ফটোগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা বিভিন্ন ধরনের এলোমেলো ফটোগ্রাফি।

in hive-129948 •  10 days ago 
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৯ জানুয়ারি রোজ বুধবার ২০২৫ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। চোখের সামনে যেটা দেখি সেটা ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ধারণ করা এলোমেলো ফটোগ্রাফি গুলা।

1738127953676.png

প্রথম ফটোগ্রাফি

IMG_20250129_111236.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

গোলাপকে বলা হয় ফুলের রানী, শুধু শুধু গোলাপকে ফুলের রানী বলা হয়নি এর পেছনে অনেক কারণ রয়েছে। আপনারা হয়তো সবাই গোলাপ ফুলকে অনেক পছন্দ করেন। ভালোবাসা প্রতিক হিসেবে গোলাপ ফুলকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। আমার প্রথম ফটোগ্রাফিটি আজকে গোলাপ ফুল দিয়ে শুরু করেছে। গোলাপ ফুল নানা রকম রংয়ের হয়ে থাকে আজকে আমি যে গোলাপ ফুলটা আপনাদের মাঝে শেয়ার করেছি এটি হলো গোলাপি কালারের। আমার কাছে লাল আর কালো গোলাপ বেশি ভালো লাগে।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20250129_111317.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

সৌন্দর্য দিক থেকেও গাঁদা ফুলকে অবহেলা করার মতো নয়। গাঁদা ফুলের মিষ্টি সুবাস আমার কাছে অনেক ভালো লাগে। কমবেশি সবাই গাঁদা ফুল অনেক পছন্দ করে থাকবেন। আমার ফটোগ্রাফির মাধ্যমে এই ফুলের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি গাঁদা ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ছোট ছোট সবুজ গাছে যখন একসাথে অনেকগুলো গাঁদা ফুল ফুটে থাকে তখন দেখতে বেশ চমৎকার লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20250129_111144.jpg

IMG_20250129_111127.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

কয়েকদিন আগে গিয়েছিলাম চাটমোহরের একটি পাখির দোকানে। সেখানে যাওয়ার পর আমি তো দেখতে পেলাম তা দেখে আমি হতবাক হয়ে গেছি। সেখানে উপস্থিত হওয়ার পরেই একটা অজানা কন্ঠে মিঠু মিঠু ডাক শুনতে পেলাম। মিঠু ডাক শোনার পর আমি চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম কে এভাবে মিঠু মিঠু করে ডাকছে। মাঝে মাঝে চিকন সরিয়ে শেষ দিচ্ছে তবে আমি বুঝতে পারেনি কে এই ভাবে ডাকছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এটা টিয়া পাখির কাজ। পরবর্তীতে আমি তার কাছে গেলাম এবং তার সাথে অনেক কথা বললাম সেই পাখিটি নানা রকম কথা বলতে পারে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20250129_111216.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

ওই একই দোকানে অনেক রকম পাখি ছিল তার ভেতরে বাজিগর পাখিও ছিল যেগুলো সত্যি অনেক সুন্দর। একসাথে অনেকগুলো পাখি খাচার ভেতরে দেখতে বেশ দারুন লাগে পাখির কিচিরমিচির ডাক শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক পাখি পছন্দ করি আমারও একজোড়া বাজিগির পাখি ছিল। আমার কাছে সবুজ আর সাদা পাখিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে হলুদ পাখিগুলো বেশ ভালোই লাগে।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20250129_111024.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এখন আমার ফটোগ্রাফি তো আপনারা যে সবজি দেখতে পারছেন এটা হয়তো সবার কাছে অনেক পরিচিত। এই সবজিটার নাম হল ব্রোকলি। সবজিটি দেখতে হুবহু ফুলকপির মত ফুলকপি দেখতে সাদা গাছের রঙ সবুজ কিন্তু এই ব্রোকলি দেখতে পুরোটাই সবুজ। মাছ দিয়ে এই সবজি রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20250129_111008.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এখন আমার পোস্টে যে সবজি দেখতে পারছেন এটা হল বেগুন। বেগুন গাছ সাধারণত একবর্ষজীবী হলেও কিছু জাত দীর্ঘস্থায়ী হয়। এর ফুল বেগুনি বা সাদা রঙের হয়ে থাকে এবং এর ফল বিভিন্ন আকারের হতে পারে লম্বাটে, গোল বা ডিম্বাকৃতি।বেগুন রান্নার উপযোগী একটি সুস্বাদু সবজি, যা ভাজি, ভর্তা, তরকারি, কারি ও গ্রিলড খাবারে ব্যবহৃত হয়। এটি আঁশযুক্ত ও সহজে হজমযোগ্য হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বিদ্যমান থাকে যা আমাদের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11x8ittnXZjCxVzeXe6EcY2LhnYATvoVg9pQWkha9i6dGRh5MNMnu17RgRnajr7iRuLnFnKojVVLT2Uc6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ভাবে তুলেছেন আপনি প্রতিটা ফটোগ্রাফি । আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। বিভিন্ন রকম ফটোগ্রাফি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করলে, আপনি পরবর্তীতে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমার কাছে আপনার প্রথম দুইটা ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

ফটোগ্রাফি গুলো ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

image.png

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে টিয়া পাখির ফটোগ্রাফি এবং বাজরিগার পাখির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

টিয়া পাখি ও বাজিগার পাখির ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

আপু আপনি এলোমেলো বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পাখি দুটোর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে সব সময় ভালো লাগে। এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে একসাথে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ধারণ করা ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে।

ফুলের রানী যদি গোলাপ হয় তাহলে ফুলের রাজা কোন ফুলকে বলা হয় আপু? আমি আসলে এই বিষয়টি অজানা তাই আপনার থেকে জানতে চাইলাম আর কি। দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারেন আপনি দেখতেছি। যার প্রতিফলন আজকে আপনার ফটোগ্রাফি পোষ্টের মধ্যে প্রকাশ পেয়েছে। ব্রকলি আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। তাছাড়াও রংবেরঙের পাখির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পুরো ফটোগ্রাফি পোস্টটি একদম মুগ্ধ করার মত হয়েছে।

গোলাপকে ফুলের রানী বলা হয় এটা আমিও জানি কিন্তু ফুলের রাজা বলে কোন ফুলকে এটা ঠিক আমার কাছেও অজানা। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। টিয়া পাখি এবং অন্যান্য রংবেরঙের পাখিগুলো ও খুব সুন্দর লাগছে দেখতে। টিয়া পাখির কন্ঠে কথা শুনতে ভালোই লাগে। বেগুনের ফটোগ্রাফি টাও দারুন ছিল। অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

টিয়া পাখি এবং অন্যান্য রংবেরঙের পাখিগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

1738132829226.png

আপু আপনার এলোমেলো ফটোগ্রাফির মাঝে আমি চমৎকার সব ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। ফটোগ্রাফি পোস্টগুলো আমার অনেক ভালো লাগে ।কারণ ফটোগ্রাফি পোস্টগুলোতে অনেক জানা-অজানা আবার অনেক সুন্দর সুন্দর জিনিস গুলো তুলে ধরা হয়। আজ আপনার ফটোগ্রাফি কোনটা রেখে কোনটার কথা বলব। প্রতিটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল।

সুন্দর ও সাবলীল ভাষায় আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

ব্রোকলি আমার খুব পছন্দের সবজি। ব্রোকলি খেতে বেশ ভালো লাগে আমার। টিয়া পাখি গুলো দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

ব্রোকলি সবজি আপনার অনেক পছন্দের জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই।

কিছুক্ষণ আগে ব্রকলি কিনে আনলাম। ব্রকলি তে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আমি বাহিরে থাকতে কাঁচা ব্রকলি প্রায়ই খেতাম। কিন্তু আমাদের দেশের মানুষ ব্রকলি রান্না করে খায়। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি থেকে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো তো অসাধারণ হয়েছে। আর পাখি দোকানে গেলে তো বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। ভালো লাগার মত ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ফুলের ফটোগ্রাফি গুলা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফিটি এলোমেলো হলেও আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন যেগুলো দেখতে আসলে অনেক চমৎকার লাগছে ।সবথেকে গোলাপ ফুলটি বেশি ভালো লাগলো ধন্যবাদ শুভকামনা রইল।

গোলাপ ফুলের ফটোগ্রাফিটি ভালো লাগার জন্য ধন্যবাদ তোমাকে।

আপনার ফটোগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে এখানে শেয়ার করেছেন৷ আসলে ফটোগ্রাফি করতে যেরকম দক্ষতার প্রয়োজন হয়ে থাকে তেমনি এই ফটোগ্রাফি করার জন্য আমাদের অনেক সময় দিতে হয়৷ যা আজকে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখতে বুঝতে পারলাম৷ এখানে আমার অনেক বেশি ভালো লেগেছে পাখির ফটোগ্রাফি গুলো৷ কারণ পাখি আমি অনেক পছন্দ করি৷

আপনার প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।