ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা ফটোগ্রাফিতে আমার আজকের আয়োজন হচ্ছে ডেইজি ফুল। বর্তমান সময়ে গোলাপের পরে জনপ্রিয় ফুলটির নাম হচ্ছে ডেইজি ফুল। এটি জারবেরা ফুলের মতোই প্রায় দেখতে। খানিকটা সূর্যমুখী ফুলের মত। কদাচিৎ ঘ্রাণ ও রয়েছে বটে। আমার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য এবং পছন্দের ফুল হচ্ছে এই ডেইজি ফুল। ডেইজি ফুল গাছ সাধারণত দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর একটি করে গাছে একটি মাত্র ফুল হয়ে থাকে। তবে প্রত্যেকটা ফুলের মধ্যেই দারুন রকমের সৌন্দর্য বিদ্যমান থাকে। এই ফুলকে মূলত শীতকালীন ফুল ও বলা হয়। কেননা অক্টোবর থেকে প্রায় ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই ফুলকে দেখা যায়। তবে সমস্যা হল এই ফুলের দাম একটু বেশি। বলা চলে বাজারে প্রতি পিস ফুলের দাম ৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন কি ডিমান্ডেবল এটি।ডেইজি ফুলের চারিদিকে সুন্দর রকম ধারালোর মতো পাপড়ি থাকে এবং মাঝখানে একটি কেন্দ্র থাকে। কেন্দ্রটি সাধারণত সাদা রংয়ের হয়ে থাকে। চতুর্দিকে লালের মাঝে সাদা কালার এই বিষয়টি ফুলের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলে। ফুল গাছের লম্বা ডাটা দেখতে ভীষণ সুন্দর দেখায়। ডেইজি ফুলকে বিয়ে বাড়ি এবং বিভিন্ন ফাংশন গুলোতে বিশেষ ভাবে পরিলক্ষিত হয়। বলা চলে প্রেমিকদের মধ্যেও দারুন রকম আদান-প্রদান হয়ে থাকে হা হা হা । সর্বোপরি এটাই বলব আমি ,ডেইজি ফুল দেখতে যেমন সুন্দর তেমনি সকলের প্রিয় ও বটে। চলুন তাহলে বন্ধুরা আজকের আমার ডেইজি ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুগ্ধ হলাম আপনার এত চমৎকার ফটোগ্রাফি দেখে। মাঝে মাঝে যখন দারুন ফটোগ্রাফি গুলো দেখি তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনেক চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম মনোমুগ্ধকর ফটোগ্রাফি দেখলে একটু বেশি ভালো লাগে আমার কাছে। এক কথা বলতে গেলে অসাধারণ ছিল আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনিও কিন্তু খুব সুন্দরভাবে উৎসাহ দিয়েছেন কমেন্টের মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit