হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি। তবে বাংলাদেশ ভালো নেই, ভালো নেই শিক্ষার্থীরা। সেই বেদনায় আমরাও ব্যথিত।
তো বন্ধুরা! আমি আমার ২৮ তারিখ সারাদিনের কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। দিন যায় রাত আসে রাত শেষ হয়ে যায় আবার দিন চলে আসে, এভাবেই আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে দিন, সপ্তাহ, মাস, বছর। কিন্তু আমরা আমাদের জীবনকে কতটুকু উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছি এটিই হচ্ছে হিসাবের বিষয়।
দিন সবার এক রকম যায় না, একেকজনের একেক রকম দিন কাটে, আবার একজনের প্রতিদিন সমান ভাবে দিন কাটে না বরং একদিন ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় আবার আরেকদিন ব্যস্ততা ছাড়া বসে বসে ও দিন কেটে যায়। যেহেতু আমরা এখনো ছাত্র তাই আমাদের দিনটা ঐরকম ভাবেই কাটে যেরকম ভাবে আমাদের রুটিন করা হয়েছে। সাধারণত সবার দিনের চেয়ে ভিন্নভাবে দিন কাটে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের। কারণ আমাদের নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া করতে হয়, কাজকর্ম করতে হয়।
দৈনন্দিন এর রুটিন মাফিক আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সময় মতো নামাজ আদায় করে ক্লাসে চলে যাই। ক্লাস শেষে সাথে সাথে আমরা সকালের নাস্তা করি, আর প্রথম ফটোটি সকালে নাস্তা করার পরে মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে উঠেছি। সেই সাথে ভোর রাত্রে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে মাদ্রাসার ফটো উঠিয়েছি।
এরপরে আমরা সময়মতো আবার ক্লাসে চলে যাই, দুপুরের আগ পর্যন্ত তিনটি ক্লাস শেষ হয়। যোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিলাম এরপরে যথারীতি আবারও ক্লাসে চলে গেলাম, ৫:১০ মিনিট পর্যন্ত ক্লাসে ছিলাম অতঃপর আসরের নামাজের আজান হলো, আসরের নামাজ আদায় করে গোসল সেরে নিলাম। যেহেতু দুপুর বেলা গোসল করার সময় পাওয়া যায় না কারণ ছাত্রসংখ্যা বেশি হওয়ার কারণে দুপুরে গোসলের সিরিয়াল পাওয়া যায় না, তাই বাধ্য হয়েই আসরের পরে গোসল করতে হয়। গোসল শেষ করে কিছু ফল ফ্রুট কেনার জন্য যাত্রাবাড়ী আরোদে চলে যাই।
যাত্রাবাড়ী আরোদে গিয়ে প্রথমে আমরা লটকন ফল পছন্দ করেছি এবং কিনি। লটকন ফল এখন দাম অনেক বেশি, সাধারণত যাত্রাবাড়ী আরোদে দাম একটু কম পাওয়া যায়, কিন্তু লটকন ফল শেষের দিকে তাই দাম বেশি। আমরা আধা কেজি লটকন ফল কিনেছি 60 টাকা দিয়ে। যেহেতু গ্রামে লটকন ফল খুব কম পাওয়া যায় তাই শহরে যখন মনে চায় তখন কিনে খাই।
দিনটি খুবই পরিষ্কার ছিল তাই যাত্রাবাড়ি আরোদে গিয়ে কয়েকটি ফটোও সংগ্রহ করেছি। এরপরে আমরা আরো কিছু ফল ফ্রুট দেখলাম পছন্দ হলো কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিনলাম না। যাত্রাবাড়ী আরোদ থেকে আসার সময় রাস্তায় ভ্যানের ওপর কিছু সদাই দেখতে পেলাম, আমার খুব খেতে ইচ্ছা করলো তাই পঞ্চাশ টাকার "আড়াইশো গ্রাম" কিনে মাদ্রাসায় নিয়ে আসলাম।
মাদ্রাসার সামনের রাস্তায় দেখি আরেকটি ভ্যানের ওপর এক ভাই গেন্ডারী বিক্রি করতেছে, অনেকদিন ধরেই গ্যান্ডারি খায় না তাই খাওয়ার ইচ্ছে জাগলো, গেন্ডারী কেনার জন্য যখন ভ্যানের কাছে গেলাম তখন গেন্ডারী দেখে আর পছন্দ হলো না। যেগুলো কেটে রেখেছে এগুলো আগের কাটা তাই লাল হয়ে গিয়েছে। এই গেন্ডারী দেখে মোটেও ভালো লাগলো না তাই আর কিনলাম না।
মাদ্রাসার মধ্যে ঢুকে পড়বো এমন সময় আমার বন্ধু বলল চলো বেলপুরি খেয়ে আসি, এরপর আমি আমার বন্ধুকে নিয়ে বের করে খাওয়ার জন্য দোকানে গেলাম। দুজনে চারটি বেলপুরি নিলাম। আমরা মাঝে মাঝে এই দোকান থেকেই বেলপুরি খাই। খুবই মজা হয়,আর এখান থেকেই আমাদের মাদ্রাসার সকল ছাত্র খাই।
মাদ্রাসায় এসে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে যথারীতি ক্লাসে চলে গেলাম। এশার নামাজের আগ পর্যন্ত ক্লাস হল এশারের নামাজ পড়ে রাত্রের খাবার প্রস্তুত করা হলো। রাত্রের খাবারের ছিল ডিম, রাতের খাবার খেয়ে কিছু কাজ সেরে শুয়ে পড়লাম। এভাবেই ২৮ তারিখের দিনটি অতিবাহিত হয়ে গেল।
আজকের মত এখানে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1819071967678627891?t=f_67jGN5UuS8EE1NPMPKiA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit