"আমার বাংলা ব্লগ " - প্রতিযোগিতা - ৩৮।। "চাল দিয়ে স্টিমিট এর লোগো"

in hive-129948 •  2 years ago  (edited)

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে চলে আসছি। আপনারা জানেন আমার বাংলা ব্লগ আগামী ১১ জুন দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। সেই উপলক্ষ্যে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে।আজ সেই বিষয় নিয়ে স্টিমিট তৈরি করেছি। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এবং প্রতিযোগিতার বিষয়কে সামনে রেখে একটি লোগো তৈরি করেছি। "আমার বাংলা ব্লগ" আমার প্রিয় মানুষটির একটা ভালোবাসার জায়গা। সেই সাথে সাথে আমাদের সবার একটি ভালোবাসার জায়গা।আমরা সবাই আমার বাংলা ব্লগ কে অনেক ভালোবাসি। আমি আগেই বলেছি এটা আমার কাছে একটা পরিবারের মতো। আমরা দেখতে দেখতে দুই বছর পার করে ফেলেছি।কিভাবে দিন গুলো চলে যায় বোঝাই যায় না। এভাবেই যেনো আমরা একসাথে থেকে হাজার বছর পার করতে পারি এটাই শুধু চাওয়া। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। এটা শুধু মাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের জন্য। আমি ও আমার প্রিয় মানুষটি অনেকবার ছেড়ে চলে আসতে চেয়েছি কিন্তু আপনাদের সবার ভালোবাসার জন্য পারিনি। তবে আমরা সবাই একসাথে এই দিনটি পালন করতে পারলে আরো বেশি খুশি হতাম।যাইহোক সেটা তো সম্ভব নয়।
তাই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি একটি লোগো তৈরি করেছি। আসলে কিছুদিন নানা ধরনের ঝামেলার জন্য আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। আজ দুপুরে হটাৎ আপনাদের দাদা বললো তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। এটা শুনেই স্টিমিটে ঢুকে দেখি কনটেস্টের পোস্ট। কিন্তু আজ রাত ১২ টা পর্যন্ত। তাই একবার ভাবছি এত কম সময়ে কি তৈরি করবো। তারপর আবার টিনটিন বাবু। তাই ভাবছি অংশগ্রহণ করব না। কিন্তু ওই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটা নেশায় দাঁড়িয়ে গেছে। আর আপনারা জানেন আমার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে না পারলে ভালই লাগে না। কিন্তু কি তৈরি করবো বুঝতে পারছিলাম না। হটাৎ মাথায় এলো স্টিমিট নিয়ে কিছু তৈরি করা যাক। কিন্তু যেটাই করতে যাই তাতেই অনেক বেশি সময় লাগবে। কিন্তু হাতে সময় মাত্র তিন ঘণ্টা। আর এর ভিতরে বাবু এসে যায় তাহলে তো বুঝতেই পারছেন।
যেই ভাবা সেই কাজ তৈরি করতে বসে গেলাম। ভেবেছিলাম একটু ডিজাইন করেই স্টিমিট লোগো তৈরি করবো। বানাতে বানাতে বাবু চলে আসলো। এবার শুরু হলো তার নানা ধরনের কথা। অবশেষে নেওরার জন্য টানাটানি শুরু করে দিল। বলে মাম্মা আমি বানাবো। বোঝো আমার ছেলের কথা নিজে তৈরি করবে। তারপর তো ওর দীদা জোর করে ওকে নিয়ে গেলো। কিন্তু আবার চলে আসলো তাই দ্রুত ওকে নিয়ে কাজ শেষ করলাম।
তবে এটি তৈরি করার পিছনে একটি কারন আছে । স্টিমিট এর সাথে পরিচয় হয়েছে বিয়ের পর থেকেই আপনাদের দাদার মাধ্যমে। আর স্টিমিট এর প্রতিষ্ঠা দিবস ও ৪ ই জুলাই। তাই ভাবলাম স্তিমিট লোগো তৈরি করা যাক। আর যেহেতু আমরা মনে প্রাণে ভারতীয়। তাই
দেশের প্রতি সম্মান রেখে পতাকার সাজে স্টিমিট লোগো তৈরি করেছি। আশা করি, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাই।

IMG_20230608_200038.jpg

IMG_20230608_200422.jpg

IMG_20230608_200453.jpg
উপকরণ:
১. সাদা ও কালো কাগজ
২. রং
৩. চাল
৪.ঝাউ গাছের পাতা
৫. গাম
৬.রং পেন্সিল

IMG_20230608_173222.jpg

IMG_20230608_173216.jpg

IMG_20230608_185804.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পেন্সিল দিয়ে একটি স্টিমিট এঁকে নিতে হবে। এরপর একটা কাচি দিয়ে কেটে নিতে হবে।

IMG_20230608_165709.jpg

IMG_20230608_165813.jpg
২. কাল কাগজ কেটে ছোট ছোট পাইপ এর মতো বানিয়ে নিতে হবে। এরপর সাদা কাগজের চারপাশে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার চাল গুলোতে রং করে নিতে হবে। চালে রং করা হলে কিছুক্ষন শুকানোর জন্য রেখে দিতে হবে।

IMG_20230608_190002.jpg

IMG_20230608_190007.jpg

IMG_20230608_190651.jpg

IMG_20230608_173504.jpg

IMG_20230608_173552.jpg

IMG_20230608_173734.jpg

IMG_20230608_174017.jpg

IMG_20230608_174136.jpg

৩. এবার ঝাউ গাছের পাতায় গাম লাগিয়ে সাদা কাগজে নিজের মতো করে লাগিয়ে নিতে হবে।এর মাঝ বরাবর স্টিমিট আইডি এঁকে দিলাম।

IMG_20230608_190806.jpg

IMG_20230608_190822.jpg

IMG_20230608_191004.jpg

IMG_20230608_191433.jpg

IMG_20230608_191436.jpg

IMG_20230608_192517.jpg

IMG_20230608_193310.jpg
৪.এরপর গাম লাগিয়ে দিলাম। প্রথমে গেরুয়া রঙের চাল,সাদা রঙের চাল ও সবুজ রঙের চাল লাগিয়ে দিলাম। ঠিক যেনো পতাকার রঙে স্টিমিট কে রাঙিয়ে দিলাম।
এর নিচে কালার পেন্সিল দিয়ে লিখে দিলাম।

IMG_20230608_192517.jpg

IMG_20230608_193310.jpg

IMG_20230608_193329.jpg

IMG_20230608_193409.jpg

IMG_20230608_193430.jpg

IMG_20230608_193846.jpg

IMG_20230608_193854.jpg

IMG_20230608_194041.jpg

IMG_20230608_194155.jpg

IMG_20230608_194408.jpg

IMG_20230608_195009.jpg

IMG_20230608_195528.jpg

IMG_20230608_195807.jpg

IMG_20230608_195920.jpg

IMG_20230608_200038.jpg
এবার নিজের মতো করে সাজিয়ে দিলাম।

IMG_20230608_200422.jpg

IMG_20230608_200340.jpg

IMG_20230608_200429.jpg
শর্ট টাইমের কারণে খুব একটা সাজিয়ে নিতে পারলাম না। তারপর আবার বাবুর বিরক্ত।সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে গেলো। তারপর ও কিছু একটা যে তৈরি করে শেয়ার করতে পেরেছি এটাই আমার জন্য অনেক। জানিনা আপনাদের কেমন লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

thats beautiful!

বৌদি আপনি খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি অত্যন্ত দক্ষতার সাথে চালগুলো রং করে স্টিমিটের লোগোটি তৈরি করেছেন। চমৎকার একটি লোগো তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।আপনি চাল এর মধ্যে রঙ মিশিয়ে স্টিমিটের লোগো করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে দিদি।আপনি সময় নিয়ে ধৈর্য ধরে কাজটি শেষ করলেন। সম্পুর্ন হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগছে।আপনার উপস্থাপনা ও দারুন হয়েছে। ধন্যবাদ দিদি সময় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

চাল দিয়ে স্টিমিট এর লোগো অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সকলে মিলে যদি একটা কাজ নির্দিষ্ট ভাবে সঠিক সময় করা যায় তাহলে সেটার সফলতা অনেক বেশি ধরা দেয়। স্টিমেট প্ল্যাটফর্মে যুক্ত হবার পর থেকে এই কমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। দু'বছরের বর্ষপূর্তি উপলক্ষে কমিউনিটিতে চলমান পর্যন্ত অংশগ্রহণ করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। চাল ব্যবহার করে যে এরকম লোগো তৈরি করা যায় সেটা জানা ছিল না। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আসলে আগ্রহ আর ইচ্ছা শক্তি থাকলে শর্ট টাইমের মাঝেও অনেক সুন্দর কিছু তৈরী করা যায়, এটার প্রমান আবারও আপনি উপস্থাপন করেছেন বৌদি, সত্যি বেশ দারুণ হয়েছে এবং বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।

বৌদি অত্যন্ত দক্ষতার সাথে চাল দিয়ে স্টিমিট এর লোগো তৈরি করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ এবং অতুলনীয় হয়েছে। আমার বাংলা ব্লগের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিযোগিতা 38 এ অংশগ্রহণ করার জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি আপনাকে।।
♥♥

  ·  2 years ago (edited)

Wow.... Wonderful :D
멋집니다.

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। চাল দিয়ে স্টিমিট এর লোগো তৈরি করেছেন,যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আইডিয়াটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। স্টিমিট লোগোটি দেখতে পারফেক্ট লাগছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য শুভকামনা রইল।

বাহ্ কি বলবো দারুন বলবো না চমৎকার বলবো? অনেক সুন্দর এবং ইউনিক একটি থিম নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আসলে চাল দিয়ে যে এত সুন্দর করে স্টিমিটের লোগো বানানো যায় সেটা কিন্তু জানা ছিল না। ধন্যবাদ বৌদি একটি ইউনিক আইডি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি আপনার শিল্প ভালোবাসি. আপনার অনেক সৃজনশীলতা এবং প্রতিভা আছে। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

আপনাকে এবং দাদাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে ছেড়ে না যাওয়ার জন্য। অনেকবারই শুনেছিলাম দাদা কাজ বন্ধ করে দিবে। পরবর্তীতে আমাদের সকলের জন্যই তিনি আমাদের সাথে ছিলেন। যাইহোক আপু আপনার অসাধারণ প্রতিভা দেখলাম। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বৌদি প্রথমে আপনাকে অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুব অল্প সময়ের মধ্যে হলেও খুব সুন্দর একটি থিম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার ডাই পোস্টটি সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন বৌদি কিভাবে যে দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল যেন বুঝতে পারলাম না। সত্যি এভাবে যেন আমরা হাজার বছর পার করতে পারি। ইন্ডিয়ান পতাকার সাজে স্টিমিট লোগোটি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। যা দেখে সত্যিই আমি মুগ্ধ ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

চাল দিয়ে steemit লোগো তৈরির ব্যাপারটা দেখতে সত্যিই বেশি ইউনিক হয়েছে বৌদি। আসলে আমরা প্রত্যেকেই আমার বাংলা ব্লগ কে এত ভালোবাসি যে এই জায়গাটাকে একটা ভার্চুয়াল পরিবার বলেই মনে হয় আমাদের সবার কাছে। তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ দেখে সত্যি বেশ ভালো লাগছে। শুভকামনা রইল তোমার জন্য।

দিদিভাই পুরো কাজটা দেখার পর শুধু ভালো বললে ভুল হবে,, এক কথায় অসাধারণ লাগছে দেখতে। কনটেস্ট এর জন্য অনেকগুলো কাজ এবং পোস্ট দেখলাম এখন পর্যন্ত , তবে সবথেকে আপনার এই ডাই প্রজেক্ট টাই আমার কাছে ইউনিক লেগেছে এবং সেরা লেগেছে। ভারতের পতাকার শেপটা দুর্দান্ত হয়েছে। দিদিভাই সুন্দর করে কাচ দিয়ে বাঁধাই করে রাখবেন এটা। অনেক সুন্দর মানাবে ঘরে।