আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে সিনেমা দেখতে। ছোট বাচ্চার জন্য সচরাচর সিনেমা দেখতে যাওয়া হয়না। অনেকদিন আগে সিনেমা দেখতে গিয়েছিলাম তাও আবার বসুন্ধরা সিনেপ্লেক্সে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে Avatar2 চলছে। তাই সেদিন হাজবেন্ড বাসায় এসে বলল যে সিনেমা দেখতে যাব কিনা। সিনেমার কথা শোনার পর থেকে বড় ছেলে তো লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা চিন্তা করছিলাম যে যেহেতু এই সিনেমাটা তিন ঘন্টা পনেরো মিনিটের এত সময় ছোট ছেলে কি বসে থাকতে দিবে। যেহেতু একবার সিনেমার কথা বলে ফেলেছি এখন বড় ছেলে আর কিছুতেই সিনেমা না দেখে ছাড়তে রাজি নয়। আমার হাসবেন্ড প্রথমে বলল যে তারা দুজন গিয়ে সিনেমা দেখে আসবে। আমি ভাবলাম যে এই ফাকে আমিও গিয়ে দেখে আসি। সিনেমা তো তেমন দেখা হয় না। তাছাড়া এই সিনেমাটির প্রথম পর্বটি দেখেছিলাম, এজন্য দ্বিতীয় পর্বটি দেখার ইচ্ছা ছিল। তাই আমরা ঠিক করলাম যে বিকালের শো তে দেখবো। একা একা যাব জন্যই আমার হাসবেন্ড আবার তার এক ফ্রেন্ডকে বলল। পরে তারাও যেতে রাজি হল। তারপর সবাই মিলে গেলাম সিনেমাটি দেখতে।
নিচের যে ছবিটি দেখছেন এটি টিকিট কাউন্টার। যদিও আমার হাসবেন্ড সকালবেলায় গিয়ে ৭ টা টিকিট কেটে নিয়ে এসেছিল। কারণ বিকাল বেলায় তাৎক্ষণিক গিয়ে টিকিট নাও পেতে পারি। এক একটা টিকিট ৫০০ টাকা করে। ছোট ছেলের জন্য একটি টিকিট নিয়েছিলাম। কারণ এত সময় কোলে বসিয়ে রাখা খুব কষ্টকর। কিন্তু ওর জন্য টিকিট নিয়ে খুব একটা লাভ হয়নি। ওর সিট ফাঁকাই ছিল। ও প্রথম হাফ কোলে ঘুমিয়েছে এবং দ্বিতীয় হাফ বাবার কোলে বসে সিনেমা দেখেছে।
ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বেশ কিছু খাবারের দোকান পাবেন। বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এবং ভিতরে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর গোছানো দেখতে খুব ভাল লাগছিল।
আমরা শুরুতে গিয়ে খাবার কিনিনি। কারণ আমরা মাত্রই খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তাই ভেবেছিলাম যে হাফ টাইমে খাবার কিনব।
আগে যে ছবিগুলো দেখেছেন ওখানে যে কেউ ঢুকতে পারে। এইখান থেকে সিনেমা হলে ঢোকার জন্য টিকিট লাগে। ব্লকবাস্টার সিনেমা লেখার জায়গা আমার দুই ছেলে আবার দাঁড়িয়ে ছবি তুললো। পাশে একটি স্পাইডারম্যান এর ছবি ছিল। আমার ছোট ছেলে তো সেখানে গিয়ে নিজেই স্পাইডারম্যানের মতো দাঁড়িয়ে কয়েকটি ছবি তুললো।
টিকিট দিয়ে ভিতরে ঢোকার পর খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। আমি অবশ্য বেশি ছবি তুলনি। ভিতরে যাওয়ার পর প্রথম হাফ দেখার পর আমরা বাইরে বের হয়ে খাবার কিনেছি। এখানকার খাবার খুবই এক্সপেন্সিভ। আমরা অল্প কিছু চিকেন এবং পপকর্ন কিনেছি। তাতেই দাম এসেছে বারোশো টাকা। আমার কাছে মনে হয়েছে দামের তুলনায় খাবার গুলোর মান খুবই খারাপ।
সিনেমাটা দেখে বেশ ভালই লেগেছে। সবাই মিলে অনেক মজা করেছি। বেশ ভালো একটি সময় কাটিয়েছি। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোই তো মজা করে মুভি দেখে আসলেন সবাই মিলে। ছোট ছেলের সিটটা খালি ছিল যেহেতু সেহেতু আমাকে নিয়ে যেতেন সেটায় আমি বসতাম। সিনেমা হলে গিয়ে মুভি দেখার মজাই আলাদা কত দিন হয়ে গিয়েছে হলে গিয়ে মুভি দেখি না। আর এভাটার তো দারুন মুভি এটা এরকম হলে গিয়ে দেখতে ভালই লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি থাকলে তো আপনাকে নিয়েই যেতে পারতাম। একটা সিট খালিই ছিল। ভালো লেগেছে মুভিটা দেখে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যমুনা ফিউচার পার্ক আমাদের বাংলাদেশের নাম করা এবং সুন্দর একটি পার্ক বলা যায় আমার দৃষ্টিতে।ছেলেমেয়েরা তো এরকমই সিনেমার নাম শুনলে লাফালাফি করে।কিছুদিন আগে আমার বড় মেয়ে ও হাওয়া মুভি দেখার জন্য অনেক লাফালাফি করছিল শেষে দেখে আসতে হয়েছে সিনেমাটি।এক একটা টিকেটের দাম ৫০০ টাকা বেশ দাম ছিল। তবে যমুনা ফিউচার পার্কের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সিনেমাটি দেখে আপনার ভালো লেগেছে শুনে অনেক বেশি ভালো লেগেছে আমারও ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যমুনা ফিউচার পার্ক তো একটি শপিংমল আপু। যাই হোক সিনেমাটি বেশ ভালই ছিল। ধন্যবাদ আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর যাই হোক আপনার দুই ছেলে কিন্তু বেশ কিউট। বাচ্চাদের সাথে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন ব্লকবাস্টার সিনেমা দেখার স্থানে যেখানে একটি স্পাইডারম্যানের ছবিও রয়েছে। আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন বিভিন্ন স্থানে ঘুরতে যেয়ে। আর নতুন নতুন তথ্য তুলে ধরেন আমাদের মাঝে যা পড়ে বেশ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ফটোগ্রাফি করতে ভালোই লাগে। আমার ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই মিলে বেশ ভালোভাবেই সময় কাটিয়ে সিনেমা দেখেছেন। আপনার বড় ছেলে মনে হয় এরকম জায়গা গুলোতে যেতে একটু বেশি পছন্দ করে তাইতো নাম শোনার সাথে সাথে লাফালাফি করতে শুরু করে দেয়। যেহেতু সবাই মিলে গিয়েছেন তাই একটু বেশি ভালোই এনজয় করলেন। আবার দেখছি আমাদের সাথে শেয়ার করার জন্য খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করলেন। সব মিলিয়ে ভালোই লেগেছে আপনার পুরো পোস্ট পড়তে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ছেলেরা বাইরে যাওয়ার কথা শুনলেই লাফালাফি করে। সেটা যে কোন জায়গায় হোক না কেন। ঘরে থাকতে থাকতে এই অবস্থা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক একটা টিকিটের দাম ৫০০ টাকা ছিল এটা জেনে সত্যি আমি অবাক। আপনার বাচ্চারা তো দেখছি বেশ ভালই ইনজয় করেছে তাদের ফটোগ্রাফি দেখেই বুঝলাম। দুজনে অনেক দুষ্টামি করে মনে হয়।আমাকে একটু বলতেন তাহলে আপনার ছোট ছেলের সিট টাতে আমি বসে সিনেমা দেখতে পারতাম। যাই হোক পুরো সিনেমা মনে হয় একটু ভালোই ছিল এই বিষয়টি শেয়ার করলেন দেখে ভীষণ ভালো লেগেছে। সিনেমা দেখতে দেখতে পপকন খাওয়ার মজাটাই আলাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সিনেপ্লেক্স, ব্লকবাস্টার টিকিটের দাম এমনই ভাইয়া। ঠিকই বলেছেন বেশ ভালই এনজয় করেছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit