রকি প্লানেট Rocky Planet

in hive-129948 •  yesterday 

extraterrestrial-8341425_1920.png

Source

আপনারা অনেকেই রকি প্লানের সম্পর্কে জেনে থাকবেন। রকি প্লানেট সেসব গ্রহকে বলা হয় যেসব গ্রহে দাঁড়ানোর মত সারফেস রয়েছে। যেমন আমাদের পৃথিবীতে আমরা সমতল ভূমি পাই, কিংবা পাহাড় পর্বত বিভিন্ন ধরনের রকি বস্তু বা পাথর রয়েছে। এক কথায় যেসব গ্রহগুলো পাথর দিয়ে তৈরি তাদেরকেই রকি প্ল্যানের বলা হয়। আমাদের বিজ্ঞানীরা সাধারণত বিভিন্ন ধরনের রকি প্ল্যানেটের খোঁজ করে থাকে যেখানে একই সাথে পাথর থাকবে এবং জীবননির্ভায়ের জন্য পানি এবং অন্যান্য এলিমেন্টগুলো পর্যাপ্ত থাকে। কিন্তু দুঃখের বিষয় হুবহু পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা এই মহাবিশ্বে অনেকটাই চ্যালেঞ্জিং একটি কাজ।

আমাদের সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ গ্রহ। যেটা সূর্যের অনেক কাছাকাছি অবস্থান করছে এবং এই বুধ গ্রহ রকি প্লান। এর পরবর্তীতে আমাদের শুক্র গ্রহ রয়েছে। বুধ গ্রহ সূর্যের সবথেকে কাছাকাছি হওয়া সত্ত্বেও শুক্র গ্রহ সবথেকে উত্তপ্ত গ্রহ এর বায়ুমণ্ডলের কারণে। কারণ বুধ গ্রহে কোন বায়ুমণ্ডল নেই কিন্তু শুক্র গ্রহে একটি বায়ুমণ্ডল রয়েছে যার কারণে সৌরজগতের সবথেকে বেশি গরম আবহাওয়া হচ্ছে শুক্র গ্রহে।

রকি প্লানেরের তালিকায় তিন নম্বর এ রয়েছে আমাদের প্রাণপ্রিয় পৃথিবী। যে পৃথিবীতে আমরা বর্তমানে বেঁচে আছি, সার্ভাইভ করছি এবং চমৎকার একটি পরিবেশ উপভোগ করছি। কিন্তু এরকম পরিবেশ আমাদের সৌরজগতের আর অন্য কোন গ্রহে নেই। এমনকি আপনি অন্যান্য গ্রহে গিয়ে এক মিনিট বেঁচে থাকতে পারবেন না। এছাড়াও মাধ্যাকর্ষণ বলের কারণে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা আকর্ষণ শক্তি রয়েছে। যেটা পৃথিবীতে একরকম থাকে কিন্তু অন্য জায়গায় অন্যরকম থাকবে। যেটা আপনাকে খুব সহজেই ধরাশায়ী করে ফেলতে পারে। তাইতো অ্যাস্ট্রোনডদের অন্য কোথাও যাওয়ার আগে বছরের পর বছর ট্রেনিং দেওয়া হয়।

এর পরের গ্রহই হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। যেটা আমাদের সৌরজগতের সর্বশেষ রকি প্লানেট। এর পরে যেসব গ্রহ রয়েছে সেগুলো গ্যাসীয় দানব বলা হয়। সেই বিষয়গুলো পরবর্তীতে অন্য কোন পর্বে আলোচনা করে নেব। তবে বর্তমানে মঙ্গল গ্রহে ও বসবাসের জন্য বিজ্ঞানীরা বেশি বেশি আর রিসার্চ করছেন এবং উঠে পড়ে লেগেছে মঙ্গল গ্রহে জয় করার জন্য।

ইতিমধ্যে মঙ্গল গ্রহের দুই মেরুতে বরফের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। জানিনা এই বিষয়গুলো কতটুকু সত্য। মাঝখানে তো একটি পত্রিকায় দেখলাম ইলোন মার্কস চাইছে মঙ্গলের দুই প্রান্তে পরমাণুর হামলা চালাবে। এতে করে সেই বরফগুলো যেন গলে যায় তবে, সেটার এপ্রুভাল পায়নি। এতটুকু শুনেছিলাম। তবে জানিনা এই খবরটি কতটা সত্য কিংবা মিথ্যা। যাই হোক রকি প্লানেট সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো। সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রকি প্লানেট সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে পারলাম আপনার পোস্ট করে। সেই সাথে আমাদের পৃথিবী রকি প্লানেটের তৃতীয় স্থানে রয়েছে এটাও জানতে পারলাম নতুনভাবে। আবার রকি প্লানেটের শেষ গ্রহ হল মঙ্গল গ্রহ, এই তথ্যটিও জানা ছিল না অবশ্য। মোটকথা রকি প্লানেট সম্পর্কে ,আপনার আজকের পোস্টটি অজানা কিছু তথ্য জানিয়ে দিল, ধন্যবাদ।