গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পা ভ্যান, যা এখন প্রায় বিলুপ্তের পথে।

in hive-157557 •  last year  (edited)

আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে ঐতিহ্যবাহী পা ভ্যান নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।

ঐতিহ্যবাহী পা ভ্যান


IMG_20230923_111850.jpg

হ্যালো কাছের মানুষজন, আমার নতুন পোস্টে আপনাদের স্বাগতম। পা ভ্যান হলো আমাদের গ্রাম বাংলার অন্যতম একটি ঐতিহ্য। যা এখন পুরো মাত্রায় বিলুপ্ত হয়ে গেছে৷ এই পা ভ্যান এখন কোথাও দেখা যায় না। আমাদের মাঝে এখনো ভ্যান রয়েছে কিন্তু পা ভ্যান নেই সব ডিজিটাল অটো ভ্যান রয়েছে। আগের সময়ে গ্রামের অনেক মানুষ পা ভ্যান চালিয়ে নিজের সংসার চালাতেন। তবে এখনো ভ্যান চালায় কিন্তু সেগুলো অটো ভ্যান কারণ এখন কেউ আর পা ভ্যান চালাতে চায় না। আর সেই পা ভ্যান গুলো এখন মানুষ বাড়ির ছোট-খাটো কাজ গুলোতে ব্যবহার করেন। যেমন আমার শেয়ার ক্রিত ভ্যানটিতে বাড়ির যাবতীয় জিনিস বহন করা হয়। তবে আগে এই ভ্যানেই মানুষ যাতায়াত করত। যুগ পরিবর্তন হওয়ার কারণে পা ভ্যান বিলুপ্ত হয়ে গিয়েছে।


IMG_20230923_105024-01.jpegIMG_20230923_105141-01.jpeg
আগের সময়ে গ্রাম বাংলার মানুষের যাতায়াতের মূল যানবাহন ছিল পা ভ্যান। যে কোন কাছের আত্মীয়-স্বজনদের বাসায় গেলে তারা পাবেন করে সেই জায়গায় যেতেন। তবে আজ আমাদের কাছ থেকে সেই পা ভ্যান বিলুপ্ত হয়ে গিয়েছে এবং পা ভ্যানের জায়গা এখন অটো ভ্যান গুলো দখল করে নিয়েছে। তবে এর মাধ্যমে আমাদের মানবজাতির অনেক উপকার হয়ে হয়েছে। কারন আগে পা ভ্যান করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগতো। কিন্তু এখন অটো ভ্যান হওয়ার কারণে মানুষের অনেক সময় বেঁচে যায় এবং আমাদের দেশের রাস্তা ঘাট ও এখন অনেক উন্নত। তাই অল্প সময়ে মানুষ তার গন্তব্যে খুব সহজেই পৌঁছে যাইতেছে৷ যেটি আমাদের সকলের জন্যই অনেক ভালো একটি দিক।


IMG_20230923_105202-01.jpegIMG_20230923_105113-01.jpeg
IMG_20230923_105050-01.jpeg
শুধু যে প্যাসেঞ্জারদের উপকার হয়েছে এমনটা কিন্তু না অটো ভ্যান আসার মাধ্যমে চালকদের ও অনেক সুযোগ-সুবিধা হয়েছে। আগে মানুষ অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পা ভ্যান চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে নিয়ে যেতেন। তবে এখন আর তেমন পরিশ্রম করতে হয় না। চালকরা খুব সহজেই প্যাসেঞ্জারের গন্তব্যে পৌঁছে দেন। এতে করে প্যাসেঞ্জার এবং চালক উভয়জনের অনেক সুবিধা হয়েছে। তবে মাঝখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের পা ভ্যান। এটি আমাদের মানিয়ে নিতে হবে কারণ ভালো কিছু পাওয়ার জন্য কিছু একটা ত্যাগ অবশ্যই করতে হবে।


IMG_20230923_105218-01.jpeg

এখন আর রাস্তাঘাটে কখনই পা ভ্যান দেখা যায় না। যে কয়েকটি পা ভ্যান রয়েছে সেগুলো মানুষ বাড়ির কাজে ব্যবহার করেন। এই ভ্যান গুলো যে মানুষ আগে পরিশ্রম করে পা দিয়ে চালাই তো। আমাদের পরের প্রজন্মরা এটা জানতেই পারবে না। কারণ এখন ভ্যানের বদলে দিন দিন অটোর চাহিদা বেড়েই চলতেছে। আর কয়েক বছর পর হয়তো এই অটো ভ্যান গুলোও দেখা যাবে না। যাইহোক আমি চাই আমরা থাকা অবস্থায় আমাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র গুলো আমাদের সঙ্গেই থেকে যাক। আর আমাদের পরের প্রজন্মরা এসব জানবেও না এবং তাদের ঐতিহ্য নিয়ে কোন ধারণাও থাকবে না। প্রিয় বন্ধুরা আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম।


আমার ফোনের বিবরণ
বিষয়ঐতিহ্যবাহী পা ভ্যান
ক্যামেরা মডেলrealme 9i
ফটোগ্রাফার@rubayat02
লোকেশনরংপুর বাংলাদেশ

বন্ধুরা এই ছিলো আমার ঐতিহ্যবাহী পা ভ্যান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো নতুন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



💞-খোদা হাফেজ-💞



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

IMG_20230513_190258.jpg

আমি রুবাইয়াত হাসান হৃদয়, সোনালী বাংলাদেশে আমার বসবাস, বাংলা আমার মাতৃভাষা, পেশায় আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি Steem For Tradition কমিউনিটির নিয়মিত একজন সদস্য, Steem For Tradition কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি বাংলার ইতিয্য এখানে নতুন করে ফুটিয়ে তুলবো, এছাড়াও আমি ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি যে মানুষ মানুষের জন্য।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

you can also vote for @bangla.witness witnesses

IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পা দিয়ে চালানো এসব ভ্যান গাড়ি বর্তমানে এখন বিলুপ্তির পথে। এর প্রধান কারণ হিসেবে বলা চলে মোটর চালিত অটো বা সিএনজি। ২০১৪ সাল পর্যন্ত এসব পা দিয়ে চালানো গাড়ি ব্যবহার অনেক দেখা যেত।মানুষ সাধারণত এটি দিয়ে যাতায়াত করতো। আসলেই ভাই আমাদের পরের প্রজন্ম এটি জানতেই পারবে না যে এটি পা দিয়ে চালানো হয়। এরকম একটি গাড়ি আগে আমাদের দেশে ছিল। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি ভাই দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য ।

আপনি বেশ অসাধারণ একটি ঐতিহ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এই পাঁ চালিত ভ্যানগুলো এখন আর তেমন দেখা যায় না। আগে এই ভ্যান গুলো রাস্তায় প্রচুর পরিমাণে দেখা যেত। এগুলো দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করত এবং বিভিন্ন ধরনের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে বহন করত। কিন্তু বর্তমান সময়ে এই ভ্যান গুলো আর দেখা যায় না। এখন ভ্যানে মানুষ ব্যাটারি লাগিয়ে মোটরের সাহায্যে চালিয়ে থাকে। এই ভ্যানগুলো এখন নেই বললেই চলে। আপনি বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত ঐতিহ্যবাহী একটি বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য।

গ্রামের ঐতিহ্যবাহী পা ভ্যান নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। একটা সময় গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ব্যবস্থা ছিলো এই পা ভ্যান। মানুষের যাতায়াতের সাথে সাথে বিভিন্ন মালামালও বহন করা হতো এই ভ্যানে। তবে এখন বিদ্যুৎ চালিত চার্জার ভ্যান বের হওয়ার কারনে এই পা ভ্যান ক্রমশ কমে গেছে।

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

পা ভ্যান আগে সব সময় সব জায়গায় দেখা যেতো।মানুষ সারাদিন রাত মিলে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতো।রোদ কিংবা বৃষ্টি কোনোটাতেই মাফ ছিলো না।এখনো মাঝে মাঝে কিছু পা ভ্যান দেখা যায়।যুগের সাথে সাথে সব কিছু ডিজিটাল হয়ে গেছে।এখন পায়ে ভ্যান চালাতে হয় না।সবাই পুরাতন ভ্যানে মটার লাগিয়ে নিলে সেটা মটারের সাহায্যে চলে।সে গুলোকে অটো ভ্যান বলে।পা ভ্যান পুরোপুরি বিলুপ্ত না হলেও এখন খুব কম দেখা যায় পা ভ্যান।ঠিকই বলেছেন আমাদের পরের প্রজন্ম এসব জানবেও না এবং তাদের ঐতিহ্য নিয়ে কোনো ধারণাও থাকেবেনা।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ধন্যবাদ।

পা ভ্যান নিয়ে দাঁরুন উপস্থাপন করেছেন ভাই, এক সময় এই ভ্যান যাতায়াতের অন্যতম বাহন ছিলো। দূরদূরান্তে যাতায়াতের বাহন হিসাবে এবং কি মাল পরিবহনের জন্য খুবই জনপ্রিয় বাহন ছিল ভ্যান গাড়ি, গ্রামের দরিদ্র মানুষের আয় রোজগারের অন্যতম মাধ্যম ছিল এটি। বর্তমানে পায়ে চালিত ভ্যান দেখা যায় না, আধুনিকতার ছোঁয়াতে বদলে গিয়েছে অনেক কিছু, এখন চার্জার চালিত ভ্যান দেখতে পাওয়া যায়। আপনি অনেক সুন্দর সাজিয়ে, গুছিয়ে উপস্থাপন করেছেন, ফটোগ্রাফী দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই বিলুপ্ত হয়ে যাওয়া ভ্যান গাড়ি নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আগেকার সময়ে মানুষের চলাচলের অন্যতম বাহন ছিল পা চালিত ভ্যান। এই পা চালিত ভ্যান বর্তমান সময়ে নেই বললেই চলে। পা চালিত ভ্যান গাড়ি অনেক কষ্ট কর চালাতে হয়। বর্তমান সময়ের ছেলেমেয়েরা হয়তো পা চালিত ভ্যান সম্পর্কে এদের ধারনা তেমন নেই কিন্তু ৯০ দশকের ছেলেমেয়েরা হয়তো পা চালিত ভ্যান সম্পর্কে বলতে। পা চালিত ভ্যান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। রিক্সার মত ভ্যান গাড়িও অনেক পুরাতন একটি যানবাহন। তবে প্যাডেল চালিত এই ভ্যানের ব্যবহার এখন অনেক অংশেই কমে গেছে। বর্তমানে মোটর চালিত ভ্যান গুলো সবচেয়ে বেশি দেখা যায়। আপনি ঠিক বলেছেন, মোটর চালিত ভ্যানের আবির্ভাব হওয়ার পর ভ্যান চালকদের পরিশ্রম অনেক অংশে কমে গেছে। ভ্যানে ওঠে ভ্রমণ করতে আমার ভালোই লাগে। আপনি চমৎকার লিখেছেন ভাই। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঐতিহ্যবাহী প্যাডেল চালিত ভ্যান নিয়ে আপনি দারুণ একটি শেয়ার করেছেন। এই পা দিয়ে চালিত ভ্যান গুলো এখন আর নেই। এগুলো প্রায় হারিয়ে গিয়েছে। তবে অনেকের বাড়িতেই এখন সাধারণ কোন কিছু পরিবহন করার জন্য এই ভ্যান গুলো দেখা যায়। আমাদের এলাকার এক গৃহস্থ বাড়িতে একটি পা চালিত ভ্যান রয়েছে। তবে পরিবহনের জন্য রাস্তায় এখন অটো ভ্যান গুলো দেখা যায়। যেগুলো সময় ও শ্রম দুটোই কমিয়ে দিয়েছে। আপনি দারুন একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

এই ভ্যানগুলো আগে ছিল তবে এখন এগুলো তেমন নাই। তবে আমাদের এলাকায় কিছু এরকম ভ্যান দেখতে পাওয়া যায় তবে সেগুলো এখন ব্যাটারি চালিত। অটো আর বড় ভ্যান গুলো এখন সচারাচর দেখা যায়। বুড়া বা ছেলেরা সবাই এখন এই ভ্যানগুলো চালায়।ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।

পা ভ্যান সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলে আপনি ঠিক বলেছেন এখন আর এই পা ভ্যান দেখা যায় না দিন দিন এটি বিলুপ্তর পথে। এখন সবাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই চার্জার সিস্টেম করে চালাচ্ছে। কিন্তু আগে এর প্রচলন বেশি ছিল কেননা যার যার একটি করে ভ্যান ছিল এবং এই ভ্যান গুলো পা দিয়ে চালাতো এবং এতে কঠোর পরিশ্রম করা লাগতো। তারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে এই ভ্যান চালাত। অনেক সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।