বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইউনিক কেকের রেসিপি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই @shuvo 35 ভাইয়াকে এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।প্রতিবারই "আমার বাংলা ব্লগ" প্রতিবারই নতুন নতুন কনটেস্টের আয়োজন করে থাকেন। আর যখনই দেখি কনটেস্টের আয়োজন করা হয়েছে তখনই আলাদা একটা অনুভুতি কাজ করে। কারণ এই কনটেস্টের মাধ্যমে নতুন নতুন কিছু শিখতে পারি। "ভিন্ন ধরনের কেক তৈরি রেসিপি" এই কনটেস্টের মাধ্যমে অনেক নতুন নতুন কেকের রেসিপি শিখা যায়। দেখলাম অনেকে খুব সুন্দর সুন্দর কেক তৈরি করেছেন। আমি মাঝে মাঝে বাড়ীতে কেক তৈরি করি। কারণ আমার বাবু কেক কাটতে এবং খেতে খুবই পছন্দ করে। তাই আমার বাবুর জন্য প্রায়ই কেক অর্ডার করতে হয়।আমার কেক তৈরি করতে ভালো লাগে। শুধু মাত্র সময়ের অভাবে আমার কেক তৈরি করা হয় না।
আমার প্রিয় মানুষটি বাড়ীতে তৈরি কেক খেতে খুব পছন্দ করে। তাই সবকিছু মাথায় রেখে ভাবলাম এবার ওর পছন্দের খাবার দিয়ে এবার কেক তৈরি করবো। আসলে ডাব ও তেঁতুল খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম আজ এটা দিয়ে তৈরি করবো। আসলে অনেক ভয়ে ভয়ে তৈরি করছিলাম কারণ আদৌ। খাওয়া যাবে কি না। বানানোর পর কেকটি সবাই খুব আনন্দ করে খেয়েছিলো।খাওয়ার সময় বুঝাই যাচ্ছিলো না যে এটা ডাব ও তেঁতুল তৈরি করা হয়েছে। এতটাই
সুস্বাদু হয়েছিলো। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক।
উপকরণ:
১.ডাব নারকেল - পরিমান মতো
২. ময়দা -১ কাপ
৩. ডিম -৪ টি
৪. বেকিং পাউডার -১ চামচ
৫. বেকিং সোডা - হাপ্ চামচ
৬. ভ্যানিলা এসেন্স -১ চামচ
৭. লবণ - হাপ্ চামচ
৮. চিনি - দুই কাপ
৯. বাটার - ৩ চামচ
১০. কাগজ - পরিমান মতো
![IMG_20221108_152408.jpg](
ডাব নারকেল
ময়দা
বেকিং পাউডার ,বেকিং সোডা ও ভ্যানিলা এসেন্স
ডিম
চিনি গুঁড়ো
বাটার
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ডাব নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্টের মতো তৈরি করে ।
২. এবার ডিম গুলো ভেঙ্গে নিয়ে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে।
৩. এবার ডিমের সাদা অংশ ইলেকট্রনিক হ্যান্ড বিটার দিয়ে সাদা অংশ ভালো করে বিট করে নিতে হবে । বিট করতে করতে সাদা পোম এর মত করে নিতে হবে।
৪. এরপর ওই পোমের ভিতর কুসুম আবার ভালো করে বিট করে নিতে হবে।কুসুম দিয়ে বিট করা হয়ে গেলে পরিমান মতো চিনি দিয়ে আবারো ভালো করে বিট করে নিতে হবে।এবার ভ্যানিলা এসেন্স দিয়ে ও বাটার দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে।এবার শেষ পর্যায়ে নারকেলের পেস্ট হাপ্ কাপ দিয়ে আবার ২ মিনিট ধরে বিট করে নিতে হবে।
৫. এবার একটা চালনিতে এক কাপ ময়দা এর সাথে বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ পরিমাণ মতো দিয়ে টেলে নিতে হবে।
৬. এরপর টেলে নেওয়া ময়দা ওই বেটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যাতে করে কোন দানা দানা না থাকে। তাই একটু সময় নিয়ে মেশাতে হবে।
৭. এবার যে পাত্রে কেকে তৈরি করতে হবে ।সেই পাত্রের মাপ মতো কাগজ কেটে নিতে হবে। এরপর পাত্রের ভিতরে সাদা তেল ব্রাশ দিয়ে কাগজ দিয়ে দিতে হবে। এরপর কেকের বেটার ঢেলে দিতে হবে। এবার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে।
৮. এবার চুলার একটা সস প্যান বসিয়ে দিতে হবে। এর ভিতর কিছুটা বালি দিয়ে দিতে হবে। বালি গরম হয়ে গেলে একটা মাট বসিয়ে দিয়ে তার উপর কেক বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
৯. এভাবে প্রায় ৪০ - ৫০ মিনিটের মতো চুলার উপর রেখে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এবার সময় মতো ঢাকনা তুলে নিয়ে টুট পিক দিয়ে চেক করে নিতে হবে কেকের ভিতরে কাঁচা আছে কি না। কেক তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে । কেক ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিতে হবে। কেকের চারপাশ থেকে কাগজ তুলে ফেলে দিতে হবে।
এবার কেকটি সাজিয়ে নিতে হবে। তার জন্য লাগবে।
উপকরণ:
১. ক্রিম পাউডার -১ কাপ
২. ঠান্ডা তরল দুধ - পরিমান মতো
৩. চিনি গুঁড়ো -১ কাপ
৪. নারকেল পেস্ট - পরিমান মতো
৫. ফুড কালার - পরিমান মতো
৬. কর্নফ্লাওয়ার - ১ চামচ
৭. তেঁতুলের ক্বাথ - ১ কাপ
ক্রিম পাউডার
তরল দুধ
কর্নফ্লওয়ার
তেঁতুলের ক্বাথ
ফুড কালার
প্রস্তুত প্রণালী:
১. একটা পাত্রে ক্রিম পাউডার নিয়ে তার ভিতর ঠান্ডা তরল দুধ ও পরিমান মতো চিনি ও নারকেল পেস্ট দিয়ে ইলেকট্রনিক হ্যান্ড বীটার দিয়ে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পোমের মতো তৈরি না হয় ততক্ষণ বিট করতে হবে।
২. এবার তেঁতুলের সিরাম তৈরি করার জন্য চুলার উপর একটা পাত্রে অর্ধেক তেঁতুলের ক্বাথ ও পরিমান মতো চিনি মিশিয়ে ৫ মিনিটের মতো জ্বাল দিয়ে নিতে হবে। তেঁতুলের ক্বাথ হালকা গাঢ় হলে নামিয়ে নিতে হবে।
৩. কেক টি সাজানোর জন্য একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিতে হবে। কেকটি মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিতে হবে।
৪. এবার তৈরি করা ক্রিম দুই ভাগে ভাগ করে নিয়ে লাল রং ও সবুজ রং মিশিয়ে নিতে হবে।
৫. এবার তেঁতুলের ক্বাথ দিয়ে জেলিয় তৈরি করার জন্য তেঁতুলের ক্বাথ এর ভিতরে এক চামচ কর্নফ্লাওয়ার ও ৪ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চুলার উপর দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে নিতে হবে। গাঢ় থক থকে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
৬. এবার যেখানে কেক টি সাজাবেন সেখানে একটু ক্রিম দিয়ে দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে শক্ত বোর্ড নেই তাই আমি প্লেটের উপর সাজালাম। এবার ওই ক্রিমের উপর এক পিস কেক বসিয়ে দিতে হবে। কেকের উপর তেঁতুলের সিরাম ভালো করে দিতে হবে।
৭. কেকের চারপাশে কাগজ সাজিয়ে দিতে হবে। এবার আর এক পিস কেক দিয়ে দিতে হবে। কেক লাল ক্রিম দিয়ে ভালো করে ভরাট করে দিতে হবে। এবার কেকের চারপাশে তেঁতুলের জেলী দিয়ে দিতে হবে। এরপর উপর থেকে সবুজ রঙের ক্রিম দিয়ে কয়েকটি ফুল করে দিলাম। আর নারকেল কুচি দিয়ে সাজিয়ে দিলাম।
৮. এবার কেকের চারপাশে একটু সাজিয়ে দিলাম। আর কেকের চারপাশ থেকে কাগজ তুলে নিতে হবে।
এবার তৈরি হয়ে গেল সুস্বাদু ডাব ও তেঁতুলের টক মিষ্টি কেক। আশা করি এই কেকটি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন কোন বিষয় নিয়ে আবার আসবো।
বাচ্চারা কেক কাটতে খুবই পছন্দ করে। টিনটিন বাবুর জন্য মাঝে মাঝে কেক বানান জেনে ভালো লাগলো। আপনার প্রিয় মানুষের পছন্দের দুটি খাবার দিয়ে খুবই ইউনিক একটি কেক তৈরি করেছেন। তেতুল কেক শুনেই আমি ভাবছিলাম যে দাদার পছন্দের জিনিস । দাদার কথা চিন্তা করে যে কেক বানিয়েছেন পরে বুঝতে পারলাম। এই কেক বানাতে আপনার অনেক পরিশ্রম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া অনেক সময় লেগেছে মনে হয়। কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি কেকের ফ্লেভারও তেমন সুস্বাদু হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো এবং সুস্বাদু ও ছিলো বটে। অনেক সময় লাগে তাই মাঝে মধ্যে ইচ্ছা করে না। আপনাদের ভালো লাগছে শুনে ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি সবসময় আপনার প্রতিযোগিতায় জয়েন করার ব্যাপারটা ভীষণ ভালো লাগে। কারন আমরা আপনার কাছ থেকে ইউনিক রেসিপি দেখতে পাই। এবার একেবারে দাদার পছন্দের জিনিস দিয়ে কেক তৈরি করেছেন এটা শুনে আরো বেশি ভালো লাগলো। তাছাড়া নারিকেলের ডাব এবং তেতুল দিয়ে কেক তৈরি করার ব্যাপারটা সম্পূর্ণ ইউনিক হয়েছে। আমিও আপনার মত কোন নতুন রেসিপি তৈরি করার সময় অনেক ভয় পাই, যে পরে খেতে কি রকম হবে। কিন্তু আপনার কেকটা খেতে ভালো লেগেছে এটা শুনে খুবই খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরাবরের মতো। আপনার অংশগ্রহণ আমাদের সকল ইউজারদের কাছে,অনেকটা অনুপ্রেরণা। আপনি ভালো কিছু ডিজার্ভ করেন বৌদি।
শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কনটেস্টে অংশ গ্রহণ করা এখন নেশার মতো হয়ে গেছে। আর আপনাদের এত এত ভালোবাসার জন্য আমি অংশ গ্রহণ না করে থাকতে পারি না।ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি, আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাব তেঁতুল দিয়ে টক-মিষ্টি কেক এত সুন্দর ভাবে তৈরি করা যায় সেটা আমি দেখে অবাক হয়েছি। রেসিপি কনটেস্ট এর মাধ্যমে দারুণ কিছু ইউনিক রেসিপি দেখতে পাচ্ছি ,দিদির রেসিপি একদম সম্পূর্ণ ইউনিক।বাসায় বানানো কেক বাইর থেকে কেনা কেক থেকেও সুস্বাদু হয়। দিদি আপনি চমৎকার কেক বানাতে পারেন সেটা আপনার কেক বানানোর ধাপ দেখে বোঝা যাচ্ছে। আপনার বানানো কেক বাসার সবাই পছন্দ করবেন না কেন, আপনি যে ধৈর্য এবং মনোযোগ দিয়ে কেক তৈরি করেন তা শেয়ারকৃত রেসিপি বলে দিচ্ছে। পোস্টটি আমি রি-স্টিম করে রাখলাম সুযোগ করে বাসায় বানিয়ে খাব। দিদি আপনার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনাকে কেক রেসিপি দেখে আমার খুবই ভালো লেগেছে। ডাক ও তেতুলের টক মিষ্টি কেক রেসিপি এটি সত্যি একদম নতুন একটি রেসিপি, দেখে খুবই ভালো লাগলো। আর আপনার কেক রেসিপির পরিবেশনে খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয়না এ ধরণের কেক আমি আগে কখনোই দেখেছি।আসলে আপনার কনটেস্টে অংশগ্রহণ করা হয় সবসময় অসম্ভব ইউনিক রকমের।এটার জন্যেই আমি আসলে অপেক্ষা করছিলাম।ডেকোরেশন টাও একেবারে প্রফেশনাল হয়েছে বৌদি।এবার বলেন আমি কবে খেতে পারবো।🫣😜🫢
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি চলে আসুন আমাদের দেশে কথা দিচ্ছি মজার মজার খাবার তৈরি করে খাওয়াবো। আপনি যখন খেতে চাইবেন তখনি পারবেন আপু। কনটেস্টে অংশ গ্রহণ করতে পারলে ভালোই লাগে না। হাজার সমস্যা আসলে ও অংশ গ্রহণ করা থেকে আমাকে কেউ আটকাতে পারে না।আর এ গুলো সবকিছু সম্বব হয় আপনাদের ভালোবাসার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সে তো বৌদি আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আপনাদের সাথে দেখা হবে!কবে আপনার সাথে ঘুরবো,আড্ডা দিবো।ভাবলেই জাস্ট তর সয়না,ইনশাল্লাহ একদিন অবশ্যই হবে।আর সেদিন অনেক কিছু খাওয়াতে হবে কিন্তু বৌদি।ছাড় দেবোনা মোটেই।😜😜
আপনার পার্টিসিপেট করা ছাড়া তো কনটেস্ট ই অসম্পূর্ণ লাগে আজকাল আমাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ বৌদি! কেকের কনসেপ্টটা সত্যিই ইউনিক। আসলে আমরা সব সময়েই যখন কম্পিটিশন হয় তখন আপনার থেকে একটু আলাদা কিছু আশা করি। আর আমি এই কদিন ভাবছিলাম বৌদির ইউনিক রেসিপি দেখতে পাচ্ছি না কেনো। অবশেষে পেলাম। 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেতুল আর ডাবের কম্বিনশনে কেক 🙄🤔। চরম একটা আইডিয়া 👌। দিদিভাই আমার কাছে তো দুর্দান্ত লেগেছে পুরো ব্যাপারটা। আচ্ছা খেতে কি হালকা টকটক লাগছিল? আমি শুধু ভাবছি মিষ্টির সাথে হালকা টক যদি হয় তাহলে কেমন হবে ব্যাপারটা!! 🤔 ওই স্বাদ টা নেওয়ার জন্য মুখ তো পুরো সুরসুর করছে 😊। বেশ ধৈর্য এবং সময় নিয়ে যে কেকটা বানাতে হয়েছে এটা বোঝাই যাচ্ছে । তবে খেতে যখন দুর্দান্ত হয়েছে তাহলে দিদি ভাইয়ের পরিশ্রমটা সার্থক বলা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি দারুণ একটা আইডিয়া, আমি শুরু হতে পড়ছিলাম আর মনে মনে স্বাদের কথা চিন্তা করতেছিলাম। এভাবে আসলে কেউ চিন্তা করে নাই আপনি যতটা ভিন্নভাবে কেকটি তৈরী করেছেন, আর শেষটা একদম লা জবাব বৌদি, বেশ দারুণ উপস্থাপনা ছিলো। অনেক ধন্যবাদ এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit