আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি এই সময় সকলে পরিবার নিয়ে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশি ভালো আছি।
আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে চেষ্টা করি ভালো কিছু লেখার এবং বাস্তব কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুভূতিমূলক পোস্ট "হঠাৎ অসুস্থতা" নিয়ে।চলুন আর কথা না বাড়িয়ে আমার অনুভূতিমূলক পোস্টে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
গত দুইদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি কারণ বর্তমানে যে বাতাস ব হচ্ছেতা বাতাস যে আসলে আমাদের শরীরের জন্য অনেক খারাপ। আর এই বাতাসের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে ঠিক তার মধ্যে আমি নিজেও একজন।সকাল সকাল বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসার কারণে দেখা যায় এই বাতাসের কারনে আমি এত বেশি ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েছি যা আসলে বলার মত না।
গরম গরম লাগছিল তার কারণে গরমের কাপড় খুব কমই পড়েছিলাম। তাই এই বাতাসটি লেগে যায় আর এই বাতাস লেগে যাওয়ার কারণে এত বেশি ঠান্ডা লেগেছে যে অনেকটা শ্বাসকষ্টের উপক্রম হয়ে পড়ছে যা আমি চিন্তায় করিনি।অনেক ধরনের অসুস্থতা তাও দুই এক দিন বহন করা যায়। কিন্তু শ্বাসকষ্ট হইলে সেই অসুস্থতা আসলে এক ঘন্টার জন্য সেটি বহন করা খুবই কষ্টকর।
আর ঠান্ডা জনিত কারণে দেখা যায় যে এমন পরিস্থিতি হয় শরীরের। যে এই শরীরে সবার সামনে যাওয়া বিরক্তি কর বিষয়। কারণে এত বেশি হাঁচি কাঁশি আসলে কেউই তো সহ্য করতে চাইবে না এবং দেখা যাবে যে তারা আমাকে বেশি বিরক্ত বোধ করবে। এজন্য আসলে বাসার বাহিরে খুবই কম বের হচ্ছি এবং আশা করছি দু'একদিনের মধ্যে ইন-সা-আল্লাহ সুস্থ হয়ে যাব।
তবে এই ধরনের অসুস্থতা আসলে একটি বাড়ির গৃহকর্মীর যদি হয়ে পড়ে। তাহলে সেই বাসার সকলের জন্য অনেক বেশি কষ্টকর হয় কারণ তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যত্ন নেওয়া সবকিছুতে খুব বেশি অসুবিধায় পড়তে হয় সকলের।এজন্য আসলে বাসার সকলেই চিন্তা করে যাতে বাসার গৃহকর্মী এই ধরনের অসুস্থতা বা কোন ধরনের অসুস্থতায় না পড়ে। কারণ পরিবারের অন্য কেউ অসুস্থ হলেও দেখা যায় গৃহকর্মী তাদের দেখা শোনাটা করতে পারেন।
পরিশেষে একটি কথাই বলতে চাই যে এই সময় সকলে নিজের শরীরের প্রতি যত্ন নিবেন এবং এ ধরনের ঠান্ডা জড়িত রোগ থেকে নিজেকে রক্ষা করবেন সব সময়।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1887910522408026439?t=ZVr9jBb-VbpF3cqObHc5YQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit