আসসালামু আলাইকুম!
আশা করি সকলে ভালো আছেন। আমি@sadikrahman ।আজকে আমি আবৃতি করছি বিশ্ব কবি রাবিন্দ্রনাথ ঠাকুরের "কড়ি ও কোমল " কাব্য গ্রন্থ থেকে সংকলিত 'প্রান' কবিতাটি।
মূল কবিতা
প্রাণ
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুস্পিত কাননে
জীবন্ত হৃদয়ে-মাঝে যদি স্থান পাই!
ধারায় প্রানে খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-আশ্রুময় -
মানবের সুখে দুঃখে গাথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর - আলয়!
তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সাংগীতের কুসুম ফুটাই।
হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়!!
আশা করি আপনাদের ভালো লাগবে।
Stay Home! Stay safe!
মোটামুটি হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ 🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit