Steemit Engagement Challenge Season 9 Week 5 - What Mountain Do You Want To Climb?

in hive-163291 •  2 years ago  (edited)
Steemit Engagement Challenge Season 9 Week 5 - What Mountain Do You Want To Climb?

Brown and White Photo Collage Facebook Post.png
Made by Canva

প্রিয় বন্ধুরা আস্সালামুআলাইকুম,আমি @aparajitoalamin
আমি বাংলাদেশ থেকে লিখছি

যদি উদারতা শিখতে চাও তবে পাহাড়ের কাছে যাও। মানুষ বিশাল বিশাল পাহাড়ের সামনে দাড়িয়ে বুঝতে পারে সে কতোটা ক্ষুদ্র। মানুষের মন বড় হয় পাহাড়ে গেলে। আর পাহাড়ে চড়ার ইচ্ছে বা শখ থেকেই মানুষ পাহাড়ে চড়ে, উচু উচু পর্বতশৃঙ্খ জয় করে। আজ আমি আমার পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

Have you ever climbed a mountain? describe your experience


11127885_830441570357687_5718069874461571096_o.jpg

আমি চাকুরির সুবাদে যখন বাংলাদেশের পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে ছিলাম তখন আমি বেশ কয়েকটি পাহাড়ে চড়েছি। আমার চড়া একটি পাহাড় হলো চিম্বুক। চিম্বুক বান্দরবান জেলায় অবস্থিত এবং একটি অন্যতম দর্শনীয় স্থান। আমি জীপ গাড়িতে চড়ে যাকে স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি বলে বান্দরবান শহর থেকে ২৬ কিলোমিটার দুরে চলে আসি চিম্বুকে। এখানে চিম্বুকে সূর্যোদয় নামে একটি মনুমেন্ট ও রয়েছে। আঁকা বাকা পাহাড়ের গা বেয়ে ভয়ংকর একটি রাস্তা ধরে চিম্বুকে যেতে হয়।

22385_830442467024264_6285718224721641665_n.jpg

সেখানে আর্মিদের পরিচালিত একটি খাবারের দোকান রয়েছে। সেখান থেকে হালকা নাস্তা করে আমি চিম্বুক পাহাড়ে উঠতে শুরু করি।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচু পাহাড়ে উঠাটা একটু কষ্ট সাধ্য। আপনার যদি পাহাড়ে উঠার অভিজ্ঞতা না থাকে তবে সেটা আরো কষ্টকর। তবে চারপাশের প্রকৃতি আপনাকে এই কষ্টটা বুঝতে দেবেনা। প্রকৃতির সবুজ রং আপনার মনের সকল ক্লান্তি দুর করে দিবে।

11212717_830442470357597_5352886978512486639_o.jpg

আমার অভিজ্ঞতাটা ছিলো এককথায় অসাধারন। এতো উচু থেকে সব কিছু বেশ ছোট দেখাচ্ছিলো। প্রকৃতির বিশালতায় আমি মিশে গিয়েছিলাম। নাম না জানা গাছের পাতার আড়ালে নাম না জানা পাখির ডাক মনে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। আমার চিম্বুক পাহাড়ে আরোহন একটা সেরা এ্যাডভেঞ্চার ছিলো।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


Which mountain will you climb next? What sensations and passions do you want to find there?


11147059_830440763691101_5407758085503390705_o.jpg

পাহাড়ে চড়ার আনন্দটা অনেকটা নেশার মতন। যে একবার পাহাড়ে চড়েছে সেটা কেবল সেই বলতে পারে। আমি বাংলাদেশের চন্দ্রনাথ,লালমাই,চিম্বুক,কিওক্রাডং সহ বেশ কয়েকটি পাহাড়ে চড়েছি। তাই মাথায় একটা বাংলা গান সবসময়ই বাজে..

কবে পাব তাহার দেখা, আহারে আহারে
কবে শাল মহুয়ার, কনক চাঁপার
মালা দেব তাহারে, আহারে আহারে।
কবে যাব পাহাড়ে, আহারে।।

আমি গায় মাখিয়া রাঙ্গামাটি নাচবো ধি তান প্রহরে
খুজবো সবুজ বন ফুলে, খুজে না পাই যাহারে।

মাতাল মনের জারুল ঢঙ্গে, সন্ধ্যা শিমুল অস্ত রঙ্গে
সে ঝর্না ছড়ায় রুপালি চাঁদ, নাচলো নূপুর পাহাড়ে, আহারে।

আমি নিশি শেষে শীত কুয়াশার জড়িয়ে চাদর তাহারে
শিশির ধুলায় বুনো পায়ে আনবো মেখে শহরে।

বলবো পাখি- পলাশ দেব, খোপায় হলুদ গাঁদা দেব।
জড়িয়ে রাখিস সারা জীবন,
যেমন ছিলি পাহাড়ে, আহারে আহারে, আহারে আহারে।

কবে যাব পাহাড়ে –আহারে আহারে
কবে শাল মহুয়ার, কনক চাঁপার মালা দেব তাহারে, আহারে আহারে।
source

আমার চড়ার ইচ্ছে আছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে। হিমালয়ের পাদদেশের এই পাহাড়টি আমার দেশ থেকে দেখা যায়। বরফে আচ্ছাদিতো এর চুড়ো রোদলেগে যখন সোনালী ঝিলিক দেয় তা বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে দেখা যায়। বাংলাদেশের খুব কাছে হওয়া সত্বেও পাহাড়টায় আমার যাওয়া হয়নি। পৃথিবীর এই তৃতীয় সর্বোচ্চ পাহাড়টিতে চড়ার স্বপ্ন আমার বহুদিনের। পাহাড়টি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত। আমার ভারতের সিকিম অঞ্চল দিয়ে পাহাড়টিতে চড়ার খুব শখ। এর সৌন্দর্য বরাবরই আমাকে কাছে টানছে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What challenges might you find to climb the mountain of your dreams? how will you find a solution for that?


11026303_830445777023933_6924142322378621270_o.jpg

জগতে মানুষের সব শখ পূরন করতে সবার প্রথমে প্রয়োজন হলো অর্থ বা টাকা। আমারও প্রথম সমস্যা হলো আর্থিব সমস্যা। আমার স্বপ্ন স্টিমিট প্লাটফর্মে ভালো কাজ করার মাধ্যমে আমি আমার সেই সমস্যা আমি সমাধান করে ফেলবো। যে সকল প্রতিকূলতা আমি সম্মুখিত হতে পারি সেগুলো হলো

১. দুর্গম পথ: পাহাড়ের রাস্তা দুর্গম হয়। তারজন্যে বিশেষ ট্রেনিং ও অনুশীলনের প্রয়োজন হয়। এসব সমস্যা হাইকিং,জগিং,নিয়মিত শরিরচর্চা,ব্রিডিং এক্সারসাইজ করে সমাধান করা যায়।আর হাইকিং এর জুতো সহ অন্যান্য যন্ত্রপাতি সাথে রাখলে সমস্যা হবার কথা না।

২. উচ্চতার সমস্যা: আসলে উচুস্থানে গেলে বেশ কিছু প্রতিকূলতার সৃষ্টি হয়,মাথা ঘুরানো,দৃষ্টি ঝাপসা হয়ে আসা সহ ব্লাড প্রেশারে তারতম্য হয়। কানে একটা চাপ চাপ অনুভূতির সম্মুখীন আমি নিজে হয়েছি। এসব আসলে একা মোকাবেলা করা সম্ভব না।তাই একটা অভিজ্ঞ দলের সাথে পাহাড়ে আরোহন করা উচিৎ।

৩. বায়ুচাপ ও উচুস্থানে বায়ুর তারতম্য: উচু স্থানে যাওয়ার সাথে সাথে বাতাসের চাপ কমতে শুরু করে। সেই সাথে অক্সিজেন লেভেলও কম থাকে।পাহাড়ে রান্না থেকে শুরু করে নিঃশ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্যে) প্রক্রিয়াজাত খাবার ও অক্সিজেনের বোতলের ব্যবস্থা রাখতে হবে আমাকে।

৪.বৈরী আবহাওয়া: প্রকৃতির কোলে বৈরী আবহাওয়া স্বাভাবিক ঘটনা। তবে পাহাড়ে সেটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তুষার ঝড়, পিটারাক,বৃষ্টি,ভূমিধ্বস, তুষারধ্বস সম্ভাব্য সব বিপদই হতে পারে। তাই ভালো মাউন্টেন গিয়ার সহ বিভিন্ন ধরনের জিনিস যেমন রেইনকোট,স্লিপিংব্যাগ হিটার এসব জিনিস সাথে রাখতে হবে।

৫. মেডিসিন: অসুখ বিশুখ বলে কয়ে আসেনা বিপদ আপদও একই রকম তাই ফাস্টএইড টুলকিট নেয়া খুবই গুরুত্বপূর্ন।

৬. পানি। বিশুদ্ধ পানি সাথে নেয়া ও সম্ভাব্য পানির উৎস জেনে নেয়া খুবই জরুরী

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png


What did you prepare to be able to climb the mountain of your dreams?


11187184_830448797023631_7950210745360794301_o.jpg

আমি আপাতত স্টিমিট এ কাজ করে আর্থিক সমস্যাটার সমাধান করার চেষ্টা করছি,এছাড়া নিয়মিত ব্যায়াম করে শরীরটাকে ফিট রাখতে চেষ্টা করছি। আর যখন আমি প্রস্তুত হবো তখন আমি হাইকিং জুতো, তাবু, খাবার, পানি, মেডিসিন,অক্সিজেন বোটল, আর মাউন্টেন গিয়ার নিয়ে দক্ষ একটা দলের সাথে রওনা হয়ে যাবো কাঞ্চনজঙ্ঘা এর উদ্দেশ্যে। আসলে অতিআড়ম্বর করে কিছু হয়না। মনের শক্তিটাই ও প্রস্তুতিটাই সব। তাই মনে ডাকলেই আর সব কেনার আর্থিক অবস্থা থাকলেই আমি প্রস্তুত। সাদা বরফের পাহাড়টা জয় করতে।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png

All of photos taken by @aparajitoalamin with smartphone

আমি আমন্ত্রন জানাচ্ছি @promah & @tasrin94 & @hasina78 কে অংশগ্রহন করার জন্য।


এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন



cc:
@hive-163291

আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png


--- @aparajitoalamin

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

  ·  2 years ago (edited)

Thank you for your mountain climbing experience. I'm sure the trip to Chimbuk will be very interesting and challenging because you have to pass a dangerous road over the Baka hills. However, along with challenges come beautiful natural views and unforgettable climbing experiences. Hopefully this experience can be an inspiration for others To explore nature and broaden their horizons.

Good luck.

Thank you

Black Modern Blogger YouTube Channel Art (1).gif


Plagiarism freeYES
SteemexclusiveYES
Club 5050YES
Verified userYES
free botsYES
AI FreeYES
Voting CSI9.9 ( 0.00 % self, 83 upvotes, 58 accounts, last 7d )
Rating9-10
শুভ সকাল! আপনার পাহাড়ে চড়ার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। সত্যিই, পাহাড়ের সামনে দাড়িয়ে থাকা মানুষ সবোর্থিত হয় যে কতোটা ক্ষুদ্র এবং পাহাড়ে গেলে মানুষের মন বড় হয়ে উঠে। আমরা আপনার উদারতা শিখতে পাহাড়ে যাওয়ার ইচ্ছে ও শখ সমর্থন করছি। আমরা আপনার পাহাড়ে চড়ার অভিজ্ঞতা শুনতে আগ্রহী। ধন্যবাদ যে আপনি এই শেয়ার করেছেন। আপনার অভিজ্ঞতা থেকে আরও প্রেরণা পাচ্ছি।

অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো আমার অনুপ্রেরনা বাড়িয়ে দিলো।

পার্বত্য চট্টগ্রামে অসংখ্য ছোট বড় পাহাড় রয়েছে ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে বেড়াতে যেতাম তখন সে পাহাড়গুলোতে ওঠার চেষ্টা করতাম যদিও পারতাম না। আপনার পোষ্টটি পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যাইহোক ধন্যবাদ আপনাকে সবকিছু অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ আমাকে উৎসাহ দেবার জন্যে।