সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন নতুন রেসিপি রান্না করতে এমনকি খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম এইরকম রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে। আমি বাসায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রান্না করে থাকি। তাই জন্য আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|
বেসন /পরিমাণ মতো
রোসন বাটা | ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া | ২ টেবিল চামচ
মরিচের গুঁড়া | ২ টেবিল চামচ
মসলা গুড়া | ১ টেবিল চামচ
লবন | পরিমাণমতো
তেল | পরিমাণমতো
ধাপ ১
প্রথমে আমি একটি বাটির মধ্যে পরিমাণ মতো বেসন ও পরিমাণ মতো কিছুটা সোডা নিয়ে নিলাম। এবং ভালো করে এ দুটো উপকরণ মিশিয়ে নিলাম ।তারপর নরমাল পানি দিয়ে বেসনটি মেখে নিলাম।
ধাপ ২
এরপর আমি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ রোশন দিয়ে দিলাম। এবং এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
ধাপ ৩
এরপর হলুদ দেওয়ার পরে আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
ধাপ ৪
তারপর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম।
ধাপ ৫
তারপর আমি উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম।
ধাপ ৬
তারপর আমি কয়েকটি কেটে রাখা বেগুন বেসন গুলোর মধ্যে দিয়ে ভালোভাবে বেসন গুলো বেগুনের গায়ে লাগিয়ে নিলাম।
ধাপ ৭
তারপর আমি একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি একটা একটা করে বেগুনিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনি গুলোকে কিছুক্ষণ এপাশ-ওপাশ করে ভেজে নিয়ে নিলাম।
ধাপ ৮
এরপর আমি একইভাবে বাকি বেগুনিগুলো ভেজে নিলাম। এবং একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম।
ধাপ ৯
তারপর আমি বেগুনিগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
https://twitter.com/Ride8771/status/1653016037548519424?t=jfj_b0iaCDGkTCrsQ0NZig&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোজার সময় ইফতারে বেগুনির জুড়ি মেলা ভার। পুরো মাসে বেগুনি খেয়েছি অনেক। আজ আপনার রেসিপি দেখে আবার খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow, awesome recipe photography in this community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit