আপনার পোস্টটি সুন্দর হয়েছে। কিন্তু Steem Bangladesh কমিউনিটিতে প্রথমে আপনার ভেরিফাইড হতে হবে।
ভেরিফাইড হতে হলে প্রথমে ইউটিউবে একটি ভিডিও আপলোড করবেন সেখানে আপনার username বলবেন এবং Steem Bangladesh সম্পর্কে আপনার ধারণা ২-৩ লাইনে বলবেন। তারপর একটি পোস্ট করবেন Steem Bangladesh কমিউনিটি তে সেখানে Admin, Mod দের মেনশন দিবেন।
ধন্যবাদ।
@masumrbd আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আসলে আমি ঠিকভাবে কিছু বুঝতে পারছি না।কিভাবে কি করবো। আমি এখানে যুক্ত হওয়ার পর থেকে অনেকের পোস্ট পড়ছি এবং শিখছি।আমি ভালোভাবে কারও গাইডলাইন পাচ্ছি না।আমি এখানে দেখছি সবাই কোন না কোন ব্যক্তির মাধ্যমে এসেছে।কিন্তু আমার এই সুযোগ হয়নি।আমি ইউটিউব থেকে জানার মাধ্যমে এখানে আসতে সক্ষম হয়েছি।তাই কিভাবে এখানে এগিয়ে যেতে পারবো বুঝতে পারছি না।আমি এখানে আমার সক্ষমতা দিয়ে চেষ্টা করে যাব।আশা করি আপনারা আমার পাশে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit