ৷ তবে আমি আগের ম্যাচের সো গুলো দেখি যেখানে শচীন টেন্ডুলকার যিনি মাছে নামলেই চার ছক্কার ফুল ঝুড়ি ৷ আবার তিনিই প্রথম সব ফরম্যাটে দশ হাজার রানের মাইল ফলক করেছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। দাঁড়ি, কমার ব্যাপারটা এখন ঠিক হয়ে গিয়েছে, দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit