রেসিপি :- মুচমুচে বেগুনির রেসিপি | 10% beautycreativity

in hive-144064 •  2 years ago 

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন নতুন রেসিপি রান্না করতে এমনকি খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম এইরকম রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করলেও ভালো লাগবে। আমি বাসায় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রান্না করে থাকি। তাই জন্য আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20230419171255.jpg

উপকরণ

উপকরণপরিমাণ

বেসন /পরিমাণ মতো
রোসন বাটা | ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া | ২ টেবিল চামচ
মরিচের গুঁড়া | ২ টেবিল চামচ
মসলা গুড়া | ১ টেবিল চামচ
লবন | পরিমাণমতো
তেল | পরিমাণমতো

IMG_20230501_161705.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি বাটির মধ্যে পরিমাণ মতো বেসন ও পরিমাণ মতো কিছুটা সোডা নিয়ে নিলাম। এবং ভালো করে এ দুটো উপকরণ মিশিয়ে নিলাম ।তারপর নরমাল পানি দিয়ে বেসনটি মেখে নিলাম।

IMG20230419162438.jpg

ধাপ ২

এরপর আমি বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ রোশন দিয়ে দিলাম। এবং এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।

IMG20230419162733.jpg

ধাপ ৩

এরপর হলুদ দেওয়ার পরে আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।

IMG20230419162747.jpg

ধাপ ৪

তারপর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিলাম।

IMG20230419162801.jpg

ধাপ ৫

তারপর আমি উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম।

IMG20230419163347.jpg

ধাপ ৬

তারপর আমি কয়েকটি কেটে রাখা বেগুন বেসন গুলোর মধ্যে দিয়ে ভালোভাবে বেসন গুলো বেগুনের গায়ে লাগিয়ে নিলাম।

IMG20230419164559.jpg

ধাপ ৭


তারপর আমি একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি একটা একটা করে বেগুনিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনি গুলোকে কিছুক্ষণ এপাশ-ওপাশ করে ভেজে নিয়ে নিলাম।

IMG20230419165629.jpg

ধাপ ৮

এরপর আমি একইভাবে বাকি বেগুনিগুলো ভেজে নিলাম। এবং একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম।

IMG20230419171347.jpg

ধাপ ৯

তারপর আমি বেগুনিগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20230419171255.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFa1DGAYunSw7ZXjrGnCktLdouuZBM3JHX2iDLMSPzeXWweAnxqCMV8bkML1JYZUYSxv4nxSjaFa8dZSCj7...evxxiVsJ3NE9Zs9MbQYG2E2GQSswjNqXeYiHmo5MYmpR5EY8zXMoA5EoSEQD8gvE72WmhXqnWrFtHGDyM8MqHucFpFtpnkeHcjqYMPeK8tNGYwZXxHoWuwTPhG.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

রোজার সময় ইফতারে বেগুনির জুড়ি মেলা ভার। পুরো মাসে বেগুনি খেয়েছি অনেক। আজ আপনার রেসিপি দেখে আবার খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Wow, awesome recipe photography in this community.