|| কনটেস্ট :- আমাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী সম্পর্কে কিছু কথা ||

in hive-131369 •  last year  (edited)



আসসালামু আলাইকুম

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আমার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দিয়ে একটি পোস্ট উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, ইনশাআল্লাহ....



কভার ফটো

Screenshot_2023-08-27-10-45-22-62_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12-01.jpeg

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক....



IMG_20230827_101044-01.jpeg



IMG_20230827_101541-01.jpeg

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের আনাচে-কানাচে নদী-নালা, খাল-বিল রয়েছে। এবং প্রত্যেকটি দেশে নদী-নালা, খাল-বিল একান্ত প্রয়োজন কারণ দেশের পানিপথ সচল রাখার জন্য এই নদী-নালা একান্তই দরকার। এবং জমির ক্ষেতের পাশে যদি নদী থাকে তাহলে তো কৃষকদের একান্ত অনেক উপকারে হয়। যখন পানির প্রয়োজন হবে তখন এই নদী থেকে মেশিনের সাহায্যে পানি জমির ক্ষেতে দেওয়া যাবে। বিশেষ করে নদী-নালা থেকে অনেক বড় বড় এবং সামুদ্রিক মাছ পাওয়া যায়, বন্যার সময়। তাইতো আমাদের এলাকার কিছু লোক নদীতে মাঝে মাঝে একটি করে বাঁশের বানা তৈরি করে মাছ ধরার জন্য। এবং আমার দেখা মতে সামনের বার বন্যায় এই বাঁশের তৈরি বানায় সাহায্যে অনেক বড় বড় মাছ ধরা হয়েছিল। এবং এরা ছয় সাত জন মিলে একটি টিম তৈরি করেছিল মাছ ধরার জন্য।


IMG_20230827_100832-01.jpegIMG_20230827_101129-01.jpeg
IMG_20230827_100921-01-01.jpegIMG_20230827_101316-01.jpeg

এবং আমি আপনাদের মাঝে এখন যে নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি এটি হলো আমাদের এলাকার পাশ দিয়ে যাওয়া করতোয়ানদী। নদীটি পাঁচ ছয় বছর আগে এরকম বড় এবং খনন করা ছিল না। শুধু এটি নালার মত ছিল এবং বন্যার সময় এই নালার মাধ্যমে তো বেশি পানি যাওয়ার ধারণ ক্ষমতা ছিল না তাই একটু হালকা পানি হলে আমাদের এই দিকের জমি গুলো তলিয়ে যেত। এক কথায় বর্তমান যে ফসল জমিতে ফলানো হয়েছে এই ফসল ঘরে উঠত না।

এতে করে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হতো কারণ বর্তমানে যে ফসল ফলানো হয়েছে আমাদের এই দিকেই। এই ফসলের দাম সবচেয়ে বেশি কারণ এখন জিরা ধান রোপন করা হয়েছে। এই জিরা ধান এর সবচেয়ে দাম বেশি এবং এর চাহিদা ও বিপুল পরিমাণে। কারণটা হলো এই ধান বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। এবং এই নদীর দুইপাশে যত গুলো কৃষি জমি রয়েছে সব গুলোতেই এই জিরা ধান রোপন করা হয়েছে।



IMG_20230827_101316-01.jpeg

বর্তমানে এই করতোয়া নদী খনন করার পর এখন আর সেরকম বন্যা আমাদের এই দিকে দেখা যায় না। তাই প্রায় দুই তিন বছর থেকে আমাদের এই দিকে সব জমির ফলন অনেক ভালো হচ্ছে এতে করে কৃষকরা অনেক লাভবান হচ্ছে। এবং আপনারা দৃশ্যে দেখতে পারতেছেন নদীতে পানি ভরপুর রয়েছে। এবং নদীর পানি তার গতিপথ ধরে প্রবাহিত হচ্ছে। এবং নদীতে যখন ভরপুর পানি থাকে আমরা অনেকেই এখানে গোসল করি এর জন্য একটি বাদ রয়েছে। এবং সেখানে নতুন করে একটি ব্রীজ নির্মাণের কাজ চলতেছে। নদীতে সবাই মিলে একসঙ্গে গোসল করার মজাই আলাদা। আরও যদি একটা ফুটবল নিয়ে যাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। পানিতে ফুটবল দিয়ে চোর পুলিশ খেলার মজাই আলাদা।


IMG_20230827_100921-01-01.jpegIMG_20230827_101249-01.jpeg

আপনারা দৃশ্যে দেখতেই পারতেছেন এই নদীটি দেখতে কি রকম। পাঁচ ছয় বছর আগের তুলনায় প্রথমবার যখন এই করতোয়া নদী খনন করা হয় নদীটি অনেক বড় আকৃতির করে খনন করা হয়। কিন্তু নদী খনন করার পর এখানে তো সবসময় পানি থাকে না শুধু বর্ষাকাল ছাড়া। যদি সবসময় পানি থাকতো তাহলে এর সৌন্দর্য একটু হলেও আর বেশি পরিমাণে বেড়ে যেত। আমাদের বাংলাদেশের অনেক নদী রয়েছে কিন্তু পানি না থাকায় কিছু কিছু নদী এখন বন্ধ হয়ে গেছে। আবার কিছু কিছু নদী মাটি ধুয়ে নালার পরিণত হয়েছে। এর জ্বলন্ত প্রমাণ আমাদের এই করতোয়া নদী কারণ পাঁচ ছয় বছর আগে এটাও সে রকম ছিল। এখন খনন করার পর এর সৌন্দর্য বেড়ে গেছে। তাইতো আপনারা দেখতেই পারতেছেন নদী পাড় হওয়ার জন্য বাসের একটি বাদ দেওয়া হয়েছে। যাতে করে মানুষ নদীর পাড় হয়ে জমির খেতে যেতে পারে। এবং কেউ কেউ আবার নদীর পাড় গুলোতে ঘাস লাগিয়েছে তাদের গবাদি পশুর জন্য। এবং নদীতে পানি থাকায় ঘাসগুলো দ্রুত বড় হয়ে যায়। আবার কেউ কেউ ঘাস কাটার পর নদী থেকে পানি দেয় এবং কীটনাশকও দিয়ে থাকে ঘাস বড় করার জন্য। কারণ আপনারা যে ঘাস গুলো দেখতে পারতেছেন এগুলো বাজারে বিক্রি করা হয়। এই ঘাসগুলো আপনা আপনি হয়না এগুলো রোপন করা লাগে এবং এরপর যত্ন নিয়ে বড় করতে হয়। এক কথায় ধান যেরকম ভাবে মানুষ ফলানো করে ঘাসগুলো ঠিক সেরকম ভাবেই ফলনের মাধ্যমে বড় করতে হয়।


IMG_20230827_101011-01.jpeg
IMG_20230827_101223-01.jpeg



আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি,

@neukyan
@sailawana
@josepha



ডিভাইসরিলেলমি ছি ১২
ফটোগ্রাফার@rimon03
বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ




আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20230505_161413.jpg

আমার সম্পর্কে কিছু কথা:

আমি মো: খায়রুল ইসলাম। আর আমার ডাক নাম রিমন। আমি একজন ছাত্র। আমি লিখতে, পড়তে, খেলতে, ফটোগ্রাফি এবং অজানা বিষয় সম্পর্কে শিখতে অনেক ভালোবাসি।..❤️..

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

can also vote for @bangla.witness witnesses

IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

করোতোয়া নদীর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সহজেই অনুমান করতে পারে যে নদী খনন করা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি কাজ। এই নদীর তুই শুকিয়ে নাড়ার মত হয়ে যাওয়ার পর খনন করার পর সেটি আবার বেশি পরিমাণে পানি ধারণ ক্ষমতা ফিরে পাওয়ায় আপনাদের ফসলের জমিগুলো বেঁচে গিয়েছে। এটি সরকারের অন্যতম ভালো উদ্যোগের মধ্যে একটি। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

আপনার এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী সম্পর্কে আপনি দারুণ লিখেছেন। নদীগুলো এখন বিভিন্ন সমস্যার কারণে শুকিয়ে যাচ্ছে। তবে আমি যেন অবাক হলাম যে এই নদীটি নতুনভাবে খনন করা হয়েছে। আর বর্ষার সময় এই নদীতে পানি থাকে। নদীর ছবিগুলো দারুন তুলেছেন। নদীর কারণে আশেপাশে জমিতে ফসল ভালো হয়। কারণ নদীর পাশের জমিগুলো উর্বর হয়ে থাকে। প্রতিযোগিতার জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

করতোয়া নদী সম্পর্কে সুন্দর লিখেছেন ভাই। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। করতোয়া নদী এর আগে আমি কখনো দেখি নি।আপনার এই পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

করতোয়া নদী সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। আপনি ঠিক বলেছেন নদী কাছে জমি থাকলে সত্যি কৃষকদের অনেক উপকার হয়। অল্প পরিশ্রমে জমিতে পানি সেচতে পারেন। এছাড়াও নদী খনন করার মাধ্যমে নদীর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

আমাদের এই নদীমাতৃক দেশে প্রায় সব জায়গাতেই নদী দেখা যায়।এর ভিতর অন্যতম একটি নদী হলো করতোয়া।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম নদীটি খনন করা হয়েছে যার ফলে নদী তার নাব্রতা আবারো ফিরে পাচ্ছে।বর্তমানে বাংলাদেশে অনেক নদী এরকম খনন করা হচ্ছে। নদীটি সম্পর্কে দারুন লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ

বাহ্ চমৎকার পোস্ট করছেন ভাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের আনাচে কানাচে নদ নদী রয়েছে। আগের দিনে যাতায়াতের মাধ্যম ছিলো নদীপথ। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন ভাই। ছোট সময় দেখতাম আমাদের গ্রামের নদীতে বাঁশের সাঁকো ছিলো। সেই সাঁকো দিয়ে আমরা নদী পারাপার করতাম। আপনার পোস্ট এর মাধ্যমে সেই স্মৃতি মনে পরে গেলো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া

করতোয়া নদী নিয়ে সুন্দর একটি পোস্ট করেছো ছোট ভাই। এই নদীর সাথে আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে কতো গোসল করেছি এই নদীতে তার হিসাব নেই। বন্যার সময় কলাগাছ কেটে ভেলা বানিয়েও চড়ে বেড়িয়েছি। সুন্দর সব ফটোগ্রাফি করেছো। কন্টেস্টের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাই

প্রথমেই আপনার জন্য শুভকামনা রইল। আপনি অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া এই করতোয়া নদীটি সম্পর্কে অনেক সুন্দর একটা আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এমনি ঠিক বলেছেন ,নদীর ধারের কৃষি জমি গুলোতে পানি সেচের কোন অসুবিধা হয় না। সেই সুবিধা পাওয়ার জন্য নদীর পাড়ের জমি গুলোতে মানুষ বিভিন্ন ধরনের চাষাবাদ করেন। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

Loading...

বাহ আপনি তো বেশ ভালো ছবি তুলতে করতে পারেন। আপনার এলাকার নদীটা দেখতে অনেক সুন্দর লাগছে। নদীর মধ্যে থাকলে আমার মনে নদীর সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আপনাদের এলাকায় এই নদীতে কি বরশি দিয়ে মাছ ধরতে গেলে বড় মাছ ধরা পড়বে ভাই? হ্যাঁ সবাই মিলে গোসল দিতে যাওয়ার মজাই আলাদা আর ফুটবল হলে ভেসে যাওয়া যায়। প্রতিযোগিতায় আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।

এ মামা এক সপ্তাহ আগে বাহিরে টয়লেট করার পর নদীতে পানি নিবো সেই পানিটুকু ছিল না। এই কয়েকদিনের বৃষ্টিতে নদী ভরপুর হয়েছে দেখে বেশ ভালই লাগলো। ফটোগ্রাফি গুলো মাশাল্লাহ অনেক সুন্দর করেছেন। আর দুই একবারে বৃষ্টি হলে নদীতে স্বচ্ছ পানি চলে আসবে। আমাদের করতোয়া নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন মামু। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।